অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম আসলে অনেক সহজ। আপনারা যারা পাসপোর্ট চেক করার উপায় জানতে চাচ্ছেন আজকের আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য।

আপনারা যারা নতুন পাসপোর্ট করতেছেন তারা অনেকে চিন্তা করেন ই পাসপোর্টের বর্তমান অবস্থা কি?

অর্থাৎ আপনার করতে দেওয়া ই পাসপোর্টের কাজ কতদূর এগিয়েছে সেটার বিষয় জানতে ইচ্ছে করে। আর এটা জানার সঠিক নিয়ম আজকে আলোচনা করবো।

তবে, মনে রাখবেন আমরা যে পাসওয়ার্ড করি সেটা দুই ধরনের হয়ে থাকে। এর মধ্যে একটি হলো ই পাসপোর্ট (E passport) এবং অপরটি হলো এমআরপি পাসপোর্ট (MRP passport)।

আপনার কাছে যদি এই দুইটার যেকোনো একটা পাসপোর্ট থাকে তাহলে সেটা আপনি সহজে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ পাসপোর্ট চেক করতে পারবেন।

অর্থাৎ আপনি যে ই পাসপোর্ট আবেদন করার পরে সেটার বর্তমান অবস্থা কি বা কি অবস্থায় আছে সেটা চেক করে জানতে পারবেন।

এক্ষেত্রে আপনাকে লক্ষ রাখতে হবে আপনি কোন ধরনের পাসপোর্ট এর বিষয় তথ্য অনলাইনে জানতে চাচ্ছেন।

কারণ, আমি আগেই বলেছি সাধারণত পাসপোর্ট দুই ধরনের হয়ে থাকে। একটি ই পাসপোর্ট এবং অপরটি এমআরপি পাসপোর্ট। 

বর্তমানে ই পাসপোর্ট এর চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। তবে, অনেকে আবার এমআরপি পাসপোর্ট করে থাকে।

মনে রাখবেন, ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট দুইটা অনলাইনে চেক করার নিয়ম আলাদা আলাদা এবং পাসপোর্ট ওয়েবসাইট থেকে আলাদা আলাদা সার্ভারে চেক করতে হয়।

অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম (Online passport check)

আমি আগেই বলেছি ই পাসপোর্ট চেক করার জন্য বাংলাদেশ পাসপোর্ট ওয়েবসাইটে আলাদা সার্ভার রয়েছে এবং এমআরপি পাসপোর্ট চেক করার জন্য আলাদা সার্ভার রয়েছে।

তবে, এই দুই ধরনের পাসপোর্ট এর বর্তমান তথ্য জানার জন্য আপনাকে একটি জিনিসের প্রয়েজন হবে। সেটা হলো ডেলিভারি স্লিপ। 

আপনি যখন পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে পাসপোর্টের ডকুমেন্ট জমা নিয়েছিলেন তখন আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়ে ছিলো।

এই ডেলিভারি স্লিপ ব্যবহার করে আপনি সহজে অনলাইনে নিজের পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন।

তবে, ই পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ কিন্তু একই রকম দেখতে না। দুইটা স্লিপ দেখতে ভিন্ন ভিন্ন।

আপনাদের বুঝানোর জন্য নিচে ই পাসপোর্ট (e passport) এর ডেলিভারি স্লিপের ছবি নিয়ে দেওয়া হয়েছে।

মনে রাখবেন, অনলাইনে ই পাসপোর্ট এর তথ্য যাচাই করার জন্য Online Registration ID বা Application ID প্রয়োজন হবে। এবং এমআরপি পাসপোর্ট এর তথ্য যাচাই করার জন্য Enrolment Number প্রয়োজন হবে। এই দুইটা তথ্য আপনি ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন।

ই পাসপোর্ট অনলাইন চেক করার নিয়ম (Online E passport check)

প্রথমে আপনাকে বাংলাদেশ পাসপোর্ট অফিস এর epassport.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর পর মেনু অপশন থেকে স্ট্যাটাস চেক (Check Status) অপশনে ক্লিক করুন।

এবার নিচের ছবির মতো বাংলাদেশ ই-পাসপোর্ট এর তথ্য যাচাই করার ফর্মটি পেয়ে যাবেন। 

আপনার ই পাসপোর্ট এর ডেলিভারি স্লিপে থাকা Online Registration ID বা Application ID এবং আপনার জন্ম তারিখ লিখুন।

এরপর I am human বক্সে ক্লিক করে নিদিষ্ট ক্যাপচা পূরণ করে নিচে থেকে Check অপশনে ক্লিক করুন। তাহলে, আপনি নিজের ই পাসপোর্ট চেক করতে পারবেন।

অনলাইনে MRP পাসপোর্ট চেক করার নিয়ম (Online MRP Passport Check)

MRP পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে বাংলাদেশ পাসপোর্ট অফিস এর passport.gov.bd এই ওয়েবসাইটে।

এরপর মেনু অপশন থেকে APPLICATION STATUS এই অপশনে ক্লিক করুন। তাহলে নিচের ছবির মতো এমআরপি পাসপোর্ট তথ্য যাচাই করার বক্স পেয়ে যাবেন।

এবার আপনার এমআরপি পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Enrolment ID এবং Date of Birth লিখুন। এরপর নিচে উল্লেখ করা ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে SEARCH অপশনে ক্লিক করুন।

তাহলে আপনি নিজের এমআরপি পাসপোর্ট এর তথ্য যাচাই করতে পারবেন।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা জানলাম অনলাইনে পাসপোর্ট চেক করার নিয়ম (online passport check) সম্পর্কে।

এই আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচের কমেন্টে অবশ্যই  লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের জন্য শেয়ার করবেন। ধন্যবাদ

পাসপোর্ট তথ্য সম্পর্কে আরো আর্টিকেল পড়ুন

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap