অ্যামাজন কি? Amazon এর মালিক কে?

আজকে আমি আলোচনা করবো অ্যামাজন কি (what is Amazon) এবং অ্যামাজন (Amazon) এর মালিক কে সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে।

বর্তমানে আমরা আধুনিক যুগে এসে ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করি। এর জন্য আমরা বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করি।

আমাদের দেশে বর্তমানে অনেক গুলো ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে উল্লেখ যোগ্য কিছু প্রতিষ্ঠান হলো – Daraz, Evaly, Rokomari, Monak Mat ইত্যাদি।

আমরা সাধারণত এই সব ই-কমার্স প্রতিষ্ঠান গুলো থেকে অনলাইনে কেনাকাটা করে থাকি। আমাদের দেশের ই-কমার্স প্রতিষ্ঠান গুলো মতো অ্যামাজন হলো একটি ই-কমার্স প্রতিষ্ঠান।

এখন আপনি যদি Amazon কি এবং এর মালিক কে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

অ্যামাজন কি? (What is Amazon in bangla)

what is amazon

Amazon হলো আমেরিকার একটি ইলেক্ট্রনিক বানিজ্য কোম্পানি। যার সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে অবস্থিত।

বর্তমানে অ্যামাজন আমেরিকা সহ বিশ্বের অনেক দেশের বৃহত্তর ইন্টারনেট ভিত্তিক খুচরা বিক্রিতা কোম্পানি। এটা হলো অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান। 

এই ই-কমার্স প্রতিষ্ঠানে এক জন মানুষের দৈন্দিন জীবনে যে সকল পণ্য গুলোর দরকার হয় সেই পণ্য গুলো আপনি এখান থেকে কিনে নিতে পারবেন।

প্রথমে অ্যামাজন এতোটা বড় প্রতিষ্ঠান ছিলো না। তারা ব্যবসা শুরু করেন Amazon.com use নামের একটি বইয়ের দোকান থেকে। এর পরে অনেক দ্রুত তারা সুনাম অর্জন করেন।

এই প্রতিষ্ঠান কালের বিবর্তনে সারা বিশ্বের মানুষের সামনে তুলে ধরেছে। এখানে বর্তমানে শুধু বই নয় মানুষের দৈন্দিন জীবনের সব কিছু পাওয়া যায়।

যেমন – পোশাক, আসবাবপত্র, খাবার, সফটওয়্যার, ডিভিডি, ভিডিও, সিডি, ইলেক্ট্রনিক ডিভাইস, গহনা, খাবার সহ আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র অ্যামাজনে পেয়ে যাবেন।

ই কমার্স ব্যবসা কি? কিভাবে শুরু করবেন এবং এর সুবিধা ও লাভ

১৯৯৪ সালের ৫ই জুলাই একটি বইয়ের দোকানের মাধ্যমে অ্যামাজনের ব্যবহার শুরু হয়। এখন আপনি জেনে অবাক হবেন যে অ্যামাজন শুধুমাত্র আমেরিকায় নয় বিশ্বের অনেক দেশে তাদের বিজনেস বিস্তৃতি করেছে।

যেমন – জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি, স্পেন, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ব্রাজিল, মেক্সিকো সহ আমাদের পাশের দেশ ভারতে অ্যামাজনের বেশ কিছু সার্ভিস চালু হয়েছে।

আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন অ্যামাজন কি? তাহলে চলুন নিচে থেকে অ্যামাজন সম্পর্কে আরো বিভিন্ন তথ্য জেনে আসি

আমাজন কত সালে যাত্রা শুরু করে?

১৯৯৪ সালে জেফ বেজস ওয়াল স্ট্রিট ফার্মের ডি। ই। শ ও অ্যান্ড কোং এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে চাকরি ছেড়ে দিয়ে সিয়াটয়ে চলে আসেন।

সিয়াটয়ে এসে তিনি একটা বিজনেস শুরু করার পরিকল্পনা করেন। এই পরিকল্পনা থেকে প্রথমে বইয়ের দোকান যা অবশেষে Amazon হয়ে উঠে।

ধীরে ধীরে অ্যামাজন এর বিজনেস আমেরিকাতে অনেক জনপ্রিয় অর্জন করে। এর পরে এই বিজনেস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

অ্যামাজন কোন দেশের কোম্পানি?

অ্যামাজন হলো আমেরিকার একটি কোম্পানি। যা ওয়াশিংটন সিটির সিয়াটলে অবস্থিত। jeff bezos তিনি প্রথম অ্যামাজন কোম্পানি শুরু করেন। 

যদিও Amazon আমেরিকার কোম্পানি কিন্ত বিশ্বের বড় বড় দেশে এর সার্ভিস চালু রয়েছে। বর্তমানে এই কোম্পানি মানুষের কাছে অনলাইনে কেনাকাটা করার জন্য একটি বিশ্বাস্ত প্রতিষ্ঠান হয়ে উঠেছে।

অ্যামাজন কোম্পানির মালিক কে? | আমাজন এর প্রতিষ্ঠাতা কে?

অ্যামাজন কোম্পানি মালিক জেফ বেজস, সভাপতি, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান (CEO). ১৯৯৪ সালের ৫ই জুলাই জেফ বেজস তিনি সিয়াটলে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেন।

২০২১ সালে জেফ বেজস সিইও (CEO) পদ ছেড়ে দিয়ে Amazon Company এর নির্বাহী চেয়ারম্যান  পদে নিযুক্ত হয়। তিনি ২৭ বছর এই কোম্পানির সিইও পদে দ্বায়িত্ব পালন করেন।

অ্যামাজন এর কাজ কি? | অ্যামাজন ডটকম কি ধরনের সাইট

Amazon.com হলো একটি অনলাইন ই-কমার্স কোম্পানি। এখান থেকে মানুষের প্রয়োজনীয় সকল পণ্য গুলো খুব সহজে অনলাইনের মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারেন।

আর এই অর্ডার করা অ্যামাজন পণ্য সরবরাহের কাজ করে থাকে অ্যামাজন। আপনি হয়তো জানেন বর্তমানে অ্যামাজন বিশ্বের সব একটি ই-কমার্স ওয়েবসাইট।

যেখানে প্রচুর পরিমানে কর্মচারী কাজ করেন। এই কর্মচারীদের কাজ হলো অর্ডার গ্রহন করা এবং গ্রহকদের সময়মত অর্ডার পৌঁছে দেওয়া।

আবার অনেকে অ্যামাজনের কাজ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে করে প্রচুর টাকা ইনকাম করছে। আপনিও চাইলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। 

অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত নিয়ে এই ব্লগে আর একটি আর্টিকেল প্রকাশ করেছি। আপনারা সেটা পড়ে জেনে নিবেন।

আমাজন বাংলাদেশে কবে আসবে?

আমাদের বাংলাদেশে অ্যামাজন কবে আসবে সেটার বিষয় সঠিক ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। অ্যামাজন থেকে এই সম্পর্কে কোনো আপডেট জানা যায়নি।

যদি অ্যামাজন থেকে বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো নোটিশ পায় তাহলে এখানে আপডেট করা হবে।

Amazon থেকে পণ্য কেনার উপায়?

আপনি যদি বাংলাদেশ থেকে অ্যামাজন পণ্য কেনার কথা চিন্তা করেন তাহলে সেটা সম্ভব নয়। কারণ বাংলাদেশে এখনো অ্যামাজন তাদের বিজনেস সার্ভিস শুরু করেনি।

আর আপনি যদি ভারতের নাগরিক হয়ে থাকেন তাহলে অ্যামাজন থেকে পণ্য কিনতে পারবেন। এর জন্য প্রথমে google play store থেকে Amazon app ডাউনলোড করুন।

এবার আপনার সঠিক তথ্য গুলো দিয়ে অ্যামাজন অ্যাপে একাউন্ট খুলুন। তারপর পছন্দসই অ্যামাজন পণ্য অর্ডার করুন।

শেষ কথা

আজকে আমরা জানলাম অ্যামাজন কি (what is Amazon) এবং অ্যামাজন এর মালিক কে সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে।

যদিও বর্তমানে অ্যামাজন বাংলাদেশে তাদের বিজনেস আরম্ভ করেনি তবে, আশাকরি খুবই দ্রুত সময়ের মধ্যে তারা বিজনেস আরম্ভ করবে।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap