বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকের পরে instagram অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি কি জানেন ইনস্টাগ্রাম কি যদি না জেনে থাকেন তাহালে এই আর্টিকেলের মাধ্যমে জেনে নিন। (how to create a instagram account)
দিন দিন ইনস্টাগ্রাম (Instagram) এর জনপ্রিয় বৃদ্ধি পাচ্ছে। আমাদের বাংলাদেশেও এর চাহিদা অনেক বেশি। এখানে আপনি ফেসবুকের মতো বন্ধু বানিয়ে তাদের সাথে ছবি, ভিডিও, টেক্সট শেয়ার করতে পারবেন।
তাহালে চলুন নিচে থেকে জেনে আসি ইনস্টাগ্রাম কি বা ইনস্টাগ্রাম মানে কি সেই সম্পর্কে।
ইনস্টাগ্রাম কি? (What is Instagram)
মূলত ইনস্টাগ্রাম হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এটা অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন, ফেসবুক, টুইটার ইত্যাদির মতো অনলাইন সার্ভিস। এখানে আপনি নিজের ছবি, ভিডিও, টেক্স শেয়ার করতে পারবেন Instagram users দের সাথে।
আসলে Instagram শব্দটি দুইটি শব্দের মিশ্রণ হিসাবে ধরা হয়। যেগুলো হলো, instant camera এবং telegram এই দুইটির শব্দের মিশ্রনে Instagram শব্দটি তৈরি হয়েছে। ২০১০ সালে Kevin Systrom ও Mike Krieger এই দুইজন ব্যাক্তির দ্বারা তৈরি হয়েছে।
দিনের পর দিন Instagram এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক ভাবে।
- ২০১৭ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৫৯৩.৭ মিলিয়ান।
- ২০১৮ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৭০৬.৫ মিলিয়ান।
- ২০১৯ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৭৬৬.৪ মিলিয়ান।
- ২০২০ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৮৫৪.৫ মিলিয়ান।
আশাকরি বুঝতে পারছেন Instagram কি? এবং কত দ্রুত সময়ের মধ্যে ইনস্টাগ্রাম এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
ইনস্টাগ্রাম মানে কি?
Instagram হলো একটি free photo এবং ভিডিও শেয়ার করা অ্যাপ্লিকেশন যা এন্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে।
আপনি আপনার পছন্দের ছবি বা শর্ট ভিডিও গুলো ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন। আর যে সকল বন্ধু গুলো আপনাকে অনুসারণ করেছে তারা এই ছবি এবং ভিডিও গুলো দেখতে পাবে।
সহজে বলতে গেলে ইনস্টাগ্রাম একটি সামাজিক মিডিয়া প্লাটফর্ম। যেখানে আপনি নিজের ছবি ও ভিডিও গুলো অন্যান্য ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সাথে ভাগ করে নিতে পারবেন।
ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম?
এমনিতে ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম অনেক সোজা। তাই আপনারা খুব সহজে একটি instagram account খুলতে পারবেন।
আজকের আমি মোবাইলে Instagram app থেকে এবং কম্পিউটার দিয়ে কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে হয় সেই দুই প্রক্রিয়া দেখাবো।
আপনারা হয়তো জানেন ইনস্টাগ্রাম যেহেতু ফেসবুকের পণ্য। তাই instagram account আলদা ভাবে তৈরি না করে সরাসরি facebook account দিয়ে লগইন করা যায়।
এর পাশাপাশি ইনস্টাগ্রাম এর জন্য মোবাইল নম্বর বা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট খোলার সুবিধা তো থাকছে।
আপনি যে ডিভাইস থেকে ইনস্টাগ্রাম আইডি খুলবেন ইতিমধ্যে আপনার ফেসবুক আইডি যদি সেই ডিভাইসে লগইন করা থাকে, তাহালে সরাসরি Log In With Facebook এই অপশন থেকে ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে পারবেন।
ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম (মোবাইলে ইনস্টাগ্রাম দিয়ে)
যেহেতু আমি মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে একাউন্ট খোলার নিয়ম দেখাচ্ছি সেহেতু প্রথমে আপনাকে Instagram app ডাউনলোড করতে হবে।
তাই আপনি google playstore থেকে সম্পর্ন ফ্রিতে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিচের স্টেপ গুলো ফলো করুন।
স্টেপ – ১: প্রথমে নিজের মোবাইল থেকে Instagram app ওপেন করুন এবং “Sign up email or phone number” অপশনে ক্লিক করুন।

স্টেপ – ২: পরের অপশনে আপনাকে phone বা email যেকোনো একটি অপশন দেওয়ায় জন্য বলা হবে। আপনি যেটা খুশি সেটা দিয়ে একাউন্ট খুলতে পারবেন। আমি আপনাদের ফোন নম্বর দিয়ে দেখাচ্ছি। ফোন নম্বর দেওয়া পরে next অপশনে ক্লিক করুন।

স্টেপ – ৩: এবার আপনি যে নামে একাউন্ট খুলতে চান সেই নাম এবং পাসওয়ার্ড দিয়ে লিখুন। এরার নিচে থেকে “continue and sync contacts” অপশনে ক্লিক করুন।

স্টেপ – ৪: পরের পেজে আপনার জন্ম তারিখ (birthday) সিলেক্ট করার জন্য বলা হবে। এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে next অপশনে ক্লিক করুন।
স্টেপ – ৫: শেষে আপনাকে sign up অপশনে ক্লিক করতে হবে। স্বাগতম আপনার ইনস্টাগ্রাম একাউন্ট খোলা সস্পর্ন হয়েছে।

একাউন্ট খোলার কাজ সম্পর্ন হয়ে গেলে edit profile গিয়ে প্রোফাইল ফটো, নাম, ইউজার নাম ইত্যাদি গুলো ঠিক করে নিতে পারবেন।
কম্পিউটার থেকে কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে হয়?
কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে Instagram account খোলার পদ্ধতি অনেক সহজ।

- কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে instagram.com এই ওয়েবসাইট যান।
- Phone number or email এই অপশনে ক্লিক করে যেকোনো একটি লিখুন।
- Full name অপশনে আপনি যে নামে একাউন্ট খুলবেন সেই নাম লিখুন।
- Username এই অপশনে আপনার নাম সিলেক্ট করুন (যেমন – Khalidhasan086).
- এবার পাসওয়ার্ড লিখুন।
- শেষে sign up অপশনে ক্লিক করুন।
আশাকরি, সহজে বুঝতে পারছেন কম্পিউটার দিয়ে কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট খুলতে হবে।
ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করতে হয়?
ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার পরে আপনার প্রোফাইল ভালো ভাবে সেট করবে হবে। একাউন্টে আপনার ব্যাক্তিগত সকল তথ্য গুলো রাখতে পারবেন।
তবে, এই তথ্য গুলো প্রথমে কেউ সরাসরি দেখতে পাবে না। এর জন্য প্রথমে আপনার কাছে রিকোয়েস্ট পাঠাতে হবে এবং সেই রিকোয়েস্ট আপনি একসেপ্ট করলে সে আপনার তথ্য বা ফটো গুলো দেখতে পাবে।
তাছাড়া, আপনি আপনার পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, সেলিব্রিটি সহ আরো বিভিন্ন ধরনের মানুষকে ফলো (follow) করে রাখতে পারেন। এতে তারা ছবি বা অন্য কিছু শেয়ার করলে আপনি দেখতে পাবেন।
আজকে আমরা কি জানলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা জানলাম ইনস্টাগ্রাম কি এবং ইনস্টাগ্রাম একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আমার লেখাটি যদি আপনার কাছে ভালো লাগে তাহালে অবশ্যই কমেন্টে জানাবেন।