ইন্টারনেট স্পিড চেক করুন ওয়েবসাইট এবং অ্যাপ দিয়ে

ইন্টারনেট স্পিড চেক করুন – আধুনিক এই ডিজিটাল যুগে অধিক অংশ কাজ গুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে করে থাকি। ইন্টারনেটে এই সব নানা ধরনের কাজ করার সময় স্পিড স্লো পেয়ে থাকতাম।

তবে, বর্তমানের টেলিকম কোম্পানি গুলো 3G সার্ভিস এর পরিবর্তে 4G সার্ভিস প্রদান করছে। যার ফলে আমরা হাই কোয়ালিটির internet speed পাবো।

এবার আপনি হয়তো নিজের ইন্টারনেটের স্পিড দেখতে চাইবেন, যে কতটা দ্রুত কাজ করছে। এজন্য আজকের এই আর্টিকেলে আমি আপনাদের বলবো কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে কিভাবে ইন্টারনেট স্পিড দেখবেন।

আজকে আমি এমন কয়েকটি ওয়েবসাইট বা অ্যাপস এর ব্যাপারে বলবো যার মাধ্যমে আপনারা ইন্টারনেট স্পিড কতটা ফাস্ট কাজ করছে সেটা দেখে নিতে পারবেন।

আধুনিক সময়ে ফাইবার ইন্টারনেট কানেকশন এর ফলে 10mbps, 20mbps, 30mbps সুফার ফাস্ট স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারি। এমন ফাস্ট স্পিডের কারণে বড় বড় জিবি মুভি, ফাইল গুলো চোখের নিমিষেই ডাউনলোড হয়ে যাবে।

তবে, এমন অনেক টেলিকম কোম্পানি রয়েছে যারা ইন্টারনেট কানেকশন নেওয়ার সময় যে স্পিডের কথা বলে থাকে, কানেকশন নেওয়ার পরে আর সেই স্পিড দেয় না।

যদি আপনি নিজের ইন্টারনেট স্পিড কতটা mbps এ কাজ করছে সেটা জানতে বা দেখতে চাই তাহালে নিচের অ্যাপস বা ওয়েবসাইট গুলো আপনার কাজে লাগবে।

ইন্টারনেট স্পিড চেক করুন

ইন্টারনেটের গতি চেক করার জন্য আপনাকে internet mbps speed এর উপর নজর দিতে হবে। আপনি কি জানেন mbps মানে কি? mbps মানে হলো, megabits per second.

যত বেশি পরিমানে mbps আপনি পাবেন ততই দ্রুত ইন্টারনেটের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। যেমন, upload বা download দ্রুত হবে। তাই internet speed কতটা ভালো সেটা জানার উপায় হলো mbps check করা।

ইন্টারনেট স্পিড চেক করার সেরা ওয়েবসাইট

আপনার নেট স্পিড কতটা দ্রুত কাজ করছে সেটা  জানার জন্য নিজের মোবাইল বা কম্পিউটার থেকে কোন কোন ওয়েবসাইট ব্যবহার করতে হবে সেগুলোর ব্যাপারে জেনে আসি।

এমনিতেই এই ওয়েবসাইট গুলোতে ভিজিট করার সময় আপনাকে তেমন কিছু করতে হবে না। অধিকাংশ ওয়েবসাইট গুলোতে ভিজিট করার সাথে সাথে নিজের ওয়েবসাইট গুলোর নেট স্পিড দেখিয়ে দিবে।

আবার কিছু সংখ্যক ওয়েবসাইটে interest sped test করার জন্য Start বা Go বাটুনের উপর ক্লিক করতে হবে।

(১) Fast.com

এটা অনেক জনপ্রিয় একটি অনলাইন ওয়েবসাইট, যার মাধ্যমে আপনি নিজের নেট স্পিড খুব সহজে দেখে নিতে পারবেন। এই ওয়েবসাইট ভিজিট করার কিছুক্ষণ পর থেকে internet speed test করার কার্যক্রম শুরু হয়ে যাবে। 

অল্প কয়েক সেকেন্ড সময়ের মধ্যে আপনার ইন্টারনেট কানেকশন এর স্পিড দেখতে পাবেন। এছাড়া আপনি যদি upload / download সহ আরো অধিক পরিমান তথ্য জানতে চান তাহালে show more info অপশনে ক্লিক করুন।

(২) speakeasy.net

ইন্টারনেটের গতি চেক করার জন্য অন্যতম একটি ওয়েবসাইট হলো এটা। যেকেউ খুব সহজে এই সাইটের ইন্টারফেস গুলো ব্যবহার করতে পারবেন। আপনি মাত্র একটি ক্লিক করে স্পিড দেখতে পারবেন। 

আপনি যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন তখন একটি ডিজিটাল মিটার দেখতে পাবেন এবং তার নিচে start test নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে internet speed check করতে পারবেন।

(৩) speedtest by ookla

আপনি যদি নিভুল ভাবে ইন্টারনেটের গতি দেখতে চান তাহালে ookla speedtest ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এই সাইট অনেকে ব্যবহার করছে এবং এর উপর মানুষরা ভরসা রাখছে।

এই ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে আপনার লোকেশন এবং অপারেটর দেখিয়ে দিবে। এবার স্পিড চেক করার জন্য আপনাকে Go বাটুনে ক্লিক করতে হবে।

ক্লিক করার কয়েক সেকেন্ড পরে আপনার ইন্টারনেট কানেকশন এর ping, upload, download স্পিড mbps হিসাবে দেখতে পাবেন। এই ওয়েবসাইট আপনি মোবাইল এবং কম্পিউটার দুইটাতে ব্যবহার করতে পারবেন।

(৪) bandwidthplace.com

নেট গতি জানার জন্য আমার মতে সঠিক তথ্য প্রদান করে থাকে bandwidthplace.com এই অনলাইন ওয়েবসাইটটি। এই সাইটের মাধ্যমে আপনি খুব সহজে net speed জেনে নিতে পারবেন। 

এই সাইটে প্রবেশ করার পরে একটি ইন্টারনেট স্পিড মিটার দেখতে পাবেন এবং মিটারের মধ্যে start বাটুন লেখা দেখতে পাবেন। এই start বাটুনে ক্লিক করার কয়েক সেকেন্ড পরে ping, download, upload স্পিড দেখতে পাবেন।

ইন্টারনেট স্পিড চেক করার এন্ড্রয়েড অ্যাপস

কম্পিউটার বা ল্যাপটপে যেমন ইন্টারনেটের গতি জানার জন্য ওয়েবসাইট রয়েছে, ঠিক তেমনি মোবাইলে নেট গতি জানার জন্য নানা ধরনের অ্যাপস রয়েছে। যে অ্যাপ গুলো ডাউনলোড করে ইনস্টল করলে নেট স্পিড কতটা ফাস্ট সেটা জানতে পারবেন।

ইন্টারনেট গতি জানার অ্যাপস গুলো হলো,

  • Fast speed test
  • Vspeed
  • Speedtest by ookla
  • Speedcheck

উপরের সকল এন্ড্রয়েড অ্যাপস গুলো আপনি google play store থেকে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

তাহালে, চলুন এবার আমরা জেনে আসি internet download speed কি এবং internet upload speed কি সেই সম্পর্কে। আপনার ইন্টারনেট কানেকশন কতটা গতিতে কাজ করছে সেটা ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড এর মাধ্যমে দেখানো হবে।

ইন্টারনেট ডাউনলোড স্পিড কি

সহজ ভাবে বললে ডাউনলোড স্পিড বলতে ইন্টারনেটের সেই দ্রুততার পরিমাপকে বুঝায় যার মাধ্যমে ইন্টারনেট ডাটা গুলো সংগ্রহ করে থাকে।মনে করুন, আপনি ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাচ্ছেন।

এক্ষেত্রে অধিক দ্রুততার সাথে আপনার ইন্টারনেট কানেকশন থেকে যে পরিমান ডাটা ডাউনলোড করতে পারবেন, সেই দ্রুততার পরিমানকে বলা হয় internet download speed কি.

ইন্টারনেট আপলোড স্পিড কি

নেট স্পিড টেস্ট করার জন্য আপনাকে upload speed এর বিষয়ে জানা প্রয়োজন। upload speed মানে হলো যে দ্রুততার পরিমান যে পরিমানে আপনার ইন্টারনেট কানেকশন আপনার ডিভাইস থেকে ইন্টারনেটে পাঠাবে।

মনে করুন, আপনি একজন ইউটিউববার। এখন আপনি নিজের চ্যানেলে একটি ভিডিও আপলোড করবেন। এখন ইউটিউব সার্ভারে ভিডিও আপলোড করতে যে সময় বা দ্রুততার পরিমান দাঁড়ায় তাকে internet upload speed বলা হয়। 

আশাকরি, বুঝতে পারছেন internet upload speed কি বা কাকে বলে সেটা সহজে বুঝতে পারছেন।

আজকে আমরা কি জানলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা জানলাম ইন্টারনেট স্পিড চেক করার জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট এবং অ্যাপস এর সম্পর্কে। আমার লেখা how to internet speed check computer & mobile আর্টিকেলটি ভালো লাগলে নিচে কমেন্টে জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link
Powered by Social Snap