উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলার নিয়ম – Upay হলো ইউসিবি (UCB) ব্যাংকের জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং সেবা। যার মাধ্যমে আমরা সকলে অনেক সহজে একটি উপায় একাউন্ট থেকে অন্য উপায় একাউন্টে টাকা লেনদেন করতে পারবো।

বিকাশ, নগদ, রকেট একাউন্টের মতো উপায় একটি মোবাইল ব্যাংকিং। এই একাউন্ট এর মাধ্যমে ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, অনলাইন শপিং সহ আরো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে করতে পারবেন।

উপায় (Upay) / উপায় মোবাইল ব্যাংকিং কি?

উপায় মোবাইল ব্যাংকিং হলো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) এর একটি মোবাইল ব্যাংকিং সেবা। upay এর যাত্রা শুরু করে ২০২১ সালের মার্চ মাস থেকে। উপায় এর মাধ্যমে আপনারা অন্যান্য ব্যাংকিং সেবা গুলোর মতো সুবিধা পাবেন।

তবে, অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা গুলোর থেকে উপায় (upay) এ বিশেষ কিছু সুবিধা রয়েছে। যেগুলো নিচে উল্লেখ করা হলো,

  • সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ ভ্যাট সহ প্রতি হাজারে ১৪ টাকা মাত্র।
  • USSD কোড ডায়াল করে অ্যাপ ছাড়াই বাটুন মোবাইল থেকে ক্যাশ আউট করলে একই চার্জ প্রতি হাজারে ১৪ টাকা ভ্যাট সহ।
  • অ্যাপ বা ইউএসএসডি (ussd) কোড ডায়াল করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এটিএম (ATM) বুথ থেকে টাকা তুললে প্রতি হাজারে ৮ টাকা খরচ ভ্যাট সহ।
  • অ্যাপ থেকে রেজিষ্ট্রেশন করে নতুন উপায় একাউন্ট খুললে ৫০ টাকা বোনাস। এই বোনাসের টাকা আপনারা চাইলে সাথে সাথে মোবাইল রিচার্জ করতে পারবেন।

উপায় অ্যাপ ডাউনলোড করার নিয়ম

  • উপায় অ্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে নিজের মোবাইল থেকে গুগল প্লেস্টর অ্যাপে যান।
  • এবার উপরের সার্চ বক্সে upay লিখে সার্চ করুন। প্রথমে পেয়ে যাবেন উপায় অ্যাপ।
  • সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে উপায় অ্যাপ ওপেন করুন। এবার নিচের ধাপ গুলো অনুসারণ করে একাউন্ট খুলুন।

তাছাড়া এই লিংকে ক্লিক করে সহজে উপায় অ্যাপ  ডাউনলোড করে নিতে পারবেন।

তাহালে, চলুন নিচে থেকে জেনে আসি অ্যাপের মাধ্যমে উপায় কিভাবে খুলে সেই সম্পর্কে।

উপায় একাউন্ট খোলার নিয়ম

ধাপ – ১

উপায় একাউন্টে রেজিষ্ট্রেশন করুন
উপায় একাউন্টে রেজিষ্ট্রেশন করুন

উপায় অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল হয়ে গেলে ওপেন করুন। উপরে ডানপাশ থেকে “বাংলা” ভাষা সিলেক্ট করুন। এবার নিচে থেকে “রেজিষ্ট্রেশন” অপশনে ক্লিক করুন।

ধাপ – ২

মোবাইল নম্বর টাইপ করে অপারেটর সিলেক্ট করুন
মোবাইল নম্বর টাইপ করে অপারেটর সিলেক্ট করুন

এবার আপনি যে নম্বরে উপায় একাউন্ট খুলতে চান সেই নাম্বার টাইপ করুন। এবং নিচে থেকে নিদিষ্ট অপারেটর সিলেক্ট করে “আপনার নম্বর যাচাই করুন” অপশনে ক্লিক করুন।

আপনারা যে নম্বরে উপায় একাউন্ট খুলবেন অবশ্যই সেই সিম অ্যাপ ব্যবহার করা ফোনে লাগিয়ে নিবেন। সিম যদি অন্য মোবাইলে থাকে তাহালে OTP কোড কাজ করবে না।

ধাপ – ৩

OPT কোড বসান
OPT কোড বসান

কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নম্বরে ৪ ডিজিটের OPT কোড পাঠানো হবে। এই OPT কোড অটোমেটিক ভাবে উপায় অ্যাপ এ বসে যাবে।

ধাপ – ৪

পরের ধাপে আপনার NID কার্ডের সামনের এবং পিছনের পরিস্কার ভাবে ছবি তুলে Done অপশনে ক্লিক করুন। আপনার সকল তথ্য গুলো Upay app অটোমেটিক স্ক্যান করে নিবে।

ধাপ – ৫

এবার আপনাকে নিজের একটি সেলফি তুলে আপলোড করতে হবে। যার মাধ্যমে আপনার NID Card এবং আপনি ও আপনার উপায় একাউন্ট ভেরিফাই করা করা হবে।

ধাপ – ৬

পেশা, জেন্ডার এবং যদি ইমেইল এড্রেস দিন
পেশা, জেন্ডার এবং যদি ইমেইল এড্রেস দিন

ছবি দিয়ে ভেরিফাই করা সম্পর্ন হলে আপনার পেশা, জেন্ডার এবং যদি ইমেইল এড্রেস থাকে তাহালে দিয়ে দিন। ইমেইল এড্রেস না দিলেও কোনো সমস্যা নেই।

ধাপ – ৭

nid তথ্য দেখে নিন
nid তথ্য দেখে নিন

পরের ধাপে আপনার দেওয়া NID কার্ডের তথ্য গুলো দেখতে পাবেন। যদি কোথায় কোনো সমস্যা থাকে, তাহালে সংসাধন করতে পারবেন। আর সব কিছু ঠিক থাকলে “I agree whit upay” অপশনে টিক দিয়ে “কনফার্ম” অপশনে ক্লিক করুন।

ধাপ – ৮

উপায় পিন সেট করুন
উপায় পিন সেট করুন

এবার আপনাকে ৪ ডিজিটের পিন সেট করতে হবে। মনে রাখবেন, পিন নম্বর একটু এলোমেলো দিবেন, যেমন 8590 এ রকম। কিন্ত আপনি যদি 1234 এমন পিন দেন তাহালে সেটা না নিতে পারে। সঠিক পিন দিয়ে “কনফার্ম” অপশনে ক্লিক করুন।

পিন সেট করার পরে আপনার উপায় একাউন্ট খোলার সকল প্রক্রিয়া সম্পর্ন হয়ে যাবে। এখন থেকে আপনি একজন উপায় পরিবারের সদস্য।

উপায় একাউন্ট সম্পর্ন হয়েছে
উপায় একাউন্ট সম্পর্ন হয়েছে

এবার আপনাকে Welcome জানিয়ে উপায় থেকে  একটি এসএমএস করা হবে। এবার আপনি “Get Started” অপশনে ক্লিক করুন। আপনার উপায় একাউন্ট খোলা হয়ে গেছে।

আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন, Upay খোলার নিয়ম। তাহালে চলুন এবার নিচে থেকে জেনে আসি কিভাবে অ্যাপ ছাড়া একাউন্ট খুলতে হবে।

অ্যাপ ছাড়া উপায় একাউন্ট খোলার নিয়ম

আপনারা যদি অ্যাপ ছাড়া উপায় একাউন্ট খুলতে  চান, তাহালে নিকটস্থ উপায় এজেন্টের সাথে যোগাযোগ করুন। উপায় এজেন্টদের কাছ থেকে উপায় একাউন্ট খোলার জন্য অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা NID Card এবং মোবাইল সাথে নিয়ে যাবেন।

এজেন্টদের কাছে গিয়ে বলবেন আপনি উপায় একাউন্ট খুলতে চান। তারা আপনাকে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে একাউন্ট খুলে দিবে।

আশাকরি, অ্যাপ ছাড়া উপায় খোলার নিয়ম সহজে বুঝতে পারছেন।

উপায় একাউন্ট এর সুবিধা

  • মোবাইল রিচার্জঃ উপায় একাউন্টের ব্যালেন্স থেকে সহজে আপনারা মোবাইল রিচার্জ করতে পারেন।
  • সেন্ড মানিঃ দেশের যেকোনো প্রান্তে এক একাউন্ট থেকে অন্য একাউন্টে সহজে টাকা পাঠাতে পারবেন। 
  • পে বিলঃ উপায় একাউন্ট থেকে ঘরে বসে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ক্রেডিট কার্ড বিল সহ অন্যান্য বিল দিতে পারবেন।
  • ফান্ড ট্রান্সফারঃ ছুটির দিনেও আপনারা ব্যাংক একাউন্ট থেকে উপায় একাউন্টে টাকা আনতে পারবেন। 
  • পেমেন্টঃ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা মার্চেন্ট টাচপয়েন্ট গুলোতে সহজে পেমেন্ট করতে পারবেন। 
  • ক্যাশ ইনঃ উপায় এজেন্টদের কাছে থেকে সহজে ক্যাশ ইন করা যাবে। 
  • ক্যাশ আউটঃ উপায় এজেন্ট থেকে যেকোনো সময় সহজে টাকা তোলা যাবে। তাছাড়া, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এটিএম বুথ থেকে ২৪ ঘন্টা টাকা তোলা যাবে।

উপায় মোবাইল ব্যাংকিং কোড 

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মতো উপায় একাউন্টের একটি নিদিষ্ট কোড রয়েছে। উপায় মোবাইল ব্যাংকিং কোড হলো, *২৬৮#. এই কোড ডায়াল করে উপায় একাউন্ট চেক করতে পারবেন।

এছাড়াও আপনারা উপায় মোবাইল ব্যাংকিং app ডাউনলোড করে খুব সহজে এর সকল সুযোগ সুবিধা গুলো উপভোগ করতে পারবেন।

উপায় হেল্পলাইন / কাস্টমার কেয়ার

উপায় সম্পর্কে যেকোনো তথ্য জানতে তাদের হেল্পলাইন / কাস্টমার কেয়ারে কথা বলুন ১৬২৬৮ নম্বরে। দিন রাত ২৪ ঘন্টা উপায় হেল্পলাইনে কথা বলা যাবে।

উপায় একাউন্ট বোনাস কিভাবে নিবেন

গ্রহকগণ অ্যাপ দিয়ে উপায় একাউন্ট খুললে ২৫ টাকা বোনাস পাবেন। এছাড়া রেজিষ্ট্রেশন করার ৭ দিনের মধ্যে উপায় অ্যাপ থেকে যেকোনো নম্বরে ৫০ টাকা বা তার বেশি পরিমানে রিচার্জ করলে পাবেন আরো ২৫ টাকা বোনাস।

এই উপায় বোনাস টাকা আপনারা ক্যাশ আউট করতে পারবেন না। বোনাস টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন। 

আজকে আমরা কি শিখলাম

তাহালে, বন্ধুরা আজকে আমরা শিখলাম উপায় একাউন্ট খোলার নিয়ম এবং উপায় মোবাইল ব্যাংকিং সম্পর্কে কিছু তথ্য। আশাকরি, আমার লেখা how to create upay account in bangal আর্টিকেলটি আপনারা সহজে বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

2 thoughts on “উপায় একাউন্ট খোলার নিয়ম”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap