এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম : এটিএম (ATM) বর্তমানে সর্বত্র আর্থিক লেনদেন করার জনপ্রিয় ও সহজ মাধ্যম হলেও অনেকে এই মেশিন ব্যবহার করতে এখনো কিছুটা সংকোচ বোধ করেন।
বিশেষ করে বয়স্ক পুরুষ এবং মহিলারা এই এটিএম মেশিন বা যন্ত্র ব্যবহার সাচ্ছন্দ্য বোধ করেন না।
যদি তাদের কোনো ব্যাংকের এটিএম কার্ড থাকে কিন্ত তারা প্রয়োজনের সময় হয়তো এটিএম এর সিকিউরিটি গার্ড বা অন্য কারও সাহায্য নিয়ে আর্থিক লেনদেন সম্পর্ন করেন।
তাই, আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলবো এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে। যাতে আপনারা সহজে ATM বুথ থেকে টাকা তুলতে পারেন।
ATM এর অর্থ হলো Automatic Teller Machine.
এই ATM এর শব্দ গুলোকে যদি ভেঙে বলা হয় তাহলে,
- A = Automatic
- T = Teller
- M = MachineMachine
এটিএম এর পূর্ণরূপ বাংলাতে
এটিএম এর বাংলা অর্থ হলো –
- এ = স্বয়ংক্রিয়
- টি = টেলার
- এম = মেশিন
আপনার আশেপাশে রাস্তা ঘাট, বাজার, এয়ারপোর্ট, হাসপাতাল, রেল স্টেশন, শপিংমল ইত্যাদি সব জায়গায় এটিএম মেশিন দেখতে পাবেন।
ছোট একটি ঘরের মধ্যে এই মেশিট বসানো থাকে, যার নাম অটোমেটেড টেলার মেশিন বা ATM.
প্রত্যেক ব্যাক্তির নিদিষ্ট ব্যাংকের একাউন্ট বই রয়েছে। তাছাড়া ব্যাংক আপনার একটি ডেবিট কার্ট প্রদান করে যার মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন।
যদিও এটিএম মেশিট আমাদের নিত্য দিনের সঙ্গী কিন্ত এখনো অনেক ব্যাক্তি রয়েছে যারা বুথ থেকে টাকা তোলার নিয়ম জানে না।
এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম
অধিকাংশ বুথ থেকে টাকা তোলার নিয়ম বা উপায় একই। তাই আজকে আমি বাংলাদেশ ইসলামী ব্যাংকের ATM বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত বলবো।

ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনার নিকটের যেকোনো একটি ইসলামী ব্যাংকের বুথে যান।
আপনার নিকটতম ইংলামী ব্যাংকের বুথের লোকেশন জানতে নিচের লিংক যান।
ইসলামী ব্যাংক এটিএম বুথ লোকেশন
এরপর নিচের নিয়ম গুলো অনুসারণ করুন –
- প্রথমে আপনার এটিএম (ATM) কার্ডটি মেশিনের নিদিষ্ট স্থানে ঢোকান।
- এরপর এটিএম কার্ডের ৪ সংখ্যার পিন দিন।
- এবার আপনার সামনে অনেক গুলো অপশন দেখানো হবে, এর মধ্যে থেকে নগদ উত্তোলন (Cash Withdrawal) অপশন চাপুন।
- তারপর আপনি কত টাকা তুলবেন সেই পরিমান সিলেক্ট করুন বা অন্যান্য পরিমান থেকে টাকার পরিমান লিখুন।
- তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টাকা মেশিন থেকে বের হবে।
এবার আপনাকে বলা হবে আপনি কি আর কোনো লেনদেন করতে চান? যদি লেনদেন করতে চান, তাহলে হ্যাঁ বাটুনে ক্লিক করুন। আর যদি লেনদেন না করতে চান, তাহলে না বাটুনে ক্লিক করুন।
যদি আরো লেনদেন করতে চাইলে আবার হা বাটুনে ক্লিক করে উপরের নিয়ম অনুসারণ করে বুথ থেকে টাকা উত্তোলন করুন।
আর লেনদেন করতে না চাইলে না বাটুনে ক্লিক করলে আপনার এটিএম (ATM) কার্ডটি বের হয়ে আসবে আপনি সেটা সংগ্রহ করুন।
এর একই নিয়ম অনুসারণ করে আপনি ডাচ বাংলা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। এটিএম বুথ থেকে সর্বনিন্ম ৫০০ টাকা তোলা যায় এবং বিশেষ কিছু ATM বুথ থেকে সর্বনিন্ম ১০০০ টাকা তোলা যায়।
শেষ কথা
আজকের আর্টিকেল থেকে আমরা জানলাম, এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে। আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন।
এই সম্পর্কে যদি কোনো পরামর্শ বা প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।