আপনি কি জানতে চাচ্ছেন কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় বা ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয়? আজকে আমি আপনাদের সাথে বলবো windows 7, windows 8 এবং window 10 এ কিভাবে স্ক্রিনশর্ট দিতে হয়। (how to screenshot on computer)
আপনি যখন কম্পিউটারে কোনো প্রজেক্ট তৈরি করবেন, তখন বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারে স্ক্রিনশট (screenshot) এর প্রয়োজন হয়। তাছাড়া আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহালে ব্লগে বিভিন্ন কনটেন্ট লেখার সময় স্ক্রিকশট প্রয়োজন হয়।
আমি নিচে computer এ screenshot নেবার সেরা চারটি পদ্ধতি বলবো। এই পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি উইন্ডোস ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ১০ এবং সব উইন্ডোজ সহ OS এ স্ক্রিনশট নিতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়?
আপনি হয়তো জানেন, কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য কীবোর্ড (keyboard) এ থাকা windows + prtsc বাটুন (key) চাপতে হবে। এতে আপনি সহজে উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে স্ক্রিন শট নিতে পারবেন।
কিন্ত, মনে রাখবেন এই পদ্ধতি শুধুমাত্র উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে নিতে পারবেন। উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এ এই পদ্ধতি দিয়ে স্ক্রিনশট নেওয়া যাবে না। তাই নিচে আমি এমন চারটি উপায় উল্লেখ করছি যাতে সহজে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট সহ ফটো এডিট করতে পারবেন।
কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার উপায়
তাহালে চলুন নিচে থেকে জেনে আসি how to screenshot on computer নিতে হয়।
(১) Snipping Tool দ্বারা screenshot নিন
প্রত্যেকটি উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপে snipping tool নামে একটি সফটওয়্যার পাবেন। এই টুল (tool) বা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে স্ক্রিনশট নেওয়ার জন্য সাহায্য করবে।
এই টুল বা সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার থেকে স্ক্রিনশট নেওয়ার জন্য কম্পিউটার স্ক্রিনের বাম দিকে নিচে থাকা windows icon বা search button অপশনে ক্লিক করুন। এবার একটি সার্চ বক্স (search box) দেখতে পাবেন।
এই সার্চ বক্সে snipping tool লিখে সার্চ করুন। আপনাদের বুঝার সুবিধার জন্য নিচে আমি একটি ছবি দিয়েছি। যেখানে snipping tool লিখে সার্চ করার পরে টুল বা সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন। এবার টুল বা সফটওয়্যারটি ওপেন করুন।

টুল বা সফটওয়্যারটি ওপেন করার পরে New বলে একটি অপশন দেখতে পাবেন। এবার আপনার মাউস (mouse) অপশনে প্লাস (+) দেখতে পাবেন। আপনি যতটুকু জায়গায় স্ক্রিনশট নিতে চান ততটুকু সিলেক্ট করে উপরে বাম পাশে File মেনু থেকে save করুন।
(২) PrtSe এবং Pint ব্যবহার করে স্ক্রিনশট নিন
আপনি কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট নেওয়ার জন্য পেইন্ট (pint) ব্যবহার করে screenshot নিতে পারেন। এই pint এর দ্বারা ছবি ছোট বা বড় করতে পারবেন। আপনি যেকোনো windows বা OS কম্পিউটার বা ল্যাপটপ থেকে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন।
এর জন্য আপনার কম্পিউটারের কীবোর্ড (keyboard) থেকে PrtSe বাটুন (key) চাপুন। এতে কম্পিউটারের ক্লিপবোর্ডের ছবির স্ক্রিনশট কপি হয়ে যাবে। এবার কপি করা স্ক্রিনের ছবি pint ব্যবহার করে কম্পিউটারে সেভ (save) করতে পারবেন।
ইমেইল পাঠানোর নিয়ম (কম্পিউটার ও মোবাইল থেকে)
কপি করা স্ক্রিনটি সেভ করার জন্য কম্পিউটার থেকে pint সফটওয়্যারটি খুলে নিন। pint খোলার পরে কীবোর্ড থেকে ctrl+v চাপুন। এতে আপনার কপি করা স্ক্রিনের ছবিটি পেইন্ট সফটওয়্যারের মধ্যে চলে আসবে।
পেইন্ট সফটওয়্যারে চলে আসা আপনার স্ক্রিনের ছবিটি উপরে বাম পাশে file থেকে save as অপশনে গিয়ে কম্পিউটারে সেভ করে নিতে পারবেন।
(৩) Short cut key দিয়ে স্ক্রিনশট নিন
কম্পিউটার বা ল্যাপটপে এই short cut key ব্যবহার করে শুধুমাত্র উইন্ডোজ ১০ এর স্ক্রিনশট নিতে পারবেন। এই পদ্ধতি আপনি অন্য কোনো উইন্ডোজে যেমন ৭, ৮ এগুলোতে screenshot নিতে পারবেন না।
তাই আপনি যদি windows 10 ব্যবহার করেন তাহালে এই পদ্ধতি ব্যবহার করে স্ক্রিনশট নিতে পারবেন। যেকোনো কম্পিউটার বা ল্যাপটপ থেকে সব থেকে সহজ উপায় হল short cut key ব্যবহার করা।
কম্পিউটার বা ল্যাপটপের কীবোর্ড থেকে windows + PrtSc বাটুন চাপ দিলে স্ক্রিনশট নিতে পারবেন। মনে রাখবেন, এর জন্য প্রথমে windows বাটুন চেপে ধরে রেখে PrtSc বাটুন (key) চাপতে হবে।
কম্পিউটার বা ল্যাপটপে picture ফোল্ডারে screenshot নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। আপনি যা যা স্ক্রিনশট এই short cut key ব্যবহার করে নিবেন সে গুলোর সব এই screenshot ফোল্ডারে পেয়ে যাবেন।
(৪) Skitch সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নিন
আপনাদের যদি উপরে বলা উপায় গুলোর মাধ্যমে স্ক্রিনশট নিতে অসুবিধা হয়, তাহালে skitch সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপে screenshot নিতে পারেন।
এই সফটওয়্যার ব্যবহার করে স্ক্রিনশট নেওয়া পাশাপাশি স্ক্রিনশটটি এডটি (edit) বা গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন। যখন আপনার স্ক্রিনশটের প্রয়োজন হবে তখন skitch software ওপেন করে নিন।
ওপেন করের পরে যখন screenshot নিবেন তখন উপরে থাকা screen snap অপশনে ক্লিক করুন। এতে আপনার কম্পিউটারের যে অংশ নিদিষ্ট করেছেন সেই অংশের স্ক্রিনশট বা ছবি দেখতে পাবেন।
এবার আপনি ছবি সেভ করার জন্য Save image as অপশনে ক্লিক করুন এতে কম্পিউটার বা ল্যাপটপে স্ক্রিনশট সেভ (save) হয়ে যাবে।
ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয়?
আপনারা সবাই জানেন কম্পিউটার এবং ল্যাপটপ দুইটাতে একই উইন্ডোজ এবং OS গুলো ব্যবহার করা হয়। সেহেতু কম্পিউটারে যেভাবে স্ক্রিনশট নিবেন ঠিক একই ভাবে ল্যাপটপে ও স্ক্রিন শট নিবেন।
শেষ কথা
আজকে আমরা জানলাম কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয় বা ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। আশাকরি আপনারা সহজে কম্পিউটার বা ল্যাপটপ থেকে screenshot নিতে পারেন।
how to screenshot on computer লেখাটি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহালে নিচে কমেন্ট জানাবেন এবং ভালো লাগলে অবশ্য শেয়ার করবেন।