কম্পিউটার প্রোগ্রামিং কি? কিভাবে প্রোগ্রামিং শিখবো? (2022)

বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, কম্পিউটার প্রোগ্রামিং কি (what is computer programming) এবং কিভাবে প্রোগ্রামিং শিখবো? তাছাড়া আরো জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কি কি? কম্পিউটার হলো এমন একটি আধুনিক ও উন্নত মেশিন যার মাধ্যমে অনেক কম সময়ে অসংখ্য গণনা করতে পারে। এই অসংখ্য গণনার মধ্যে দিয়ে কম্পিউটারের দ্বারা সম্পর্ন করা হয় বিভিন্ন কাজ।
মনে রাখবেন, কম্পিউটার কখনো নিজে নিজে কাজ করতে পারে না। বিশেষ কিছু নির্দেশে computer দিয়ে যেকোনো কাজ করিয়ে নিতে পারি। কম্পিউটার দিয়ে যেকোনো কাজ করানোর উদ্দেশ্যে প্রদান করা বা তাকে দেওয়া নির্দেশের প্রক্রিয়াদিকে বলে কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটারকে কাজ করানোর উদ্দেশ্যে যেই instructions গুলো আপনি দিয়ে থাকেন সেগুলোকে বলে প্রোগ্রাম (program)
programming কি এবং programming language কি এই বিষয়ে আপনার জানা নেই তাহালে আপনি সঠিক জায়গায় এসেছেন। কারণ, আজকের এই আর্টিকেলের মাধ্যমে বলবো কম্পিউটার প্রোগ্রামিং কাকে বলে এবং প্রোগ্রামিং ভাষা সম্পর্কে তথ্য দিবো।
কম্পিউটার প্রোগ্রামিং কি? (what is programming in bangla)
computer programming হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিশেষ ভাষা ব্যবহার করে কম্পিউটারের নির্দেশ তৈরি করা হয়। এই তৈরি করা নির্দেশ গুলোর মাধ্যমে কম্পিউটার তার সকল কাজ গুলো করে। এক কথায় বলতে গেলে বিশেষ কাজ করার উদেশ্যে কম্পিউটারের জন্য নির্দেশ বা প্রোগ্রাম গুলো তৈরি করাকে কম্পিউটার প্রোগ্রামিং বলে।
 
মনে রাখবেন, একটি computer programming তৈরি করার জন্য সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো programming languages. কম্পিউটার কেবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা নির্দেশ গুলো বুঝতে পারে এবং সেই নিয়মে কাজ করে।
প্রোগ্রাম ভাষার লিষ্ট
(1) Machine language
(2) Assembly language
(3) High level language
(4) System language
(5) Scripting language
(6) Visual language
(7) Domain-scripting language
(8) Esoteric language
প্রোগ্রামিং ভাষা কত প্রকার
প্রোগ্রামিং ভাষা দুই প্রকার বলা যায়। যথা-
  1. High level language
  2. Low level language
কিভাবে প্রোগ্রামিং শিখবেন?
কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হলে আপনাকে নিচের স্টেপ গুলো অনুসারণ করতে হবে।
স্টেপ ১. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রকার রয়েছে। প্রথমে আপনাকে নিদিষ্ট করতে হবে কোন language টি আপনি শিখতে চাচ্ছেন।
স্টেপ ২. প্রথমে সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করুন।
স্টেপ ৩. ইউটিউব এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে দক্ষতা অর্জন করুন।
স্টেপ ৪. practice এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ল্যাপটপে বা কম্পিউটারে ইনস্টল করুন।
স্টেপ ৫. প্রতিদিন নিয়ম মেনে practice করতে হবে।
স্টেপ ৬. প্রথমে নিজের কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করুন।
স্টেপ ৭. আপনাকে ভালো মানসম্মত institute থেকে কোর্স করতে হবে।
স্টেপ ৮. মাঝে মাঝে কোর্স করতে আপনার বিরক্ত মনে হতে পারে কিন্ত মন শক্ত করে practice চালিয়ে যেতে হবে।
এভাবে কাজ করলে আপনি সহজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে লাভ কি?

আপনি একটি IT company তে জব করতে পারবেন। মনে রাখবেন এখানে অনেক টাকা বেতন দেওয়া হয়।
আপনি একজন ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে টাকা আয় করতে পারবেন, এবং অন্যদের জন্য প্রোগ্রাম তৈরি করতে পারবেন।
ছাএ-ছাএীদের programming কোর্স করিয়ে টাকা আয় করতে পারবেন।
একজন ডেভেলপার হিসাবে দাঁড়াতে পারবেন এবং নিজেকে অন্যদের থেকে আলদা রাখতে পারবেন।
বন্ধুরা, আজকের আর্টিকেল থেকে আপনারা জানলেন কম্পিউটার প্রোগ্রামিং কি? এবং কিভাবে প্রোগ্রামিং শিখবেন? কন্টেন্টটি ভালো লাগলে শেয়ার করবেন।

2 thoughts on “কম্পিউটার প্রোগ্রামিং কি? কিভাবে প্রোগ্রামিং শিখবো? (2022)”

  1. ভাই, খুব সুন্দর করে লিখেছেন, এই জিনিস অনেক ওয়াবসাইটে পড়েছি কিন্তু বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারিনি, এখন বুঝেছি। অসংখ্য ধন্যবাদ।
    ভাই কোথায় প্রোগ্রামিং শেখার জন্য কোর্স করতে পারবো।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap