করোনা ভাইরাস টিকাঃ সারা দেশে করোনা ভাইরাস বা কোভিড ১৯ এর টিকাদান কার্যক্রম শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বলে জানানো হয়েছে সরকারি পক্ষ থেকে। এই টিকা পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। তবে, ইতিমধ্যে স্বাস্থ্যা অধিদপ্তর সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকা চেয়ে নোটিশ পাঠিয়াছে। (COVID-19 vaccine, Corona virus)
স্বাস্থ্যা অধিদপ্তর এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান ১৩ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। এবং মোবাইল অ্যাপ চালু করার পরে তালিকা অনুসারে নিবন্ধন করা হবে।
করোনা ভাইরাস কোভিড-১৯ টিকার জন্য অনলাইনে আবেদন করার নিয়ম
এই www.surokkha.gov.bd ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস বা কোভিড – ১৯ এর টিকা পাওয়ার জন্য আবেদন করতে হবে। তবে, কিছু দিনের মধ্যে রেজিস্ট্রেশন করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। অল্প কিছু দিনের মধ্যে covid-19 app চলে আসবে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর জন্য।
এই ওয়েবসাইট থেকে নিবন্ধন করার পরে এই একই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে এবং কোথায় করোনা ভাইরাস এর টিকা নেওয়া যাবে। তবে, আপনার বয়স যদি ১৮ বছরের কম হয় তাহালে আপনি আবেদন করতে পারবেন না।
করোনা ভাইরাস টিকা নেওয়ার জন্য আবেদন করার জন্য ১৮ শ্রেণী ভাগ করা হয়েছে। উল্লিখিত শ্রেণী গুলো থেকে স্ব স্ব শ্রেণী সিলেক্ট করে জাতীয় পরিচয়পএ নম্বার (NID Number) এবং জন্ম তারিখ উল্লেখ নিবন্ধন করতে হবে।
কোভিড ১৯ করোনা টিকা প্রদানের ১৮ টি শ্রেণীসমূহ হলো
- নাগরিক বা জনসাধারণের জন্য।
- সরকারি স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী।
- অনুমোদিত সকল বেসরকারি স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী।
- প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি ও বেসরকারি স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারী।
- বীর মুক্তিযোদ্ধা।
- সামরিক ও আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী।
- সম্মুখসারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহানীর সদস্য।
- সম্মুখসারির গণমাধ্যম কর্মী।
- রাষ্ট্র পরিচালনায় অপপরিহার্য কার্যালয়ের কর্মীরা।
- নির্বচিত জনপ্রতিনিধি।
- সিটি করপোরেশন এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারী।
- সকল ধর্মীয় প্রতিনিধি।
- পানি, বিদ্যুৎ, গ্যাস ও ফায়ার সার্ভিস এর মতো জরুলি কর্মচারী।
- মৃতদেহ সৎকার কাছে নিযুক্ত ব্যাক্তি।
- জেলা উপজেলার জরুলি জনসেবায় সরকারি কর্মকর্তা ও কর্মচারী।
- বিমান বন্দর, রেল স্টেশন, নৌ বন্দর এর কর্মকর্তা ও কর্মচারী।
- প্রবাসী অদক্ষ শ্রমিক।
- ব্যাংক কর্মকর্তা ও কর্মচারী।
জাতীয় পরিচয় পএের নম্বার ঠিক মতো দেওয়া হয়ে গেলে স্কিনে ইংরেজি ও বাংলাতে আবেদন কারীর নাম দেখানো হবে। এবার আপনার কাছে মোবাইল নম্বার চাওয়া হবে। এই নম্বারে আবেদনকারীর টিকার সকল তথ্য এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
মোবাইল নম্বার দেওয়ার হবে আপনার কাছে জানতে চাওয়া হবে আবেদনকারী দীর্ঘমেয়াদি রোগ আছে কিনা। যদি এমন কোনো রোগ থাকে তাহালে উল্লেখ করতে হবে। তাছাড়া আবেদনকারীর পেশা এবং তিনি কোভিড ১৯ কাজে জড়িত কিনা জানাতে হবে।
এর পরের অপশনে আবেদনকারী বর্তমান ঠিকানা এবং তিনি কোন কেন্দ্র থেকে করোনা টিকা নিতে ইচ্ছুক সেটা নির্বচন করতে হবে। সব শেষে ফরম সেভ করলে আপনার মোবাইল নম্বারে একটি ওটিপি কোড চলে আসবে। আপনি ওটিপি কোডটি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পর্ন করবেন।
রেজিস্ট্রেশন করা শেষ হয়ে গেলে আপনার মোবাইল নম্বারে করোনা ভাইরাস টিকার ডোজের তারিখ এবং কেন্দ্রের নাম এসএমএস (SMS) করে জানিয়ে দেওয়া হবে। আপনি জাতীয়পরিচয় পএ নম্বার জন্ম তারিখ এবং মোবাইলের ওপিটি কোডের মাধ্যমে করোনা টিকার কার্ডটি এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আপনি এসএমএস এর তারিখ এবং করোনা টিকার কার্ড এবং জাতীয় পরিচয়পএ নিয়ে এসএমএস এ উল্লখিত টিকাদান কেন্দ্রে গিয়ে কোভিড ১৯ এর টিকা নিবেন।
যাদের নিকট ইন্টারনেট নেই কিন্ত তারা কোভিড ১৯ এর টিকা নিতে আগ্রাহী তারা নিকটস্থ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন করোনা ভাইরাস টিকা দেওয়ার জন্য।