বর্তমানে অনলাইনে যতগুলো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে অন্যতম হলো ফাইভার (fiverr). অধিঅংশ ফ্রিল্যান্সাররা তাদের fiverr gig গুলো ফাইভার মার্কেটপ্লেসে সেল করে থাকে এবং ভালো পরিমানে টাকা উপার্জন করে। তবে, অনেকের মনে একটাই প্রশ্ন কিভাবে ফাইভারে বেশি কাজ পাওয়া যায়?
আপনি হয়তো জানেন ফাইভারে কাজ পেতে হলে আপনাকে গিগ তৈরি করে রাখতে হবে। এই গিগ গুলো আপনি বায়ার্নদের কাছে বিক্রয় করতে পারবেন।
ফাইভারে বেশি কাজ পেতে করণীয় কি?
- বেশি সময় ধরে ফাইভারে এক্টিভ (active) থাকতে হবে, বিশেষ করে রাতের বেলায়।
- গিগের ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন অপটিমাইজ করা থাকতে হবে এবং টাইটেলে এবং ডিসক্রিপশনে অবশ্যই কীওয়ার্ড থাকতে হবে।
- প্রতিদিনে কমপক্ষে ১০ টার মতো অফার পাঠাতে হবে।
- কাজের জন্য বায়ার নক দিলে তাকে সাথে সাথে রেসপন্স করতে হবে। আপনি বায়ানের কাজ কিভাবে করবেন সেটা বুঝিয়ে বলতে হবে। মনে রাখবেন তাড়াহুড়ো না করে বায়ার্ন কি বলতে চাই সেটা বুঝে উত্তর দিবেন।
- আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে fiverr gig গুলো মার্কেটিং করতে হবে।
- সব সময় কাজের পোর্টফোলিও ওয়েবসাইট রেডি (ready) রাখতে হব। যাতে বায়ার্ন কাজ করে নেওয়ার পূর্বের কাজের স্যাম্পল দেখতে চাইলে তা সাথে সাথে দেখাতে পারেন।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম ফাইভারে বেশি বেশি কাজ পেতে হলে কি করতে হবে? এই প্রশ্নের উত্তর আমি বুঝেয়ে বলার চেষ্টা করছি। এই আর্টিকেল সম্পর্কে এবং fiverr সম্পর্কে যদি কোনো প্রশ্ন জানতে চান তাহালে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার লেখা fiverr এ বেশি কাজ কিভাবে পাবো এটা যদি ভালো লাগে তাহালে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদান্তে সফল ফ্রিল্যান্সার টীম।
ফিভার খাতা খুলসি।
গিগ করেসি।
কিন্টু গিগ কিভাবে মার্কেট প্লেস একটা পথই তা আমি জানিজানি না ?
bujlam na apner khota