জনপ্রিয় বাংলা ব্লগের নামের তালিকা ও ইনকাম – 2022 (Best bangla blog list)

বন্ধুরা আজকে আমরা জানবো জনপ্রিয় বাংলা ব্লগের নাম এবং তাদের ইনকাম সম্পর্কে। বর্তমানে ইন্টারনেটে ইংরেজি, হিন্দি এবং নিজের ভাষা বাংলাতে অনেক জনপ্রিয় বাংলা ব্লগিং সাইট রয়েছে। তবে, অনেকে আছেন যারা বাংলাদেশের সেরা ব্লগার ওয়েবসাইট সম্পর্কে জানেন না। যেগুলোর মাধ্যমে আপনি প্রতিদিন নতুন নতুন বিয়ষে তথ্য পেতে পারেন। আবার অনেকে আছেন যারা বাংলাতে তথ্যা জানার জন্য বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট গুলো সম্পর্কে জানতে চান।

কিন্ত তারা ভালো ভালো ব্লগ সাইট গুলোর নাম জানতে পারেন না। এরকম আপনি ও যদি বাংলা জনপ্রিয় ওয়েবসাইট সম্পর্কে জানতে চান তাহালে আপনি আজকে সঠিক জায়গাই এসেছেন। কারণ আজকে এই আর্টিকেলে আমি ১০ টি popular bangla blogs সম্পর্কে বলবো। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি বাংলা ব্লগ তালিকা এবং তাদের ইনকাম সম্পর্কে।

জনপ্রিয় বাংলা ব্লগের নাম (Best bangla blog list – 2022)

(১) Techtunes.co

বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় ব্লগ সাইটের নাম হলো Techtunes.co, এখানে বিভিন্ন ব্যাক্তি বা লেখকগন আর্টিকেল লিখে পাবলিশ করতে পারে। আপনিও যদি এই ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করতে চান তাহালে account registration করে কন্টেন্ট পাবলিশ করতে পারবেন। এখানে আপনি প্রায় সব ধরণের তথ্যা পেয়ে যাবেন।

  • Alexa rank – 48,603
  • Domain registration – 2011 August 
  • Daily unique visitors – 7,770
  • Income source – Google AdSense, Affiliates marketing
  • Daily income – $50
  • Topics – Blogging, technology, online income, Internet 

(২) Techtunes.com.bd

বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইটের নাম Techtunes.com.bd এখানে বাংলাতে কন্টেন্ট পাবলিশ করা হয়। আনি চাইলে নিজেও কন্টেন্ট লিখে এই ওয়েবসাইটে পাবলিশ করতে পারবেন। এর জন্য আপনাকে submit a post বাটুনে ক্লিক করতে হবে। এখানে টিউটোরিয়াল এবং জীবন সমস্যা নিয়ে নানা ধরনের কন্টেন্ট পাবেন।

(৩) Trickbd.com

সেরা ব্লগিং সাইট গুলোর মধ্যে Trickbd.com একটি সেরা ওয়েবসাইট। এখানে প্রচুর সংখ্যক ভিজিটরর্স এবং কমেন্ট রয়েছে। তবে, এই ব্লগে বিশেষ বিষয়ে আর্টিকেল পাবলিশ করা হয় না। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরিতে কন্টেন্ট পাবেন।

  • Alexa rank – 56,400
  • Domain registration – 2014 January 
  • Daily unique visitors – 4,560
  • Income source – Google AdSense
  • Daily income – $40
  • Topics – Blogging, technology, online income, Internet, Android apps, telecom, programming

(৪) Bissoy.com

আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে চান এবং কোনো প্রশ্ন করতে চান তাহালে bissoy.com ওয়েবসাইটে যান। কারণ এটা প্রশ্ন উত্তর ওয়েবসাইট। আপনি চাইলে এখানে registration করে প্রশ্নের উত্তর দিতে পারেন আবার প্রশ্ন করতে পারেন। এই ওয়েবসাইটি সম্পর্ন আলদা পরিকল্পনা নিয়ে যাএা শুরু করেছে।

  • Alexa rank – 60,870
  • Domain registration – 2014 February 
  • Daily unique visitors – 1,853
  • Income source – Google AdSense
  • Daily income – $14
  • Topics – এটা যেহেতু প্রশ্ন এবং উত্তর সাইট সেহেতু প্রায় সকল বিষয়ে জানতে এবং জানাতে পারবেন।

(৫) Banglatech24.com

bangltech24.com একটি টেকনোলজি রিলিটেড ব্লগ ওয়েবসাইট। কারণ এখানে নানা প্রযুক্তিগত বিষয়ে আর্টিকেল পাবেন। আমার কাছে খুব প্রিয় একটি ওয়েবসাইট।

  • Alexa rank – 166,970
  • Domain registration – 2013 February 
  • Daily unique visitors – 24,345
  • Income source – Google AdSense
  • Daily income – $16
  • Topics – Blogging, technology, online income, Internet, technology

(৬) Techbartabd.com

techbartabd.com একটি জনপ্রিয় টেক ব্লগ। এখানে সব সময় নতুন নতুন টেকনোলোজি বিষয়ে কন্টেন্ট পাবলিশ করা হয়। মাএ ৩ থেকে ৪ বছরে ব্লগটি জনপ্রিয় হয়ে উঠেছে।

  • Alexa rank – 1,957, 435
  • Domain registration – 2017, October 
  • Daily unique visitors – 600
  • Income source – Google AdSense
  • Daily income – $4
  • Topics – tech, SEO, WordPress, Android, YouTube 

(৭) Banglatech.info

banglatech.info ও একটি টেকনোলোজি রিলিটেড ব্লগ। এখানে ব্লগিং টিউটোরিয়াল এবং অনলাইন ইনকাম সম্পর্কে নতুন নতুন আর্টিকেল পেয়ে যাবেন। এই সাইটের মালিক রাহুল দাস, তিনি ভারতীয় মানুষ। 2018 সালে ব্লগের যাএা শুরু হয়।

  • Alexa rank – 2,78,188
  • Domain registration – 2018, April 
  • Daily unique visitors – 2300
  • Income source – Google AdSense
  • Daily income – $13
  • Topics – Blogging, technology, online income, Internet, SEO, computer

(৮) sofolfreelacer.net

নতুন ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং শেখার অন্যতম ব্লগিং ওয়বেসাইটের নাম sofolfreelacer.net এই ওয়েবসাইটটি থেকে আপনি টেকনোলোজি, ব্লগিং, অনলাইন ইনকাম, গুগল এডসেন্স, কম্পিউটার, পড়ালেখা, ক্যারিয়ার গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন সহ নানা ক্যাটাগরিতে কন্টেন্ট পাবেন। মোঃ খালিদ হাসান সুজন নামের একজন এই সাইটটি তৈরি করেন। ২০২০ সালে এই ওয়েবসাইটের পথযাত্রা শুরু হয়। বেশ অল্পদিনে প্রচুরসংখ্যক জনপ্রিয়তা অর্জন করেছে।

  • Alexa rank – 7,56,452
  • Domain registration – 2020, October 
  • Daily unique visitors – 1,700
  • Income source – Google AdSense
  • Daily income – $12
  • Topics – Blogging, technology, online income, Internet, computer, seo, google AdSense, graphic design, google, study

(৯) Prothomalo.com

বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইটের মধ্যে অন্যতম একটি ওয়েবসাইটের নাম prothomalo.com এখানে প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটরর্স আসে তাদের কন্টেন্ট গুলো পড়ার জন্য। মনে রাখবেন, এটা একটি বাংলা নিউজ পেপার ওয়েবসাইট। তবে, যেকোনো বিষয়ে নিউজ, তথ্য এখানে পেয়ে যাবেন।

  • Alexa rank – 352
  • Domain registration – N/A
  • Daily unique visitors – 6,28,199
  • Income source – Google AdSense, blog ads
  • Daily income – $3,790 +
  • Topics – news, information

(১০) Kalerkhanto.com

kalerkhanto.com একটি জনপ্রিয় নিউজ ওয়েবসাইট। এখানেও প্রতিদিন লক্ষ লক্ষ ভিজিটরর্স আসে নিউজ পড়ার জন্য। এই সাইটের পথচলা শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। অনেক পুরোনো সাইট হিসাবে প্রচুরসংখ্যক লোক ভিজিট করে।

  • Alexa rank – 1,283
  • Domain registration – 2009, may
  • Daily unique visitors – 2,12,296 +
  • Income source – Google AdSense, affiliate marketing 
  • Daily income – $1000 K
  • Topics – news, information 

এছাড়া আরো বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে। সেগুলো আপনারা ধীরে ধীরে জানতে পারবেন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম জনপ্রিয় বাংলা ব্লগের নাম এবং তাদের ইনকাম সম্পর্কে। এছাড়া আরো বাংলাদেশী ব্লগ সাইট রয়েছে। ধীরে ধীরে আমি নাম করা বাংলা ব্লগ তালিক গুলো এই আর্টিকেলের সাথে আপডেট করে দিবো। আমি যে ব্লগ সাইট গুলোর নাম লিখেছি সেগুলো আমার পছন্দের উপর লিখেছি। আর ব্লগের তথ্য গুলো আমি অনলাইন টুলস ব্যবহার করে বের করেছি।

এজন্য প্রতিটা ওয়েবসাইটের income, visitors গুলো সম্পর্ন সঠিক হবে এটার ভরসা আমি দিতে পারছি না। মনে রাখবেন এটা কেবল অনুমান মাএ। আপনি যদি এমন সেরা ব্লগ ওয়েবসাইটের নাম জেনে থাকেন তাহালে নিচে কমেন্টে জানান। আমি সেটাও এই আর্টিকেলে যুক্ত করে দিবো। আর আমার লেখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার অনুরোধ রইল।

4 thoughts on “জনপ্রিয় বাংলা ব্লগের নামের তালিকা ও ইনকাম – 2022 (Best bangla blog list)”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap