টেকনো মোবাইল ২০২৩ বাংলাদেশ প্রাইস

অনেকে আছেন যারা টেকনো মোবাইল ২০২৩ বাংলাদেশ প্রাইস সম্পর্কে বিস্তারিত জানতে চাইছেন আজকের আর্টিকেলটি শুধুমাত্র তাদের জন্য।

আপনি যদি কম দামে দারুণ একটি ফোন কিনতে চান তাহলে আপনার জন্য সেরা ব্র্যান্ড হবে টেকনো। শাওমি ও রেডমি ফোনের সাথে প্রতিযোগিতা করে আপনাদের জন্য টেকনো ফোন গুলো অফার করেছে।

তাছাড়া, বাজারে টেকনো ফোন গুলো কম মূল্যে পেয়ে যাবেন। তাই দিনের পর দিন এই ফোন গুলোর চাহিদা এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

টেকনো কোন দেশের কোম্পানি?

টেকনো মোবাইল হংকং এর Transsion Holdings এর একটি সহায়ক প্রতিষ্ঠান। তবে, এটা চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি। 

বর্তমানে আফ্রিকা মহাদেশে এবং এশিয়া মহাদেশে টেকনো (tecno) একটি সফল ব্র্যান্ড। ২০০৬ সালে  টেকনো মোবাইল প্রথম দক্ষিণ এশিয়া এবং আফ্রিকায় তাদের চাহিদা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে।

২০০৮ সালে তারা এশিয়ার ব্যবসা বন্ধ করে দিয়ে শুধুমাত্র আফ্রিকায় ব্যবসা পরিচালনা করেন। ২০১৬ সালের মধ্যে তারা আফ্রিকায় তাদের ব্যবসার বড় নাম হয়ে উঠে।

টেকনো মোবাইল দাম কত Bangladesh

২০১৭ সালে জুলাই মাসে টেকনো মোবাইল কোম্পানি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের বাজারে প্রবেশ করেন। তারা প্রথমে বাংলাদেশের বাজারে ৫টি মোবাইল নিয়ে যাত্রা শুরু করেন।

টেকনো কোম্পানি তাদের মোবাইল গুলো প্রথম রিলিজের পরে ১০০ দিনের প্রতিস্থাপনের সুবিধা এবং ১৩ মাসের ওয়ারেন্টি সুবিধা দিয়ে থাকে।

প্রথম “টেকনো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ” ছিলো ৬,৩৯০ টাকা থেকে আরম্ভ করে ১৯,৯৯০ টাকা পর্যন্ত। ২০১৭ সালে তারা প্রথম যখন বাংলাদেশের বাজারে প্রবেশ করে তখন তাদের উদীয়মান বাজার ছিলো।

২০১৮ সালে Transsion Holdings বাংলাদেশে তাদের প্রথম ফোন একত্রিত করার কারখানা প্রতিষ্ঠা করেন। ফলে বাজারে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়।

তখন থেকে টেকনো মোবাইল দাম আরো কম হতো কারণ কর পরিশোধ আরো কম। ২০২১ সালে টেকনো মোবাইল বিক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম স্মার্টফোনে অন্তর্ভুক্ত হয়।

টেকনো মোবাইল ২০২৩ বাংলাদেশ প্রাইস | টেকনো মোবাইল কম দামে

তাহলে চলুন নিচে থেকে বাংলাদেশের বাজারে টেকনো মোবাইলের দাম ও ছবি বা টেকনো ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

(১) Tecno Pouvoir 4

টেকনো কম দামের ফোন গুলোর মধ্যে প্যুভয়র সিরিজের এই ফোনটি অন্যতম। বাংলাদেশের বাজারে প্যুভয়র সিরিজের একটি মাত্র ফোন পাওয়া যায়।

মাত্র ১২ হাজার টাকার এই ফোনকে আপনি বলতে পারেন মাল্টিমিডিয়া মনস্টার। কারণ, এতে ব্যবহার করা হয়েছে ৭ ইঞ্চি বিশাল ডিসপ্লে, যেটা ৬ হাজার মিলিএম্প ব্যাটারি ব্যাকআপ দিবে।

ফোনের বিশাল ডিসপ্লেতে রান করেছে হেলিও পি২২ প্রসেসর। যদিও এটা তেমন শক্তিশালী প্রসেসর না কিন্তু ৩ জিবি র‍্যাম ফোনটিকে সঠিক ভাবে অপটিমাইজ করবে এবং বেশ ভালো পারফরম্যান্স দিবে।

এক নজরে Tecno Pouvoir 4 এর স্পেসিফিকেশন গুলো

  • ফ্রন্ট ক্যামেরা – ৮ মেগাপিক্সেল।
  • ব্যাক ক্যামেরা – ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা।
  • ডিসপ্লে – ৭ ইঞ্চি। 
  • স্টোরেজ – ৩২ জিবি।
  • র‍্যাম – ৩ জিবি।
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও পি২২।
  • ব্যাটারি – ৬,০০০ মিলিএম্পি।
  • দাম – ১২,০০০ টাকা।

(২) Tecno Spark 6 Go | টেকনো মোবাইলের দাম ও ছবি

টেকনো ব্র্যান্ডের কম দামে ভালো মোবাইল গুলোর মধ্যে সেরা একটি হলো টেকনো স্পার্ক ৬ গো। এই ফোনের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২০।

৬.৫২ ইঞ্চি ডিসপ্লে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে ৫,০০০ মিলিএম্পি ব্যাটারি। যার ফলে চার্জ নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই।

তাছাড়া, এই ফোনে সেলফি তোলার জন্য ব্যবহার করা হয়েছে ৮ গেমাপিক্সেল ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেল।

আপনি যদি ১০,০০০ টাকার মধ্যে টেকনো কোম্পানির ফোন কিনতে চান তাহলে এই ফোনটি কিনতে পারবেন। এই ফেনের দাম রাখা হয়েছে মাত্র ৮,৯৯০ টাকা।

এক নজরে Tecno Spark 6 Go এর স্পেসিফিকেশন গুলো

  • ফ্রন্ট ক্যামেরা – ৮ মেগাপিক্সেল।
  • ব্যাক ক্যামেরা – ১৩ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা।
  • ডিসপ্লে – ৬.৫২ ইঞ্চি। 
  • স্টোরেজ – ৩২ জিবি।
  • র‍্যাম – ২ জিবি।
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও পি২০।
  • ব্যাটারি – ৫,০০০ মিলিএম্পি। 
  • দাম – ৮,৯৯০ টাকা।

(৩) Tecno Spark 7

টেকনো স্পার্ক ৬ বাজারে রিলিজ হওয়ায় পরে এটার জনপ্রিয়তা ব্যাপক ভাবে বৃদ্ধি পায়। এই জনপ্রিয় ধরে রাখার জন্য টেকনো নিয়ে আসে নতুন টেকনো স্পার্ক ৭।

সত্যি কথা বলতে এই ফোনের ডিজাইন আমার কাছে অসাধারণ লেগেছে। যা দেখলে যে কারও পছন্দ হয়ে যাবে।

টেকনো স্পার্ক ৭ ফোনটি বাজারে আপনি দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। একটি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ এবং অপরটি ৪ জিবি র‍্যাম এব্য ৬৪ জিবি স্টোরেজ।

ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চি, যাকে ব্যাকআপ দিবে ৬,০০০ মিলিএম্পি ব্যাটারি। ব্যাটারি পাওয়ার বেশি থাকায় দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাবেন।

এক নজরে Tecno Spark 7 এর স্পেসিফিকেশন গুলো

  • ফ্রন্ট ক্যামেরা – ৮ মেগাপিক্সেল।
  • ব্যাক ক্যামেরা – ১৬ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
  • ডিসপ্লে – ৬.৫ ইঞ্চি। 
  • স্টোরেজ – ৩২ / ৬৪ জিবি।
  • র‍্যাম – ৩ / ৪ জিবি।
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও জি৭০।
  • ব্যাটারি – ৬,০০০ মিলিএম্পি। 
  • দাম – ১১,৪৯০ / ১২,৯৯০ টাকা।

(৪) Tecno Camon 16 Premier

Tecno ফোন গুলোর মধ্যে সব থেকে দামি ফোন হলো ক্যামন ১৬ প্রিমিয়াম। ২১,৯৯০ টাকার এই ফোনে ব্যবহার করার হয়েছে হেলিও জি৯০ এর মতো শক্তিশালী প্রসেসর।

এতে ব্যবহার করা হয়েছে ৬৪ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এর সাথে রয়েছে ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি ফ্রন্ট ক্যামেরা।

৮ জিবি র‍্যাম এবং স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত পাবেন। ফোনের ডিসপ্লে থাকছে ৬.৯ ইঞ্চি। যার ব্যাকআপের জন্য থাকছে ৪৫,০০ মিলিএম্পিের শক্তিশালী ব্যাটারি।

এক নজরে Tecno Camon 16 Premier এর স্পেসিফিকেশন গুলো

  • ফ্রন্ট ক্যামেরা – ৪৮ মেগাপিক্সেল।
  • ব্যাক ক্যামেরা – ৬৪ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
  • ডিসপ্লে – ৬.৯ ইঞ্চি। 
  • স্টোরেজ – ১২৮ জিবি।
  • র‍্যাম – ৮ জিবি।
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও জি৯০।
  • ব্যাটারি – ৪,৫০০ মিলিএম্পি। 
  • দাম – ২১,৯৯০ টাকা।

(৫) Tecno Camon 17 P | টেকনো মোবাইল ২০২৩ বাংলাদেশ প্রাইস

আপনার বাজেট যদি হয় ১৯,০০০ টাকা তাহলে Tecno Camon 17 P এই ফোনটি কিনতে পারেন। কারণ, এই ফোনটি আপনার সকল চাহিদা মেটাতে সক্ষম।

এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের কোয়াড় ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

ফোনের প্রসেসর ব্যবহার করা হয়েছে হেলিও জি৮৫। যা আপনার ফোনকে ভালো পারফরম্যান্স দিতে সক্ষম হবে।

এতে থাকছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ। ৬.৮ ইঞ্চি বড় ডিসপ্লেকে ব্যাকআপ দেওয়ার জন্য ৫,০০০ মিলিএম্পি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

এক নজরে Tecno Camon 17 P এর স্পেসিফিকেশন গুলো

  • ফ্রন্ট ক্যামেরা – ৬৪ মেগাপিক্সেল।
  • ব্যাক ক্যামেরা – ১৬ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা।
  • ডিসপ্লে – ৬.৮ ইঞ্চি। 
  • স্টোরেজ – ১২৮ জিবি।
  • র‍্যাম – ৬ জিবি।
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও জি৮৫।
  • ব্যাটারি – ৫,০০০ মিলিএম্পি। 
  • দাম – ১৮,৯৯০ টাকা।

(৬) Tecno Spark 7 Pro | টেকনো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ

টেকনো মোবাইল মানে কম দামে ভালো মোবাইল ফোন। আপনার বাজেট যদি ১৪ হাজার টাকার মধ্যে হয় তাহলে আপনি Tecno Spark 7 Pro ফোনটি কিনতে পারেন।

এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ৬.৬ ইঞ্চি ৯০ হার্জ ডিসপ্লে। সাথে পাবেন শক্তিশালী হেলিও জি ৮০ প্রসেসর।

এতে পাবেন ৫,০০০ মিলিএম্প ব্যাটারি। ছবি, ভিডিও, অডিও সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস সংরক্ষণ করার জন্য থাকছে ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম।

এক নজরে Tecno Spark 17 Pro এর স্পেসিফিকেশন গুলো

  • ফ্রন্ট ক্যামেরা – ৮ মেগাপিক্সেল।
  • ব্যাক ক্যামেরা – ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।
  • ডিসপ্লে – ৬.৬ ইঞ্চি। 
  • স্টোরেজ – ৬৪ জিবি।
  • র‍্যাম – ৪ জিবি।
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও জি৮০।
  • ব্যাটারি – ৫,০০০ মিলিএম্পি। 
  • দাম – ১৩,৯৯০ টাকা।

শেষ কথা

আজকের আলোচনায় আমরা জানলাম জনপ্রিয় কিছু টেকনো মোবাইল ২০২৩ বাংলাদেশ প্রাইস সম্পর্কে বিস্তারিত।

আপনি Tecno মোবাইলের আরো নতুন নতুন মডেলের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে mobilemaya এই ওয়েবসাইট ভিজিট করুন।

শেষে আজকের আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের জন্য শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap