ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়

ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায় এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। এখান থেকে কিছু দিন আগে ডাটা এন্ট্রি কি এই সম্পর্কে আমি এই ব্লগে একটি পোষ্ট করেছিলাম।

সেই পোস্ট পড়ার পরে অনেকে জানতে চেয়েছেন কিভাবে অনলাইনে মোবাইল দিয়ে ডাটা এন্ট্রি করে আয় করা যায়?

তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি এই আর্টিকেলটি লিখেছি। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার পড়ে আপনারা সহজে বুঝে যাবেন মোবাইলে ডাটা এন্ট্রির কোন কোন কাজ গুলো করা যাবে।

আপনারা যদি মোবাইল দিয়ে ডাটা এন্ট্রির কাজ গুলো সঠিক ভাবে করতে পারেন তাহলে প্রতি মাসে ২৫০ থেকে ৩০০ ডলার আয় করতে পারবেন।

তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিবো Data entry কি সেই সম্পর্কে।

ডাটা এন্ট্রি কি? (What is data entry)

ডাটা এন্ট্রি কাজ ডাটা এন্ট্রি অপারেটর দ্বারা করা হয়। এই কাজ নিদিষ্ট সফটওয়্যারে কম্পিউটারের মাধ্যমে ডেটা গুলোকে টাইপ বা প্রবেশ করতে হয়।

এমএস-অফিস, এমএস-এক্সেল, ওয়ার্ড প্যাড ইত্যাদি বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলোতে অপারেটর দ্বারা ডেটা এন্ট্রি করা হয়।

ডাটা এন্ট্রি করে কত টাকা আয় করা যায়?

আপনি যদি এমএস-অফিস, এমএস-এক্সেল, ওয়ার্ড প্যাড ইত্যাদি কাজ গুলো ভালো ভাবে করতে পারেন তাহলে মার্কেটপ্লেসে অনেক কাজ করতে পারবেন।

ডাটা এন্ট্রি কাজের জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট গুলোতে একাউন্ট খুলে কাজ করে মাসে ৩০০ থেকে ৫০০ ডলার আয় করতে পারবেন।

আবার আপনি চাইলে এই ওয়েবসাইট গুলোতে প্রতি ঘন্টা চুক্তি করে কাজ করতে পারবেন। আপনার কাজের দক্ষতা অনুযায়ী প্রতি ঘন্টা ৫ থেকে ২০ ডলার রাখতে পারেন।

তাছাড়া, ডাটা এন্ট্রি জব আপনি সরকারি বেসরকারি বিভিন্ন অফিসে করতে পারবেন। এখান থেকে প্রত্যেক মাসে ২০ থেকে ২৫ হাজার টাকার বেশি বেতন পাবেন।

ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়?

আপনারা জানতে চেয়েছেন মোবাইলে ডাটা এন্ট্রি কাজ করা যাবে কি না? আসলে মোবাইল দিয়ে কিছু কিছু ডাটা এন্ট্রির কাজ গুলো করা সম্ভব।

তবে, আপনারা যদি প্রোফেশনাল ভাবে ডাটা এন্ট্রির কাজ করতে চান তাহলে কম্পিউটার বা ল্যাপটপ অবশ্যই প্রয়োজন হবে।

আমি নিচে এমন কিছু ডাটা এন্ট্রির কাজের বিষয় উল্লেখ করবো যেগুলো মোবাইল দিয়ে করা যায়।

১. কপি পোষ্ট ডাটা এন্ট্রি কাজ

কপি পোষ্ট খুব সহজ একটি কাজ। যা আপনি সহজে মোবাইল দিয়ে করতে পারবেন। আপনাকে একটি পিডিএফ (PDF) ফাইল বা পোস্ট দেওয়া হবে। যে গুলোর পাঠ্যগুলি কপি করে অন্য কোনো ফরম্যাটে পোষ্ট করতে হবে। 

আবার, অনেক সময় আপনাকে একটি ওয়েবসাইট থেকে তথ্য গুলো কপি করে প্রদান করতে বলা হবে। অনলাইন ওয়েবসাইট এমন নানা ধরনের কপি পোষ্ট কাজ পাওয়া যায়।

২. ইমেইল মার্কেটিং ডাটা এন্ট্রি কাজ

ইমেইল মার্কেটি কোনো কঠিন কাজ নয় যে মোবাইল করা সম্ভব নয়। পেশাগত বা ব্যাবসায়ীক কাজে বিভিন্ন টেক্সট ইমেইলের মাধ্যমে পাঠাতে হয়।

কিন্তু, আপনি যদি না জানেন কিভাবে এক সাথে একাধিক ইমেইল পাঠাতে হয় তাহলে কাজ করতে পারবেন না।

তাই আপনাকে জানতে হবে কিভাবে মোবাইল দিয়ে এক সাথে একাধিক ইমেইল পাঠাতে হয়। মনে করেন, আপনাকে এক সাথে ৩০-৪০ চি মেইল সেন্ট করতে হবে।

৩. ইমেজ এডিটিং এন্ট্রির কাজ

অনেকে প্রশ্ন করবেন ইমেজ এডিটিং কি ডাটা এন্ট্রির কাজের মধ্যে পড়ে। আমি বলবো ইমেজ এডিটিং ডাটা এন্ট্রির মধ্যে পড়ে না।

তবে, ইন্টারনেটে এমন অনেক কাজ পাওয়া যায় যেখানে ইমেজ এডিটিং সম্পর্কে ডাটা এন্ট্রি করতে হয়।

মনে করেন, আপনাকে একটি ইমেজ দেওয়া হলো এবং বলা হলো উক্ত ইমেজের নিদিষ্ট জায়গা সনাক্ত করার জন্য।

এক্ষেত্রে আপনাকে ইমেজের নিদিষ্ট জায়গা সনাক্ত করে সেটা এন্ট্রি করতে হবে। তাই এটাকে অনেকে ডাটা এন্ট্রি কাজ বলে থাকে। আর এই কাজ মোবাইল দিয়ে সহজে করা সম্ভব।

৪. স্ক্যান কপি ডাটা এন্ট্রি কাজ

স্ক্যান কপি থেকে নিদিষ্ট তথ্য সংগ্রহ করে নিদিষ্ট জায়গায় ইনপুট করার অনেক ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়।

এখানে আপনাকে একটি স্ক্যান কপি দেওয়া হবে। এবং বলা হবে উক্ত স্ক্যান কপি থেকে কিছু তথ্য সংগ্রহ করে সেটাকে একটি নিদিষ্ট সফটওয়্যারে সংরক্ষণ করতে।

স্ক্যান কপি থেকে কোন কোন তথ্য গুলো সংরক্ষণ করতে হবে সেটা আপনাকে বলে দেওয়া হবে। এই কাজ মোবাইল দিয়ে করতে পারবেন।

৫. ডাটা কনভার্সন কাজ

ডাটা কনভার্সনের কাজ বলতে আপনাকে এমন কিছু কাজ দেওয়া হবে যেটাকে একটি ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রুপান্তর করতে হবে।

মনে করুন, আপনাকে বলা হলো পিডিএফ ফাইল থেকে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল ফাইলে রুপান্তরিত করার জন্য।

এই কাজ মোবাইল দিয়ে করার জন্য PDF, MS World এবং MS Excel এন্ডয়েড অ্যাপস গুলো ব্যবহার করে সহজে কাজ করতে পারবেন।

ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট

উপরে বলেছি মোবাইলে কিভাবে ডাটা এন্ট্রি কাজ করবেন এবং কোন কোন কাজ গুলো মোবাইলে করা সম্ভব।

এবার আমরা জানবো অনলাইনে কোন কোন ওয়েবসাইটে আমরা এই ডাটা এন্ট্রির কাজ গুলো সহজে পেয়ে যাবো।

ডাটা এন্ট্রি কাজ করার জন্য ইন্টারনেটে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে। এর মধ্যে উল্লেখ যোগ্য কয়েকটি ওয়েবসাইটের নাম নিচে উল্লেখ করেছি।

  • Capital Typing
  • Amazon Mechanical Turk
  • Axion Data Services
  • AccuTran Global
  • Scribie
  • DionData Solutions
  • DataPlus+
  • SpeakWrite
  • Fiverr
  • Upwork 
  • Freelancer
  • Seoclerk

শেষ কথা 

আজকে আমরা জানলাম ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায় নাকি কম্পিউটারে করতে হয় সেই প্রশ্নের উত্তর।

তবে, আপনারা যারা প্রফোশানাল ভাবে ডাটা এন্ট্রি কাজ করতে চান তারা অবশ্যই কম্পিউটার ব্যবহার করবেন। কারণ, কম্পিউটার ছাড়া প্রফোশনাল ভাবে কাজ করা সম্ভব নয়।

মোবাইল দিয়ে অনলাইনে ডাটা এন্ট্রি করে আয় করার বিষয় কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন।

ডাটা এন্ট্রি সম্পর্কে আরে আর্টিকেল পড়ুন –

4 thoughts on “ডাটা এন্ট্রি কি মোবাইলে করা যায়”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap