নগদ একাউন্ট খোলার পদ্ধতি

নগদ একাউন্ট খোলার পদ্ধতি – বন্ধুরা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ এর ব্যাপারে আমাদের সকলের জানা উচিত। নগদ হলো বাংলাদেশ সরকাকের ডাক বিভাগের একটি আর্থিক ডিজিটাল সেবা। যার মাধ্যমে আপনারা সব থেকে কম খরচে লেনদেন করা সম্ভব।

আর লেনদেন করার জন্য আপনার অবশ্যই একটি নগদ একাউন্ট খুলতে হবে। আর তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলবো সহজে নগদ একাউন্ট খোলার পদ্ধতি এর ব্যাপারে।

আমাদের দেশে প্রথম এই সেবাটি চালু হয় ২০১৮ সালের নম্ভেবর মাসে। এর পরে থেকে এই সার্ভিসটি মানুষের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। এটা অনেকটা জনপ্রিয় সেবা বিকাশ এর মতো।

নগদ একাউন্ট খোলার পদ্ধতি

আপনারা নগদ এজেন্টের কাছে গিয়ে প্রয়োজনীয় কাগজ দিয়ে একাউন্ট খোলার পাশাপাশি, নিজের বাড়িতে বসেও নিজের একাউন্ট নিজে খুলতে পারবেন। চলুন নিচে থেকে নিয়মের ব্যাপারে জেনে আসি।

অ্যাপ থেকে একাউন্ট খোলার পদ্ধতি

মনে রাখবেন, প্রতিটা গ্রহকের জন্য নগদ একাউন্ট খোলা অনেক সহজ। নগদ একাউন্ট খুলতে আপনাকে যা করতে হবে,

  • গুগল প্লে স্টোর বা আইফোন অ্যাপ স্টোর থেকে Nagad app ডাউনলোড করুন।
  • অ্যাপটি ওপেন করে নির্দেশিত গুলো অনুসারণ করুন।
  • যার নামে একাউন্ট খুলবেন তার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের ছবি ছবি আপলোড করুন।
  • এবার উক্ত ব্যাক্তির একটি সেলফি তুলে একাউন্টে যুক্ত করে দিন।
  • আপনার সিগনেচার (signature) প্রদান করুন।
  • উপরের সকল তথ্য গুলো সঠিক ভাবে প্রদান করা হয়ে গেলে আপনার একাউন্ট সম্পর্ন হয়ে যাবে এবং আপনি সেবাটি উপভোগ করতে পারবেন।

যেকোনো সিম থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি 

সকল সিম বরি, গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক ব্যবহারকারীরা যেকোনো মোবাইলের মাধ্যমে *১৬৭# ডায়াল করলে, আপনাকে নিজের একাউন্টের ৪ সংখ্যার পিন সেট করতে বলা হবে।

আপনি ৪ ডিজিটের পিন নম্বার সেট করলে এক্টিভ হয়ে যাবে আপনার পার্সোনাল নগদ একাউন্ট। এর পর থেকে আপনি নগদের সকল সেবা গুলো উপভোগ করতে পারবেন।

নগদ একাউন্ট নাম্বার দেখার নিয়ম?

  • প্রথমে *১৬৭# নম্বারে ডায়াল করুন।
  • এবার 7 নাম্বার অপশনে থাকা My Nagad অপশনে প্রবেশ করুন।
  • এবার 1 নাম্বার অপশনে থাকা Balance Inquiry অপশনে প্রবেশ করুন।
  • এবার আপনার গোপন পিন নাম্বার (Pin Number) দিতে বলা হবে, এখানে সঠিক পিন নাম্বার প্রদান করুন।
  • পিন নাম্বার দিয়ে Send বাটুনে ক্লিক করলে আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন।

নগদ অ্যাপ থেকে ব্যালেন্স দেখার নিয়ম?

  • প্রথমে নগদ অ্যাপটি google Play store থেকে ডাউনলোড করে ইন্সটল করুন এবং ওপেন করুন।
  • একাউন্ট নাম্বার দিয়ে ওপিটি (opt) ও পিন নাম্বার দিয়ে লগইন করুন।
  • আপনার অ্যাপের ভাষা যদি বাংলা হয়, তাহালে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” এবং ইংরেজি ভাষা হলে, “Tap for Balance” অপশনে ক্লিক করুন।
  • এবার আপনি একাউন্টের ব্যালেন্সে দেখতে পাবেন।

কিভাবে নতুন নগদ একাউন্টে ২০ টাকা ক্যাশব্যাক অফার নিবেন?

আপনারা যদি নগদ অ্যাপ ব্যবহার করে নতুন একাউন্ট খুলেন, তাহালে প্রথম অ্যাপ থেকে ২০ টাকা রিচার্জ করলে ২০ টাকা ক্যাশব্যাক পাবেন। তবে, এখানে আপনাদের কিছু শর্তাবলি মানতে হবে।

যেমন,

  • নতুন একাউন্ট খোলার পরে পিন সেট করে সম্পর্ন   প্রফাইল সেটিং সম্পর্ন করতে হবে।
  • নিজের মোবাইল নাম্বারে অ্যাপ ব্যবহার করে ২০ টাকা রিচার্জ করতে হবে।
  • সব কিছু সঠিক ভাবে সম্পর্ন করলে রিচার্জ করার ৭২ ঘন্টার মধ্যে ২০ টাকা বোনাস পেয়ে যাবেন।
  • প্রতি ১৫ দিন পরে একবার এমাউন্ট রিচার্জ করলে ক্যাশব্যাক পাবেন।
  • উল্লেখিত অফারটি পাবেন, যারা ৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে ৩১ শে মার্চ এর মধ্যে যে সকল গ্রহক নতুন একাউন্ট খুলছে তারা।
  • আপনারা এই রিচার্জ ক্যাশব্যাক অফারটি পাবেন  ৫ শে ফেব্রুয়ারি থেকে ১৫ জুন এর মধ্যে।

নগদে দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ কত?

আমাদের দেশে মোবাইল ব্যাংকিং ইতিহাসের মধ্যে এই প্রথম ডাক বিভাগ ডিজিটাল লেনদেন নিয়ে এসেছে যেখানে রয়েছে সব থেকে কম খরচে ক্যাশ আউট করার সুবিধা।

এখান থেকে আপনারা নগদ অ্যাপ ব্যবহার করে প্রতি হাজারে ৯ টাকা ৯৯ পয়সা খরচে ক্যাশ আউট করতে পারবেন। এর সাথে ভ্যাট দিয়ে মোট ১১ টাকা ৪৯ পয়সা খরচ হবে।

আর আপনারা যদি অ্যাপ ছাড়া ইউএসএসডি মানে সাধারণ ভাবে করেন, তাহালে প্রতি হাজারে ১২ টাকা ৯৯ পয়সা খরচ হবে। এর সাথে ভ্যাট যুক্ত হয়ে মোট ১৪ টাকা ৯৪ পয়সা খরচ হবে।

নগদ একাউন্ট ব্যবহারে লেনদেন অফার

বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কেনাকাটা করার পরে নগদের মাধ্যমে পেমেন্ট করলে পাবেন আকর্ষনীয় অফার ও সুবিধা। নিচের মার্কেটপ্লেস গুলোতে বিল পে করলে পাবেন ডিসকাউন্ট বা ক্যাশব্যাক।

Walton – দেশের যেকোনো ওয়ালটল প্লাজা থেকে যেকোনো মূল্যের টিভি, ল্যাপটপ, রেফ্রিজারেটর ইত্যাদি কিনে নগদে পেমেন্ট করলে পাবেন ১০% ডিসকাউন্ট। এই অফারটি চলবে ৩১ শে মার্চ ২০২১ পর্যন্ত। বিস্তরিত জানতে এই লিংকে যান।

Evaly  – ইভালি থেকে কোনো কিছু ক্রয় করে নগদে পেমেন্ট করলে পাবেন ১০% ক্যাশব্যাক।

কোভিড-১৯ টেস্ট ফি – নগদ ব্যবহার করে মাত্র ১০০ টাকার মাধ্যমে টেস্ট সেন্টার থেকে কোভিড-১৯ টেস্ট করা যাবে। বিস্তরিত জানতে এই লিংকে যান।

নগদ ব্যবহার করে নিরাপদ থাকুন

বর্তমানে ডিজিটাল লেনদেন ব্যবস্থার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেলেও এর সাথে বৃদ্ধি পেয়েছে অনেক অসাধু মানুষরা। এজন্য আমাদের নগদ ব্যবহারে আমাদের একটু বাড়তি সতর্কতা মেনে চলতে হবে।

যেমন,

নগদ কখনো গ্রহকের কাছে পিন নাম্বার বা ওয়ান টাইম ওটিপি (OTP) জানতে চায় না। যদি কখনো এগুলো চাই তাহালে বুঝবেন এটা সম্পর্ন ফ্রড।

নগদ গ্রহকদের সাথে যোগাযোগ করার জন্য ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নম্বার থেকে যোগাযোগ করবে। যদি অন্য কোনো নাম্বার থেকে ফোন করে, তাহালে বুঝে নিবেন আপনি অসাধু লোকের পাল্লায় পড়েছেন।

আপনাদের যদি Nagad সম্পর্কে কোনো ধরনের তথ্য জানতে চান বা কোনো সমস্য হয়ে থাকে তাহালে ১৬১৬৭ বা ০৯৬ ০৯৬ ১৬১৬৭ নাম্বারে কল  দিয়ে সমস্য সমাধান করতে পারবেন।

নদগ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম বা উপায়?

গ্রাহকগণ যেকোনো মোবাইল নাম্বারে USSD কোড *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। আমি নিচে প্রক্রিয়া গুলো বলে দিচ্ছি।

  • প্রথমে *167# ডায়াল করুন।
  • 3 নাম্বারে থাকা Mobile recharge অপশনে যান।
  • আপনার নিদিষ্ট অপারেটর সিলেক্ট করুন।
  • আপনার সিম যদি prepaid হয়, তাহালে 1 এবং postpaid হলে 2 লিখে Send করুন। আপনারা যদি গ্রামীণফোন সিমে রিচার্জ করতে চান, তাহালে  prepaid, postpaid এবং 3 নাম্বারে skitto অপশন পাবেন।
  • যে নাম্বারে রিচার্জ করতে চান সেই নাম্বার টাইপ করে Send করুন।
  • এবার টাকার পরিমান লিখে Send বাটুনে ক্লিক করুন।
  • শেষে পিন নাম্বার দিয়ে সেন্ড বাটুনে ক্লিক করলে মোবাইল রিচার্জ সম্পর্ন হয়ে যাবে।

নগদ একাউন্টের সুবিধা?

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ ব্যবহার করার অনেক গুলো সুবিধা রয়েছে। নিচে কয়েকটি সুবিধা উল্লেখ করছি।

  1. নগদে সেন্ড মানি (send money) সম্পর্ন ফ্রি।
  2. সব থেকে কম খরচে নগদ থেকে টাকা ক্যাশ আউট করতে পারবে।
  3. নগদ সরকারি সেবা হওয়ার জন্য অধিক নিরাপদ বলে মনে করা হয়।
  4. Nagad নতুন গ্রহকদের একাউন্ট খুলে লাখপতি হওয়ার অফার দিয়েছে। বিস্তরিত জানতে এই লিংকে যান।

নগদ একাউন্ট বন্ধ করা পদ্ধতি

কোনো কারণে, আপনার নগদ একাউন্ট বন্ধ করতে চান, তাহালে নিকটতম নগদ কাস্টমার কেয়ার বা এজেন্টের কাছে যেতে হবে। তাদের নিকট গিয়ে আপনি বলবেন, আমার নগদ একাউন্ট বন্ধ করতে চান।

এবার আপনাকে আর কোনো কিছুই করা লাগবে না। তারা নিজের দ্বায়িক্তে আপনার একাউন্টটি বন্ধ করে দিবে। আশাকরি, সহজে বুঝতে পারছেন  নগদ একাউন্ট বাতিল করার নিয়ম এর ব্যাপারে।

নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় (নগদ পিন রিসেট)

আপনারা খুব সহজে নগদ একাউন্টের পিন রিসেট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। *167# ডায়াল করুন আর সহজে করে ফেলুন পিন রিসেট।

নগদ একাউন্টের পিন রিসেট করার পদ্ধতি?

  • প্রথমে ডায়াল করুন *167#
  • এবার PIN Reset এর জন্য 8 নাম্বার অপশনে চলে যায়।
  • আপনি পিন ভুলে গেলে 1 নাম্বার বা পিন পরিবর্তন  করতে চাইলে 2 নাম্বার অপশন সিলেক্ট করুন।
  • নগদ একাউন্ট যে NID Card দিয়ে খুলছেন সেই এনআইডি নাম্বার এবং জন্মসাল সঠিক ভাবে দিন।
  • একাউন্ট থেকে গত ৯০ দিনের মধ্যে কোনো লেনদেন করে থাকলে “হ্যা” এবং লেনদেন না করে থাকলে “না” সিলেক্ট করুন।
  • যদি লেনদেন করে থাকেন, তাহালে কি ধরনের লেনদেন করেছেন সেটা সিলেক্ট করুন এবং শেষ ১০ টি লেনদেন মধ্যে থেকে একটি লিখুন।
  • সব তথ্য ঠিক থাকলে একাউন্ট নাম্বারে একটি কনফার্মেশন পাবেন।
  • এবার *167# ডায়াল করে পিন রিসেট করে নিন।

আশাকরি, সহজে বুঝাতে পারছি নগদ একাউন্টের পিন ভুলে গেলে কিভাবে পিন রিসেট করতে হয়।

আজকে আমরা কি শিখলাম

তাহালে, বন্ধুরা আজকে আমরা শিখলাম নগদ একাউন্ট খোলার পদ্ধতি সহ নগদের আরো নানা বিষয় গুলো সম্পর্কে। আমার লেখা how to i create a nagad account আর্টিকেলটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap