আপনি কি জানেন নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম? যদি না জেনে থাকেন তাহালে আজকের এই আর্টিকেলটি পড়ে জেনে নিন। (how to create a facebook account)
ফেসবুক হলো গুগল এবং ইউটিউব এর পরে সব থেকে বেশি ব্যবহার হওয়া একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এক্টিভ থাকে।
আসলে একটি ফেসবুক একাউন্ট খোলার নিয়ম অনেক সহজ। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি “নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম” জেনে আইডি খুলতে পারবেন।
তাই আজকে আমি আপনাদের সহজে মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে কিভাবে ফেসবুক আইডি তৈরি করবেন সেই দুইটা প্রক্রিয়া বলবো। চলুন তার আগে জেনে আসি ফেসবুক সম্পর্কে।
ফেসবুক কি? (what is facebook)
Facebook হলো সারা বিশ্বের মব থেকে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। একে আপনি এক প্রকার অনলাইন পরিবার বলতে পারেন। কারণ, এখানে দেশ বিদেশের চেনা অচেনা বন্ধু বানিয়ে তাদের সাথে নিজের বিভিন্ন মূহুর্ত গুলো শেয়ার করতে পারবেন।
আপনারা জেনে অবাক হবেন যে বর্তমানে সারা বিশ্বে ২.৮৫ বিলিয়ন এর বেশি মানুষ ফেসবুক ব্যবহার করছে। এদের মধ্যে ১.৭৮ বিলিয়ন মানুষ নিয়মিত ভাবে ফেসবুক ব্যবহার করছে।
মার্ক জাকারবার্গ ২০০৪ সালে প্রথম এই ফেসবুক তৈরি করেন। তখন শুরুতে কেবল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ব্যবহার করতো। ধীরে ধীরে এর জনপ্রিয়তা এতোটা বৃদ্ধি পেয়েছে যে এখন পুরো বিশ্বের মানুষরা facebook use করে।
আশাকরি, সহজে বুঝতে পারছেন ফেসবুক কি (what is facebook in bangla) এই সম্পর্কে।
মনে রাখবেন নতুন ফেসবুক একাউন্ট তৈরি করার জন্য আপনাকে দুইটা জিনিসের প্রয়োজন হবে।
- Valid mobile number
- Valid email address
আশাকরি আপনার মোবাইল অবশ্যই রয়েছে। আর যদি আপনার ইমেইল এড্রেস না থাকে তাহালে জিমেইল থেকে একটি ইমেইল খুলে নিতে পারবেন। এমনিতে এই ব্লগে বলেছি “কিভাবে জিমেইল একাউন্ট খুলতে হয়”।
ধরা যাক এই দুইটা জিনিস আপনার কাছে রয়েছে। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে facebook id তৈরি করবেন।
নতুন ফেসবুক আইডি খোলার নিয়ম (facebook id create new account)
বর্তমানে ফেসবুক হলো অনলাইনে সক্রিয় থাকা সব থেকে জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট। আমরা বিশ্বের যেকোনো জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত হতে পারি।
তাছাড়া নিজের ব্যাক্তি জীবনের কিছু অংশ শেয়ার করা সহ আরো ফেসবুক ফ্রেন্ডদের সাথে ছবি, সেলফি, ভিডিও, স্ট্যাষ্ট ইত্যাদি শেয়ার করতে পারি। এছাড়া ফেসবুকে সক্রিয় থাকা বন্ধুদের সাথে Video call বা voice call এর মাধ্যমে যোগাযোগ করতে পারি।
Facebook এর মাধ্যমে দেশ বিদেশের চেনা জানা নতুন নতুন বন্ধুদের থাকে পরিচিত হতে পারবেন। তাছাড়া নিজের ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ তৈরি করে ব্যবসা বা পণ্যের প্রচার করতে পারবেন।
ফেসবুক দিনে দিনে জনপ্রিয় হওয়ার মূল কারন হলো এই সব দিক গুলো। তাই আপনার যদি এখনো একটি ফেসবুক না থাকে তাহালে আপনি আধুনিক যুগ থেকে অনেক পিছিয়ে আছেন।
তাই চলুন নিচের স্টেপ গুলো থেকে জেনে আসি মোবাইল দিয়ে ফেসবুক আইডি খোলার সম্পর্ন নিয়ম।
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম (মোবাইল দিয়ে)
আজকে আমি facebook app এর মাধ্যমে facebook account create করার পদ্ধতি দেখাবো। তাই আপনার মোবাইলে যদি ফেসবুক অ্যাপ না থাকে তাহালে google play store থেকে সম্পর্ন ফ্রিতে ডাউনলোড করে নিন।
এমনিতে সব স্মার্টফোনে facebook app ইনস্টল করা থাকে। এবার নিচের স্টেপ গুলো অনুসারন করে ফেসবুক আইডি খুলুন।
স্টেপ – ১: প্রথমে মোবাইল থেকে facebook app ওপেন করুন এবং “Create New Facebook Account” এই অপশনে ক্লিক করুন।

স্টেপ – ২: এবার আপনি join facebook এই অপশনে ক্লিক করুন।
স্টেপ – ৩: পরের পেজে আপনি যে নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তার first name এবং last name লিখে “next” অপশনে ক্লিক করুন।
স্টেপ – ৪: এবার আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করার পরে “next” অপশনে ক্লিক করুন।
স্টেপ – ৫: পরের পেজে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে male আর যদি মহিলা হয়ে থাকেন তাহালে female সিলেক্ট করে নিচে থেকে “next” অপশনে ক্লিক করুন।
স্টেপ – ৬: পরের পেজে আপনাকে মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস দেওয়ার জন্য বলা হবে। আপনি চাইলে মোবাইল নম্বর বা ইমেইল যেকোনো একটি দিয়ে ফেসবুক খুলতে পারবেন।
আমি মোবাইল নম্বর দিয়ে দেখাচ্ছি। তাই আমার ফোন নম্বর দিয়ে নিচে থেকে “next” অপশনে ক্লিক করবেন। এবার আপনার ফোনো ফেসবুক থেকে একটি কোড যাবে সেটা বসিয়ে পরবর্তী অপশনে যাবেন।
স্টেপ – ৭: এবার আপনাকে ফেসবুকের পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হবে। আপনি অবশ্যই একটু কঠিক পাসওয়ার্ড দিবেন। যেমন @habi@52677@
স্টেপ – ৮: সব শেষে আপনাকে sign up অপশনে ক্লিক করে পরবর্তী অপশন গুলো skip করতে হবে। স্বাগতম আপনার ফেসবুক আইডি খোলা সম্পর্ন হয়েছে।

ফেসবুক একাউন্ট খোলার পরে কি করতে হবে?
আপনার ফেসবুক একাউন্ট এমনিতে খোলা হয়ে গেছে। এখন আপনি নতুন নতুন facebook friends বানিয়ে নিতে পারবেন। তবে, মনে রাখবেন নতুন ফেসবুক একাউন্ট খোলার পরে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে।
তাহালে চলুন নিচে থেকে জেনে আসি কোন কোন সেটিং (setting) গুলো আপনাকে ঠিক করতে হবে।
- প্রথমে আপনার কভার ফটো (Cover photo) আপলোড করতে হবে।
- আপনার প্রোফাইল ফটো (profile photo) আপলোড করতে হবে।
এবার আপনার এডিট প্রোফাইল (Edit profile) করুন
মনে রাখবেন নিজের ফেসবুকের প্রোফাইল এডিট করাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার সব ধরনের তথ্য এখানে দিবেন। যেমন,
- আপনি কোন শহরে বসাবাস করেন।
- আপনি কোথায় এবং কি ধরনের কাজ করেন।
- কোন স্কুলে বা কলেজে পড়াশোনা করেন বা করেছেন।
- আপনার হোম টাউন কোথায়।
- কোনো রিলেশনশিপ আছেন কিনা।
- আপনি কি কি পছন্দ করেন।
- আপনার শখ কি।
- একটা ফেসবুক বায়ো লিখতে হবে।
উপরের ঔ তথ্য গুলো দেওয়ার পরে ফেসবুক আপনার জন্য কিছু পরিচিত friends দের suggest করবো। এতে আপনার স্কুল, কলেজ এবং ইন্টাররেস্ট হিসাবে বন্ধু বানিয়ে নিতে পারবেন।
ফেসবুক বায়ো (facebook bio) কি?
ফেসবুক বায়ো হলো নিজের ফেসবুকের একটি সংক্ষিপ্ত অংশ। যেখানে আপনি নিজের বিষয় বা অন্য কোনো বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু লিখতে পারেন।
যখন কোনো বন্ধু আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে বায়ো (bio) পড়বে তখন সে আপনার সম্পর্কে সহজে বুঝতে পারবে।
ফেসবুক একাউন্ট খোলার নিয়ম (কম্পিউটার দিয়ে)
কম্পিউটার দিয়ে ফেসবুক একাউন্ট খোলার নিয়ম ও মোবাইলের মতো একই। কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ফেসবুক একাউন্ট খুলতেঃ

- প্রথমে কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার (browser) ওপেন করুন এবং facebook.com এই ওয়েবসাইট ভিজিট করুন।
- এবার Create New Account এই অপশনে ক্লিক করুন।
- আপনি যে নামে ফেসবুক খুলবেন সেই নাম first name এবং surname এ লিখুন।
- আপনার মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস লিখুন।
- নতুন পাসওয়ার্ড দিন (পাসওয়ার্ডে @#&% এগুলো ব্যবহার করুন তাহালে password strong হবে)।
- নিজের জন্ম তারিখ সিলেক্ট করুন।
- জেন্ডার সিলেক্ট করুন (মেয়ে হলে female এবং পুরুষ হলে male)।
- শেষে Sign Up অপশনে ক্লিক করুন।
এবার আপনি ফেসবুক একাউন্ট খোলার সময় যে মোবাইল নম্বরে বা ইমেইল এড্রেসে একটি কোড যাবে সেই কোড বসালে আপার ফেসবুক একাউন্ট খোলা হয়ে যাবে।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম “কিভাবে মোবাইল এবং কম্পিউটার দিয়ে নতুন ফেসবুক আইডি তৈরি করা যাবে”। আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছিলাম ফেসবুক আইডি খোলার নিয়ম অনেক সহজ আপনি খুব সহজে facebook account খুলতে পারবেন।