নোকিয়া বাটন মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩

নোকিয়া বাটন মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩ : আমাদের প্রত্যেকের হাতে একটি করে স্মার্টফোন থাকলেও আমাদের মধ্যে অধিকাংশ মানুষরা স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি একটি বাটন মোবাইল ব্যবহার করে থাকেন।

বাজারে আপনি বিভিন্ন কোম্পানির বাটন মোবাইল গুলো পেয়ে যাবেন কিন্ত বাটন মোবাইল ফোন কোম্পানি গুলোর মধ্যে সেরা হচ্ছে নোকিয়া।

নোকিয়া বাটন মোবাইল গুলো অন্যান্য কোম্পানির মোবাইল গুলোর থেকে একটু দাম বেশি। তার অন্যতম কারণ হচ্ছে নোকিয়া মোবাইল গুলো অনেক বেশি টেকসই হয়। যা অন্যান্য কোম্পানির ফোন গুলো হয় না।

তাই, আপনারা যারা Nokia button mobile price 2023 সম্পর্কে জানতে চান, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আশাবাদী আর্টিকেলটি আপনাদের কাজে আসবে।

নোকিয়া বাটন মোবাইলের দাম বাংলাদেশ

বাংলাদেশের বাজারে অনেক কোম্পানির বাটন মোবাইল রয়েছে, তাদের মধ্যে সেরা হলো Nokia. নোকিয়া কোম্পানি মোবাইল জগতে অনেক পুরাতন একটি কোম্পানি।

Nokia 3310 | নোকিয়া ৩৩১০ দাম বাংলাদেশ

নোকিয়া ৩৩১০ দাম বাংলাদেশ

Nokia 3310 এই বাটন মোবাইল এর দাম হলো ৪,৫০০ টাকা। এই ফোনের চারটি কালার যেমন – ধূসর, লাল, নীল, হলুদ আপনি বাজারে পেয়ে যাবেন। 

ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ২.৪ ইঞ্চি যার রেজুলেশন QVGA 240×320. মোবাইলের পিছনে ব্যবহার করা হয়েছে ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং তার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ।

নোকিয়া এই বাটন মোবাইলে নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে ফোরজি (4G). দুইটি সিম সাপোর্ট সুবিধা এবং এসএমএস এবং এমএমএস সুবিধা তো থাকছে।

এই ফোনে অডিও এবং ভিডিও সাপোর্ট করবে এবং ফোনের রেম ১৬ এমবি এবং সাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন।

মোবাইলে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ১২০০ এমএএইচ লিথিয়াম। যার মাধ্যমে একটানা ২২ ঘন্টা ধরে কলিং সুবিধার ব্যাকআপ পাবেন। এছাড়াও রয়েছে ফোনবুক, ইন্টারনেট সুবিধা, কল রেকর্ড, গেম, ফ্লাশলাইট ইত্যাদি।

এক নজরে Nokia 3310 এর ফিচারস

  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি (রেজুলেশন QVGA 240×320)
  • ক্যামেরা – ২ মেগাপিক্সেল
  • রেম – ১৬ এমবি
  • নেটওয়ার্ক – 4G 
  • ব্যাটারি – ১২০০ এমএএইচ লিথিয়াম
  • ফিচারস – ইন্টারনেট, কল রেকর্ড, ফোনবুক, ফ্লাসলাইট, গেম ইত্যাদি

Nokia 105 | নকিয়া ১০৫ এর দাম কত বাংলাদেশ

নকিয়া ১০৫ এর দাম কত বাংলাদেশ

নোকিয়া বাটন এই ফোনের দাম ১৬৮০ টাকা। এই ফোনে দুইটা সিম সাপোর্ট করে এবং নেটওয়ার্ক টু জি (2G). ফোনটিতে কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। এছাড়া, এসএমএস ও এমএমএস সুবিধা পাবেন।

এই ফোনে অডিও এবং ভিডিও সাপোর্ট করে না। আর যদি ওজনের দিক থেকে বলা হয় তাহলে খুবই হালকা একটি ফোন, মাত্র ৭৩ গ্রাম ওজন।

ফোনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ১.৭ ইঞ্চি, যার রেজুলেশন QVGA 120×160. ফোনের রেম পাবেন ৪ এমবি এবং স্টোরেজ পাবেন ৪ এমবি। সাথে এক্সটার্নাল এসডি কার্ড ব্যবহার করতে পারবেন।

ফোনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৮০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যার মাধ্যমে একটানা ১৪ ঘন্টা ২২ মিনিট কথা বলতে পারবেন। বাজারে এই ফোনটি তিনটি কালারে পাবেন যেমন – কালো, গোলাপি এবং নীল।

এছাড়া, ফোনবুক, ইন্টারনেট, কল রেকর্ড, গেম, ফ্লাশলাইট ইত্যাদি সুবিধা তো থাকছে। তবে, এই ফোনটিতে জাভা সাপোর্ট করে না।

এক নজরে Nokia 105 এর ফিচারস

  • ডিসপ্লে – ১.৭ ইঞ্চি (রেজুলেশন QVGA 120×160)
  • ক্যামেরা – N/A
  • রেম – ৪ এমবি
  • স্টোরেজ – ৪ এমবি
  • ব্যাটারি – ৮০০ এমএএইচ লিথিয়াম
  • নেটওয়ার্ক – টু জি (2G)
  • ফিচারস – ফোনবুক, ইন্টারনেট, ফ্লাসলাইট, গেম, কল রেকর্ড ইত্যাদি।

Nokia 220

নোকিয়া এই বাটন মোবাইলের দাম ৩,৯৯৯ টাকা। বাজারে দুইটা কালারে এই ফোনটি পাবেন, কালার দুইটা হলো নীল এবং কালো। এই ফোনে দুইটা সিম সাপোর্ট করে এবং 4G নেটওয়ার্ক।

এর পিছনে রয়েছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সাথে থাকছে এলইডি ফ্ল্যাশলাইট। এর সামনে কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। 

ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ২.৪ ইঞ্চি QVGA ২৪০x৩২০ রেজুলেশন ডিসপ্লে। এই ফোনের মাধ্যমে ৩২০ পিক্সেল ভিডিও খুব সহজে রেকর্ড করা যাবে। এছাড়া, এসএমএস এবং এমএমএস সুবিধা।

যদিও নোকিয়া বাটন মোবাইল কিন্ত এতে অডিও এবং ভিডিও দুইটাই সাপোর্ট করবে। ফোনের রেম ১৬ এমবি এবং স্টোরেজ ২৪ এমবি। তাছাড়া মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন।

এই মোবাইলে জাভা সাপোর্ট না করলেও ইন্টারনেট ব্যবহার, গেম, কল রেকর্ড, ফোনবুক ফ্লাসলাইট ফিচারস গুলো উপভোগ করতে পারবেন। 

এতে ব্যবহার করা হয়েছে ১২০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যার মাধ্যমে একটানা ২২ ঘন্টা কলিং সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবেন।

এক নজরে Nokia 220 এর ফিচারস

  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি (রেজুলেশন QVGA 240×320)
  • রেম – ১৬ এমবি
  • স্টোরেজ – ২৪ এমবি
  • ব্যাটারি – ১২০০ এমএএইচ লিথিয়াম
  • ক্যামেরা – ০.৩ মেগাপিক্সেল
  • নেটওয়ার্ক – ৪জি (4G)
  • ফিচারস – ফোনবুক, ইন্টারনেট, গেম, কল রেকর্ড, ফ্লাসলাইট ইত্যাদি 

Nokia 5310

Nokia এর মোবাইলের দাম ৪,০৯৯ টাকা। এতে দুইটা সিম সাপোর্ট করবে এবং নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে টু জি (2G). এর পিছনে ব্যবহার করা হয়েছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং তার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ।

ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ২.৪ ইঞ্চি, যার রেজুলেশন QVGA 240×320. এই মোবাইলে শুরু অডিও সাপোর্ট করবে। এছাড়া এসএমএস এবং এমএমএস সুবিধা পাবেন।

ফোনে ব্যবহার রেম ব্যবহার করা হয়েছে ৪ এমবি এবং ১৬ এমবি ইন্টারনাল স্টোরেজ। তাছাড়া, মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন।

ফোনটি আপনারা বাজারে দুইটা কালারে পাবেন একটি সাদা এবং অপরটি কালো। ফোনে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ১২০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যার মাধ্যমে একটানা ২২ ঘন্টা কলিং সুবিধা পাবেন।

ফোনটিতে জাভা সাপোর্ট না করলেও ইন্টারনেট ব্যবহার, কল রেকর্ড, ফোনবুক, ফ্লাসলাইট, গেম ইত্যাদি ফিচারস গুলো উপভোগ করতে পারবেন।

এক নজরে Nokia 5310 এর ফিচারস

  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি (রেজুলেশন QVAG 240×320)
  • ব্যাটারি – ১২০০ এমএএইচ লিথিয়াম 
  • রেম – ৪ জিবি
  • স্টোরেজ – ১৬ জিবি
  • নেটওয়ার্ক – টু জি (2G)
  • ক্যামেরা – ০.৩ মেগাপিক্সেল
  • ফিচারস – ইন্টারনেট, গেম, কল রেকর্ড, ফোনবুক, ফ্লাসলাইট ইত্যাদি

Nokia 110 | নকিয়া ১১০ দাম

নকিয়া ১১০ দাম

নোকিয়া এই মোবাইলের দাম ২,১৪৯ টাকা। বাজারে ৩টি কালারের এই মোবাইলটি পেয়ে যাবেন যেমন – গোলাপি, কালো এবং নীল। এতো শুধু অডিও mp3 সাপোর্ট করবে।

এই মোবাইলে দুইটা সিম সাপোর্ট করবে এবং নেটওয়ার্ক সুবিধা টু জি (2G). ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৭ ইঞ্চি, যার রেজুলেশন QVAG 120×160.

এর সামনে এবং পিছনে কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। তবে, ব্যবহার করা হয়েছে একটি ফ্লাসলাইট। তাছাড়া এসএমএস এবং এমএমএস সুবিধা পাবেন।

মোবাইলে রেম ব্যবহার করা হয়েছে ৪ এমবি এবং ইন্টারনাল স্টোরেজ ৪ এমবি। এছাড়া মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৩২ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন।

জাভা সাপোর্ট না করলেও ইন্টারনেট ব্যবহার, ফ্লাসলাইট, গেমিং, কল রেকর্ড, ফোনবুক ইত্যাদি ফিচারস গুলো উপভোগ করতে পারবেন। ৮০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি থাকায় একটানা ১৪ ঘন্টা ২২ মিনিট কলিং সুবিধা পাবেন।

এক নজরে Nokia 110 এর ফিচারস

  • ব্যাটারি – ৮০০ এমএএইচ লিথিয়াম 
  • ডিসপ্লে – ১.৭ ইঞ্চি (রেজুলেশন QVAG 120×160)
  • নেটওয়ার্ক – টু জি (2G)
  • রেম – ৪ এমবি
  • স্টোরেজ – ৪ এমবি
  • ফিচারস – গেমিং, ফোনবুক, ইন্টারনেট, কল রেকর্ড ইত্যাদি

Nokia 106

Nokia 106 এই মোবাইলটি ২০১৮ সালে বানানো হয়েছে, যার দাম ১,৫৯৯ টাকা। এই মোবাইলে দুইটা সিম সাপোর্ট করে এবং টু জি নেটওয়ার্ক সুবিধা পাবেন।

ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ১.৮ ইঞ্চি TFT ডিসপ্লে, যার রেজুলেশন ১২০x১৬০। এর সামনে এবং পিছনে কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। 

ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৮০০ এমএইচ লিথিয়াম ব্যাটারি। যার মাধ্যমে আপনি একটানা ১৪ ঘন্টা ২২ মিনিট কলিং সুবিধা পাবেন। এছাড়া রয়েছে এসএমএস এবং এমএমএস সুবিধা।

এক নজরে Nokia 106 এর ফিচারস

  • ডিসপ্লে – ১.৮ ইঞ্চি (রেজুলেশন ১২০x১৬০)
  • ব্যাটারি – ৮০০ এমএএইচ লিথিয়াম 
  • ক্যামেরা – N/A
  • রেম – N/A
  • স্টোরেজ – N/A
  • ফিচারস – ফোনবুক, গেমিং, এমএমএস ইত্যাদি

Nokia 210 | নোকিয়া বাটন মোবাইলের দাম বাংলাদেশ

এই মোবাইলটির দাম ৩,০৫০ টাকা। এটা ২০১৯ সালের মার্চ মাসে বাংলাদেশের বাজারে প্রথম লঞ্চ করা হয়। এতে দুইটা সিম সাপোর্ট করে, যাতে টি জি (2G) নেটওয়ার্ক সুবিধা পাবেন। 

ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে ২.৪ ইঞ্চি, যার রেজুলেশন QVGA ২৪০x৩২০। এই মোবাইলের পিছনে থাকছে ০.৩ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সামনে কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি।

মোবাইলে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ১০২০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যার মাধ্যমে একটানা ১৮ ঘন্টার বেশি কলিং সুবিধা পাবেন। এছাড়া শুনতে পারবেন এফএম রেডিও (FM radio).

এক নজরে Nokia 210 এর ফিচারস

  • ডিসপ্লে – ২.৪ ইঞ্চি (রেজুলেশন QVGA 240×320)
  • ক্যামেরা – ০.৩ মেগাপিক্সেল 
  • নেটওয়ার্ক – টু জি (2G)
  • ব্যাটারি – ১০২০ এমএইচ লিথিয়াম 
  • ফিচারস – এফএম রেডিও, ফোনবুক, গেমিং ইত্যাদি

Nokia 103

নোকিয়া ১০৩ মোবাইল এর দাম বাংলাদেশ ১,৫০০ টাকা। এই মোবাইলে একটি সিম সাপোর্ট করে, যার নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে টু জি (2G).

ডিসপ্লে হিসেবে পাবেন ১.৩৬ ইঞ্চি। এই মোবাইলের সামনে এবং পিছনে কোনো ক্যামেরা ব্যবহার করা হয়নি। সাথে থাকছে না কোনো ইন্টারনেট ব্রাউজার। তবে, আপনি গেমিং করতে পারবেন।

Nokia 103 মোবাইলের ব্যাটারি ব্যবহার করা হয়েছে ৮০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যার মাধ্যমে একটানা ১১ ঘন্টা কলিং সুবিধা পাবেন।

এছাড়া, ৫০০ কন্টাক্ট নম্বর মোবাইলে সেভ করে রাখতে পারবেন এবং এফএম রেডিও শুনতে পারবেন। তাছাড়া, রাতে চলাচল করার জন্য এটা ব্যবহার করা হয়েছে একটি লাইট।

এক নজরে Nikia 103 এর ফিচারস

  • ডিসপ্লে – ১.৩৬ ইঞ্চি 
  • ব্যাটারি – ৮০০ এমএএইচ লিথিয়াম 
  • ফিচারস – এফএম রেডিও, ফোনবুক, গেমিং, ফ্লাসলাইট ইত্যাদি
  • ক্যামেরা – N/A

উপরের নোকিয়া মোবাইল গুলোর সম্পর্কে জানার পরে এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে nokia ভালো বাটন ফোন কোনটি

তাদের জন্য আমি উপরে উল্লেখ করা সব নোকিয়া মোবাইল গুলো ভালো। তবে, আপনার বাজেটের উপর নির্ভর করে নোকিয়া বাটন সেট গুলো কিনুন।

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা জানলাম নোকিয়া বাটন মোবাইলের দাম বাংলাদেশ ২০২৩ সম্পর্কে। আশাবাদী, আর্টিকেলটি আপনাদের কাছে আসবে।

এই আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap