বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে 2022

অনেকেই জানতে চেয়েছেন পাসপোর্ট করতে কি কি লাগে বা ই পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে এর ব্যাপারে।

আপনারা যারা বিদেশ ভ্রমনের জন্য নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানে না ই-পাসপোর্ট করতে কি কি লাগবে বা কি কি কাগজ লাগবে সেই সম্পর্কে।

আবার যাদের বয়স এখনো ১৮ বছরের কম তাদের পাসপোর্ট করার জন্য কি কি কাগজ লাগবে সেটাও অনেকে জানেন না।

তাই আপনারা নতুন পাসপোর্ট করতে চান বা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে চান কিন্তু কি কি কাগজ লাগবে সেটা জানেন তারা এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে জেনে নিন।

পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে 2022

১. জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি। (আপনার বয়স ১৮ বছর হলে)। যাদের বয়স ১৮ বছর হয়নি তারা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন। তবে, এর জন্য পিতা মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে।

২. ই পাসপোর্ট আবেদন করার অনলাইন কপি (অবশ্যই প্রিন্ট কপি জমা দিতে হবে)।

৩. পাসপোর্ট অ্যাপ্লিকেশন এর সামারি প্রিন্ট কপি।

৪. পাসপোর্ট ফি জমা দেওয়া বা প্রদান করার মূল কপি।

৫. আপনার বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ এর ইংরেজি BRC প্রয়োজন হবে।

৬. নতুন পাসপোর্ট করার জন্য নাগরিক সনদ পত্রের প্রয়োজন হবে।

৭. আপনার যদি এর আগে কোনো পাসপোর্ট থাকে তাহলে তার মূল কপি এবং ফটোকপি জমা দিতে হবে।

পাসপোর্ট করতে কি কি লাগে? 

১৮ বছর বা প্রাপ্তবয়স্ক হলে পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অ্যাপ্লিকেশন কপি, নতুন পাসপোর্ট করার জন্য নাগরিক সনদ পত্র, পাসপোর্ট ফি প্রদানের কপি এবং পুরাতন পাসপোর্ট যদি থাকে তাহলে তার মূল কপি এবং ফটোকপি লাগে।

যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগবে

  • পাসপোর্ট আবেদন পত্রের প্রিন্ট কপি।
  • পাসপোর্ট ফি পেমেন্ট স্লিপ। 
  • আবেদনপত্রের সারংশের অ্যাপয়েন্টমেন্ট সহ প্রিন্ট কপি।
  • আগে যদি পাসপোর্ট থাকে তাহলে মূল কপি বা প্রিন্ট কপি।
  • সরকারি চাকরিজীবীদের যদি NOC/GO থাকে।
  • সনাক্তকরণ করার জন্য জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার নথির প্রিন্ট কপি।
  • তথ্য সংশোধন করার প্রয়োজন হলে প্রয়োজনীয় কাগজপত্র।

অপ্রাপ্ত বয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে

যাদের বয়স এখনো ১৮ বছরের নিচে মানে যাদের এখনো জাতীয় পরিচয় পত্র (NID) হয়নি তাদের পাসপোর্ট করার জন্য, 

  • 3R Size এর ল্যাব প্রিন্ট গ্রে ব্যাকগ্রাউন্ড ছবির প্রয়োজন হবে।
  • BRC english version অনলাইন জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে।
  • পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র (NID Card) প্রয়োজন হবে।

ই-পাসপোর্ট করতে কি কি লাগে?

  • জাতীয় পরিচয় পত্র (NID) বা ইংরেজি ভার্ষন অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • অপ্রাপ্ত বয়স্কদের জন্য ইংলিশ ভার্ষণ অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পিতা-মাতার জাতীয় পরিচয় পত্রের নাম্বার।
  • স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড বা প্রতয়ন পত্রের মূল কপি এবং ফটোকপি পাসপোর্ট অফিসে নিয়ে যেতে হবে।
  • পাসপোর্ট আবেদন করার পর অনলাইন আবেদন পত্রের দুইপাশের প্রিন্ট কপি পাসপোর্ট অফিসে যাওয়ার সময় নিয়ে যেতে হবে।
  • কোনো পেশার সাথে জড়িত থাকলে সেটার সনদ আপলোড করতে হবে। 
  • ই-পাসপোর্ট ফি জমা প্রদনের রশিদ।
  • পুরাতন পাসপোর্ট থাকলে তার ফটোকপি এবং পাসপোর্ট অফিসে যাওয়ার সময় মূল কপি নিয়ে যেতে হবে।
  • বিবাহ সনদ / বিবাহ বিচ্ছেদ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা আলাদা হলে স্থায়ী ঠিকানার নাগরিক সনদ থাকতে হবে।
  • সরকারি চাকরিজীবীদের Go/NOC থাকলে আপলোড করুন, এতে নিয়মিত পাসপোর্ট ফি জমা দিয়েও জরুরী ও এক্সেপ্রেস ডেলিভারি পাবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম পাসপোর্ট করতে কি কি লাগে বা ই পাসপোর্ট করতে কি কি কাগজ লাগে এর সম্পর্কে বিস্তারিত তথ্য।

এই আর্টিকেল সম্পর্কে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন জানার থাকে তাহলে নিচের কমেন্টে লিখে জানাবেন। আমি দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবো।

পাসপোর্ট সম্পর্কে আরো আর্টিকেল পড়ুন –

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap