পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার উপায় ২০২৩

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার উপায় বা নিয়ম অনেক সহজ। আজকে সৌদি ভিসা বাংলা বা ইংরেজিতে চেক করার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।

আপনারা যারা সৌদি আরবে যেতে চান কিন্তু পাসপোর্ট দিয়ে কিভাবে সৌদি ভিসা চেক করতে হয় সেটা জানেন না আজকের আর্টিকেলটি শুরু তাদের জন্য।

সৌদি সহ যেকোনো দেশে কাজ বা ভ্রমন করার উদ্দেশ্য ভিসা লাগালে ভিসা হাতে পাওয়ার পরে সেটা অবশ্যই যাচাই করে দেখে নিবেন।

বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে প্রায় সব দেশের ভিসা যাচাই করা যায়। দালান চক্রের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই অনলাইনে ভিসা চেক করে নিবেন।

আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার পাশাপাশি এটাও জানতে পারবেন ভিসাটির স্পেনসার (sponsor) কোন কোম্পানি, ভিসার মেয়াদ কত দিন এবং কোন ধরনের ভিসা।

তাহলে চলুন নিচে থেকে জেনে নিবো কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে হয়।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে এই https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData লিংকে যেতে হবে। এরপর আপনার Passport Number, Nationality, Visa issuing Authority দিবেন Dhaka সিলেক্ট করুন।

এবার ইমেজ ক্যাপচা সঠিক ভাবে পূরণ করে Search অপশনে ক্লিক করলে ভিসার সকল তথ্য চেক করতে পারবেন।

বর্তমানে enjazit ভিসা চেক করার ওয়েবসাইট enjazit.com,sa পরিবর্তন হয়েছে। এখন নতুন করে ভিসা চেক করার জন্য এই visa.mofa.gob.sa ওয়েবসাইট ভিজিট করুন।

সৌদি ভিসা ষ্টাম্পিং চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

#ধাপ ১ – সৌদি ভিসা চেক করার ওয়েবসাইট

সৌদি ভিসা চেক করার জন্য ভিজিট করুন Visa.mofa.gov.sa এই ওয়েবসাইট। এবার উপরের বাম দিকে E অপশনে ক্লিক করে ইংরেজি ভাষা সিলেক্ট করুন।

#ধাপ ২ – সৌদি ভিসা চেক করুন

এবার নিচের ছবির মতো একটা পেজ দেখতে পাবেন।

  • Passport Number – এখানে আপনার passport number লিখুন।
  • Current Nationality – বাংলাদেশ লিখুন।
  • Visa Type – এখানে Work লিখুন।
  • Visa issuing Authority – Dhaka সিলেক্ট করুন।
  • Image Code – এখানে ইমেজ সংখ্যা গুলো সঠিক ভাবে লিখুন।
  • এবার Search অপশনে ক্লিক করলে সৌদি ভিসার সকল তথ্য যাচাই করতে পারবেন।

#ধাপ ৩ – ভিসা তথ্য চেক করুন

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পরে আপনার ভিসা ষ্ট্যাটাস এর সকল তথ্য গুলো দেখতে পাবেন।

যেমন – ভিসা নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ভিসার কোম্পানি সহ আপনার সকল তথ্য দেখতে পাবেন। তবে, মনে রাখবেন এই সকল লেখা গুলো আরবি ভাষায় থাকবে।

সৌদি ভিসা বাংলা অনুবাদ করার নিয়ম

সৌদি ভিসার সকল তথ্য আরবিতে লেখা থাকে। তাই এটা বোঝার জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করুন।

তাই ভিসাতে কোম্পানির নাম, পেশা ইত্যাদি জানার জন্য কপি করে নিন। এবার গুগলে গিয়ে লিখুন আরবি টু ইংরেজি অনুবাদ। এবার নিচের ছবির মতো পেজ দেখতে পাবেন। 

এবার আপনার কপি করা লেখা গুলো আরবি অবশনে পেষ্ট করুন। তাহলে পাশে দেখতে ইংরেজিতে অনুবাদ হয়ে যাবে।

এভাবে যদি সৌদি ভিসার তথ্য আরবিতে লেখা থাকে তাহলে ইংরেজি বা বাংলাতে সহজে পড়ে নিতে পারবেন।

সৌদি ভিসা চেক সম্পর্কে প্রশ্ন ও উত্তর?

প্রশ্ন – কিভাবে সৌদি আরবের ভিসা চেক করব? 

উত্তর – সৌদি আরবের ভিসা চেক করার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।

প্রশ্ন – কিভাবে সৌদি আরবের ভিসায় কোম্পানি এবং পেশা চেক করব?

উত্তর – উপরে বলা ওয়েবসাইট থেকে সৌদি ভিসা চেক করার মাধ্যমে কোম্পানি এবং পেশা  জানতে পারবেন এবং গুগল ট্রান্সলেটর এর মাধ্যমে বাংলা, ইংরেজি ভাষায় সহজে পড়তে পারবেন।

শেষ কথা

আজকের আলোচনায় আমরা জানলাম পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার উপায় বা নিয়ম সম্পর্কে।

আমার পরামর্শ হলো আপনারা যারা বিদেশে কাজ বা ভ্রমনের জন্য যাবেন তারা যাওয়ার আগে অবশ্যই ভিসা চেক করে নিবেন।

পাসপোর্ট সম্পর্কে আরো আর্টিকেলের লিংক

1 thought on “পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার উপায় ২০২৩”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap