বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো বিদ্যুৎ বিল কমানোর উপায় গুলো সম্পর্কে। কারণ, প্রতি মাসে হাতে বেতন আসার আগে অধিক বেশি বিদ্যুৎ বিল / কারেন্ট বিল চলে আসে, যা আমাদের সকলের জন্য চিন্তার বড় কারণ হয়ে দাঁড়ায়। আসলে এটা তো আসবে কেননা, বর্তমানে আমাদের ঘরে ঘরে লাইট, ফ্যান ছাড়াও বিভিন্ন ধরনের electronic equipment গুলোর ব্যবহার হয়ে থাকে।
এর মধ্যে উল্লেখ যোগ্য হলো- Smart TV, refrigerator, microwave, cooler, induction Cook top, inverter, Ac (air conditioners) সহ আরো নানা ধরনের জিনিস। এই আধুনিক জিনিস গুলো অধিক পরিমানে বিদ্যুৎ বা ইউনিট (unit) ব্যবহার করে থাকে।
এজন্য আমাদের হাতে প্রতি মাসের শেষে চলে আসে অধিক পরিমানে কারেন্ট বিল বা বিদ্যুৎ বিল। আজকে আমি বলবো বিদ্যুৎ বিল কমানোর উপায় বা কারেন্ট বিল বেশি আসলে কি কি করণীয়। তাহালে চলুন নিচে থেকে আমরা জেনে আসি।
কারেন্ট/বিদ্যুৎ বিল কমানোর ১৫ টি উপায়
- বৈদ্যুতিক যন্ত্র গুলোর সঠিক সময়ে সাভিসিং (servicing) করা।
- ফ্যান এবং লাইট এর সঠিক ভাবে ব্যবহার করা।
- সব সসময় LED light ব্যবহার করবেন।
- সৌর প্লেট (solar panel) ব্যবহার করলে ৭০% বিদ্যুৎ বিল কমে যাবে।
- ব্যবহার করেন না এমন অবস্থায় বৈদ্যুতিক সরঞ্জাম গুলো unplugged করে রাখুন।
- Natural light লাভ নিন।
- বন্ধুরা উপরের বিষয় গুলোর দিকে নজর দিলে আপনার কারেন্ট বিল তুলনামূলক ভাবে কম আসবে। এই ছোট ছোট অভ্যাসের জন্য আপনার বিলের টাকা সেভ করতে পারবেন।
- সব সময় আধুনিক ও নতুন মডেলের যন্ত্রপাতি ব্যবহার করুন।
- Water heater এর ব্যবহার বন্ধ করেন।
- AC ব্যবহারের সময় সঠিক ধ্যান দেন।
- Desktop PC এর পরিবর্তনে laptop ব্যবহার করুন।
- refrigerator এর সঠিক ব্যবহার জানুন।
- রাতে কাজ করলে টেবিল লাইট এর ব্যবহার করুন।
- ceiling fan এর স্পিড কমানোর জন্য controller regulator ব্যবহার করুন।
- washing machine এর সঠিক ব্যবহার জানতে হবে।
- night lamp এর জন্য ২ ওয়ার্ড এর led bulb ব্যবহার করুন।