ব্রিলিয়ান্ট অ্যাপ (brilliant app) থেকে কথা বলুন যেকোনো নম্বারে ৩০ পয়সা মিনিটে

বন্ধুরা আজকে আমি বলবো আইপি কলিং সুবিধা প্রদদানের ক্ষেএে সব থেকে সুবিধা প্রদানকারী দেশের শীর্ষ অবস্থানে যে অ্যাপটি রয়েছে তার নাম হলো ব্রিলিয়ান্ট অ্যাপ (brilliant app)। আপনি ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে যেকেনো লোকাল নম্বারে কথা বলতে পারবেন ৩০ পয়সা মিনিটে।

এই আকর্ষণীয় কল রেটের জন্য অনেকের কাছে এই অ্যাপটি কলিং প্রধান অ্যাপ হিসাবে পরিণত হয়েছে ব্রিলিয়ান্ট অ্যাপ। এই অ্যাপটি আপনারা দুইটি ভার্ষনে যেমন- অ্যান্ড্রয়েড এবং আইফোন উভায় প্লাটফর্মে ব্যবহার করতে পারবেন।

তাহালে চলুন নিচে থেকে আমরা জেনে আসি ব্রিলিয়ান্ট অ্যাপ, brilliant connect apk, অ্যাপ ডাউনলোড করার নিয়ম, brilliant app এর সুবিধা অ্যাপ রেজিষ্ট্রেশন করার নিয়ম, brilliant টাকা রিচার্জ এর নিয়ম ইত্যাদি সহ আরো বিস্তরিত।

ব্রিলিয়ান্ট অ্যাপ কি (What is brilliant app in bangla)

মূলত ব্রিলিয়ান্ট অ্যাপ হলো বাংলাদেশ ভিত্তিক দেশব্যাপী ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপ হচ্ছে ফ্রি কলিং ও মেসেজিং অ্যাপ।

গুগল প্লে স্টোরে থাকা এই অ্যাপটির ডেসক্রিপশন  থেকে বোঝা যায় অ্যাপটি মোবাইল ডাটা (mobile data) এবং ওয়াইফাই (WiFi) ব্যবহার করে ফ্রি কলিং ও মেসেজিং উপভোগ করা যাবে।

brilliant app এর সুবিধা

ব্রিলিয়ান্ট অ্যাপ ব্যবহার করার অনেক গুলো সুবিধা রয়েছে। brilliant connect apk এ থাকা বিভিন্ন ফিচারস গুলো আপনাদের সবার কাছে অবশ্যই পছন্দ হবে। সহজে বলতে গেলে একটি আদর্শ মেসেজিং এবং কলিং অ্যাপ হতে হলে যে সকল ফিচারস গুলো প্রয়োজন তার সব গুলো রয়েছে এই অ্যাপ এর মধ্যে।

নিচে আমি brilliant app এর সুবিধা গুলো উল্লেখ করছি।

  • প্রথমে রেজিষ্ট্রেশন করলে পাওয়া যাবে নিজস্ব ১১ ডিজিটের একটি ব্রিলিয়ান্ট নাম্বার, যেটটা শুরু হবে ০৯৬৩৮ দিয়ে।
  • আলদা ফোন নম্বার থাকার ফলে নিজের মোবাইল নম্বার হাইড করে কল বা মেসেজ করা যাবে।
  • দেশ বিদেশের যেকোনো মোবাইল নাম্বারে এবং ল্যান্ডফোনে কল করা যাবে ব্রিলিয়ান্ট অ্যাপস এর মাধ্যমে।
  • যেকোনো লেকাল নাম্বারে কথা বলা যাবে ৩০ পয়সা প্রতি মিনিটে।
  • অন্য অ্যাপ গুলোর থেকে এই brilliant app টি ৬গুন ইন্টারনেট সাশ্রয়ী বলে দাবি করেন এর ডেভেলপার রা।
  • এই অ্যাপটি একজন ব্যবহারকারী অপর ব্যবহারকারী নিকট সম্পর্ন ফ্রিতে ভিডিও কল এবং অডিও কল এ কথা বলতে পারবেন।
  • এখানে থেকে ফ্রিতে অডিও, ভিডিও, লোকেশন, ফাইলস, ভয়েস, ফটো সব কিছু পাঠাতে পারবেন খুব সহজে।
  • আপনারা কয়েকজন একসাথে মিলে গুরুপ চ্যাটিং করতে পারবে।
  • এই অ্যাপটি বাংলা ভাষা সাপোর্ট করে।
  • আপনি বাংলাতে বিশাল স্টিকার এর ভান্ডার পাবেন এই অ্যাপটির মধ্যে।
  • পাবেন ১০০% এন্ড টু এন্ড এনক্রিপশন যুক্ত নিরাপদ চ্যাটিং।

মনে রাখবেন, brilliant app ব্যবহার করে যেকোনো লেকাল নাম্বারে ফোন করা গেলেও যেকোনো লোকাল নাম্বারে মেসেজ পাঠাতে পারবেন না। তবে, ব্রিলিয়ান্ট নম্বার থেকে ব্রিলিয়ান্ট নাম্বারে এসএমএস (SMS) পাঠাতে পারবেন।

ব্রিলিয়ান্ট অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন

আমি আগেই বলেছি brilliant app ব্যবহার করা যাবে আইফোন এবং অ্যান্ড্রয়েড উভায় মোবাইল প্ল্যাটফর্মেই। গুগল প্লে স্টোর থেকে ব্রিলিয়ান্ট অ্যাপটির ৬৬ হাজারের বেশি রিভিউ পাওয়া গেছে এবং যার গড় রেটিং হলো ৪.১ স্টার।

অন্যদিকে আইফোন ব্যবহারকারীদের দিক থেকে অ্যাপেল স্টোর থেকে ব্রিলিয়ান্ট অ্যাপটির রেটিং হলো ৩.৯ স্টার। এছাড়া আইপ্যাড ও ম্যাক ভার্সন কম্পিউটারেও (brilliant app for PC) অ্যাপটি ব্যবহার করা যাবে।

কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট রেজিষ্ট্রেশন করবেন?

আপনি যদি ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট বা  রেজিষ্ট্রেশন করতে চান তাহালে একটি ভ্যালিড এনআইডি কার্ড (NID card) অর্থাৎ জাতীয় পরিচয়পএ দিয়ে একাউন্ট খুলতে হবে।

  • অ্যাপটি গুগল প্লে স্টোর বা আইওএস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টাল করে ওপেন করুন।
  • অ্যাপে প্রবেশ করার পরে শুভেচ্ছা মেসেজ এর ডান দিকে থাকা Next বাটুনে ক্লিক করে ন্যাভিগেট করুন।
  • এবার আপনি Your Phone লেখা একটি পেজ দেখতে পাবেন।
  • এর নিচে খালি বক্সে আপনার মোবাইল নম্বার দিয়ে Confirm বাটুনে ক্লিক করুন।
  • প্রদত্ত মোবাইল নম্বারে একটি কোড আসবে সেটা আপনি অ্যাপরে Enter Code বক্সে বসিয়ে দিন এবং সকল অপশন গুলো Allow করে দিন।
  • এরপরে Your Profile পেজে নিজের নাম ব্যবহার করুন এবং Ad বাটুনে ক্লিক করে Profile picture যুক্ত করে Continue বাটুনে ক্লিক করুন।
  • অ্যাপে প্রবেশের পর চতুর্থ ট্যাবে ন্যাগিগেট করুন এবং সেখানে থাকা আপসার নাম ও ফোন নম্বার লেখা box এ ক্লিক করুন।
  • এবার আপনি যখন Add Document এ ক্লিক করবেন তখন নিচের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন।
কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট রেজিষ্ট্রেশন করবেন?
কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপে একাউন্ট রেজিষ্ট্রেশন করবেন?
  • এবার প্রদর্শিত সকল তথ্যগুলো যেমন নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পএ নম্বার এবং তার দুই দিকের ছবি দিয়ে সাবমিট করতে হবে।

এবার ২৪ ঘন্টার সময় নিবে একাউন্ট  ভেরিফিকোশন করার জন্য। ভেরিফাই সম্পর্ন করার পরে আপনার অ্যাপে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে নতুন একটি ব্রিলিয়ান্ট নাম্বার যেমন- ০৯৬৩৮…… দেখানো হবে।

brilliant টাকা রিচার্জ করার নিয়ম

আপনরা যখন এক ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে অন্য ব্রিলিয়ান্ট অ্যাপে কথা বলবেন তখন কোনো টাকা খরচ হবে না। কিন্ত যখন ব্রিলিয়ান্ট থেকে মোবাইল নাম্বারে কথা বলবেন তখন অবশ্যই টাকা রিচার্জ এর প্রয়োজন হবে।

ব্রিলিয়ান্ট অ্যাপে টাকা রিচার্জ করার জন্য আপনাকে Add Balance অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে। আপনি বিকাশ, রকেট, নগদ সহ ব্যাংক কার্ড গুলো দিয়ে brilliant টাকা রিচার্জ করতে পারবেন।

ব্রিলিয়ান্ট কানেক্ট রিচার্জ করার সময় আপনাকে সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে হবে। মনে রাখবেন, এখানে টাকা রিচার্জ করার জন্য অবশ্যই পেমেন্ট অপশনে যাবেন।

ব্রিলিয়ান্ট অ্যাপ হেপ্ললাইন নাম্বার

ব্রিলিয়ান্ট অ্যাপ সম্পর্কে যেকোনো বিষয়ে সমস্য জানাতে যোগাযোগ করা যাবে তাদের ফেসবুক পেজে। তাছাড়া আপনি যদি তাদের কাস্টমার কেয়ারের সাপোর্ট পেতে যান তাহালে কল করুন 01709818259 নাম্বার থেকে সাহায্য পাবেন।

এছাড়া রয়েছে মেইল করার সুবিধা। তাদের মেইল একাউন্ট হলো support@brilliant.com.bd এখানে mail করে আপনার সমস্যার কথা জানাতে পারবেন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে ব্রিলিয়ান্ট অ্যাপস (brilliant app) ব্যবহার করে ৩০ পয়সা মিনিটে কথা বলা যাবে যেকোনো লোকাল নাম্বারে। আমার লেখা আর্টিকেলটি ভালো লাগলে নিচে কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap