বন্ধুরা আপনি আজকে এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন ভালো ল্যাপটপের বৈশিষ্ট্য গুলো সম্পর্কে। মানে আমি বলতে চাচ্ছি একটি ভালো Laptop এ কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো। এমনিতে আপনি যখন একটি ল্যাপটপ কিনবেন, তখন আপনার মনের মধ্যে নানা ধরণের প্রশ্ন চলে আসে। যেমন- কোন ল্যাপটপ কিনবো? কোন ল্যাপটপ ভালো হবে? কোন ব্রান্ডের ল্যাপটপ ভালো এবং ভালো ল্যাপটপ চেনার উপায় কি? এ সকল বিষয়ে আপনার মনে প্রশ্ন আসবে।
আর laptop কেনার সময় এমন প্রশ্ন মনের ভিতর আসাটা স্বাভাবিক। কেননা এই প্রশ্ন গুলো যদি আপনার মনে না আসে তাহালে কখনো আপনি একটি ভালো ল্যাপটপের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন না। এর ফলে দোকারদার আপনাকে যেটা ভালো বলবে আপনি সেটা কিনবেন। আর শেষে গিয়ে আপনি সেরা ল্যাপটপটি কিনতে গিয়ে অসফল হবেন।
তাই আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাকে স্পষ্ট করে দিবো যে কোন ল্যাপটপ ভালো এবং ভালো ল্যাপটপের ভিতরে কি কি থাকা প্রয়োজন।
ভালো ল্যাপটপ কোনটি?
বন্ধুরা অনেক প্রশ্নে করে ভালো ল্যাপটপ কোনটি? বা ভালো ব্রান্ডের ল্যাপটপ কি? কিন্ত মনে রাখবেন, একটি ল্যাপটপ কিনতে হলে ব্যান্ড ছাড়াও আপনাকে আরো অনেক কিছু দেখতে হবে।
AsusDellAcerlenovoMSIApple
এই সমস্ত ব্রান্ডের সকল ল্যাপটপ গুলো ভালো। কিন্ত এই ল্যাপটপের ব্রান্ড গুলোর প্রতিটা মডেলের specification & features আলদা আলদা। যখন আপনি নতুন laptop buy করার কথা চিন্তা করবেন তখন laptop এর features এবং specification অবশ্যই দেখে নিবেন।
ভালো ল্যাপটপের বৈশিষ্ট্য গুলো কি কি?
১. ল্যাপটপে কমপক্ষে ৮ জিবি রেম থাকতে হবে। যদি না থাকে তাহালে স্লো কাজ করবে।
২. ল্যাপটপ dual core processor হতে হবে এবং processor 2.5 GHz হতে হবে। dual core processor হলে অনেক ফাস্ট কাজ করে।
৩. Intel বা AMD ryzen এর processor যেটা ল্যাপটপে ব্যবহার করা হোক না কোন সেটা latest generation এর হতে হবে। কারণ সর্বশেষ ও আধুনিক জেনারেশন এর প্রসেসর গুলো কার্যক্ষমতা ভালো হয় এবং অনেক দ্রুত কাজ করে।
৪. Laptop Display কমপক্ষে ১৪” হতে হবে এবং সেটা full HD হতে হবে।
৫. ল্যাপটপের screen resolution 1920 x 1080 হতে হবে। যাতে মুভি বা গেম খেলে মজা পাওয়া যায়।
৬. laptop কেনার সময় অবশ্যই ব্রান্ডের দিকে নজর দিতে হবে। এতে সার্ভিসিং সেন্টার নিয়ে ভবিষ্যৎতে ঝামেলা হয় না।
৭. ল্যাপটপে অবশ্যই ফন্ট ক্যামেরা থাকতে হবে। যাতে live video call এ কথা বলা যায়।
৮. Graphic card দেওয়া আছে কিনা সেটা অবশ্যই দেখে নিবেন।
৯. ল্যাপটপে কমপক্ষে ৩ টা USB 3.0 drive বা port থাকতে হবে।
১০. Storage device কমপক্ষে 500 GB হতে হবে এবং SSD থাকতে হবে।
বন্ধুরা এগুলো হলো একটি ভালো ল্যাপটপের বৈশিষ্ট্য বা গুন। আপনি যখন একটি ল্যাপটপ কেনার কথা ভাববেন তখন অবশ্যই উপরবেন বিষয়ে নজর দিবেন।