মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম (সেরা কৌশল ২০২৩)

মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম গুলো কি বা কিভাবে মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে হয় এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো।

এখান থেকে কিছু বছর আগে ভালো ক্যামেরা ছাড়া ভালো ছবি তোলা যেতো না। কিন্তু, বর্তমানে অধুনিক স্মার্টফোন গুলোতে ভালো মানের ক্যামেরা যুক্ত করার ফলে মোবাইলে ভালো ছবি তোলা সম্ভব হচ্ছে।

আপনার হাতে থাকা স্মার্টফোন যদি ভালো মানের হয় তাহলে ডিএসএলআর ক্যামেরার মতো ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। 

তবে, মনে রাখবেন ভালো ক্যামেরা থাকলে যে ভালো ছবি তোলা যায় সেটা কিন্তু নয়। এর জন্য আপনাকে ছবি তোলার সঠিক নিয়ম সম্পর্কে জানতে হবে। 

মোবাইলে কাটুন ভিডিও তৈরি করার সেরা অ্যাপস

তাহলে চলুন মোবাইলে ভালো ছবি তোলার সঠিক নিয়ম বা কৌশল গুলো সম্পর্কে নিচে থেকে জেনে আসি। 

#মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম

মোবাইলে ভালো ছবি তোলার কৌশল গুলো আপনার যদি না জানা থাকে তাহলে কখনো ভালো ছবি তুলতে পারবেন না।

তাই আজকে আমি এমন কিছু নিয়ম / কৌশল বা পদ্ধতি বলবো যেগুলো মাথায় রাখলে মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে পারবেন।

(১) কাঁপা কাঁপা হাতে ছবি তোলা যাবে না

ছবি তোলার সময় যদি আপনার হাত কাঁপতে তাহলে কখনো ভালো ছবি তুলতে পারবেন না। তাই ছবি তোলার সময় হাত স্থির করে ছবি তুলবেন। যাতে ছবি তোলার সময় মোবাইলের ভারসাম্য সঠিক থাকে।

(২) ক্যামেরার লেন্স পরিস্কার করুন

অনেক সময় দেখা যায় মোবাইল আমরা হাতে বা পকেটে রাখার জন্য ক্যামেরার লেন্স এর উপর ময়লা, ধুলাবালি জমে।

ছবি তোলার আগে অবশ্যই মোবাইল ক্যামেরার লেন্স পরিস্কার করে নিবেন। তবে, সাবধানে পরিস্কার করবেন যাতে দাগ না পড়ে যায়। 

(৩) আলোর গুরুত্ব দিন

ভালো ছবি তোলার জন্য স্বাভাবিক আলো সব থেকে ভালো। কারণ এই রকমের আলোতে ভালো ছবি তোলা যায়। তাছাড়া, কম আলোতে ভালো ছবি তোলা সম্ভব নয়।

তাই আলোর দিক নির্ধরণ করুন এবং সেই দিকের বিপরীতে অবজেক্ট রাখলে মোবাইলে ভালো ছবি তুলতে পারবেন।

কিভাবে মোবাইল সফটওয়্যার আপডেট করবেন

তাছাড়া দিনের বেলায় অতিরিক্ত আবছাভাব দূর করার জন্য মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে পারেন।

(৪) বিভিন্ন কোণ থেকে ছবি তোলা

আকর্ষণীয় ছবি তোলার জন্য বিভিন্ন দিক বা কোণ থেকে ছবি তোলার চেষ্টা করবেন। এতে সাধারণ ছবি ভালো হয় এবং বিভিন্ন স্টাইলে ছবি তোলা যায়। 

(৫) জুম ব্যবহার না করে ছবি তোলা

আমরা অনেক সময় দুরের ছবি তোলার জন্য ক্যামেরার সর্বচ্ছ জুম ব্যবহার করি। কিন্ত, যখন জুম ব্যবহার করি তখন ছবি গুলো ফাটা ফাটা দেখা যায়। 

তাছাড়া ছবিতে প্রচুর পরিমানে আইওএস ও দেখা যায়। তাই সব সময় চেষ্টা করবেন যতটা সম্ভব কাছে গিয়ে ছবি তোলা এবং জুম ব্যবহার করে ছবি না তোলার জন্য।

(৬) সর্বচ্ছ রেজুলেশন ব্যবহার করুন

মোবাইলের ক্যামেরার সর্বচ্ছ রেজুলেশন দিয়ে ছবি তোলা ভালো। মোবাইলে যদি ছবির সাইজ বাড়ানো বা কমানের অপশন থাকে তাহলে সেটা বাড়িয়ে দিয়ে ছবি তুলবেন।

যত বড় ছবি তুলবেন ততো বেশি ছবির ডিটেইলস আপনি ছবির মধ্যে পাবেন। সুন্দর ও ঝকঝকে পরিষ্কার ছবি তোলার জন্য রেজুলেশন এর বিকল্প কিছু নেই।

(৭) যেভাবে মোবাইল ধরবেন

নতুন মোবাইল কেনার পরে আমরা ছবি বা ভিডিও করার জন্য ব্যাস্ত হয়ে পড়ি। কিন্তু, আমাদের মধ্যে অনেকে জানেন না মোবাইল কিভাবে হাতে ধরতে হবে এবং ছবি তুলতে হবে।

অনেক গবেষকদের পরামর্শ হলো মোবাইলে ভালো ছবি তোলার সময় মোবাইল আড়াআড়ি ভাবে ধরতে হবে।

(৮) ক্যামেরার মোড পরিক্ষা করুন

যখন মোবাইলে ক্ষুদ্র কোনো বস্তুর ছবি তোলার প্রয়োজন হবে তখন ম্যাক্রো মোড অন করে ছবি তুলবেন। ক্যামেরা অপশনে অনেক ধরনের মোড গুলো পাবেন।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা

তবে, সাধারণ ছবি তোলার সময় অবশ্যই ম্যাক্রো মোড বন্ধ করে ছবি তুলবেন। সাধারণত মোবাইলের ক্যামেরার ম্যাক্রো মোড বন্ধ থাকে।

আমার পরামর্শ ছবি তোলার সময় অবশ্যই ক্যামেরার এই মোড গুলো চেক করে নেওয়া ভালো। 

(৯) অন্য অ্যাপ্লিকেশনের সাহায্য গ্রহণ

অনেক সময় দেখা যায় আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে ভালো ছবি তুলতে পারছেন না। এক্ষেত্রে অন্যান্য ক্যামেরা অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করতে পারেন। 

এন্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের ক্যামেরা অ্যাপ্লিকেশন রয়েছে। যেমন – স্ন্যাপ ক্যামেরা, ক্যামেরা ৩৬০ আল্টিমেট, বেস্ট এইচডিআর ক্যামেরা ইত্যাদি। 

এখান থেকে আপনার পছন্দসই মোবাইল ক্যামেরা অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইল ভালো ছবি তুলতে পারবেন।

শেষ কথা 

আজকে আমরা জানলাম মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম বা কৌশল গুলোর সম্পর্কে। আপনি যদি এই নিয়ম বা কৌশল গুলো মাথায় রেখে মোবাইলে ছবি তোলেন তাহলে ভালো ছবি তুলতে পারবেন।

4 thoughts on “মোবাইলে ভালো ছবি তোলার নিয়ম (সেরা কৌশল ২০২৩)”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap