বন্ধুরা আজকে আমি এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করবো স্ক্রিল একাউন্ট কি? এবং skrill একাউন্ট খোলার নিয়ম গুলো সম্পর্কে। বর্তমানে freelancing কাজে বহু ছেলে মেয়েরা সংযুক্ত হয়েছে।
কিন্ত যারা নতুন ফ্রিল্যন্সার তাদের অনেক সময় পেমেন্ট নিতে নানা ধরনের অসুবিধা হচ্ছে। কারণ, অনেক ফ্রিল্যান্সিং ওয়েবসাইট থেকে পেপাল, স্ক্রিল, পেওনিয়ার এর মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে।
আবার এমনও কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে শুধুমাত্র Skrill এ পেমেন্ট করে থাকে। তাই সকল দিক থেকে বিবেচনা করে আপনার একটি স্ক্রিল একাউন্ট জরুরি।
বাহিরের দেশ থেকে আমাদের ফ্রিল্যন্সারদের ব্যাংক একাউন্টে পেমেন্ট নিতে অনেক গুলো প্রাইভেট সংস্থা সাহায্য করে। এই ইন্টারন্যাশনাল বিশ্বাস যোগ্যা সংস্থা গুলোর মধ্যে অন্যমত হলো স্ক্রিল (Skrill).
আমরা যেমন আমাদের বাংলাদেশে বিকাশ, রকেট, নগদ ব্যবহার করি, ঠিক সেই ভাবে এই পেমেন্ট মেথড ব্যবহার করে যেকোনো দেশ থেকে ডলার, ইউরো, পাউন্ড সহজে গ্রহণ এবং প্রদান করতে পারি। আর এই নেওয়া পেমেন্ট আমরা খুব সহজে যেকোনো ব্যাংক একাউন্টে ট্রান্সফার করে দিতে পারবো।
সহজ ভাবে বলা যায়, স্ক্রিল একাউন্ট হলো এমন একটি পেমেন্ট মাধ্যম যার মাধ্যমে আপনি দেশ বিদেশের যেকোনো জায়গায় টাকা পাঠাতে পারবেন, আমার টাকা গ্রহণ করতে পারবে। আর এমন একটি আন্তর্জাতিক পেমেন্ট মাধ্যম হলো স্ক্রিল একাউন্ট (Skrill account).
আশাকরি, সহজে বুঝতে পারছেন স্ক্রিল একাউন্ট কি (What is Skrill account).
স্ক্রিল একাউন্ট খোলার জন্য কি কি লাগবে?
আপনি যদি একটি স্ক্রিক একাউন্ট তৈরি করার কথা ভাবেন তাহালে অবশ্যই কিছু ডকুমেন্ট এর প্রয়োজন হবে। যেমন-
- ইমেইল এড্রেস
- মোবাইল নম্বার
- জাতীয় পরিচয়পত্র (নিজ দেশের)
- ডেভিট কার্ড বা ক্রেডিট কার্ড / ব্যাংক একাউন্ট
skrill একাউন্ট খোলার নিয়ম / স্ক্রিল একাউন্ট খোলার নিয়ম
আপনি যদি মোবাইল থেকে স্ক্রিল একাউন্ট খুলতে চান তাহালে Google Chrome ব্রাউজার ওপেন করে Desktop site অপশনে ক্লিক করে নিন। তাহালে আপনি কম্পিউটারের মতো সকল কাজ করতে পারবেন। এবার নিচের দেওয়া ধাপ গুলো অনুসারন করে skrill একাউন্ট তৈরি করুন।
ধাপ- ১
স্ক্রিল একাউন্ট খোলার জন্য প্রথমে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এবার Skrill সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান। আর আপনি যদি সরাসরি তাদের ওয়েবসাইটে যেতে চান তাহালে এই লিংকে ক্লিক করুন https://www.skrill.com/en/.

এবার আপনি স্ক্রিল এর হোমপেজ দেখতে পাবেন। এখানে উপরে ডান পাশে Register বলে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
ধাপ- ২

এবার আপনি একটি Register দেখতে পাবেন। সেখানে আপনার First Name, Last Name, Country, Currency, Email, Password দিয়ে নিচে থাকা Register অপশনে ক্লিক করুন। উপরের ছবিতে আপনারা যেমন দেখতে পাচ্ছেন।
এবার আপনাকে একটি ক্যাপচা দেওয়া হবে সেটা সঠিক ভাবে পূরণ করে একটু ওয়েট (wait) করতে হবে। অল্প সময়ের মধ্যে আপনাকে পরবর্তী পেজা নিয়ে যাবে।
ধাপ- ৩

আপনি উপরের ছবির মতো স্ক্রিল ড্যাশবোর্ড দেখতে পাবেন। এখান থেকে Pay online অপশনে ক্লিক করে নিচে থাকা Get Started অপশনে ক্লিক করুন।
ধাপ- ৪

এবার নতুন পেজে আপনার Address, City, Post Code, Date of birth, Mobile number দিয়ে Next অপশনে ক্লিক করতে হবে। এবার আপনার দেওয়া মোবাইল নম্বারে ৬ ডিজিটের কোড আসবে সেটা বসিয়ে দিয়ে Next অপশনে ক্লিক করুন।
এর পরে আবার আপনার skrill একাউন্টের নিরাপত্তার জন্য ৬ ডিজিটের কোড বসাতে হবে। এই কোড আপনার সব সময় প্রয়োজন হবে যখন আপনি স্ক্রিল একাউন্ট ব্যবহার করবেন।
ধাপ- ৫
পরের অপশনে আপনাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সকল ডকুমেন্ট যুক্ত করতে হবে। আপনি এখানে কার্ড যুক্ত না করে আবার Back অপশনে ক্লিকক করে ফিরে আসবেন।
ধাপ- ৬
এবার আপনি আনার Skrill profile অপশনে ক্লিক করবেন। সেখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। আপনি একেবারে নিচের অপশন Verification এ ক্লিক করবেন। এখানে প্রয়োজনীয় তথ্য গুলো দিয়ে ভেরিফিকোশন করবেন।
শেষে আপনাকে দুইটি অপশনে ভেরিফিকোশন করতে হবে। প্রথমটি হলো মোবাইল অ্যাপ ডাউনলোড করে এবং অপরটি ডকুমেন্ট আপলোড করে
এখানে ডকুমেন্ট বলতে নিজের নিজের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি যেকোনো একটি আপলোড করে ভেরিফিকোশন করতে পারবেন। ID Card এর ফ্রন্ট ও ব্যাক সাইট ২ দিকের ছবি আপলোড করুনন।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম স্ক্রিল একাউন্ট কি? skrill একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আমার লেখা আর্টিকেলটি যদি ভালো লাগে এবং যদি কোনো পরামর্শ থাকে তাহালে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভাই আমি স্ক্রিল ও পেওনির একাউন্ট খুলেছি কিন্তু এটা কিভাবে মার্কেট প্লেসে যুক্ত করতে হয় বা যখন এই একাউন্ট গুলোর অপশন দেখি তখন বুঝতে পারি না যে আমার স্ক্রিল বা পেওনির একাউন্ট কোনটি, যদি একটু বলে দিতেন। ধন্যবাদ
hmm bolbo
আমার যে ডেভিড কার্ড নেই, আমি এই একাউন্ট টি ক্রিয়েট করতে পারবো না??
hmm parben
লেনদেনের ক্ষেত্রে স্ক্রিল একাউন্ট নাম্বার হিসেবে কি ব্যবহার করে থাকে?
email
activate koydin e hoy.
7 days
usa theke ki dollar transfer kore amr bank account e bdt te pathatey parbo.
hmm