অপটিক্যাল ফাইবার কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা

আপনাদের মধ্যে অনেকে হয়তো অপটিক্যাল ফাইবার এর নাম শুনেছেন। আর যারা এখানো এই বিষয়ে জানেন না তাদের জন্য আজকে আমি বলবো অপটিক্যাল ফাইবার কাকে বলে বা অপটিক্যাল ফাইবার কি সেই ব্যাপরে।

আপনারা কি জানেন ইন্টারনেটের ক্ষেত্রে ডাটা বা তথ্য গুলো কিভাবে এতো দ্রুত পাঠানো এবং গ্রহন করা হয়? কিভাবে দূরসঞ্চার এতটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটা সম্ভব। এই সকল প্রশ্ন হয়তো আমাদের মনে একবার হলোও এসেছে।

আপনাদের মনের সকল প্রশ্নের উত্তর হয়ে রয়েছে অপটিক্যাল ফাইবার এর সাথে। অনেকে হয়তো এখনো ফাইবার সম্পর্কে বুঝে উঠতে পারেননি। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলবো অপটিক্যাল ফাইবার কাকে বলে এবং এর সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে।

অপটিক্যাল ফাইবার কাকে বলে? (What is optical fiber)

Optical fiber cable হলো এক ধরনের পাতলা তার যেটাকে কাচ বা প্লাষ্টিক এর দ্বারা তৈরি করা হয়েছে। এটা দেখতে মানুষের মাথার চুলের মতো। অপটিক্যাল ফাইবার তার গুলোকে এমন একটি প্রযুক্তি বলে, যার মাধ্যমে তথ্যের সংক্রমণ করা হয়।

এখানে ডাটা বা তথ্যের আদান প্রদান করার জন্য আলোর ব্যবহার করা হয়। সম্পর্ন ফাইবার তারের মধ্যে দিয়ে ডাটা বা তথ্য ট্রান্সফার করানো হয়। এতে বিদ্যুতের চেয়ে হাজার গুন দ্রুত তথ্য বা ডাটা গুলোকে optical fiber তারের মাধ্যমে ট্রান্সফার করানো সম্ভব।

মনে রাখবেন, অপটিক্যাল ফাইবারে আলোর সঞ্চার করানো হয়, কিন্ত বিদ্যুতের সঞ্চার করানো হয় না। এজন্য এই তারের মধ্যে দিয়ে তথ্য বা ডাটা গুলো হাজার হাজার গুনে দ্রুত ট্রান্সফার করা সম্ভাব হয়।

অন্যান্য তার গুলোর তুলনায় এই আধুনিক প্রযুক্তির ফাইবার তার গুলোর দাম অনেক বেশি। এই আধুনিক প্রযুক্তির তারের মাধ্যমে data বা information গুলো প্রায় ৩ লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড দ্রুত গতিতে চলাচল করে।

এই দ্রুততা আলোর এবং আলোর দ্রুততার মাধ্যমে ডাটা গুলোকে ট্রান্সফার করা হচ্ছে। আশাকরি, বুঝতে পারছেন অপটিক্যাল ফাইবার কি?

অপটিক্যাল ফাইবার কত প্রকার

অপটিক্যাল ফাইবার এর প্রকার গুলো বিভিন্ন আলদা আলদা বিষয়ের উপর নির্ভর করে।

যেমন,

  1. ব্যবহার হওয়া Materials
  2. প্রতিসরাষ্ক
  3. আলোর প্রচারের পদ্ধতি

তাহালে, চলুন নিচে থেকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবার এর প্রকারভেদ গুলো জেনে আসি।

Materials এর উপর ভিত্তি করে ২ প্রকার

  • Glass Fibers – আলোর সক্রমণের উদ্দেশ্যে উচ্চমানের গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।
  • Plastic optical fibers – আলোর সক্রমণের উদ্দেশ্যে polymethylmethacylate নামের transparent thermoplastic টিকে core material হিসাবে ব্যবহার করা হয়।

প্রতিসরাষ্ক এর উপর ভিত্তি করে ২ প্রকার

  • Step index fibers – Cladding এর দ্বারা ঘিরে থাকা গঠন যেখানে reflection এর single uniform index রয়েছে।

আলোর প্রচারের পদ্ধতে ২ প্রকার

  • Single mode fibers – সিগন্যাল এর দীর্ঘ দূরত্বের সংক্রমণ করানোর জন্য ফাইবার তার ব্যবহার করা হয়।
  • Multi mode fibers – সিগন্যাল এর সল্প দূরত্বের সংক্রমণ করানোর জন্য ফাইবার তার ব্যবহার করা হয়।

অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে?

অপটিক্যাল ফাইবার কিভাবে কাজ করে এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনাকে মনোযোগ দিয়ে আর্টিকেলটি বুঝতে হবে। optical fiber সম্পর্ন ভাবে total internal reflections এর নীতির উপর ভিত্তি করে কাজ করে।

এখানে আলোর রশ্নি গুলোকে ব্যবহার করে ভারি পরিমানে তথ্যের প্রেরণ করা হয়। সম্পর্ন ক্যাবলে ভেতরে আলোর ভ্রমন একটি পয়েন্ট অন্য একটি পয়েন্টে পর্যন্ত চলতে থাকে। আর তারের মধ্যে আলোর ভ্রমন সমান্তরাল ভাবে হতে না।

যেহেতু ফাইবার তার আকারে সমান না, আর তাই আলোর রশ্নি গুলো তারের ভেতরে বার বার বাউন্স  খেয়ে এগিয়ে যেতে থাকবে। optical fiber দ্বারা যেখানে ডাটা গুলোকে গ্রহণ করা হয়, এবং সেখানে transmitter লাগানো থাকে।

transmitter এর সাথে সংযুক্ত এই ফাইবার তারের মাধ্যমে ডাটা গুলোকে আলোর মাধ্যমে পাঠানো বা গ্রহণ করা হয়। transmitter electric pulse information গুলোর সমাধান করে optical fiber লাইনে প্রেরণ করে।

যেই ডিজিটাল ডাটা গুলোকে light pulse এর রূপে অপটিক্যাল ক্যাবলের ভেরতে প্রেরণ করা হয়। সেগুলোকে গ্রহণ করার পরে binary value তে বদলে দেওয়া হয়। যার ফলে কম্পিউটার ডাটা বা তথ্য গুলোকে পেরে আপনাকে তথ্য প্রদান করে।

অপটিক্যাল ফাইবার তারের দাম কত?

অপটিক্যাল ফাইবার তার বিভিন্ন ধরনের রয়েছে। একেক ধরনের তারের দাম একেক রকম হয়ে থাকে।

মানে আপনি যেমন কোরের তার নিবেন তেমন দাম পড়বে। মানে করুন আপনি ফাইবার ৪ কোরের তার কিনবেন। সেটার দাম পড়বে প্রতি মিটার ১২ টাকা থেকে ১৫ টাকার মধ্যে।

আবার আপনি যদি ২ কোরের ফাইবার তার কিনতে চান তাহলে সেটার দাম পড়বে প্রতি মিটার ৬ টাকা থেকে ৮ টাকার মধ্যে।

মনে রাখবেন, যত কোরের ফাইবার তার কিনবেন ততই বেশি ডাটাবেইজ দ্রুত আদান-প্রদান হবে এবং দাম ও বেশি হবে।

ফাইবার জয়েন্ট মেশিন দাম?

অপটিক্যাল ফাইবার তার অনেক চিকন। যেটা দেখতে প্রায় কাটিম সুরার মতো। তাই অপটিক্যাল ফাইবার দুইটি তার যখন জোড়া দিতে হয় তখন সেটার জন্য স্প্লাইসার মেশিনের প্রয়োজন হয়।

কারণ, ফাইবার তার হাতে জোড়া দেওয়া যায় না। তাই তার জোড়া দেওয়ার জন্য স্প্লাইসার মেশিন প্রয়োজন।

অনেকে জানতে চেয়েছেন ফাইবার জয়েন্ট মেশিনের দাম কত? তাদের উদ্দেশ্য বলছি অনেক ধরনের স্প্লাইসার মেশিন বাজারে পাওয়া যায়।

একেকটি স্প্লাইসার মেশিনের দাম একেক রকম হয়ে থাকে। আপনাদের সুবিধার জন্য নিচে কয়েকটি স্প্লাইসার মেশিনের দাম উল্লেখ করছি।

  • Fiber Fox Mini 6SI দাম ১,৩০,৯০০ টাকা।
  • AC-Net F-90X দাম ১,০৪,৯০০ টাকা।
  • Splicer Machine DVP-760 দাম ৭৯,৯৯৯ টাকা।
  • A3 ARC Fiber Optic Fusion দাম ৭২,৯৯৯ টাকা।

অপটিক্যাল ফাইবার এর সুবিধা

  • অপটিক্যাল ফাইবারে যোগাযোগ শব্দ মুক্ত।
  • অপটিক্যাল ফাইবারে খারাপ আবহাওয়ার দ্বারা প্রভাবিত হয় না।
  • অপটিক্যাল ফাইবার উচ্চতর ব্যান্ড উইথ সমর্থন করে।
  • ফাইবার অপটিক্যাল কম জায়গা নেয়, যার ফলে সহজে ইনস্টলেশন করা যায়।
  • ফাইবার অপটিক খুব দ্রুত ইন্টারনেট সংযোগ প্রদান করে।

অপটিক্যাল ফাইবার এর অসুবিধা

  • অপটিকাল ফাইবার গুলো ইনস্টল করা খুব ব্যয়বহুল।
  • Fiber Optical ক্যাবল শুধুমাত্র মাটিতে ব্যবহার হয় এবং স্থল বা মোবাইল যোগাযোগের সাথে কাজ করতে পারে না।
  • এটা ইনস্টল ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ প্রকৌশলী প্রয়োজন হয়ে থাকে।
  • ফাইবার তার গুলো ধাতব এর মাধ্যমে তৈরি করা হয় যার ফলে অতিরিক্ত বাঁকানোর চেষ্টা করলে ভেঙ্গে যাওয়ার সম্ভবনা থাকে।

আজকে আমরা কি শিখলাম

তাহালে, বন্ধুরা আজকে আমরা জানলাম অপটিক্যাল ফাইবার কাকে বলে এবং এর সুবিধা ও অসুবিধা গুলোর ব্যাপারে। আমার লেখা আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহালে অবশ্যই কমেন্ট জানাবেন।

আরো গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়ুন –

2 thoughts on “অপটিক্যাল ফাইবার কাকে বলে? এর সুবিধা ও অসুবিধা”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap