ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট ২০২৩ (Indian tourist visa update)

আজকের আর্টিকেলে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2022 (Indian tourist visa update) সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনারা যারা ইন্ডিয়া ভ্রমন করতে যেতে চান তাদের জন্য এই আর্টিকেলটি অনেক গুরুত্বপূর্ণ।

কারণ, আজকে এই আর্টিকেল থেকে আমরা জানবো – ইন্ডিয়ান টুরিস্ট ভিসা কবে চালু হবে, এই ভিসা থেকে কি কি সুবিধা পাবেন, কত টাকা খরচ হবে এবং কত দিন ভিসার মেয়াদ থাকবে সহ আরো বিভিন্ন তথ্য সম্পর্কে। 

আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের নাগরিক যখন বাহিরের কোনো দেশে ভ্রমন করতে যায় তখন সেই দেশে যাওয়ার জন্য অনুমতি পত্র হিসেবে ভিসা সংগ্রহ করতে হয়।

পাসপোর্ট ভিসা ছাড়া আপনি কোনো দেশে ভ্রমন করতে পারবেন না। পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরো জানার জন্য নিচে আর্টিকেল গুলো পড়ুন।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি ভারতের টুরিস্ট ভিসার আপডেট ২০২৩ সম্পর্কে।

Table of Contents

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট ২০২৩ (Indian tourist visa update)

আমরা সকলে জানি করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশের ভ্রমন ভিসা বন্ধ ছিলো। তবে, করোনা ভাইরাস আক্রমন কমে যাওয়ার ফলে আবার বিভিন্ন দেশে ভ্রমন ভিসা চালু করেছে।

আমাদের দেশ থেকে যারা ইন্ডিয়ায় ভ্রমন করতে চান তাদের জন্য সুখবর রয়েছে। কারণ, করোনা ভাইরাসের পরে আবার ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু হয়েছে। 

২০২১ সালের ১৫ নভেম্বর থেকে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবার চালু করেছে ইন্ডিয়ান সরকার। যারা ভ্রমন, ব্যবসা, চিকিৎসা, কর্মসংস্থান, পড়াশোনা সহ আরো বিভিন্ন কারণে ইন্ডিয়া যেতে চান তারা সহজে ভিসা পেয়ে যাবেন।

যদিও করোনাকালীন সময়ে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা বন্ধ ছিলো কিন্তু অন্যান্য সকল ভিসা চালু ছিলো। তবে, বর্তমানে যারা টুরিস্ট ভিসায় ইন্ডিয়া ভ্রমন করতে চান তাদের বেশ কিছু নিয়ম মেনে ভ্রমন করতে হবে।

  • বাংলাদেশ নাগরিকদের ৩০ দিনের জন্য ইন্ডিয়ান টুরিস্ট ভিসা দেওয়া হবে।
  • আপনার যদি পুরাতন ভিসা থাকে তাহলে আবার নতুন ভিসা করতে হবে।
  • করোনাকালীন সকল নিয়ম মেনে চলতে হবে।
  • সড়কপথ এবং জলপথে ইন্ডিয়া ভ্রমন করা যাবে না এক্ষেত্রে তাকে চাটর্ড বিমানে ভ্রমন করতে হবে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য যারা আবেদন করছেন তারা খুব সহজে ভিসা পেয়ে যাচ্ছেন। আবার অনেকে ইন্ডিয়ান ভিসা পাচ্ছেন না।

এর প্রধান কারণ আপনারা হয়তো প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র গুলো সঠিক ভাবে সাবমিট করতে পারছেন না। 

সহজে ইন্ডিয়ান ভিসা পেতে প্রয়োজনীয় কাগজপত্র গুলো নিচে উল্লেখ করা হয়েছে – (আপডেট ২৮/১০/২০২২)

  • জাতীয় পরিচয়পত্র বা ডিজিটাল জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  • পাসপোর্ট এর ফটোকপি (অপশনাল)।
  • ভিসার আবেদন ফর্মের সাথে সদ্য তোলা 2×2 সাইজের পাসপোর্ট ছবি লাগিয়ে দিবেন।
  • আপনার গত ৩ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট এর কপি।
  • বিদ্যুৎ বিল এর কপি (গত ৩ মাসের তথ্য থাকতে হবে)
  • আপনার পেশাগত সার্টিফিকেট (স্টুডেন্ট হলে স্টুডেন্ট কার্ড, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, জব করলে অফিস কার্ড ইত্যাদি প্রমাণপত্র)
  • পাসপোর্ট হারিয়ে গেলে আবার উত্তলন করছেন সেটার থানায় জিডি করার কপি।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খরচ ২০২৩

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করার জন্য আপনাকে নিদিষ্ট একটি ফি প্রদান করতে হবে। ইন্ডিয়ান টুরিস্ট ভিসা ফি হলো ৯০০ টাকা।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন করার নিয়ম

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা এপ্লিকেশন করার নিয়ম বা উপায় অনেক সহজ। আপনারা আগের নিয়মে টুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন।

ভিসার আবেদন করার নিয়ম সম্পর্কে জানার জন্য আমার এই ব্লগে একটি আর্টিকেল রয়েছে। নিচে আর্টিকেলের লিংক দেওয়া হয়েছে। সেখান থেকে পড়ে আসুন।

ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম

এর আগের আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করতে হয় সেই সম্পর্কে।

অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জানতে এই আর্টিকেলটি পড়ুন। তাহলে আপনারা সহজে ভিসা চেক করতে পারবেন। 

এছাড়া, আপনারা যেকোনো দেশের ভিসা অনলাইনের মাধ্যমে সহজে চেক করতে পারবেন নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে। এই তথ্য জানতে নিচের আর্টিকেল পড়ুন।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট ২০২৩

১. আবডেট – যাদের পুরাতন ভিসার মেয়াদ রয়েছে তাদেরকে আবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হবে। তাছাড়া টুরিস্ট ভিসার আবেদন করলে ৩০ দিন মেয়াদ হবে।

২. আপডেট – যারা টুরিস্ট ভিসা পেয়েছে তাদের আলাদা আলাদা করে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হবে। প্রত্যেকের এনডোর্সমেন্ট ফি ধার্য করা হয়েছে ৩০০ টাকা। প্রত্যেকটি IVAC সেন্টারে এই ফি জমা নেওয়া হচ্ছে।

৩. আপডেট – বেনাপোল ও আগড়তলা স্থল বন্দর থেকে সব ধরনের ভিসা দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন। যাদের ভিসাতে By Air আছে তাদেরকে এনডোর্সমেন্ট এক্সাটার করতে হবে রোড এর জন্য এবং বেনাপোল দিয়ে ইন্ডিয়া প্রবেশ করার সময় অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট করতে হবে।

করোনাকালীন সময়ে বেনাপোল ও আগড়তলা স্থল বন্দর দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করার অনুমতি ছিলো না। তবে, গত ৩০ শে মার্চ ২০২২ থেকে আবার প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

তাছাড়া, বেনাপোল স্থল বন্দর দিয়ে ইন্ডিয়া যাওয়ার সময় ভিড় অনেক কম কিন্তু ইন্ডিয়া থেকে যদি বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করতে চান তাহলে অনেক বেশি ভিড় হবে।

৪. আপডেট – ইন্ডিয়ার শিলিগুড়ি সহ প্রত্যেকটি বর্ডারে যখন ফিঙ্গারপ্রিন্ট চালু করা হবে তখন বাংলাদেশ থেকে ট্রেনে ইন্ডিয়া যেতে পারবেন।

৫. আপডেট – আপনারা যারা ঢাকার নাগরিক সারা দ্রুত ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে যমুনা ফিউচার পার্ক IVAC সেন্টারে আবেদন করতে পারেন।

৬. আপডেট – ইন্ডিয়া ভ্রমনের জন্য ট্রাভেল ট্যাক্স দিয়ে হবে। অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন কিন্তু পোর্ট ফি ৪৭ টাকা আপনাকে লাইনে দাঁড়িয়ে দিতে হবে।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন?

অনেকে জানতে চেয়েছেন নতুন যে টুরিস্ট ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভমেন্ট তার মেয়াদ কত দিন হবে। নতুন টুরিস্ট ভিসার মেয়াদ ৩০ দিন।

করোনাকালীন সময়ের পরে টুরিস্ট ভিসার যে আপডেট দিয়েছে সেখানে বলা হয়েছে আগের মতো দীর্ঘদিনের টুরিস্ট ভিসা দেওয়া হবে না। টুরিস্ট ভিসার মেয়াদ হবে সর্বচ্ছ ৩০ দিন।

তাছাড়া, যাদের পুরাতন ভিসার মেয়াদ আছে তাদেরকে আবার নতুন করে ভিসা করতে হবে। পুরাতন টুরিস্ট ভিসার দিয়ে আপনারা ইন্ডিয়া ভ্রমন করতে পারবেন না।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে?

  • অনলাইনে ইন্ডিয়ান টুরিস্ট ভিসার আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • পাসপোর্ট সাইজের সদ্য তোলা ২ কপি রঙিন ল্যাবপ্রিন্ট ছবি।
  • এমন ছবি ব্যবহার করবেন করবেন যেন আগে কোনো ভিসায় ব্যবহার করা হয়নি।
  • পাসপোর্ট ও ভিসা ষ্ট্যাস্পের জন্য ২ টি খালি স্থান রাখতে হবে এবং পাসপোর্ট প্রস্থানের তারিখ থেকে ৬ মাস বৈধতা।
  • আবেদনকারীর স্বাক্ষর আবেদন পত্রে থাকতে হবে।

বিমান পথে টুরিস্ট ভিসায় ইন্ডিয়া যেতে প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আপনার অরিজিনাল পাসপোর্ট ও ইন্ডিয়ান টুরিস্ট ভিসা থাকতে হবে। 
  • বিমানের টিকিট। 
  • করোনা ভাইরাসের ডাবল ভ্যাকসিন দেওয়া থাকলে Rt-pcr টেষ্ট করার প্রয়োজন নেই তবে, এয়ার রেজিষ্ট্রেশন করে নিতে হবে।

স্থল পথে টুরিস্ট ভিসায় ইন্ডিয়া যেতে প্রয়োজনীয় ডকুমেন্ট

আপনারা যদি ইন্ডিয়ান টুরিস্ট ভিসায় ইন্ডিয়া ভ্রমন করার জন্য বেনাপোল, ভোমরা এবং আগড়তলা স্থল পথ দিয়ে ইন্ডিয়া যেতে চান তাহলে নিচের ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে।

  • অরিজিনাল পাসপোর্ট ও ইন্ডিয়ান টুরিস্ট ভিসা থাকতে হবে।
  • করোনা ভাইরাসের ডাবল ভ্যাকসিন দেওয়া থাকলে Rt-pcr টেষ্ট করার পরে ৭২ ঘন্টার মধ্যে ইন্ডিয়া পরবেশ করতে হবে।
  • সিম্পল করোনা ভ্যাকসিন দেওয়া থাকলে Rt-pcr রিপোর্ট নিয়ে ৭২ ঘন্টার মধ্যে ইন্ডিয়া প্রবেশ করতে হবে।
  • যারা করোনা ভাইরাসের বুষ্টার ডোজ দিছেন তাদের Rt-pcr টেষ্ট করা লাগবে না। শুধু বুষ্টার ডোজের কার্ড বা সনদ থাকলে ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন।

কি কি কারনে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে?

  • নিজে মাদক পাচার করেন বা মাদকাসক্ত হন।
  • কোনো দেশে কোন অপরাধে অভিযুক্ত থাকেন।
  • কোনো দেশ থেকে বহিষ্কার হলে।
  • মিথ্যা কাগজপত্র জমা দিলে।
  • জীবনের জন্য হুমকিসরূপ কোনো রোগী হলে।
  • প্রাসঙ্গিক কোনো তথ্য গোপন রাখলে।

ইন্ডিয়ান ভিসা সেন্টার সাপ্তাহিক ছুটি ২০২৩

ইন্ডিয়ান ভিসা সেন্টার বা ভারতের ভিসা অফিস অর্থ্যা, যেখান থেকে বাংলাদেশের নাগরিক ইন্ডিয়া যাওয়ার জন্য ভিসা লাগায় এই ভিসা অফিস বা ভিসা সেন্টার সপ্তাহে শুক্রবার ও শনিবার বন্ধ থাকে।

তাছাড়া, বিশেষ দিন উপলক্ষে যে ছুটির দিন গুলো থাকে সেই দিন গুলোতেও ইন্ডিয়ান ভিসা সেন্টার ছুটি থাকে।

তাই, ছুটির দিন ব্যাতিত অন্যান্য দিন গুলোতে  ভিসা করার জন্য সকাল ১০ টা থেকে বিকাল ৪ টার মধ্যে নিকটস্থ ইন্ডিয়ান ভিসা সেন্টার বা অফিসে চলে যাবেন।

শেষ কথা

আজকে আমরা জানলাম, ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আপডেট 2022 (Indian tourist visa update) সম্পর্কে বিস্তারিত তথ্য।

এই আর্টিকেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

পাসপোর্ট ও ভিসা সম্পর্কে আরো আর্টিকেল পড়ুন –

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap