গুগল ক্রোম ব্যবহার এর ১০ টি অসাধারণ ফিচার – (Google chrome)

বর্তমান সময়ে মোবাইল ফোন এ ব্যবহার করার মতো অসংখ্য অ্যাপস থাকলেও কম্পিউটার এর মতো মোবাইল ব্রাউজিং মার্কেটেও গুগল ক্রোম ব্যবহার লক্ষণীয়। এই অ্যাপটি গুগলের প্রডাক্ট হিসাবে অন্যান্য ওয়েব ব্রাউজার অ্যাপ থেকে অনেক আকর্ষণীয় এবং উন্নত ফিচার পাওয়া যায় গুগল ক্রোম (Google chrome) এ।

তাহালে চলুন নিচে থেকে জেনে আসি গুগল ক্রোম ব্যবহার এর অসাধারণ ১০ টি ফিচার যা আপনার দৈনন্দিন জীবনে মোবাইলের ব্রাউজিং এর অভিজ্ঞতাকে আরো উন্নত করবে। (flags chrome)

Google chrome এর ১০ টি গুরুত্বপূর্ণ ফিচার

১. সোয়াইপ এর মাধ্যমে ট্যাব পরিবর্তন

গুগল ক্রোমে সাধারণত একটি ট্যাব থেকে অন্য ট্যাবে যাওয়ার জন্য ট্যাব এ ক্লিক করে তারপরে ইচ্ছাকৃত ট্যাবটি বাচাই করতে হয়। এই প্রক্রিয়াটি অনেকটা সময় সাপেক্ষ বলে মনে করা হয়। তবে, ট্যাব পরিবর্তন করার সময় জেশ্চার ব্যবহার করে এই সমস্য থেকে মুক্তি পেতে পারেন।

এড্রেস বারের ডান বা বাম দিকে সোয়াইপ এর মাধ্যমে বর্তমান ট্যাব থেকে পূর্ববর্তী ও পরবর্তী ট্যাব গুলোতে সহজে যেতে পারবেন। তাছাড়া এড্রেস বারের নিচের দিকে সোয়াইপ করলে ওপেন করা সকল ট্যাব গুলো প্রদর্শিত হবে।

২. লাইট মোড

আপনাদের ইন্টারনেট প্যাকেজ যদি Unlimited  হয়ে থাকে তাহালে গুগল ক্রোম ব্যবহার এর লাইট মোড আপনাদের দারুণ কাজে আসবে। এই ফিচারের মাধ্যমে chrome app এর ৬০% পর্যন্ত ডাটা সাশ্রয় হবে। আপনারা যেভাবে ক্রোমে লাইট মোড চালু করবেন-

  • ক্রোম অ্যাপ ওপেন করে উপরে ডানদিকে কর্নারে থ্রি ডট মেন্যুতে প্রবেশ করুন।
  • এবার setting অপশনে ক্লিক করুন।
  • Light mode সেকশনে ডুকে সুচই Toggle করে দিলে লাইট মোড অন হয়ে যাবে।

৩. ডার্ক মোড

অন্য সকল এন্ড্রয়েড ও আইওএস অ্যাপের মতো গুগল ক্রোমে রয়েছে ইনটিগ্রেটেড ডার্ক মোড। আপনারা যেভাবে google chrome ডার্ক মোড চালু করবেন।

  • Chrome app প্রবেশ করুন।
  • উপরে ডানদিকে থ্রিডট মেনুতে ক্লিক করুন।
  • এবার সেটিং (setting) অপশনে ক্লিক করুন।
  • নিচের দিক থেকে থিম (Theme) অপশনটি খুজে বের করুন।
  • এবার ডার্ক (Dark) অপশনটি চালু করুন।
  • ৪. ট্রান্সলেট (Translate)

সম্প্রতি গুগল ক্রোম অ্যাপ এ সকল ওয়েব পেজের জন্য যুক্ত করা হয়েছে ট্রান্সলেট ফিচারটি। ওয়েবপেজ রিয়েল টাইম ট্রান্সলেট এর জন্য সাইটে প্রবেশ করে ক্রোম অ্যাপ থেকে উপরে ডান দিকে থ্রিডট মেন্যুতে ক্লিক ট্রান্সলেট অপশনে চলে যান। এই ফিচারটি ব্যবহার করে যেকোনো ওয়েবপেজকে যেকোনো ভাষার ট্রান্সলেট করতে পারবেন।

৫. ডেস্কটপ সাইট (Desktop site)

এমন অনেক ওয়েবসাইট রয়েছে যার কন্টেন্ট গুলো শুধুমাএ কম্পিউটারে দেখানে হয়। অনেকের কাছে কম্পিউটার না থাকায় এই সকল সুবিধা গুলো ব্যবহার করতে পারে না। তবে, আপনি যদি মোবাইলে ক্রোম অ্যাপ ব্যবহার করেন তাহালে যেকোনো ওয়েবসাইটকে ডেস্কটপ ভার্সন করতে পারবেন। মোবাইলে ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটকে ডেস্কটপ ভার্সনে করতে –

  • মোবাইলে google chrome এপস ওপেন করুন।
  • এবার উপরে ডানদিকে থ্রি মেনু থেকে Desktop site অপশনে ক্লিক করুন।

৬. ওয়েবসাইট শর্টকাট

ফোনে থাকা অ্যাপ ইনস্টাল করে রাখার মতো যেকোনো ওয়েবসাইট শর্টকাট আইকন ক্রোমে ব্যবহার করে হোমস্ক্রিনে যুক্ত করতে পারবেন। যেভাবে যুক্ত করবেন –

  • প্রথমে গুগল ক্রোম ওপেন করুন।
  • উপরে থাকা ডানদিকে থ্রিডট মেনুতে প্রবেশ করুন।
  • এবার Add to Home screen অপশনে ক্লিক করে শর্টকাট এর নাম দিয়ে Add বাটুনে ক্লিক করলে হোমস্ক্রিনে চলে আসবে।

৭. ওয়েবসাইট জুম

ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো জুম করা যায় না। আপনারা গুগল ক্রোম থেকে যেকোনো ধরনের ওয়েবসাইট জুম করতে পারবেন। যেভাবে জুম করবেন –

  • Chrome browser ওপেন করে থ্রিডট মেন্যু থেকে setting অপশনে প্রবেশ করুন।
  • এবার Accessibility অপশনে চলে যান।
  • তারপরে Force Enable Zoom অপশনে টিকমার্ক করে দিন।

৮. সার্চ ইঞ্জিন পরিবর্তন করা

গুগল ক্রোম ডাউনলোড করার পরে ক্রোমে ডিফল্ট ভাবে Google search engine যুক্ত করা থাকে। তবে, আপনারা চাইলে এই সার্চ ইঞ্জিন গুলো পরিবর্তন করতে পারবেন। যেভাবে ক্রোমে সার্চ ইঞ্জিন পরিবর্তন করবেন –

  • chrome app ওপেন করে উপরে ডানদিকে থ্রিডট মেন্যু থেকে Setting অপশনে ক্লিক করুন।
  • Basics অপশন থেকে Search engine অপশনে ক্লিক করুন।
  • এবার তালিকা থেকে আপনাদের পছন্দ মতো সার্চ ইঞ্জিন বেচে নিন।

৯. কুইক স্ক্রলিং

যেকোনো পেজের নির্দিষ্ট সেকশনে স্ক্রল করতে হলে setting অপশনে থাকা Fine in page অপশনটি ব্যবহার করতে পারবেন।

১০. পেজ PDF হিসাবে সেভ করুন

আপনারা গুগল ক্রোম ব্যবহার করে যেকোনো ওয়েব পেজকে পিডিএফ (PDF) ফাইলে সেভ করে রাখতে পারবেন। google chrome থেকে pdf ফাইলে সেভ করতে হলে –

  • google chrome app এ উক্ত ওয়েবপেজটি ওপেন করুন।
  • উপরের ডানদিকে থ্রিডট মেন্যু থেকে share অপশনে ক্লিক করুন।
  • এবার print অপশন সিলেক্ট করুন।
  • দেখানো পেজে থাকা select printer অপশনে ক্লিক করার পরে save as PDF অপশনে সেভ করুন।
আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম গুগল ক্রোম ব্যবহার এর ১০ টি গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কে। উপরের কিছু ফিচার গুলো গুগল ক্রোম এর মোবাইল অ্যাপ আপডেট ভার্সনে পেয়ে যাবেন। আমার লেখা গুগল ক্রোম ব্যবহার এই আর্টিকেলটি কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।

2 thoughts on “গুগল ক্রোম ব্যবহার এর ১০ টি অসাধারণ ফিচার – (Google chrome)”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap