গেস্ট পোস্ট কি? গেস্ট পোস্ট কেন এবং কিভাবে করবেন ২০২৩

এমন অনেক ব্লগার আছেন যারা এখনো জানেন না গেস্ট পোস্ট কি, গেস্ট পোস্ট কেন করতে হয় এবং কিভাবে গেস্ট পোস্ট করবেন

আপনি যদি একজন সফল ব্লগার হয়ে থাকেন তাহলে গেস্ট পোস্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন নিজের ব্লগে অফ পেজ এসইও করতে যাবেন তখন গেস্ট পোস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনি বড় বড় ব্লগ সাইট গুলো ভিজিট করে দেখবেন তারা guest post এর সকল টেকনিক গুলো সব সময় ফলো করে।

কারণ,কোনো একটি ওয়েবসাইটের DA ডোমেইন অথোরিটি এবং PA পেজ অথোরিটি বৃদ্ধি করার জন্য গেস্ট পোষ্ট এর ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তাই আপনি যদি কোনো ব্লগ সাইট থাকে তাহলে Guest post কি এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

কারণ, গেস্ট পোষ্ট এর সকল তথ্য এই আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। তবে, গেস্ট পোষ্ট করার আগে আপনাকে SEO সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। 

কেননা, গেস্ট পোষ্টকে বলা যায় এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। নিজের আর্টিকেলটি পড়ে seo সম্পর্কে জানুন।

গেস্ট পোস্ট কি? (What is guest post in bangla)

আপনি যখন অন্যের ব্লগ বা ওয়েবসাইটে একজন অতিথি লেখক হিসেবে কনটেন্ট লিখে পাবলিশ করবেন তখন তাকে বলা হবে গেস্ট পোষ্ট (guest post).

Guest অর্থ অতিথি। এই guest শব্দটি যখন আপনি ব্লগিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন তখন সেটার ভিন্নতা আপনি খুঁজে পাবেন না।

আপনি যখন অন্যের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং এর কাজ করবেন তখন আপনি উক্ত ব্লগ বা ওয়েবসাইটে একজন অতিথি লেখক হিসেবে পরিচিত পাবেন।

মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে অন্যদের ব্লগ বা ওয়েবসাইটে গেস্ট পোষ্ট করে থাকেন। তবে, অধিকাংশ ব্লগার তাদের নিজের সাইটের জন্য ব্যাকলিংক নেওয়া জন্য গেস্ট পোষ্ট করে থাকেন।

গেস্ট পোষ্ট কেন করবেন?

গেস্ট পোষ্ট করার উদ্দেশ্য এক এক জনের কাছে এক এক রকম হয়ে থাকে। আপনি যদি নিজে একজন ব্লগার হয়ে থাকেন তাহলে আপনি গেস্ট পোষ্ট করার উদ্দেশ্য একটু ভিন্ন হবে।

আবার অনেক মানুষ রয়েছে যারা লেখালেখি করতে ভালোবাসে। যারা লেখালেখি করতে ভালোবাসে তাদের উদ্দেশ্য হবে আবার ভিন্ন।

কিন্ত, যখন আপনি একজন ব্লগার তখন আপনার guest post করার মূল উদ্দেশ্য থাকবে ব্যাকলিংক (backlink) করা।

কি আমি ঠিক বলছি তো? প্রক্যেক ব্লগারদের গেস্ট পোষ্ট করার প্রধান উদ্দেশ্য হলো ব্যাকলিংক করা।

যেহেতু, আপনি একজন ব্লগার সেহেতু আপনার অবশ্যই অফ পেজ এসইও সম্পর্কে কিছুটা হলেও ধারণা রয়েছে। আর অফ পেজ এসইও এর প্রধান টেকনিক হলো লিংক বিল্ডিং করা।

আপনার ব্লগ বা ওয়েবসাইট এর ডোমেইন অথোরিটি এবং পেজ অথোরিটি স্কোর বাড়িয়ে নেওয়ার জন্য লিংক বিল্ডিং অনেক গুরুত্বপূর্ণ। 

আপনি যদি নিজের সাইটের domain authority এবং page authority বৃদ্ধি করতে চান এবং গুগল টপ রেংক করাতে চান, তাহলে অবশ্যই গেস্ট পোষ্ট করতে হবে।

মনে রাখবেন, লিংক বিল্ডিং করার যত গুলো টেকনিক রয়েছে তার মধ্যে সব থেকে সেরা টেকনিক হলো গেস্ট পোষ্ট করা।

গেস্ট পোষ্ট কিভাবে করবেন?

আপনি যদি গেস্ট পোস্টের মাধ্যমে নিজের ব্লগে লিংক নিতে চান তাহলে আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে।

কারণ, আপনি যখন অন্য কারও ওয়েবসাইটে গেস্ট পোষ্ট করতে চাইবেন তখন উক্ত ওয়েবসাইটের মালিক রাজি নাও হতে পারে।

তাই এর জন্য আপনাকে কিছু বিশেষ টেকনিক অবলম্বন করতে হবে। আপনি যদি এই টেকনিক গুলো অবলম্বন করতে না পারেন তাহলে গেস্ট পোষ্ট করতে ব্যার্থ হবেন।

আপনি যখন কোনো ওয়েবসাইটে guest post করতে চাইবেন তখন ওয়েবসাইটের মালিক যেন বুঝতে না পারে আপনি লাভবান হবেন।

কারণ, তিনি যদি বুঝতে পারেন গেস্ট পোষ্টের মাধ্যমে আপনি লাভবান হবেন তাহলে ওয়েবসাইটের মালিক রাজি নাও হতে পারে। 

মনে করুন, আপনি একটি ওয়েবসাইটে গেস্ট পোষ্ট করতে চান। এখন আপনি তার সাথে কিভাবে যোগাযোগ করবেন?

নিশ্চিয় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে হবে তাই না? তাই তাকে সুন্দর করে একটি ইমেইল লিখতে হবে। ইমেইলের শব্দ গুলো যেন ১০০ থেকে ১৫০ শব্দের হয়।

ইমেইলের মধ্যে এমন কিছু কথা লিখতে হবে। যেমন – 

  • আপনি নিয়মিত উক্ত ওয়েবসাইট ভিজিট করেন।
  • আপনার ওয়েবসাইটের লেখা গুলো অনেক ভালো লাগে আমার কাছে। 
  • আপনার আর্টিকেল পড়ে অনেক কিছু শিখতে পারছি ইত্যাদি।
  • কোন ওয়েবসাইট গুলোতে গেস্ট পোষ্ট করবেন?

আশাকরি, উপর থেকে আপনারা সহজে বুঝতে পারছেন গেস্ট পোস্ট কি এবং কিভাবে করে ওয়েবসাইটের ডোমেইন অথোরিটি বৃদ্ধি করবেন।

এবার আপনাকে জানতে হবে কোন ধরনের ওয়েবসাইট গুলোতে গেস্ট পোষ্ট করতে হবে। যার ফলে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথোরিটি বৃদ্ধি পাবে।

১. যে ওয়েবসাইটে গেস্ট পোষ্ট করতে চাচ্ছেন লক্ষ্য রাখবেন উক্ত ওয়েবসাইটে ভালো পরিমানে ভিজিটর আছে কিনা।

যদি সেখানে ভালো পরিমানে ভিজিটর থাকে তাহলে গেস্ট পোষ্ট করে লাভবান হবেন এবং উক্ত ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটে ভিজিটর আসতে পারবেন।

২. যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের স্পেম স্কোর (spam score) যদি বেশি থাকে তাহলে সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিয়ে আপনি সুবিধা পাবেন না। এতে নিজের আরো ক্ষতি হবে।

৩. আপনি গেস্ট পোষ্ট করবেন সেই ওয়েবসাইট গুলোতে যেখানে নিয়মিত ভাবে কনটেন্ট পাবলিশ করা হয়। কারণ, গুগল সব সময় নিয়মিত আপডেট পছন্দ করে।

৪. আপনার ব্লগ ওয়েবসাইটের নিশের সাথে মিল আছে এমন ওয়েবসাইটের সাথে লিংক করবেন। এতে আপনি ভালো পরিমানে ভিজিটর পাবেন।

গেস্ট পোষ্ট করার জনপ্রিয় কিছু বাংলা ওয়েবসাইট

বাংলাদেশের জনপ্রিয় কিছু বাংলা ব্লগের নাম নিচে উল্লেখ করছি। সেখানে আপনারা গেস্ট পোষ্ট করে নিজের ওয়েবসাইটের ডোমেইন অথোরিটি এবং পেজ অথোরিটি বৃদ্ধি করে নিতে পারবেন।

১. Banglatech

২. Banglatech24

৩. Techtune

৪. Sofol Freelancer 

শেষ কথা 

আজকে আমরা জানলাম গেস্ট পোস্ট কি এবং গেস্ট পোষ্ট কেন করবেন এবং কিভাবে গেস্ট পোষ্ট করবেন এই সম্পর্কে বিস্তারিত।

Guest Post সম্পর্কে যদি আর কোনো বিষয় জানতে চান তাহলে নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে ফেসবুকের বন্ধুদের জন্য শেয়ার করবেন।

3 thoughts on “গেস্ট পোস্ট কি? গেস্ট পোস্ট কেন এবং কিভাবে করবেন ২০২৩”

    • হা গেস্ট পোষ্ট করতে হলে উক্ত ওয়েবসাইটের কন্টেন্ট এর সাথে মিল রেখে করতে হবে এবং অবশ্যই হাই কোয়ালিটির পোষ্ট করতে হবে।

      Reply
  1. ডোমেইন অথরিটি বাড়ানোর ক্ষেত্রে গেস্ট পোস্ট কি কোন কাজে আসে?
    একমাসে কয়টা গেস্ট পোস্ট করা ভাল?
    গেস্টপোস্টে এ কি ডুফলো ব্যাকলিংক দেয়া যাবে? মানে ইন্টার লিংক যেভাবে করি সেভাবে দেয়া যাবে?
    প্রশ্নের উত্তর গুলো পেলে উপকার হতো।

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap