ড্রোন কি? ড্রোন এর দাম এবং কিভাবে কাজ করে (বিস্তারিত)

আমাদের মধ্যে অনেকে ড্রোন এর নাম শুনলেও আসলে তারা ড্রোন সম্পর্কে বিস্তারিত জানেন না। তাই আজকের আর্টিকেলে বলবো ড্রোন কি? ড্রোন এর দাম এবং কিভাবে কাজ করে এর ব্যাপারে বিস্তারিত।

ফেসবুক, ইউটিউব, মুভি বা খেলার মাঠে আমরা অনেক সময় দেখি উপর থেকে ভিডিও করে। তখন অনেকের মনে প্রশ্ন উঠে কিভাবে এতোটা উপর থেকে ভিডিও ধারণ করে।

তাছাড়া, এই ভিডিও গুলো উপর থেকে ধারণ করার জন্য দেখতে ও অনেক সুন্দর লাগে। আপনি কি জানেন এই ভিডিও গুলো কিসের মাধ্যমে করা হয়?

এই ভিডিও গুলো ধারণ করা হয় ড্রোন এর মাধ্যমে। ড্রোনের সাথে এক ধরনের ক্যামেরা ডিভাইস সেটআপ করা থাকে। সেটার মাধ্যমে এই ভিডিও গুলো ধারণ করা হয়।

শুধুমাত্র উপর থেকে ভিডিও করার জন্য আধুনিক ড্রোন গুলো ব্যবহার করা হয় না। বর্তমানে বিভিন্ন কাজে এই ড্রোন ক্যামেরা গুলো ব্যবহার করা হয়।

তাহলে চলুন নিচে থেকে জেনে আসি ড্রোন কি বা ড্রোন কাকে বলে এর ব্যাপারে বিস্তারিত।

ড্রোন কি? (What is drone in bengali)

ড্রোন হলো একটা উড়ন্ত ডিভাইস। যাকে অনেকে আবার রোবট বলে। এই উড়ন্ত ড্রোনকে আপনি নিদিষ্ট দুরন্ত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

মানে, ড্রোন যখন উপরে উড়বে তখন আপনি নিচে থেকে নিদিষ্ট দুরন্ত মেনে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ড্রোন যখন উপরে উড়ে তখন ঠিক মৌমাছির মতো গুন গুন শব্দ করে চলে। মনে রাখবেন প্রত্যেক ড্রোন এ একটা করে ক্যামেরা থাকে।

এগুলো মূলত ছবি তোলার কাজে ব্যবহার করা। তবে, আধুনিক ড্রোন তৈরি করা হয়েছে মুভির শুটিং, খেলাধুলার ভিডিও ধারণ করা সহ আরো বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়।

অনেকে ড্রোনকে বিমান বলে থাকে। তবে, ড্রোন ও বিমানের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যেমন – বিমানে পাইলট থাকে আর ড্রোনে কোনো পাইলট থাকে না।

তাহলে বলা যায়, ড্রোন হলো পাইলটবিহীন ড্রোন। যা আপনি নিচে থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

ড্রোন আকারে সব সময় ছোট হয় এবং অনেকটা হালকা হয়ে থাকে। ছোট ড্রোন গুলো বিশেষ করে ছবি তোলার জন্য এবং নজরদারি করার কাজে ব্যবহার করা হয়।

সব ধরনের drone গুলো রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত করা হয়।

ড্রোন শব্দটি দ্বারা কি বুঝায়?

ড্রোন শব্দের অর্থ হলো গুঞ্জন। কারণ, ড্রোন যখন উপরে উড়ে তখন মৌমাছির মতো গুন গুর শব্দ করে উড়ে।

তাছাড়া, ড্রোনের সাথে অবশ্যই একটি ক্যামেরা সেটআপ করা থাকবে। এই ক্যামেরার মাধ্যমে ড্রোন উপড়ে উড়ার সময় ছবি তোলার কাজ এবং ভিডিও ধারণ করে।

ড্রোন এর দাম | ড্রোন ক্যামেরা বাংলাদেশ প্রাইস 2022

উপর থেকে আমরা জানলাম ড্রোন কি বা ড্রোন কাকে বলে। এবার বাংলাদেশে ড্রোন ক্যামেরা দাম কত এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

তাহলে চলুন আমরা কম দামে ভালো ড্রোন গুলোর মডেল ও দাম সম্পর্কে জেনে আসি।

(১) 998 Micro Foldable

এই ড্রোনের দাম মাত্র ৫০০০ টাকা। এতে রয়েছে HD ক্যামেরা এবং wifi এর মাধ্যমে মোবাইলের সাথে সংযোগ করে নিয়ন্ত্রণ করতে পারবেন।

সম্পূর্ণ চার্জ হতে ড্রোনটি সময় নিবো ১ ঘন্টা ১০ মিনিটের মতো। এটা উপড়ে উড়ার ক্ষমতা ১০ থেকে ১৫ মিনিটের মতো। 

এই রিমোট কন্ট্রোল ড্রোনটি ৩০০ ফিট দূরত্ব থেকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন।

(২) S89 Dual 4K Camera WIFI Drone

এই ড্রোন এর বাংলাদেশ প্রাইজ ৫,৫০০ টাকা। এতে রয়েছে 4K dual camera. এটা ১২ মিনিটের বেশি উপরে উড়তে পারে।

এতে ব্যবহার করা হয়েছে 2 x 1850 mah ব্যাটারি। যা প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার স্পিডে উড়তে পারে। 

অন্যান্য ড্রোন গুলোর মতো এটাও রিমোট কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রিত করতে পারবেন ৫০০ মিটার দূরত্ব থেকে। এই ড্রোনটির ওজন ৪৩৪ গ্রাম।

(৩) FQ777 FQ36 Mini 2MP WIFI Drone

FQ777 FQ36 Mini ড্রোনের বাংলাদেশ প্রাইস হলো ৬,৫০০ টাকা। এতে ব্যবহার করা হয়েছে Full HD Camera. 

এটা আকাশে উড়তে পারবে ১৫ থেকে ২০ মিনিটের মতো। এতে ব্যবহার করা হয়েছে 650mAh 25C Li-Poimer ব্যাটারি।

যা ড্রোনটিকে ফুল চার্জ করতে ৯০ মিনিটের মতো সময় লাগবে। আকাশে উড়ার সময় ৮০ মিটার দূরত্ব থেকে রিমোট কন্ট্রোল এর মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন।

(৪) K101 Max RC Dual 4K HD Camera Drone

কম দামে ভালো ড্রোন গুলোর মধ্যে K101 Max RC মডেলের ড্রোনটি অনেক ভালো। এর দাম রাখা  রয়েছে ৭,৮৫০ টাকা।

এতে ব্যবহার করা হয়েছে Dual 4K HD ক্যামেরা। যাতে রয়েছে 3.7V 1800mAh Lithium ব্যাটারি, যা ফুল চার্জ করতে ১২০ মিনিট সময় লাগে।

এটা আকাশে উড়ার সময় প্রতি ঘন্টায় ১৪ কিলোমিটার স্পিড চলতে পারে। এই ড্রোনকে ২০০ মিটার দূরত্ব থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।

উপর থেকে ভিডিও ধারণ করা এবং ছবি তোলার কাজে এই ড্রোনটি আপনার বাজেটের মধ্যে সেরা হতে পারে। যার ওজন ১২৮ গ্রাম।

(৫) E88 MAX 4K Wi-Fi Dual Camera Drone

E88 MAX ড্রোনটি সত্যিই আমার কাছে অসাধারণ লেগেছে। যাতে ব্যবহার করা হয়েছে 4k ক্যামেরা।

এটা আকাশে ১৮ থেকে ২০ মিনিট উড়ার জন্য ব্যবহার করা হয়েছে 3.7V 2800 mAh Lithium ব্যাটারি। এটাকে আপনি ১০০ মিটার দূরত্ব থেকে রিমোট কন্ট্রোল দ্বারা চালাতে পারবেন।

ড্রোনে ব্যবহার করা ২৮০০ এমএএইচ ব্যাটারিকে ফুল চার্জ দিতে প্রায় ১০০ মিনিটের মতো সময়  লাগবে।

উপরে উল্লেখ করা ড্রোন গুলোর সম্পর্কে আরো বিস্তারিত জানতে DB Stall এই ওয়েবসাইট ভিজিট করুন। এখানে আপনারা আরো অনেক ধরনের ড্রোনের দাম সম্পর্কে জানতে পারবেন।

ড্রোন এর ছবি

যেহেতু আপনি এই আর্টিকেলটি পড়ছেন সেহেতু আপনি ড্রোন সম্পর্কে বিস্তারিত জানতে চান। তাই আপনার সুবিধার জন্য নিচে একটি ড্রোন এর ছবি দেওয়া হলো।

ড্রোন এর ছবি

ছবিতে ড্রোনটি দেখে আপনি হয়তো ড্রোন সম্পর্কে আইডিয়া পেয়ে গেছেন।

ড্রোন কিভাবে কাজ করে?

প্রত্যেকটি ড্রোন ইউএভি (EUAV) সিস্টেমের মাধ্যমে কাজ করে। ইউএভি (EUAV) এর পূর্ণ অর্থ হলো আনম্যাডন এরিয়েল ভেহিকেল (Unmanned Aerial Aehicle).

ইউএভি সাধারণত দুই প্রকার।

১. সাধারন ইউএভি: এই সাধারণ ইউএভি গুলোতে একটি ক্যামেরা, ফ্যান এবং কিছু সেন্সর থাকে। যার মাধ্যমে ড্রোনটি সঠিক ভাবে উড়ে চলতে পারে। 

২. সামরিক ইউএভি: এই সামরিক ইউএভি গুলো স্পাই ক্যামেরা, সেন্সর, ককপিট, লেজার, জিপিএস, লাইটিং সেন্সর থাকে।

সামরিক ইউএভি ড্রোনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ফলে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে। সামরিক ইউএভি এর জন্য একটি রানওয়ে এর দরকার হয়।

প্রত্যেকটি ড্রোনে মূলত দুইটা অংশ থাকে। একটি ড্রোন নিজেই এবং অপর অংশটি কন্ট্রোল সিস্টেম। গ্রাউন্ড কন্ট্রোলের মাধ্যমে যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ উপগ্রহ এর মাধ্যমে ড্রোনের কন্ট্রোল বক্সে গিয়ে পৌঁছায়। 

এরপর নির্দেশ অনুযায়ী ড্রোন কাজ করতে থাকে। এই সকল প্রক্রিয়া গুলো সম্পূর্ণ হতে মাত্র ২ সেকেন্ডের কম সময় লাগে।

শেষ কথা

আজকের আলোচনায় আমরা জানলাম ড্রোন কি? ড্রোন এর দাম এবং ড্রোন কিভাবে কাজ করে এর ব্যাপারে বিস্তারিত।

আশাকরি, ড্রোন বলতে কি বুঝায় বা ড্রোন কাকে বলে এর সম্পর্কে আপনারা সহজে বুঝতে পারছেন। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে কমেন্টে জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap