ফ্রিল্যান্সিংয়ের টাকা পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bkash

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bkash: বিকাশ বাংলাদেশ সকল ফ্রিল্যান্সারদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যার মাধ্যমে আপনি পেয়নিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারবেন বা withdraw করতে পারবেন। 

কোনো ধরনের কাগজ ছাড়া খুব সহজে payoneer থেকে bkash এ টাকা নিয়ে আসতে পারবেন। তাছাড়া, প্রতিবারের লেনদেনে পাবেন ২% বোনাস।

এই ২% বোনাস এবং স্মার্টফোন জেতার সুযোগ  গ্রহকগণ আগামি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাবেন। একথা নিশ্চিত করেছে বিকাশ কর্তৃপক্ষ।

বাংলাদেশে পেপাল একাউন্ট না থাকায় ফ্রিল্যান্সারদের দীর্ঘ দিন ধরে পেমেন্ট নিতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bkash

আমাদের দেশে যারা অনলাইনে কাজ করে বা অনলাইন ইনকাম করে তারা অধিকাংশ পেমেন্ট গ্রহণ করার জন্য পেওনিয়ার (payoneer) ব্যবহার করেন।

কারণ, বাংলাদেশে এখনো paypal চালু হয়নি। তাই পেওনিয়ার হলো বাংলাদেশে টাকা আনার প্রধান মাধ্যম।

পেওনিয়ার ব্যবহার করে বাংলাদেশের সকল ফ্রিল্যান্সাররা ফাইবার, আপওয়ার্ক, অ্যামাজন সহ অন্যান্য মার্কেটপ্লেসের টাকা এনে থাকে।

তাই, আজকে আমি বলবো পেওনিয়ার থেকে ব্যাংকে টাকা না এনে কিভাবে বিকাশে সরাসরি টাকা নিয়ে আসবেন এই সম্পর্ন প্রক্রিয়াটি আপনাদের সাথে আলোচনা করবো।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য আপনার দুইটি জিনিস থাকতে হবে। যথা-

  • বিকাশ একাউন্ট
  • পেওনিয়ার একাউন্ট

ধরে নিলাম আপনার বিকাশ একাউন্ট এবং পেওনিয়ার একাউন্ট রয়েছে। তাহলে, কিভাবে বিকাশে অ্যাপের সাথে পেওনিয়ার একাউন্ট যুক্ত করবেন সেটার নিয়ম জেনে আসি।

এর আগের আর্টিকেলে আমি বিকাশ একাউন্ট খোলার নিয়ম এবং পেওনিয়ার একাউন্ট খোলার নিয়ম বলে দিয়েছি।

পেওনিয়ার একাউন্ট বিকাশ অ্যাপে যুক্ত করার নিয়ম | payoneer to bkash

কিভাবে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আরবেন? কিভাবে পেওনিয়ার একাউন্ট বিকাশে লিংক করবেন সব কিছু এই আর্টিকেলে জানতে পারবেন।

ধাপ ১:

প্রথমে আপনাকে বিকাশ অ্যাপ ওপেন করতে হবে। এবার পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য বিকাশ অ্যাপ ওপেন করুন এবং আরো (more) অপশনে ক্লিক করুন।

ধাপ ২:

আরো (More) অপশনে ক্লিক করার পরে আপনি রেমিটেন্স (remittance) নামে একটি অপশন দেখতে পাবেন। বিকাশ একাউন্টের সাথে পেওনিয়ার একাউন্ট লিংক করার জন্য remittances অপশনে ক্লিক করুন।

ধাপ ৩:

Remittances অপশনে ক্লিক করার পরে আপনি payoneer নামে একটি অপশন দেখতে পাবেন। পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য এই payoneer অপশনে ক্লিক করুন।

ধাপ ৪:

পেওনিয়ার অপশনে ক্লিক করার আপনাকে পেওনিয়ার একাউন্টে লগইন করতে হবে। আপনার যদি আগে পেওনিয়ার একাউন্ট খোলা থাকে তাহলে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

আর যদি পেওনিয়ার একাউন্ট না থাকে তাহলে পেওনিয়ার একাউন্ট খুলুন এই অপশনে ক্লিক করে নতুন payoneer account তৈরি করে নিতে পারবেন।

আমার এই ব্লগে আমি কিভাবে পেওনিয়ার একাউন্ট খুলতে হয় এই সম্পর্কে বিস্তারিত বলেছি। আপনি চাইলে সেই আর্টিকেলটি পড়ে জেনে নিতে পারেন।

ধাপ ৫:

পেওনিয়ার একাউন্ট লগইন বা সাইন আপ করার পরে যখন পেওনিয়ার একাউন্ট সাকসেসফুলি লিংক যাবে তখন নিচের ছবির মতো আপনার বিকাশে দেখতে পাবেন।

আমাদের দেশের ফ্রিল্যান্সাররা কেন টাকা পেওনিয়ার থেকে বিকাশে ট্রান্সফার করবেন? কিভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কিভাবে পেওনিয়ার থেকে বিকাশ এ টাকা আনবেন?

এই সম্পর্কে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটের আপডেট গুলো নিজে দেওয়া হলো –

আমাদের দেশের টপ লেভেল ফ্রিল্যান্সাররা পেওনিয়ার থেকে বিকাশ-এ টাকা আনার বিষয় সম্পর্কে যা বলেছে। আপনি নিচের ছবি গুলোর লেখা পড়লে বুঝতে পারবেন।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার শর্তবলী

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম এবং আপনি যদি বিকাশের এই অফারে অংশগ্রহণ করেন তবে, কিভাবে অংশগ্রহণ করবেন?

কত দিন এই অফার চলবে এবং অফার থেকে কি কি পেতে পারেন এই বিষয় বিস্তারিত জানার জন্য বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

পেওনিয়ার থেকে বিকাশে লেনদেনে প্রতিবার ২% বোনাস (বিস্তারিত জানুন)

ফ্রিল্যান্সাররা পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করলে প্রত্যেকবার লেনদেনে পাবেন ২% ইনস্ট্যান্ট বোনাস।

এই অফারটি চলবে আগামি ১০ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ ২০২২ পর্যন্ত। এই অফার চলাকালীন লেনদেনে কোনো লিমিট থাকবে না বলে জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।

পেওনিয়ার থেকে বিকাশে দিনে এবং মাসে সর্বচ্চ কত টাকা উঠাতে পারবেন?

প্রতি ট্রানজেকশন: প্রত্যেক দিন সর্বনিন্ম ১০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা।

সর্বোচ্চ এমাউন্ট: প্রত্যেক দিন সর্বোচ্চ ১,২৫,০০০ টাকা এবং প্রত্যেক মাসে ৪,৫০,০০০ টাকা।

পেওনিয়ার ও বিকাশ সম্পর্কে প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১. যেকোনো বিকাশ গ্রহক কি এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন?

উত্তর: এই সার্ভিসটি কেবল মাত্র সেই সব বিকাশ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন যাদের বিকাশে ট্রাস্ট লেভেল ৩ এর উপরে রয়েছে।

প্রশ্ন ২. একটি বিকাশ একাউন্টের সাথে কয়টা পেওনিয়ার একাউন্ট লিংক করা যাবে?

উত্তর: একটি বিকাশ একাউন্টের সাথে আপনি একটি পেওনিয়ার একাউন্ট লিংক করতে পারবেন এবং পেয়নিয়ার থেকে বিকাশে টাকা আনতে পারবেন।

প্রশ্ন ৩: আমি কি বিকাশ একাউন্টের মাধ্যমে পেওনিয়ার একাউন্ট খুলতে পারবো?

উত্তর: আপনি অবশ্যই বিকাশ একাউন্টের মাধ্যমে পেওনিয়ার একাউন্ট খুলতে পারবেন। পেওনিয়ার ওয়েবসাইট থেকে একাউন্ট খোলার চেয়ে বিকাশ একাউন্টের মাধ্যমে পেওনিয়ার একাউন্ট খোলা অনেক সহজ।

শেষ কথা

তাহলে আজকে আমরা জানলাম বাংলাদেশের ফ্রিল্যান্সারদের পেয়নিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম (payoneer to bKash) সম্পর্কে।

এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

5 thoughts on “ফ্রিল্যান্সিংয়ের টাকা পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম | Payoneer to bkash”

  1. ভাই একটা প্রস্ন ছিল, যদি উত্তর দিতেন তবে একটু আইডিয়া পেতাম… প্রস্ন – ভাই আপনার সাইটে প্রতিদিন বা প্রতি মাসে কত ভিসিটর হয়… প্লিজ একটু জানাবেন তবে খুবই উপক্রিত হব ভাই।

    Reply
  2. মানে আমি নিজেও একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছি, ঠিক আপনার ওয়েবসাইটের মতনই। এই জন্যই ভাই জানতে চাওয়া। আপনার বলতে সমস্যা না থাকলে প্লিজ শেয়ার করবেন। অথবা কেমন ভিজিটর হয় একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও হবে ভাই

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap