পেনড্রইভ কি? এর ব্যবহার ও সুবিধা

পেনড্রইভ কি: আমাদের প্রত্যেকের ঘরে কম্পিউটার বা ল্যাপটপ থাকলেও আমাদের মধ্যে অধিকাংশ মানুষ জানে না Pen drive কি? তাই আজকের আর্টিকেলে আমরা পেনড্রইভ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। 

পেনড্রইভ সম্পর্কে আমরা না জানলেও আমরা সবাই এর নাম শুনেছি। কারণ, কম্পিউটার থেকে যেকোন ফাইল ট্রান্সফার করার জন্য পেনড্রইভ ব্যবহার করে থাকি।

তাহলে, চলুন নিচে থেকে পেনড্রইভ সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

পেনড্রইভ কি? (What is Pen drive in bengali)

পেনড্রইভ হলো এক ধরনের স্টোরজ ডিভাইস, যা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়। পেনড্রইভ সাধারণত ডাটা স্টোর করার জন্য ব্যবহার করা হয়।

Pen drive এর মাধ্যমে ডাটা সংরক্ষণ করে সেটা আবার এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ট্রান্সফার করা যায়। এই ডিভাইস গুলো দেখতে অনেকটা পেন মানে কলমের মতো।

পেনড্রইভ আকারে অনেক ছোট হওয়ার কারণে পকটে করে সহজে বহন যোগ্য। পেনড্রইভের সাহায্যে অডিও, ভিডিও, ছবি, ফাইল, ডকুমেন্ট খুব সহজে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা যায়।

আবার যেকোনো ফাইল কম্পিউটার থেকে কপি করে পেনড্রইভে এবং পেনড্রইভ থেকে কপি করে কম্পিউটারে আদান-প্রদান করা যায়। মানে পেনড্রইভ হচ্ছে একটি পোর্টেবল ইউএসবি মেমোরি ডিভাইস।

পেনড্রইভ শব্দের অর্থ কি?

পেন শব্দের অর্থ হলো কলম আর ড্রইভ শব্দের অর্থ হলো বহন করা। তাহলে পেনড্রইভ এর সংজ্ঞা হলো, কলমের মতো ছোট দেখতে যা সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এবং যাতে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করা যায় তাকে পেনড্রইভ বলে।

পেনড্রইভ এর জনক কে? | পেনড্রইভ কে তৈরি করেন?

পেনড্রইভ এর জনক হলো মালয়েশিয়ায় পুয়া কেইন সেং (Pua Khein Seng). এর পরে পেনড্রইভ অনেক জনপ্রিয়তা অর্জন করে। তখন থেকে Toshiba, HP, Sony মতো বড় বড় কোম্পানি গুলো পেনড্রইভ তৈরি করার কাজ শুরু করে দেয়।

পেনড্রইভ কি ধরনের ডিভাইস?

আগেই বলেছি পেনড্রইভের মাধ্যমে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে ডাটা ট্রান্সফার করা যায়। তাছাড়া, পেনড্রইভে ডাটা সংরক্ষণ (storage) করে রাখা হয়।

তাহলে, বলা যায় পেনড্রইভ হলো এক ধরনের স্টোরেজ ডিভাইস (storage device).

পেনড্রইভ এর অপর নাম কি?

pen drive আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। তাই এক এক কাজের জন্য এক এক সময় বিভিন্ন নাম ব্যবহার করা হয়। এই নাম গুলো হলো –

  • USB Drive
  • USB Memory 
  • Jump Drive 
  • Thump Drive 
  • Flash Drive

পেনড্রইভ এর বৈশিষ্ট্য ও সুবিধা 

  • সহজে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় মানে সহজে বহন যোগ্য। 
  • অনেক ফাস্ট ডাটা ডাটা কপি বা রিড করা যায়।
  • ডিউরেবল স্টোরজ হিসেবে এটা ১০ বছর পর্যন্ত ডাটা সংরক্ষণ করে রাখতে পারে।
  • ফুল স্পিডে এই ডিস্ক গুলো প্রতি সেকেন্ডে ১২ মেগাবিটস ডাটা ট্রান্সফার করতে পারে।
  • এটা দেখতে অনেক ছোট হলেও এর ক্ষমতা অনেক বেশি, বাজারে আপনি ২৫৬ গিগাবাইট পেনড্রইভ পেয়ে যাবেন।
  • এটাতে আলদা করে কোনো পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না।
  • USB ইন্টারফেস থাকার ফলে প্লাগ এন্ড প্লে সুবিধা পাওয়া যায়।

ভালো পেনড্রইভ চেনার উপায়

আমাদের মধ্যে যাদের কম্পিউটার কিন্ত মনে হয় একটা পেনড্রইভ অবশ্যই আছে। আর যারা নতুন পেনড্রইভ কিনতে চাচ্ছেন তারা নতুন পেনড্রইভ কেনার আগে নিচের বিষয় গুলো মাথায় রাখবেন।

  1. যতটা সম্ভব বড় মেমোরির পেনড্রইভ কিনবেন যেমন ১৬ জিবি, ৩২ জিবি।
  2. কত দিনের ওয়ারেন্টি দিবে সেটা জেনে নিবেন, অধিকাংশ কোম্পানির পেনড্রইভ গুলো লাইফ টাইম ওয়ারেন্টি দিবে।
  3. ভালো ব্র্যান্ডের পেনড্রইভ কিনবেন তাহলে ওয়ারেন্টি নিয়ে চিন্তা করতে হবে না।
  4. পেনড্রইভে ডাটা কত স্পিডে ট্রান্সফার করা যাবে সেটা জেনে নিবেন। 
  5. পেনড্রইভে লক সুবিধা আছে কিনা সেটা দেখে নিবেন।
  6. প্লাস্টিক বডির পেনড্রইভ থেকে মেটালিক বডির পেনড্রইভ অনেক ভালো। 
  7. Made in China পেনড্রইভ থেকে made in taiwan ভালো।
  8. উইন্ডোজ ৭ সাপোর্টেড পেনড্রইভ কিনবেন। 
  9. স্লাইডার পেনড্রইভ থেকে ঢাকনা যুক্ত পেনড্রইভ অনেক ভালো।

ভালো পেনড্রইভ এর দাম কত?

ভালো পেনড্রইভ এর দাম সম্পূর্ণ নির্ভর করে তার ক্যাপাসিটির উপর। বাজারে আপনি ১ জিবি থেকে শুরু করে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ পেনড্রইভ পেয়ে যাবেন।

সাধারণত পেনড্রইভের দাম ৫৫০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনার চাহিদার উপর ভিত্তি করে সরাসরি মার্কেট থেকে বা কোনো ই-কমার্স প্রতিষ্ঠান থেকে পেনড্রইভ কিনতে পারবেন।

কিভাবে পেনড্রইভ বুটেবল করা যায়?

পেনড্রইভ বুটেবল করার জন্য আপনার কম্পিউটারে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে। এই সফটওয়্যারের নাম হলো RMP. এই লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড করার পরে কম্পিউটারে সফটওয়্যারটি ইন্সটল করুন। আপনি কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার গুলো যেভাবে ইন্সটল করেন ঔ একই প্রসেসে ইন্সটল করবেন।

সফটওয়্যারটি কম্পিউটারে সেটআপ করতে সর্বচ্ছ ১০ মিনিট সময় লাগবে। তারপর থেকে আপনার পেনড্রইভ বুটেবল হয়ে যাবে।

মোবাইলে পেনড্রইভ ব্যবহার

আপনি এন্ড্রয়েড মোবাইলে পেনড্রইভ ব্যবহার করতে পারবেন। তবে, এর জন্য আপনার মোবাইলে OTG Cable সাপোর্ট করতে হবে। 

যদি আপনার মোবাইলে OTG Cable সাপোর্ট করে তাহলে আপনি এটার সাহায্যে পেনড্রইভ ব্যবহার করতে পারবেন। 

তখন মোবাইল থেকে পেনড্রইভে ডাটা ট্রান্সফার করতে পারবেন আবার পেনড্রইভ থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আর এটাই হলো মোবাইলে পেনড্রইভ ব্যবহার করার সুবিধা।

শেষ কথা

আজকে আমরা জানলাম পেনড্রইভ কি এটা কি ধরনের ডিভাইস, এর জনক কে সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে। Pen drive সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচের কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap