ফেসবুক পেজ জনপ্রিয় করার টিপস – 2022

আপনাকে কেউ যদি প্রশ্ন করে ফেসবুক পেজ জনপ্রিয় করার টিপস বা উপায় কি? (how to make your Facebook page popular) এই প্রশ্নের সঠিক উত্তর হলো, কিছু টাকা দিয়ে ফেসবুক পেজকে পেইড প্রমোশন করা। আসলে ফেসবুককে টাকা দিয়ে যেকোনো Facebook page promote করাটা সত্তি অনেক লাভজনক।
এই মাধ্যমে পেজ জনপ্রিয় করার জন্য আপনাকে আর কোনো কিছু করতে হবে না। কারণ, সব কাজ ফেসবুক নিজে করে নিবে। আপনি শুধু Facebook কে টাকা দিয়ে অবসর। এতে আপনার পেজে অনেক দ্রুত Like এবং Followers নিয়ে আসবে। কিন্ত আমাদের মধ্যে সবাই কিন্ত ফেসবুককে টাকা দিয়ে পেজ জনপ্রিয় করাটা পছন্দ করেনা।
আর আমি ও আপনাদের সেটা বলবো যে কিছু সময় বেশি লাগলে ও টাকা দিয়ে ফেসবুক পেজ প্রমোট করার কোনো দরকার নেই। কারণ, একটি পেজ তখন জনপ্রিয় যখন সেই পেজে অসংখ্য লাইক এবং ফলোয়ার্স থাকে।
এমনিতে, আপনার ফেসবুক পেজে প্রচুর পরিমানে লাইক এবং ফলোয়ার্স নিয়ে আসার জন্য বিভিন্ন ফ্রি এবং কার্যকর উপায় রয়েছে। একটি পেজের content বা post গুলো যখন মানুষরা পছন্দ করবে, সেই ক্ষেএে আপনার পেজটিকে জনপ্রিয় বলা যাবে।
 
তবে, নিজের ফেসবুক পেজে অসংখ্য followers এবং like বাড়ানোর জন্য ব্যস্ততার কৌশলটি আপনাকে অবশ্যই জানতে হবে। আপনাকে ভাবতে হবে নিজের পেজে মানুষদের কিভাবে ব্যস্ত করে রাখতে পারেন, সেই বিষয়ে বিশেষ ভাবে ভাবতে হবে।
এজন্য মানুষদের নিজের ফেসবুক পেজে ব্যস্ত রাখার জন্য এবং পেজের আকর্ষণ বৃদ্ধি করার জন্য আপনাকে আকর্ষীণ ছবি, পোষ্ট বা কন্টেন্ট পাবলিশ করতে হবে। যেমন-
  • নিয়মিতভাবে ফেসবুক পেজে আকর্ষক কন্টেন্ট পাবলিশ করতে হবে।
  • কখনো অন্যদের post / content কপি করলে হবে না।
  • শুধুমাএ সাধারণ টেক্রট কন্টেন্ট (text content) পাবলিশ করলে হবে না।
  • এমন সময় কন্টেন্ট গুলো পাবলিশ করতে হবে যে সময়ে মানুষের ফেসবুকে বেশি সময় দেয় বা থাকে।
  • videos, image, poll, Quiz, Quotes ইত্যাদি বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো নিজের Facebook Page এ পাবলিশ করুন।
আমি উপরে যে বিষয় গুলো সম্পর্কে আপনাদের বললাম সে গুলোর উপরে নজর দিলে দ্রুত সময়ে আপনার পেজে লাইক বৃদ্ধি পাবে। এছাড়া আরো অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। সে গুলোর মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ প্রমোড করতে হয় তার সঠিক নিময় আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে।
কিভাবে ফেসবুক পেজ জনপ্রিয় হবে? (১৩ টি উপায়)
মনে রাখবেন, একটি ফেসবুক পেজ (FB Page) কখনো নিজে নিজে জনপ্রিয়তা অর্জন করে না। প্রথমে আপনাকে অনেক পরিশ্রম করে পেজটিকে মানুষের মধ্যে পৌঁছতে হবে। এজন্য আপনাকে ভিন্ন ভিন্ন বিষয়ে ভাবতে হবে এবং সেই নিয়মে কাজ করতে হবে। যদি আপনার পেজের পোষ্ট গুলো মানুষের দেখে রুচি হয় তবে, আপনার Facebook page প্রচুর পরিমানে share হবে।
যার ফলে আপনার page এ নিজে নিজেই like এবং followers আসতে থাকবে। কিন্ত যখন আপনার ফেসবুক পেজটি নতুন তখন জনপ্রিয় করার জন্য নিচের উপায় গুলো আপনার জন্য কাজের হবে।
How to make your Facebook page famous – 2022 bangla guide
মনে রাখবেন, আপনার পেজ সম্পর্কে মানুষরা যতো জানবে ততই পেজটি অধিক জনপ্রিয় হবারর সুযোগ থাকবে। তাহালে চলুন কিভাবে ফেসবুক পেজ জনপ্রিয় বা পুপলার করা যায় তার ১৩ টি উপায়।
  • নিয়মিতভাবে পোষ্ট করতে হবে।
  • আলদা আলদা কন্টেন্ট পাবলিশ করুন।
  • আপনার চেনা পরিচিতি বন্ধুদের বলুন।
  • সঠিক ভাবে কন্টেন্ট পোষ্ট করুন।
  • অন্যান্য গ্রুপে পেজ শেয়ার করুন।
  • অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পেজ প্রমোড করুন।
  • ফেসবুক পেজটি সম্পর্ন ভাবে সেটিং করুন।
  • নিজের পেজে content রাখুন।
  • সব সময় জনপ্রিয় বিষয়ে ভিডিও তৈরি করুন।
  • facebook page টি টাকা দিয়ে প্রচার করুন।
  • Hash tag (#) ব্যবহার করুন।
  • নিজের ওয়েবসাইট বা ব্লগের মাধ্যমে প্রমোড করুন।
তাহালে বন্ধুরা আজকে আমরা জানতে পারলাম, কিভাবে ফেসবুক পেজ জনপ্রিয় করতে হয়। এই আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহালে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap