বিকাশ থেকে টাকা তোলার নিয়ম ২০২৩ (সেরা ২ টি উপায়)

আমাদের মধ্যে অনেকের বিকাশ একাউন্টে টাকা রয়েছে কিন্তু বিকাশ থেকে টাকা তোলার নিয়ম অনেকে জানের না।

অনেকের কাছে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সহজ মনে হলেও আবার অনেকের কাছে জটিল মনে হয়। এর জন্য তারা বিকাশ থেকে টাকা তুলতে পারে না।

তাই, আপনারা যারা বিকাশ থেকে টাকা উত্তলন করার উপায় সম্পর্কে জানেন না, তারা এই আর্টিকেলের মাধ্যমে বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বিকাশ থেকে টাকা তোলার নিয়ম / পদ্ধতি / উপায়

আপনি চাইলে যেকোনো সময় ২টি উপায় ব্যবহার করে বিকাশ একাউন্ট থেকে টাকা তুলতে পারবেন। এর মধ্যে ২টি উপায় নিচে মেনশন করে করছি।

বিকাশ একাউন্ট থেকে টাকা তোলার ২টি উপায় হলো –

  1. বিকাশ এজেন্টের মাধ্যমে।
  2. বিকাশ সাপোর্টেড এটিএম বুথের মাধ্যমে।

এখন, আপনি চাইলে বিকাশ এজেন্টে এর মাধ্যমে এবং বিকাশ সাপোর্টেড যেকোনো এটিএম বুথের মাধ্যমে যেকোনো সময় বিকাশ একাউন্ট থেকে টাকা তোলার কাক সম্পর্ন করতে পারবেন।

চলুন, তাহলে আর দেরি না করে নিচে থেকে জেনে আসি কিভাবে এই ২টি উপায় বিকাশ একাউন্ট থেকে টাকা তোলার কাজ সম্পর্ন করতে পারবেন।

বিকাশ এজেন্ট থেকে টাকা তোলার নিয়ম

আপনি যদি বিকাশ থেকে সহজে টাকা তুলতে চান, তাহলে বিকাশের যে সমস্ত এজেন্ট পয়েন্ট রয়েছে সেই এজেন্ট পয়েন্টে যেতে হবে।

তারপর তাদেরকে এই বিষয় অবগত করতে হবে, যে আপনি কত টাকা তুলবেন।

আপনি যেহেতু বিকাশ থেকে এজেন্টের মাধ্যমে টাকা তুলতে চান, সেহেতু ২টি উপায় বিকাশ থেকে টাকা তুলতে পারবেন।

এর মধ্যে একটি উপায় হলো বিকাশ এর অফিসিয়াল অ্যাপ এর মাধ্যমে এবং অপর উপায়টি হলো বিকাশ ম্যেনু কোডের মাধ্যমে।

বিকাশ অফিসিয়াল অ্যাপের মাধ্যমে টাকা তোলার নিয়ম বা উপায়

বিকাশ অফিসিয়াল অ্যাপের মাধ্যমে আপনি যদি এজেন্টের মাধ্যমে টাকা তুলতে চান, তাহলে প্রথমে বিকাশ অ্যাপ এ লগইন করতে হবে। 

তারপর হোমপেজ থেকে ক্যাশ আউট নামে যে  অপশন রয়েছে সেই ক্যাশ আউট অপশনটিতে ক্লিক করতে হবে।

বিকাশ ক্যাশ আউট

যখনই আপনি ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন তখন ২টি অপশন দেখতে পাবেন। এর মধ্যে একটি অপশন হলো এজেন্ট এবং অপর একটি অপশন হলো এটিএম (ATM)।

যেহেতু আপনি এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট করতে চান, তাই এজেন্ট অপশন এ ক্লিক করুন। পরবর্তী step আপনি যে এজেন্ট একাউন্টের কাছ থেকে টাকা ক্যাশ আউট করতে চান, সেই এজেন্টের নম্বরটি বসিয়ে দিন।

আপনি চাইলে এজেন্টের কাছে থেকে নম্বরটি সংগ্রহ করে নিতে পারেন৷ নম্বর লেখার সময় মনে রাখবেন যে নম্বরটি আপনি লিখেছেন সেটা যেন সঠিক হয়। ভুল হলে অন্য বিকাশ এজেন্টের কাছে চলে যেতে পারে।

বিকাশ এজেন্ট

পরবর্তী step এ আপনি কত টাকা তুলবেন সেই টাকা পরিমান লিখুন এবং কন্টিনুয় বাটুনে ক্লিক করুন।

এর পরের পেজে আপনি রেফারেন্স দিতে পারবেন বা রেফারেন্স না দিয়ে ও আপনার বিকাশ পিন টাইপ করে নিচের বাটুনে ট্যাপ করে ধরে রাখার মাধ্যমে আপনার ক্যাশ আউট সম্পর্ন হয়ে যাবে।

বিকাশ ম্যেনু কোড ডায়াল করে টাকা তোলার নিয়ম

বিকাশ অফিসিয়াল অ্যাপ ছাড়াও আপনি বিকাশ ম্যেনু কোডের মাধ্যমে ক্যাশ আউট করতে চান, তাহলে নিচের নিয়ম গুলো ফলো করে ক্যাশ আউট সম্পর্ন করুন।

  • প্রথমে ডায়াল করুন *২৪৭# নম্বরে।
  • পরের পেজে ৫ নম্বর অপশনে থাকা cash Out অপশনটি সিলেক্ট করুন।
  • তারপর ১ নম্বরে থাকা এজেন্ট অপশন বেছে নিন।
  • তারপর এজেন্ট নম্বরটি লিখুন।
  • টাকার পরিমান লিখুন।
  • বিকাশ ম্যেনুর পিন নম্বর দিন।

উপরের প্রক্রিয়াটি অনুসারণ করে বিকাশ ম্যেনু কোডের মাধ্যমে যেকোনো বিকাশ এজেন্ট থেকে টাকা তুলতে পারবেন।

এটিএম বুথের মাধ্যমে টাকা তোলার নিয়ম

ব্র্যাক ব্যাংকের যে সমস্ত এটিএম (ATM) বুথ রয়েছে, আপনি চাইলে এই বুথের মাধ্যমে বিকাশের টাকা উত্তলন করতে পারবেন।

এই এটিএম বুথের মাধ্যমে টাকা তোলার জন্য প্রথমত আপনাকে আপনার আশাপাশে থাকা বিকাশ সাপোর্টেড এটিএম বুথ রয়েছে সেই বুথের সন্ধান খুঁজে বের করতে হবে।

বিকাশ ক্যাশ আউট সাপোর্টেড এটিএম বুথ সহজে খুঁজে বের করার জন্য নিচের লিংকটি ভিজিট করুন এবং সেখান থেকে এটিএম বুথের লোকেশন সিলেক্ট করুন।

BKash ATM Location

যখন আপনি এটিএম বুথের লোকেশন সিলেক্ট করবেন, তখন আপনার এরিয়াতে যে সকল বিকাশ এটিএম সাপোর্টেড বুথ রয়েছে, সেই বুথ গুলোর লোকেশন দেখতে পাবেন এবং এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।

বিকাশ এটিএম সাপোর্টেড বুথ

বিকাশ থেকে এটিএম বুথের মাধ্যমে টাকা তোলার জন্য নিচের পদক্ষেপ গুলো অনুসারণ করতে হবে। 

আপনি চাইলে এটিএম বুথের মাধ্যমে দুইটি উপায় ক্যাশ আউট করতে পারবেন। এর মধ্যে একটি হলো বিকাশ ম্যেনু কোড ডায়াল করে এবং অপরটি হলো বিকাশ অ্যাপের মাধ্যমে।

ম্যেনু কোড ডায়াল করে যদি আপনি এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করতে চান, তাহলে নিচের Step গুলো অনুসারণ করুন।

  • প্রথম কাজটি হলো *২৪৭# ডায়াল করুন।
  • তারপর Cash Out অপশনটি বেছে নিন।
  • তারপর From ATM অপশনটি বেছে নিন।
  • তারপর বিকাশ ম্যেনু পিন নম্বর দিন।

এবার আপনার বিকাশ নম্বরে একটি ওটিপি (OTP) কোড আসবে সেই ওপিটি (OPT) কোডটি ৫ মিনিট সক্রিয় থাকবে। এই কোডের মাধ্যমে আপনি এটিএম থেকে টাকা দিতে বলেন।

  • এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য এটিএম বুথের বাম পাশের কোনায় Bkash CashOut বাটুনটি চাপুন।
  • তারপর আপনার পছন্দের ভাষা সিলেক্ট করুন।
  • তারপর বিকাশ একাউন্ট নম্বর দিন।
  • তারপর আপনার কত টাকা ক্যাশ আউট করতে চান তার পরিমান লিখুন।
  • এরপর পরবর্তী এসএমএস এর মাধ্যমে পাওয়া সিকিউরিটি কোডটি দিয়ে দিন।
  • এরপর আপনার দেওয়া তথ্য গুলো ভালো ভাবে যাচাই করুন।
  • শেষে টাকা এটিএম বুথ থেকে সংগ্রহ করুন।

সর্বশেষে এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি বিকাশ থেকে কত টাকা ক্যাশ আউট করেছেন।

আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন বিকাশ থেকে এটিএম বুথের মাধ্যমে টাকা তোলার নিয়ম বা উপায়।

🔰🔰 আরও দেখুন : বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম | 3 Ways for bKash Agent Registration

শেষ কথা

আজকে আমরা জানলাম, বিকাশ থেকে টাকা তোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে। আমি উপরে বিকাশ থেকে ক্যাশ আউট করার সব কয়েকটি নিয়ম বা উপায় বলেছি।

আশাকরি, আপনারা সহজে বুঝতে পারছেন কিভাবে বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট এর কাজ সম্পর্ন করা যায় এর সম্পর্কে বিস্তারিত।

এই বিষয় কোনো প্রশ্ন থাকলে নিচ কমেন্টে জানাবেন এবং লেখাটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap