বিল গেটস সম্পর্কে কিছু অবিশ্বাস্য অজানা তথ্য

বর্তমান এই ডিজিটাল যুগে বিল গেটস কে চিনে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। বহু আলোচিত হার্ভার্ড ড্রপআউট, মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা এবং বিশ্বনন্দিত জনহিতৈষী বিল গেটস সম্পর্কে এগুলো হলো সবচেয়ে প্রচালিত তথ্য।

তবে,ব্যাক্তি গেটস যে কি রকমের প্রতিভার অধিকারী ছিলেন সেটা হয়তো আমাদের অনেকের অজানা। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি ”বিল গেটস” এর জীবন থেকে নেওয়া কিছু সেরা ঘটনা। যেটা তার অসাধারণ প্রতিভা এবং ব্যক্তিত্বের স্বাক্ষর বহন করছে।

বিল গেটস সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য জানুন

#ক্লাস না করে ও এ গ্রেড

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিল গেটস যে সকল কোর্স গুলো করতেন সেগুলোর কোনো ক্লাসে তিনি কখনো উপস্হিত হতেন না। তিনি অন্য কোর্স গুলোর ক্লাস ঠিক মতো করতেন। তারপরেও তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল সময় এ গ্রেড পেতেন।

#বান্ধবীময় ক্লাস শিডিউল তৈরি

Bill Gates যখন হাইস্কুলে পড়তেন তখন স্কুল কর্তৃপক্ষ থেকে তাকে একবার কম্পিউটার ক্লাস রুটিন তৈরি করতে দেওয়া হয়। মজার ব্যাপার হলো বিল গেটস এর রুটিন / শিডিউল তৈরি করেন যেখানে তার ক্লাসের সকল পছন্দের বালিকারা উপস্হিত থাকেন।

#হ্যাকার বিল গেটস

গেটস এবং পল অ্যালেন হাইস্কুলে পড়ার সময় ধার করে একটি কম্পিউটার চালাতেন। যেখান থেকে তারা দুই জন কম্পিউটার এক্সেস করতেন সেখানে একটি কোম্পনির ফ্রি কিছু একাউন্ট ছিলো।

সেই কোম্পনির একটি অ্যাকাউন্ট ডকুমেন্ট হ্যাক করে Bill Gates এবং তার পল অ্যালেন বন্ধু ফ্রি কম্পিউটার এক্সেস অ্যাকাউন্ট খোঁজ করেছিলেন। কিন্ত শেষ পর্যন্ত তারা দুই জন সফল হতে পারেন নি।

#বিমানের কন্ট্রোল প্যানেল হাইজ্যাক করা

অ্যালেন ও গেটস দুইজন বন্ধু ১৯৮০ সালের শেষের দিকে সান ফ্রানসিসকো আন্তর্জাতিক বিমান বন্দরে দেরি করে পৌঁছানোর কারণে ফ্লাইট মিস্ (miss) করেন। কিন্ত ইতোম্যেই সেই বিমানটি যাএা শুরু করে।

কিন্ত তিনি ছিলেন নাছোড়বান্দা। তিনি বিমানবন্দর এর নিয়ন্ত্রক কক্ষে ঢুকে পড়েন এবং সেখানে বিভিন্ন বাটুন টিপে প্লেনটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। পল অ্যালেন ভেবেছিলেন গেটস মনে হয় আজ পুলিশের কাছে ধরা খেয়ে যাবে, কিন্ত শেষ পর্যন্ত এয়ালাইনের কেউ একজন বিমানটিকে ফিরিয়ে আনেন এবং তাদের যাওয়ার ব্যবস্হা করে দেন।

#গাড়ির নাম্বার প্লেট মুখস্থ রাখা

Bill gates যখন মাইক্রোসফট ব্যবসা শুরু করেন তখন প্রথম দিকে তিনি কঠোর পরিশ্রম করতেন। অন্য ছুটি কাটালেও তিনি ছুটির দিনে কাজ করতেন। কর্মীরা সঠিক ভাবে কাজ করছেন কিনা সেটার উপর নজর রাখার জন্য তিনি সকল ধর্মীয় যানবাহনের নাম্বার প্লেট মুখস্থ করে রাখতেন, যাতে বুঝা যায় কে কখন আসছেন বা যাচ্ছেন।

#নিজের হাতে থালা-বাসন ধোয়া

Bill gates প্রতি রাতে নিজের হাতে থালা-বাসন ধৌত করতেন। ২০১৪ সালে রেডিটে এক এএমএ (AMA) সেশনে তিনি বলেন প্রতিরাতে আমি ডিস গুলো ধৌত করি, এতে অন্যরা আমাকে সাহায্য করেন। কিন্ত আমি এই কাজটা নিজের মতো করে করতে পছন্দ করি।

#বিল গেটস এর আয়

মাইক্রোসফট এর সহ-প্রতিষ্ঠাতা গেটস বর্তমানে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যাক্তি। তার প্রতি সেকেন্ড আর হলো $৩৮০ ডলার। যেটা বাংলাদেশ টাকার হিসাবে প্রায় ৩২ হাজার টাকার মতো আসে। তবে, ২০১৯ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তাঁর নিট সম্পদের মূল্য ছিলো ১০৫ দশমিক ৮ বিলিয়ান মার্কিন ডলার। তাহালে চিন্তা করুন বিল গেটস কত টাকার মালিক

আপনি যদি বিল গেটস এর জীবনী সম্পর্কে আরো বিস্তরিত ভাবে জানতে চান তাহালে এই লিংকে ক্লিক করুন। আর বিস্তরিত জানুন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম বিল গেটস সম্পর্কে কিছু অবিশ্বাস্য অজানা তথ্য যা আমাদের অনেকের কাছে অজানা। আমার লেখাটি যদি ভালো লাগে তাহালে শেয়ার করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap