ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম

বন্ধুুরা আজকে আমি আপনাদের বলবো ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম এর ব্যাপারে।  বর্তমানে দৈনন্দিন জীবনের লেনদেনের সাথে বিকাশ মিশে গেছে। আমরা প্রায় সবাই বিকাশ ব্যবহার করি এবং এটার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল।

এখান থেকে কিছু দিন আগে বিকাশ একাউন্ট থেকে টাকা ট্রান্সফার করার জন্য আমাদের এজেন্টদের সাহায্য নিতে হতো। কিন্ত বর্তমানে Bkash এর সুবিধা চালু করে দিয়েছে। যার মাধ্যমে আপনি ঘরে বসে ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজে।

বিকাশ একাউন্টে ব্যাংক থেকে টাকা আনার সুবিধা যুক্ত করার ফলে গ্রাহকদের বহুভাবে উপকৃত হয়েছে। আমাদের প্রায় সব সময় বিভিন্ন প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন হয়ে থাকে। কিন্ত সব জায়গায় ব্যবহৃত ব্যাংকের এটিএম বুথ (ATM boot) পাওয়া যায় না।

সেক্ষেত্র বিকাশ এজেন্ট পায় বাংলাদেশের সব জায়গায় রয়েছে। আমাদের যেকোনো দরকারে ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে, সেই টাকা সহজে বিকাশ এজেন্ট এর কাছ থেকে উত্তোলন করা সম্ভব।

এছাড়াও বিভিন্ন শপিংমল থেকে কেনা কাটা করার জন্য বিকাশ বিভিন্ন অফার দিয়ে আমাদের উৎসাহিত করে থাকে। আপনি যদি কাউকে জরুরি প্রয়োজনে টাকা পঠানোর ক্ষেত্রে যদি আপনার বিকাশে টাকা না থাকে তাহালে আপনি ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারবেন।

ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে হলে প্রথমে আপনাকে ব্যাংক একাউন্ট এর ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগইন করে বিকাশ একাউন্ট এড করতে হবে। তাহালে আপনি যেকোনো ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা আনতে পারবেন।

আসলে ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম অনেক সহজ। আপনারা যেকেউ এই নিয়মে সহজে টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন।

কিভাবে ব্যাংক একাউন্টে বেনিফিশিয়ারি এড করবেন?

  • নিজ ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট ব্যাংকিং একাউন্টে লগইন করুন।
  • Manage Beneficiary অপশনে প্রবেশ করুন।
  • নির্দেশিত ধাপ গুলো অনুসারণ করুন।
  • বেনিফিশিয়ারি হিসাবে আপনার বিকাশ একাউন্ট এড করুন।

উপরের পদ্ধতি গুলো অনুসারণ করে আপনি সহজে নিজের বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করে আনতে পারবেন।

ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম (bank to bkash money transfer)

  • ইন্টারনেট ব্যাংকিং এর মোবাইল অ্যাপ ব্যবহার করে Fund Transfer অপশনে যান।
  • ফান্ড এর একাউন্ট নম্বার সিলেক্ট করুন।
  • ট্রান্সফার অপশন থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন।
  • Beneficiary লিস্ট থেকে বিকাশ একাউন্ট সিলেক্ট করুন।
  • টাকার পরিমান এবং রেফারেন্স ইনপুট করুন।
  • এবার ব্যাংকিং অ্যাপের নির্দেশিত ধাপগুলো অনুসারণ করে টাকা ট্রান্সফার সম্পর্ন করুন।

কোন কোন ব্যাংক থেকে বিকাশে টাকা ট্রান্সফার করা যাবে?

  • ব্র্যাক ব্যাংক
  • সিটি ব্যাংক
  • ঢাকা ব্যাংক
  • ইস্টার্ন ব্যাংক
  • যমুনা ব্যাংক
  • এশিয়া ব্যাংক
  • মিডল্যানন্ড ব্যাংক
  • এনআরবি কমার্শিয়াল ব্যাংক
  • মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
  • স্ট্যান্ডর্ড চার্টর্ড ব্যাংক
  • সাইথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক

উপরের ব্যাংক গুলোর ব্যাংকিং অ্যাপ গুলো ব্যবহার করে ব্যাংক একাউন্ট থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। শুধুমাত্র বিকাশ একাউন্টের কাস্টমাররা এই সুবিধা গুলো পাবেন।

আপনি যদি ব্যাংক একাউন্টের গ্রাহকদের ক্ষেত্রে ব্যাংকের দেওয়া লিমিট প্রযোজ্য হবে। আপনি যদি বিকাশ লিমিট সম্পর্কে জানতে চান, তাহালে এই লিংকে যান।

মনে রাখবেন, ব্যাংক একাউন্ট থেকে বিকাশে টাকা টাকা ট্রান্সফার করে আনার জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা চার্জ কাটবে না। মানে সম্পর্ন ফ্রিতে টাকা ট্রান্সফার করতে পারবে। আর ভবিষ্যতে আরো বেশি সংখ্যাক ব্যাংক বিকাশের সাথে যুক্ত হবে।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম এর ব্যাপারে। আপনি কি কোনো দিন ব্যাংক থেকে টাকা বিকাশে ট্রান্সফার করেছেন? আপনার যদি এই অভিজ্ঞতা থাকে তাহালে নিচে কমেন্টে জানাবেন।

2 thoughts on “ব্যাংক থেকে বিকাশে টাকা আনার নিয়ম”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap