ভিসা কি? ভিসা কিভাবে করতে হয় ২০২৩

ভিসা কি এবং ভিসা কিভাবে করতে হয় ২০২৩ এই ব্যাপারে জানবো আজকের এই আর্টিকেলের মাধ্যমে।

আপনি যদি সত্যি না জেনে থাকেন ভিসা মানে কি বা ভিসা কাকে বলে (what is visa in bangla) তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

আপনি যখন নিজের দেশ থেকে অন্যান্য দেশ গুলোতে যেতে চাইবেন, তখন আপনার অবশ্যই ভিসা প্রয়োজন হবে।

ভিসা কি? (what is visa)

ভিসা একটি অনুমতি পত্র যা একটি দেশ কোন বিদেশি নাগরিককে ওই দেশে প্রবেশ করার জন্য দিয়ে থাকে। ভিসা ছাড়া ভিন্ন দেশে প্রবেশ করা বা অবস্থান করা সম্পূর্ণ অবৈধ।

পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের কয়েকটি পাতায় লিখে, সীল দিয়ে বা স্টিকার লাগিয়ে ভিসা প্রদান করা হয়ে থাকে। প্রত্যেকটি দেশে প্রতিষ্ঠিত বিদেশস্থ দূতাবাসগুলো ভিসা প্রদান করে থাকে।

এই ভিসা প্রদান করার জন্য প্রত্যেক দূতাবাস গুলোতে কনস্যুলার শাখা থাকে। দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে ভিসা ওয়েভার এর নীতি থাকে। যে ক্ষেত্রে দুটি দেশ পরস্পরের জন্য ভিসা স্থহিত বা বন্ধ রাখতে পারে।

সারা বিশ্বের অনেক দেশ রয়েছে যাদের ওয়েভার চুক্তি রয়েছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও বৃটেনের মধ্যে ভিসা ওয়েভার চুক্তি থাকার কারণে, ভিসা ব্যাতিত এক দেশ থেকে অন্য দেশে সহজে ভ্রমন করতে যেতে পারে।

এছাড়া বিশেষ কোন চুক্তির মাধ্যমে অনেক গুলো দেশ নিজেদের মধ্যে ভিসা প্রথা অবলোপন করতে পারে।

উদাহরণ,

যেমন শেনঝেন চুক্তির আওতায় ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 22 টি দেশের নাগরিক ভিসা ছাড়া অন্যান্য দেশে চলাচল করতে পারে। এই ২২ টি শেনঝেন এলাকা নামে সবার কাছে পরিচিত লাভ করেছে।

এই শেনঝেন এলাকার বাইরে অবস্থিত কোন দেশের নাগরিকরা শেনঝেন ভিসা নিয়ে ওই 22 টি দেশের যেকোনো দেশে প্রবেশ করতে পারবে।

একবার শেনঝেন এলাকায় প্রবেশ করার পর অপারাপর দেশ গুলোতে ভ্রমন করতে পারবেন।

2008 সাল থেকে শেনঝেন ভিসা নিয়ে সুইজারল্যান্ডে প্রবেশে চুক্তি কার্যকর হয়েছে। কিভাবে সুইজারল্যান্ডের ভিসা নিয়ে শেনঝেন এলাকার অন্তর্ভুক্ত দেশ গুলোতে প্রবেশ করতে পারবেন।

অপর দিকে নেপাল ও ভারতের দুটি দেশের পরস্পরের যুক্ত থাকায় ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশের নাগরিকরা এই দুটি দেশের মুক্তভাবে প্রবেশ করতে পারে।

কিন্তু অন্যান্য দেশ থেকে নেপাল ও ভারতে প্রবেশ করার জন্য ভিসার প্রয়োজন হবে। আশাকরি, বুঝতে পারছেন visa কি?

ভিসা কাকে বলে?

সহজ ভাবে বলতে গেলে, ভিসা একটি অনুমতি পত্র। যা একটি দেশ কোনো বিদেশি নাগরিককে ঐ দেশে অবস্থান ও প্রবেশ করার জন্য দিয়ে থাকে।

এই ভিসা প্রদান করার জন্য প্রত্যেক দেশে দূতাবাসে কনস্যুুলার একটি শাখা থাকে। আশাকরি, ভিসা কাকে বলে বুঝতে পারছেন।

ভিসা কত প্রকার ও কি কি?

সাধারণত ভিসা বিভিন্ন প্রকার হয়ে থাকে। নিচে ভিসার প্রকার সমূহ উল্লেখ করা হয়েছে –

  • ব্যবসায়িক / পর্যটন ভিসা
  • ছাত্র ভিসা
  • কর্ম ভিসা
  • এক্সচেঞ্জ ভিসিটর ভিসা
  • ট্রান্সিট / ক্রিউ ভিসা
  • গৃহ কর্মী ভিসা
  • ধর্মীয় কর্মী ভিসা
  • সংবাদমাধ্যম ও সাংবাদিক ভিসা

বাংলাদেশের জন্য কোন কোন দেশের ভিসা খোলা আছে ২০২৩

বর্তমানে নিচের কাজের ভিসা গুলো করোনা ভাইরাসের সময়ও চালু রয়েছে। যেমন –

  • সৌদি আরব ভিসা
  • কানাডা কাজের ভিসা
  • কানাডা বিজনেস ভিসা
  • সার্বিয়ায় কাজের ভিসা
  • আলবেনিয়া জব ভিসা
  • রোমানিয়া কাজের ভিসা
  • দুবাই কাজের ভিসা এবং টুরিস্ট ভিসা
  • রাশিয়া কাজের ভিসা
  • ক্রোয়েমিয়া কাজের ভিসা
  • আয়রল্যান্ড জব ভিসা
  • জর্ডান জব ভিসা
  • বেলারুশ কাজের ভিসা
  • সিঙ্গাপুর কাজের ভিসা
  • মালয়েশিয়া কাজের ভিসা / কলিং ভিসা
  • ফ্রান্স কাজের ভিসা
  • মালদ্বীপ কাজের ভিসা
  • করক্কো কাজের ভিসা
  • ফিনল্যান্ড কাজের ভিসা
  • ইতালি জব ভিসা / কাজের ভিসা
  • কুয়েত কাজের ভিসা

এছাড়া আরো বিভিন্ন দেশে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে।

ভিসা কিভাবে করতে হয় ২০২৩?

ভিসা করার জন্য আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনারা বাংলাদেশের সরকারি ভিসা ওয়েবসাইট এ যেতে হবে এবং সেখান থেকে আবেদন করতে হবে।

আপনারা গুগলে Bangladesh visa লিখে সার্চ করলে https://www.visa.gov.bd ওয়েবসাইট প্রথমে পেয়ে যাবেন। এই ওয়েবসাইট থেকে ভিসার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া, ভিসা কিভাবে করতে হয় এই বিষয় আরো বিস্তারিত জানতে এই লিংকে যান।

ভিসার মেয়াদ কত দিন?

প্রত্যেকটি বিষয় নির্দিষ্ট মেয়াদের জন্য দেওয়া হয়।  সাধারণত ভিসা প্রদানের পর সর্বশেষ কোন তারিখের মধ্যে ওই দেশের প্রবেশ করা যাবে সেটা ভিসায় উল্লেখিত থাকে।

অপরদিকে বৈধ পদ্ধতিতে ভিসা (Visa) নিয়ে প্রবেশের পর কতদিন পর্যন্ত বিদেশে অবস্থান করা যাবে তার বিষয়ে ভিসায় উল্লেখিত করা থাকে।

আবার কিছু কিছু Visa রয়েছে যেগুলো একবার প্রবেশ, দুইবার প্রবেশ এবং বহুবার প্রবেশ করার জন্য দেওয়া হয়ে থাকে।

তাহলে, আমরা বুঝতে পারলাম প্রত্যেকটি ভিসার নিদিষ্ট একটি মেয়াদ থাকে। উক্ত মেয়াদ শেষে ভিসা আবার রিনু বা মেয়াদ বাড়াতে হয়।

🔰🔰 আরও দেখুন : কোন দেশে যেতে কত বছর লাগে ২০২৩ | বিদেশ যেতে কত বছর বয়স লাগে

আমার শেষ কথা

ভিসা কি এবং ভিসা কিভাবে করতে হয় আজকের আর্টিকেলে সেই ব্যাপারে জেনে গেলাম।  আশাকরি, what is Visa সম্পর্কে আমার লেখাটি আপনাদের কাছে ভালো লাগছে।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap