5G কি? 5g এর সুবিধা এবং বাংলাদেশে 5g কবে চালু হবে

5G কি – বর্তমানে পৃথিবীতে প্রত্যেক জিনিসের সাথে সাথে মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির ও বিবর্তন ঘটছে। এই মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির মধ্যে সব চেয়ে আলোচিত হলো ৫জি নেটওয়ার্ক।

এখন প্রতিদিন নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হচ্ছে যেগুলো দীর্ঘ গবেষণার পরে গ্রহকদের ব্যবহারের জন্য উপযোগী করা হচ্ছে। সেলুলার টেকনোলজি এর নাম হিসাবে বিভিন্ন টেকনিক্যাল টার্ম ব্যবহার করলেও গ্রহকদের সুবিধা জন্য বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়েছে।

এই জেনারেশন গুলো হলো, দ্বিতীয় জেনারেশন (2g), তৃতীয় জেনারেশন (3g), চতুর্থ জেনারেশন (4g) এবং পঞ্চম জেনারেশন (5g) এসব নামে ডাকা হয়।

আমাদের বাংলাদেশ সব সারা বিশ্বের মোবাইল গ্রহকগণ এখন ৪জি (4g) ব্যবহার করছে। তবে, উন্নত কিছু কিছু দেশের মোবাইল গ্রহকগণরা এখন 5G ব্যবহার করছে।

বাংলাদেশে ২০১৮ সালে 4g চালু হয়। আর গ্রহকগণ আশা করছে ২০২২ সালের দিকে 5g ব্যবহার করতে পারবেন। যেহেতু 5g আমাদের জন্য সম্পর্ন নতুন একটু প্রযুক্তি সেহেতু এটা নিয়ে আমাদের আগ্রহ অনেক বেশি।

তাহালে চলুন বন্ধুরা নিচে থেকে জেনে আসি 5G কি? 5g এর সুবিধা এবং বাংলাদেশে 5g কবে চালু হবে?

5G কি? (What is 5G)

৫জি হলো পঞ্চম প্রজন্মের ওয়্যারলেস মোবাইল নেটওয়ার্ক। বর্তমানে ৪জি নেটওয়ার্কের যে গতি রয়েছে তেই তুলনায় ৫জি এর গতি অনেক বেশি উন্নত হবে। আর এটা করতে গিয়ে এর অন্যান্য স্পেসিফিকেশনেও পরিবর্তন আনতে হয়েছে।

এখন আমি আপনাদের সাথে যে ৫জি নেটওয়ার্ক এর কথা বলছি সেটা হচ্ছে সেলুলার ডিভাইসে ব্যবহৃত ৫ জি। আর এখন ওয়াইফাই নেটওয়ার্কের যে পঞ্চম প্রজন্ম বা 5G বের হয়েছে সেটা ইতিমধ্যে  ব্যবহার হচ্ছে।

আপনি কি জানেন বর্তমানে আমরা যে ৪জি ওয়্যারলেস নেটওয়ার্ক ব্যবহার করি সেটা দুইটি টেকনোলজি দিয়ে কাজ করে। এই দুইটা টেকনোলজি হলো এলটিই বা লং টার্ম ইভোল্যুশন এবং ওয়াইম্যাক্স।

আমরা মোবাইলে বা স্মার্টফোন গুলোতে এলটিই বা লং টার্ম ইভোল্যুশন প্রযুক্তির ৪জি নেটওয়ার্ক গুলো ব্যবহার করি।

ঠিক একই ভাবে 5G network প্রযুক্তিকে ও কোনো স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে কোন না কোন টেকনিক্যাল নাম দেওয়া হবে। তাছাড়া ফাইভ জি নেটওয়ার্ক এ ডাটা ট্রান্সাফারের জন্য অন্য এনকোডিং পদ্ধতি ব্যবহার করা হবে।

তাছাড়া এর ক্যারিয়ের চ্যানেল অনেক প্রশস্ত হবে যেন এক সাথে অনেক গুলো ব্যান্ডউইডথ সরবরাহ করতে এবং ডিভাইস গুলোকে সংযুক্ত রাখতে পারে।

এক গবেষণার বলা হয়েছে ৫জি নেটওয়ার্ক এর স্পিড হবে ১০ জিবিপিএস বা গিগাবাইট পর্যন্ত। যদিও ৫জি নেটওয়ার্ক এর স্পিড ধরা হয় ২০ জিবিপিএস বা গিগাবাইট।

যদিও বাস্তবিক পরিক্ষার এতো স্পিড পাওয়া যায়না। বিভিন্ন মোবাইলের পরিক্ষাতে ১ থেকে ১.৫ গিগাবাইট পর্যন্ত স্পিড পাওয়া গেছে। আমরা যে ৪জি নেটওয়ার্ক ব্যবহার করি সেটার থেকে এর স্পিড অনেক বেশি দ্রুতগতি সম্পর্ন।

5G এর গড় গতি হতে পারে ১০০ mbps এর চেয়ে বেশি। ৫জি এর স্পিড কেমন হবে চলুন সেটা একটু জেনে আসি।

ধরুন আপনি একজন ৫জি গ্রহক। এখন আপনি যদি ২ ঘন্টার একটি ভিডিও ডাউনলোড করতে চান তাহালে, মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ডে সেটা ডাউনলোড করতে পারবেন। সেখানে ৪জি এর স্পিডে ডাউনলোড করতে আপনার সময় লাগতে ৭ থেকে ১০ মিনিটের মতো।

আশাকরি আপনি বুঝতে পারছেন ৫জি কি (what is 5g).

5g এর সুবিধা

আমি আগেই বলেছি ৫জি অনেক দ্রুতগতির একটি নেটওয়ার্ক যেখানে আপনারা অনেক গুলো সুবিধা পাবেন। ৫জি শুধু দ্রুত গতির ইন্টারনেট কানেকশন না বরং এটার মাধ্যমে বিশ্বের যোগাযোগ ও শিল্প ব্যবস্থায় বিশাল পরিবর্তন আনবে।

  • ৪জি নেটওয়ার্ক এর তুলনায় ৫জি নেটওয়ার্ক এ ৪০ থেকে ৫০ গুন দ্রুত ডাউনলোড স্পিড পাবেন।
  • আপনারা মোবাইল বা কম্পিউটারে হাই-কোয়ালিটির গোম গুলো ডাউনলোড না করে খেলতে পারবেন।
  • উচ্চ ক্ষমতা সম্পর্ন গেমিং কম্পিউটার ছাড়াই যেকোনো গেম গুলো খেলতে পারবেন।
  • ৫জি এর ব্যবহারের ফলে আলট্রা-লো-ল্যাটেন্সি এর সুবিধা গুলো পাবেন।
  • মোবাইল ডিভাইস গুলোতে 5g ব্যবহারের ফলে চার্জ অনেক কম খরচ হবে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।
  • ৫জি নেটওয়ার্কের দ্রুত গতি এবং আলট্রা-লো-ল্যাটেন্সির কারণে গাড়িগুলো নিজের স্থানীয় নেটওয়ার্ক এবং সার্ভারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে ঠিক এবং নির্ভুলভাবে চালাতে পারবে।

বাংলাদেশে 5g কবে চালু হবে?

আপনি হয়তো জানেন উন্নত দেশ গুলোতে ইতিমধ্যে ৫জি নেটওয়ার্ক চালু হয়ে গেছে। ৫জি নেটওয়ার্ক বাংলাদেশ এর চালু হওয়ার সম্ভবনা রয়েছে ২০২২ সালের দিকে।

অনেক মোবাইল কোম্পানি ইতিমধ্যে ৫জি স্মার্টফোন বাজারে এনেছে। তাই আগামী বছর গুলোতে আপনারা ৫জি ব্যবহারের আশাবাদী হতে পারেন।

৫জি সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর

৫জি নেট স্পিড কেমন হবে?

বর্তমানে আমরা যে ৪জি নেট ব্যবহার করি এটার চেয়ে ৫জি নেটের স্পিড ১০ থেকে ১৫ গুন বেশি হবে। যদিও আপনার এলাকা এবং ডিভাইসের উপর অনেকটা গতি নির্ভর করবে।

আমার ফোনে আমি কি ৫জি ব্যবহার করতে পারবো?

আপনার ফোন যদি ফাইভ জি সাপোর্ট হয়ে থাকে তাহালে অবশ্যই আপনি 5g ব্যবহার করতে পারবেন। আর যদি ৫জি সাপোর্ট না হয় তাহালে ব্যবহার করতে পারবেন না।

৫জি এর জন্য কি আলদা সিম কার্ড দরকার হবে?

হা ৫জি এর জন্য আলাদা সিম কার্ড ব্যবহার করতে হবে। এর জন্য আপনার সিম কার্ড রিপ্লেস করতে হবে সম্ভবত। যেমনটা আপনি ৪জি ব্যবহার করার সময় করছেন।

৫জি ইন্টারনেট এর খরচ কত হবে?

৪জি ইন্টারনেটের তুলনায় যেহেতু ৫জি ইন্টারনেট কয়েক গুন ফাস্ট হবে, সেহেতু এর মূল্য কিছুটা বেশি হবে। তাছাড়া ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ করার জন্য সিম কোম্পানি গুলোকে বাড়তি অনেক টাকা বিনিয়োগ করতে হবে।

শেষ কথা

আজকের আর্টিকেল থেকে জানলাম 5G কি? 5g এর সুবিধা এবং বাংলাদেশে 5g কবে চালু হবে এর বিষয় গুলো সম্পর্কে। আশাকরি আমার লেখাটি সহজে বুঝতে পারছেন। শেষে লেখাটি সস্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন।

2 thoughts on “5G কি? 5g এর সুবিধা এবং বাংলাদেশে 5g কবে চালু হবে”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap