বিজনেস আইডিয়া বাংলা ২৫+ (business idea in bangla)

বর্তমান সময়ে আপনি যদি নতুন ব্যবসা করার কথা চিন্তা করে থাকেন এবং বিজনেস আইডিয়া বাংলা (business idea in bangla) খুঁজছেন তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য।

কারণ, আজকের এই আর্টিকেল আমি আপনাদের সাথে কিছু বিজনেস আইডিয়া বাংলা (business idea in bangla) তে শেয়ার করবো।

মনে রাখবেন, বর্তমান সময় আপনি যদি প্রচুর টাকা ইনকাম করতে চান তাহলে চাকরি করে কখনো সেটা সম্ভব না। কারণ, চাকরি করে আপনি কেবল সীমিত এবং নিদিষ্ট পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।

তাই আপনি যদি এমন একটি জীবন চাচ্ছেন যেখানে টাকা পয়সার কোনো চিন্তা থাকবে না। বরং যেটা ইচ্ছা সেটা কিনতে পারবেন, তাহলে ব্যবসা করার দরকার।

কারণ, ব্যবসার মাধ্যম আপনি চাকরি করার থেকে প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।

এখন মার্কেটে অনেকে আছেন যারা দীর্ঘ দিন ধরে  ব্যবসা করছেন। এক্ষেত্রে আপনি যদি নতুন করে ব্যবসা করে লাভ করতে চান তাহলে অনেক সময় লাগতে পারে।

তাই, তাড়াতাড়ি লাভ আয় করার জন্য এমন কিছু বিজনেস আইডিয়া বাংলা (business idea in bangla) তে ধারণা দিবো যার মাধ্যমে অনেক কম সময়ে লোকেরা ব্যবসা করে ভালো লাভ আয় করেছে।

দ্রুত ব্যবসায় সফলতা পাওয়ার জন্য আমি আপনাদের এমন ২৫+ ব্যবসার ধারণা (business idea) দিবো যেগুলো সহজে ব্যবসা শুরু করা যাবে।

২৫+ সেরা বিজনেস আইডিয়া বাংলা (business idea in bangla)

আমি নিচে আপনাদের যে বিজনেস আইডিয়া গুলো দিবো সেগুলো আপনারা চাইলে পার্ট-টাইম বা ফুল-টাইম দুই ভাবে করতে পারবেন।

এই ব্যবসা গুলো থেকে প্রথমে আপনাকে লাভ করতে হলে প্রচুর পরিমানে পরিশ্রম করতে হবে এবং সঠিক ভাবে মার্কেটিং করে অবশ্যই কিছু সময় দিতে হবে।

নিচে উল্লেখ করা প্রত্যেকটি ব্যবসা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি। তাই আপনারা ব্যবসা গুলোর সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইন্টারনেটে সার্চ করে জেনে নিবেন।

25+ business idea in bangla | (২৫+ বিজনেস আইডিয়া বাংলা তে জানুন)

তাহলে, চলুন নিচে থেকে আমরা প্রত্যেকটি ব্যবসার সম্পর্কে জেনেনি যেগুলো বর্তমান মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে।

(১) Facebook Ads

ফেসবুক হলো জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, যার মাধ্যমে আপনারা সহজে নিজের বিজনেস, ব্র্যান্ড, প্রাডাক্ট, সার্ভিস, কনটেন্ট গুলো মার্কেটিং করতে পারবেন।

ফেসবুকে সারা বিশ্বের সব দেশের সব বয়সের লোকেরা অধিকাংশ সময় সক্রিয় থাকে। তাই, আপনি যদি Facebook Ads এর মাধ্যমে সঠিক ভাবে ফেসবুক মার্কেটিং করতে পারেন, তাহলে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন।

এমন অনেক লোকেরা বা কোম্পানি রয়েছে যারা নিজের বিজনেস এর প্রচার Facebook ads এর মাধ্যমে করানোর জন্য একজন বিশ্বাসী লোক বা এজেন্সি খুঁজতেছে।

ইউটিউব এবং ইন্টারনেট দেখে আপনি কিভাবে ফেসবুক এডস দিতে হয় সেটা শিখে নিতে পারবেন। 

(২) Social media marketing agency

ফেসবুকের মতো বর্তমানে এমন অনেক গুলো সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে, যেগুলোর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করা সম্ভব।

অনেক কোম্পানি তাদের বিজনেস এর প্রচার করার জন্য এই সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে তাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলো প্রচার করছে।

এখন আপনি যদি একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি খুলে লোকেদের বিজনেস প্রচার বা মার্কেটিং করার কাজ করেন, তাহলে এটা অনেক লাভজনক ব্যবসা হিসাবে প্রমাণিত হবে।

(৩) E-commerce product shop

আধুনিক যুগে অনলাইন ব্যবসা প্রচুর লাভজনক ব্যবসায় হিসেবে প্রমাণীত হয়েছে। এক্ষেত্রে আপনি একটি প্রোডাক্ট সিলেক্ট করে প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে একটি ই-কমার্স সাইট তৈরি করতে পারেন।

আপনি নিজে WordPress ব্যবহার খুব সহজে একটি e-commerce website বানিয়ে নিতে পারবেন। তাছাড়া ৫ থেকে ৭ হাজার টাকা দিয়ে ডেভেলপার থেকে ই-কমার্স সাইট তৈরি করে অনলাইন বিজনেস শুরু করতে পারেন।

আপনি যেকোনো একটি প্রোডাক্ট সিলেক্ট করে ই-কমার্স ব্যবসা শুরু করতে পারলে দ্রুত সময়ে অধিক জনপ্রিয় হওয়ার সম্ভব থাকে।

এমনিতেই এর আগে আমি এই ব্লগে আলোচনা করেছি ই-কমার্স কি সেই সম্পর্কে। আপনারা চাইলে আর্টিকেলটি পড়ে আসতে পারেন।

(৪) Web design agency

এই বিজনেস আইডিয়া সত্যি অনেক আলাদা। কারণ, এই ধরনের ওয়েব ডিজাইন এজেন্সি অনেক কম রয়েছে যারা সঠিকভাবে সঠিক নিয়মে ওয়েবসাইট ডিজাইন করে থাকেন।

বর্তমানে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গুলোর একটি কোম্পানি ওয়েবসাইট প্রয়োজন হয় অনলাইনে সক্রিয় থাকার জন্য।

তাই, এই ওয়েবসাইট তৈরি বা ডিজাইন করার ব্যবসা যদি আপনি শুরু করেন, তাহলে কম সময়ে দ্রুত লাভোবান হতে পারবেন।

(৫) Interior design

বর্তমানে Interior design এর ব্যবসা অনেক জনপ্রিয় ও লাভজনক হিসেবে প্রমাণীত হয়েছে। বর্তমানে যাদের কাছে টাকা রয়েছে তারা নিজের ঘর সাজানোর জন্য বাইরের Interior designer এর সাথে চুক্তি করে।

তাই আপনি Interior design এর টিম তৈরি করে এই ব্যবসা শুরু করতে পারেন। সত্যি বলতে এই ব্যবসা খুবই কম দেখা যায়।

(৬) Catering Business

বিয়ে, বৌভাত, জন্মদিন সহ বিভিন্ন পার্টিতে অনেক লোকেদের খাওয়া ব্যবস্তা করা হয়। এই সব অনুষ্ঠানে আমন্ত্রিত লোকেদের খাওয়নোর জন্য মালিকগণ ক্যাটারিং এর সাথে চুক্তি করে।

আপনি চাই নিজের বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ১২ থেকে ১৫ জনের একটি টিম গঠন করে ক্যাটারিং ব্যবসা শুরু করতে পারেন।

স্কুল কলেজের ছাত্রদের জন্য কোনো ইনভেস্ট ছাড়া একটি লাভজনক ব্যবসায় হলো ক্যাটারিং ব্যবসা।

(৭) Cake Business

কোনো অনুষ্ঠান, জন্মদিন সহ আরো বিভিন্ন পার্টিতে কেক কাটা হয়। তাই আপনি সুন্দর কেক বানাতে পারলে এই ব্যবসা আরম্ভ করতে পারেন। 

কেক বানানোর জন্য আপনাকে তেমন বেশি টাকার প্রয়োজন হয় না কিন্ত এই কেক বিক্রি করে প্রচুর লাভ করা যায়। আপনি এই কাজ নিজের ঘরে বসে করতে পারবেন।

(৮) Tiffin services

আমরা সবাই খাওয়া-দাওয়া করে ভালবাসি। বিশেষ করে যারা চাকরি করে তারা দুপুরে গরম খেতে না পারলে মজা পাই না।

তাই আপনি বিভিন্ন অফিসের চাকরিজীবী দের দুপুরে গরম খাওয়ার (tiffin services) ব্যবস্তা করতে পারেন। এতে আপনি বেশ ভালো টাকা আয় করতে সক্ষম হবেন।

আপনি নিজের ঘরে খাবার বানিয়ে দুপুরে অফিসে টিপিন পাঠানোর ব্যবস্থা করবেন এবং এর বিপরীতে আপনি টাকা পাবেন।

(৯) Tea Cafe Business

যখন আপনাকে চায়ের দোকান দিতে বলবো তখন আপনি নিজেকে হয়তো ছোট মনে হবে। কিন্ত বিষয়টা তেমন না। সারা বিশ্বে সব থেকে অধিক জায়গাতে অধিক পরিমানে চা (tea) খাওয়ানো হয়।

তাই আপনি অল্প পুঁজিতে সামান্য টাকা ইনভেস্ট যেখানে বেশি মানুষের ভীড় থাকে সেখানে একটি চায়ের দোকান দিতে পারেন। আপনি ৫-৬ টি আলদা আলদা রকমের চা তৈরি করবেন।

যখন আপনার কাছে ভিন্ন রকমের চা থাকবে তখন গ্রাহকগণ অধিক আগ্রহ নিয়ে আপনার দোকানে আসবে। তাই সামান্য পুঁজিতে এই ব্যবসা লাভজনক।

(১০) T-shirt Printing

আপনি যদি কম খরচে business idea in bangla খুঁজে থাকেন, তাহলে টি-শার্ট প্রিন্টিং ব্যবসা শুরু করতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে একটি টি-শার্ট প্রিন্টিং মেশিন কিনতে হবে।

এরপর আপনাকে কিছু টি-শার্ট কিনতে হবে পাইকারি মূল্যে কিনতে পারবেন। এবার সুন্দর ছবি, লেখা, কোম্পানি লোগো ইত্যাদি টি-শার্টে প্রিন্ট করতে দিয়ে সেগুলো বাজারে বা অনলাইনে বিক্রি করুন।

আপনাকে টি-শার্ট ডিজাইনের মাধ্যমে দারুণ একটি বিজনেস আইডিয়া বাংলা (business idea in bangla) সম্পর্কে জানিয়ে দিলাম।

(১১) Online Class

বর্তমানে করোনা ভাইরাসের কারণে স্কুল, কলেজ সব বন্ধ। এক্ষেত্রে অনলাইন ক্লাসের গুরুত্ব ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ছাত্র ছাত্রীরা এখন ঘরে বসে অনলাইন লাইভ ক্লাস করতে চাচ্ছেন। এখন আপনি যদি কোনো বিষয়ে ক্লাস করাতে পারেন, তাহলে এই ব্যবসা শুরু করতে পারেন।

এর জন্য আপনার একটি ভালো ল্যাপটপ ও ইন্টারনেট কানেকশন প্রয়োজন প্রয়োজন হবে। এই ব্যবসা আপনি পার্ট-টাইম হিসেবে ও শুরু করতে পারেন।

(১২) Online Course Sell

আপনি যদি কোনো বিশেষ বিষয় সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকে তাহলে সেই বিষয় ভিডিও কোর্স তৈরি করে বিক্রি করতে পারবেন। একই ভিডিও কোর্স গুলো আপনি নতুন নতুন গ্রাহকের কাছে বার বার বিক্রি করতে পারবেন।

এই কোর্স গুলো অনলাইনে বিক্রি করার জন্য আপনাকে বিভিন্ন মাধ্যমে গ্রাহক খুঁজতে হবে। এর জন্য আপনাকে paid ads এর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে বিঙ্গাপন দিতে হবে।

আপনাকে এমন বিষয়ে ভিডিও কোর্স তৈরি করতে হবে যেন লোকেদের সেই বিষয় চাহিদা থাকে। একবার এই ব্যবসা বুঝে গেলে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।

(১৩) Photography Business

আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন বা ছবি তুলতে ভালো পারেন, তাহলে আজই শুরু করে দিন professional photography business.

এক্ষেত্রে আপনার একটি DSLR Camera থাকতে হবে এবং ফটো এডিটিং এর কাজ সম্পর্কে কিছুটা জ্ঞান থাকতে হবে। আপনি বিভিন্ন পার্টি, জন্মদিন, বিয়ে সহ অন্যান্য অনুষ্ঠানে চুক্তি হিসেবে ফটোগ্রাফি করে টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়া, বর্তমানে অনেক সুন্দর সুন্দর ছবি গুলো আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন। অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায়।

ছবি বিক্রি করার জনপ্রিয় সাইট হলো –

(১৪) Ice-cream Business

Ice-cream খেতে আমরা ছোট-বড় সবাই পছন্দ করি। বিশেষ করে গরমের দিনে Ice-cream ব্যবসা কিন্ত একটি লাভজনক ব্যবসায় হিসেবে প্রমাণিত।

আপনি একটি ছোট দোকান নিয়ে সেখানে বিভিন্ন রকমের আলদা আলদা Ice-cream বিক্রি করতে পারেন। এর জন্য আপনাকে ভালো একটি জায়গা নির্ধারণ করতে করতে হবে। যেমন – স্কুল, কলেজ।

অনেক কম পুঁজিতে আপনি চাইলে আইসক্রিম ব্যবসা শুরু করতে পারবেন।

(১৫) Computer Training Center

ছাত্র ছাত্রীদের থেকে শুরু করে চাকরিজীবী দের ক্ষেত্রেও কম্পিউটার শেখা গুরুত্বপূর্ণ। তাই ছোট বড় সকলে কম্পিউটার শিখে নিতে চাই। 

তাই এই সুযোগ কাজে লাগিয়ে আপনি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলতে পারেন এবং কম্পিউটার শিখানোর মাধ্যমে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।

এই ব্যবসাতে সফলতা অর্জনের জন্য প্রথমে আপনাকে একটি ভালো জায়গা সিলেক্ট করে কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু করতে হবে। আপনি চাইলে ভালো একজন কম্পিউটার এক্সপার্ট শিক্ষক রাখতে পারেন।

(১৬) Network Marketing

পার্ট-টাইম বিজনেস গুলোর মধ্যে জনপ্রিয় একটি ব্যবসা হলো network marketing, যেটা বর্তমানে প্রচুর পরিমানে লোকেরা করছেন। এই বিজনেসকে আবার referral marketing business বলা হয়ে থাকে।

এই ব্যবসা করার জন্য আপনি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত হয়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিস গুলো অন্যান্য লোকেদের কাছে বিক্রি করিয়ে তাদেরও এই ব্যবসাতে যুক্ত করতে হবে।

এই ব্যবসাতে ইনকাম করার পাশাপাশি আপনি কিছু পরিমানে কমিশন পাবেন। ইন্টারনেটে সার্চ করে এই ব্যবসার ব্যাপারে জেনেনিন।

(১৭) Bag Making

কাপড়ের ব্যাগ, leather, plastic সব সময় আমাদের কাজে লাগে। সব ধরনের ব্যাগের চাহিদা লোকেদের সব সময় রয়েছে। অনেক কম টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন।

ব্যাগ তৈরি করার জন্য আপনাকে মেশিন এবং যেসব সামগ্রী প্রয়োজন হবে, সেগুলো বাজারে পেয়ে যাবেন। আপনার হাতে যদি সময় থাকে তাহলে একনই এই ব্যবসা শুরু করতে পারেন।

(১৮) Blogging Business

আপনি যদি অনলাইন কাজ করে টাকা ইনকাম করতে চান, তাহলে ব্লগিং করুন। কারণ, ব্লগিং করে ভালো পরিমানে ইনকাম করা সম্ভব।

আমি নিজেই ঘরে বসে full-time professional blogging করছি এবং ভালো পরিমানে ইনকাম করছি।

ব্লগিং শুরু করার জন্য আপনাকে বেশ কিছু বিষয়ে শিখতো হবে। ১ থেকে ২ মাসের মতো সময় নিয়ে আপনি ব্লগিং শিখে নিতে হবে।

আপনি চাইলে পার্ট-টাইম বা ফুল-টাইম হিসেবে ব্লগিং করে টাকা ইনকাম করতে পারবেন।

(১৯) YouTube Channel

ব্লগিং এর মতো ইউটিউব চ্যানেল তৈরি করে সারা বিশ্বের প্রচুর লোকেরা অনলাইন বিজনেস করছেন। বর্তমানে ইউটিউব চ্যানেল থেকে টাকা টাকা ইনকাম করাটা অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।

আপনার যে বিষয় ভালো জ্ঞান রয়েছে সেই সম্পর্কে ভিডিও বানিয়ে ইউটিউব আপলোড করতে পারেন। ধীরে ধীরে আপনার চ্যানেলে যখন ১ হাজার সাবস্ক্রাইব এবং ৪ হাজার ঘন্টা ওয়ার্চ টাইম হবে, তখন আপনি Google AdSense থেকে টাকা ইনকাম করতে পারবেন।

(২০) Fast Food Stall

আপনি চাইলে যেকোনো ধরনের ফাস্ট ফুডের দোকান দিয়ে ভালো পরিমানে ইনকাম করতে পারবেন। লোকেরা চপ, ঘুগনি, পকোড়া ইত্যাদি খেতে অনেক পছন্দ করে।

এই ধরনের ব্যবসা করার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে তৈরি করা খাবারে যেন স্বাদ থাকে। তারপর একটি ভালো জায়গা দেখে দোকান দিতে পারেন। বাজার, স্কুল, কলেজ ইত্যাদি ভিড় জায়গা দোকানের জন্য নির্ধারণ করবেন।

(২১) Fitness / GYM Training Club

আমরা সবাই সুস্থ এবং শরীর ফিট রাখতে চাই। তাই আমাদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত gym এ গিয়ে শরীর ফিট রাখার চেষ্টা করেন।

বর্তমানে আধুনিক যুগে আপনি যদি একটি gym club চালু করতে পারেন, তাহলে কিন্ত বেশ লাভবান হবেন। তবে, এই ব্যবসাতে প্রচুর পরিমানে ইনভেস্ট করতে হবে।

(২২) Driving Center / School

আমাদের সকলের ইচ্ছা থাকে একটি car বা bike কেনার। তাই অধিকাংশ লোকেরা car বা bike কেনার আগে ড্রাইভিং শিখে নিতে চাই।

এমন অনেক লোকেরা আছেন যারা car বা bike driving শেখার জন্য টাকা দিতেও রাজি থাকেন। তাই আপনি একটি ড্রাইভিং সেন্টার বা স্কুল খুলতে পারেন। যেখানে গাড়ি চালানোর বিনিময়ে টাকা ইনকাম করতে পারবেন।

(২৩) Doll Business

কোনো ভিড় থাকা বা জমজমা জায়গাতে আপনি ছোট একটি পুতুলের দোকান দিয়ে পুতুল বিক্রি করতে পারবেন। এই ধরনের পুতুলের দোকান গুলো খুবই কম দেখা যায়।

লোকেরা তাদের বাড়ির ছোট বাচ্চাদের জন্য উপহার হিসেবে পুতুল কিনে থাকেন। এই ব্যবসা অনেক কম টাকা খরচ করে শুরু করা যাবে।

তাই আপনার পুঁজি যদি কম হয়ে থাকে, তাহলে এই বিজনেস আইডিয়া বাংলা / business idea in bangla কাজে লাগতে পারেন।

(২৪) Gaming Parlour Business

বর্তমান সময়ের বাচ্চারা গেম খেলতে পছন্দ করেন। কিন্ত অনেক টাকার অভাবে নিজের ঘরে গেমিং কনসোল কিনতে পারেন না।

এখন আশে-পাশে যদি একটি গেমিং পার্লার থাকে, তাহলে বাচ্চারা অবশ্যই সেখানে গিয়ে গেম খেলবে। এই সুযোগ কাজে লাগিয়ে আপনি গেমিং পার্লার বিজনেস শুরু করতে পারেন।

এই ব্যবসাতে লাভের সুযোগ রয়েছে প্রচুর পরিমানে। ৩০ মিনিট গেম খেললে ৫০ টাকা এবং ১ ঘন্টা গেম খেললে ১০০ টাকা নিতে পারবেন। মোট কথা আপনি লাভ রেখে দাম ঠিক করবেন।

(২৫) Android Apps Making Business

ওয়েবসাইট তৈরি করার মতো আপনি বিভিন্ন ধরনের অ্যাপ তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন। বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইটের সাথে একটি অ্যাপ (apps) বানিয়ে নিতে চাই।

তাই আপনি যদি একটি অ্যাপ বানানো এজেন্সি তৈরি করেন এবং সেখানে ১-২ জন দক্ষ অ্যাপ ডেভেলপার রাখেন, তাহলে এই ব্যবসা দিয়ে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব।

তাছাড়া, অ্যাপ তৈরি করার পরে সেগুলো google play store পাবলিশ করার জন্য আলদা চার্জ নিতে পারবেন।

(২৬) Mobile Accessories Business

আধুনিক যুগে আমরা প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করি। আর স্মার্টফোনের ক্ষেত্রে আমরা অনেক বেশি এক্সেসরিজ গুলো কিনে ব্যবহার করে থাকি।

এই এক্সেসরিজ গুলোর মধ্যে অন্যতম হলো – মোবাইলের ব্যাক কভার, হেডফোন, ডাটা কেবল, ওটিজি (OTG) কেবল ইত্যাদি। 

তাই কম টাকা ইনভেস্ট করে যদি লাভজনক ব্যবসা করতে চান, তাহলে মোবাইল এক্সেসরিজ ব্যবসা শুরু করুন।

শেষ কথা

আজকের আর্টিকেলে যে বিজনেস আইডিয়া বাংলা – business idea in bangla গুলো নিয়ে কথা বলেছি আশাকরি সেগুলো আপনাদের ভালো লাগছে।

উপরে যে নতুন বিজনেস আইডিয়া গুলো শেয়ার করেছি সেগুলো আপনারা চাইলে ফুল-টাইম বা পার্ট-টাইম হিসাবে করতে পারবেন।

এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন জানতে চাইলে বা কোনো পরামর্শ নিতে চাইলে নিচের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।

শেষে, লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap