ySense দ্বারা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়

আপনি যদি অনলাইনে আয় করার সহজ উপায় খুঁজছেন, তাহালে ySense ওয়েবসাইট আপনার কাজে আসবে। (ySense দ্বারা অনলাইন ইনকাম)

বর্তমানে ySense হলো অনেক জনপ্রিয় একটি অনলাইন ইনকাম সাইট যেটা অনেকে ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক ভাবে টাকা ইনকাম করতে পারি। (How to make money with ySense)

কিন্ত, paid survey করে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করে এই ওয়েবসাইট থেকে মূলত ইনকাম করা হয়। আপনিও যদি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে চান?

তাহালে চিন্তা করবেন না, কারণ আজকের আর্টিকেলের মাধ্যমে বলবো কিভাবে Ysense দ্বারা অনলাইনে ইনকাম করা যায় সেটা সম্পর্ন বিষয়ে।

অনেকে আছেন যারা ySense এর affiliate program এবং paid survey গুলো সম্পর্ন করে  মাসে $১৫০ থেকে $২৫০ ডলার পর্যন্ত আরামে আয় করছে। এই ওয়েবসাইটটি প্রায় ১০ বছরের পুরোনো যেটার পূর্বের নাম ছিলো clixCsense.

যারা ySense ব্যবহার করে ইনকাম করেছে তারা রিভিউ দিয়েছেন যে-

  • ySense একটি জনপ্রিয় এবং বিশ্বষী সাইট যেখানে সঠিক সময় পেমেন্ট দিয়ে থাকে।
  • তাদের সার্পোট টিম অনেক ভালো, যেকোনো সমস্যতে তারা আপনাকে সাহায্য করবে।
  • বিভিন্ন দেশে অনেকে আছেন যারা ySense affiliate program থেকে প্রচুর পরিমানে ইনকাম করছে।
  • আপনি ySense forum এর মধ্যে থাকা মানুষের থেকে অনেক সুনাম শুনে থাকবেন।

আপনি যদি অনলাইনে টাকা ইনকাম করার উপায় খুঁজে থাকেন তাহালে ySense এর বিষয়ে নিচে থেকে সম্পর্ন বিষয়ে জেনে নিন। কারণ, আমি নিচে বলে দিবো ySense কি এবং কিভাবে এর মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

মনে রাখবেন, অনলাইনে টাকা ইনকাম করার সাইট গুলো থেকে আপনারা প্রচুর ইনকাম করতে পারবেন যদি আপনি সঠিক ভাবে কাজ করেন।

ySense দ্বারা অনলাইনে আয় করার উপায়

ySense ব্যবহার করে অনলাইনে টাকা ইনকাম করার অনেক গুলো উপায় রয়েছে যার মধ্যে মূলত দুইটি উপায় লাভজনক। তবে চিন্তা করবেন না প্রতিটা উপায় আমি আপনাদের বলে দিবো।

কিন্ত, তার আগে চলুন জেনে আসি কিভাবে ySense account তৈরি করা যায়।

কিভাবে ySense account তৈরি করবেন?

আপনারা মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে খুব সহজে ySense account তৈরি করতে পারবেন। আর সহজে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের ধাপ গুলো অনুসারণ করুন।

ধাপ- ১. প্রথমে আপনাকে এই ySense signup link ব্যবহার করে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

ধাপ- ২. ওয়েবসাইটে প্রবেশ করার পরে প্রথম পেজে আপনি দেখতে পাবেন signup for FREE and start earning লেখার নিচে Email বক্সে নিজের email id এবং তার নিচের বক্সে password দিয়ে join now অপশনে ক্লিক করুন।

ধাপ- ৩. Join now অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি registration form দেওয়া হবে। সেই ফর্মে আপনার Fast Name এবং Last Name দিয়ে Next step অপশনে ক্লিক করুন।

ধাপ- ৪. শেষ পেজে আপনাকে একটি username দেওয়ার জন্য বলা হবে। আপনি নিজের মনে রাখার তো একটি username দিয়ে নিচে থাকা complete button অপশনে ক্লিক করুন।

আপনার ySense account তৈরি করার কাজ সম্পর্ন হয়েছে। এবার আপনাকে dashboard এর মধ্যে redirect করে দেওয়া হবে।

তবে, এখনো আপনার account setup প্রক্রিয়া সম্পর্ন হয়নি। আপনি যদি ySense account থেকে অনলাইনে টাকা আয় করতে চান তাহালে email id অবশ্যই verify করতে হবে। এবার আপনার Ysense account সম্পর্ন ভাবে এক্টিভ হয়ে যাবে।

ySense থেকে অনলাইনে আয় করার জন্য প্রথমে কি করতে হবে?

নিজের email id verify করার পরে আপনাকে বলা হবে profile update করার জন্য। profile update করার জন্য আপনাকে $.05 ডলার দেওয়া হবে। আপনি সরাসরি profile (unlock survey) এর মধ্যে ক্লিক করে নিজের প্রোফাইল আপডেট করতে পারবেন।

এবার আপনার সামনে paid survey খুলে দেওয়া হবে। এই paid survey থেকে আপনারা ভালো পরিমানে ডলার ইনকাম করতে পারবেন। এখানে পেইড সার্ভে গুলো সম্পর্ন করতে ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগবে।

এই পেইড সার্ভে গুলো করে আপনারা কম পক্ষে $.৫২ থেকে $৯.১৪ ডলার আয় করতে পারবেন। এছাড়া কিছু পেইড সার্ভে গুলোর বিপরীতে আপনাকে এর চেয়ে বেশি পরিমানে টাকা দিতে পারেন।

ySense দ্বারা কিভাবে অনলাইনে ইনকাম করা যাবে?

আপনারা যখন ঘরে বসে অনলাইন ইনকাম করার কথা চিন্তা করবেন, তখন ySense হবে আপনাদের জন্য সেরা লাভজনক ও জনপ্রিয় অনলাইন ইনকাম সাইট। কারণ এখানে আপনারা এখানে বিভিন্ন উপায় ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবেন।

এই থেকে কিভাবে টাকা আয় করবেন তার প্রত্যেকটি উপায় নিচে আমি বলে দিচ্ছি, তার জন্য আপনারা সম্পর্ন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

Paid survey

আপনি যদি ঘরে বসে টাকা ইনকাম করার কথা ভাবেন তাহালে online paid survey বর্তমানে অনেক জনপ্রিয় একটি মাধ্যম। এর জন্য আপনাকে কেবল কিছু paid survey website গুলোতে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনাকে প্রচুর পরিমানে সার্ভে দেওয়া হবে যেগুলো সঠিক ভাবে সম্পর্ন করলে আপনাকে টাকা দেওয়া হবে। আসলে ySense হলো এমন একটি ওয়েবসাইট বিভিন্ন survey গুলো সম্পর্ন করার বিপরীতে টাকা দেওয়া হয়।

আপনি এখান থেকে প্রতিটি survey সম্পর্ন করার বিপরীতে প্রায় $০.৫ থেকে $৯ ডলার বা তার বেশি ইনকাম করতে পারবেন। আপনি প্রতিদিন survey করে এবং অন্যান্য নেটওয়ার্ক এর সার্ভে গুলো করে ইনকাম করতে পারবেন।

আপনি নিজের ySense dashboard থেকে survey এর মধ্যে ক্লিক করলে survey গুলো দেখতে পাবেন। এর জন্য আপনি প্রতিদিন অ্যাকাউন্টে লগইন করুন এবং নতুন সার্ভে গুলো সম্পর্কে দ্রুত জানুন।

Cash offer

আপনি এই ওয়েবসাইট থেকে cash offer গুলো সম্পর্ন করে ইনকাম করতে পারবেন। offer চেক করার জন্য Offer এ ক্লিক করে বিভিন্ন ধরনের আলদা আলদা offer গুলো দেখতে পাবেন।

এই offer গুলোতে আপনাকে আবার বিভিন্ন ধরনের কাজ করতে বলা হতে পারে। যেমন- services বা products গুলো কেনা, নতুন app download করা, website গুলোতে signup করা, videos দেখা ইত্যাদি।

প্রত্যেক offer গুলো সম্পর্ন করার করার বিপরীতে আপনাকে প্রায় $১ থেকে $৫ ডলার বা তার বেশি পরিমানে ইনকাম করতে পারবেন। আপনি কত offer এর কাজ করছেন সেটা সেটা নিজেও দেখতে পারবেন।

Affiliate / Referrals income

ySense দ্বারা ইনকাম করার জন্য সব থেকে সেরা উপায় হলো Affiliate marketing / Referrals করে ইনকাম করা। আপনি যদি অন্যদের এই platform এ join করিয়ে দিতে পারেন তাহালে lifetime referral commission থেকে আয় করতে পারবেন।

এখানে মানুষের সর্বচ্ছ ইনকাম হচ্ছে affiliate program বা referral দ্বারা। আপনি নিজের referral link সরাসরি dashboard এর মধ্যে দেখতে পারবেন। যখন আপনি নিজের referral link দিয়ে অন্য কোনো ব্যাক্তিকে join করাবেন, তখন থেকে referral commission income করতে থাকবেন।

এখানে আপনি refer করে দুইটি ভাবে commission এর মাধ্যমে আয় করতে পারবেন-

১. Signup Commission – কোনো ব্যাক্তি যদি আপনার referral link দিয়ে ySense account তৈরি করে তাহালে আপনি $০.১ থেকে $০.৩ ডলার ইনকাম হবে। তাছাড়া যখন সেই ব্যাক্তি $৫ ডলার আয় করবেন তখন আপনাকে দেওয়া হবে $২ ডলার।

২. Activity Commission – refer করা ব্যাক্তিদের survey, cash offer বা task ইত্যাদির মাধ্যমে হওয়া ইনকাম থেকে ২০% হারে সারা জীবন ইনকাম পেতে থাকবেন। তবে, মনে রাখবেন সেই ব্যাক্তির ইনকাম কিন্ত কমবে না। সহজে বলতে গেলে তার ইনকাম কেটে নেওয়া হবে না।

উদাহরণ,

মনে করুন, আপনি ৩০ জন ব্যাক্তিকে নিজের referral link থেকে ySense join করিয়েছেন। এখন ঔ ৩০ জন ব্যাক্তি যদি মাসে $৫০০ ডলার ইনকাম করেন তাহালে আপনি ২০% হিসাবে $১০০ ডলার referral income হিসাবে আয় করতে পারবেন।

তাছাড়া, আপনি যদি আরো বেশি পরিমানে মানুষকে referral করাতে পারেন তাহালে কমিশন বেড়ে ৩০% হওয়ার সুযোগ রয়েছে। এজন্য আপনার রেফার লিংক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।

ySense থেকে কিভাবে টাকা তুলবেন?

চিন্তা করবেন না ySense দ্বারা অনলাইন ইনকাম করার টাকা আপনি অনেক সহজে তুলতে পারবেন। কারণ, এখানে টাকা তোলার জন্য অনেক গুলো উপায় রয়েছে। আপনার অ্যাকাউন্টে যখন বেশি পরিমানে টাকা জমা হয়ে যাবে তখন আপনি টাকা তুলতে পারবেন।

ইনকাম করা টাকা তোলার জন্য আপনাকে cashout অপশনে যেতে হবে। এবার আপনি টাকা তোলার জন্য কিছু জনপ্রিয় পেমেন্ট অপশন গুলো দেখতে পাবেন। আমি নিচে সেরা পেমেন্ট অপশন গুলোর নাম বলেছি। যেমন-

  • Paypal
  • payoneer
  • skrill

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম ySense দ্বারা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করতে হয়। আশাকরি আমার এই ySense bangla review আর্টিকেলটি আপনার পছন্দ হয়েছে। তাই এখনি ySense Join করুন এবং মাসে পার্ট-টাইম হিসাবে ঘরে বসে ভালো পরিমানে ইনকাম করুন।

নোটঃ বন্ধুরা আমি নিজে কখনো ySense ব্যবহার করে টাকা ইনকাম করেনি। তাই এই সম্পর্ন আর্টিকেলটি ইন্টারনেটের বিভিন্ন রিভিউ দেখে লিখেছি। আর আমি নিজেও উৎসাহিত ভাবে একটি ySense account তৈরি করেছি।

আমার লেখা সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে তাহালে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফার্ম গুলো শোয়ার করুন। ধন্যবাদ

8 thoughts on “ySense দ্বারা কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়”

  1. এখানে ইনকাম কি হালাল হবে?
    হালাল উপায়ে অনলাইনে কিভাবে উপার্জন করা যায়?

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap