কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলব? আজকে আমি আপনাকে এই আর্টিকেলের মাধ্যমে জানবো সেই প্রক্রিয়া গুলো। বর্তমানে ইন্টারনেট থেকে টাকা আয় করার প্রচলন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এক্ষেএে ফ্রিল্যান্সিং (freelancing) অনেক লাভজনক ও কার্যকর মাধ্যম হিসাবে প্রমাণিত হয়েছে।
বর্তমানে মানুষরা নিজের ঘরে বসে বা যেকোনো জায়গা থেকে নিজের ইচ্ছা মতো কাজ করছে। কোনো চাকরির চিন্তা না করে freelancing এর মাধ্যমে unlimited income করছে মানুষরা। এজন্য এমন অনেকে রছেয়ে যারা নিজে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে।
তারা এই মনে করে নিজের ঘরে বসে আসে কিভাবে ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবো। চিন্তা করবেন না কারণ, আজকে এই আর্টিকেলের মাধ্যমে আপনাকে বলবো ফ্রিল্যান্সিং একাউন্ট খুলার সম্পর্ন প্রক্রিয়া সম্পর্কে।
আসলে ফ্রিল্যান্সিং একাউন্ট তৈরি করার জন্য আমাদের কাছে ভালো ভালো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে। যার মাধ্যমে আপনি একটি ফ্রিল্যান্সিং একাউন্ট খুলতে পারবেন। আজকে আপনাকে শিখাবো ফ্রিল্যান্সার ডট কম (freelancer.com) নামের ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে কিভাবে একাউন্ট তৈরি করতে হয়।
(How to create a freelancer account in bangla) তবে, freelancer একাউন্ট তৈরি করার আগে জেনে আসি freelancer.com এবং freelancing এর সাথে জড়িত সকল তথ্যা গুলো সম্পর্কে।
Freelancing কি?
Freelance বা freelancing, করা সেই ব্যাক্তিদের বলা হয় যারা স্থায়ীভাবে কোনো চাকরি করে না। যারা self-employed হিসাবে কাজ করে জীবনযাপন করছে। আসলে freelancing কাজে বা চাকরিতে আমরা কোনো দীর্ঘমেয়াদী কাজে জড়িত থাকি না।
এজন্য তাদের কোনো বস (boss) বা কোম্পানির কর্মচারী হয়ে কাজ করতে হয় না। মূলত ফ্রিল্যান্সাররা নিজে work experience, skills, knowledge ইত্যাদি মাধ্যমে বিশেষ কিছু কাজ করে। এবং বলতে গেলে তারা যে কাজ গুলো করে সেই কাজের বিয়ষে বিশেষজ্ঞ (expert)
একজন ফ্রীল্যান্সার হিসাবে আপনি নিজের জানা কাজ গুলো অন্য কোনো ব্যাক্তি বা কোম্পানির সাথে চুক্তি হিসাবে করতে পারবেন। এবং কাজ শেষ করে দেওয়া পরে আপনি চুক্তি হিসাবে কাজের বিনিময়ে টাকা আদায় করে নিতে পারবেন।
হয়তো আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে একজন ফ্রীল্যান্সার হিসাবে কি কি কাজ করতে পারবেন? কি তাই তো?
মনে রাখবেন, একজন ফ্রিল্যন্সার হিসাবে আপনি সেই সমস্ত কাজ গুলো করতে পারবেন যে কাজ গুলোর ফ্রিল্যন্সার মার্কেটপ্লেস এ চাহিদা রয়েছে। আর ফ্রীল্যান্সার হিসাবে করতে পারা কাজের কোনো সীমাবদ্ধ নেই।
Freelancer.com কি?
ফ্রিল্যন্সারদের কাজ করার জন্য অনলাইনে অনেক ভালো ভালো মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে freelancer.com অনেক জনপ্রিয় ও ট্রাস্টেড মার্কেটপ্লেস।
এখানে হাজার হাজার Freelancer রা তাদের নিজের একটি free account তৈরি করে বিভিন্ন ধরনের কাজ পেয়ে যান। মানে একজন freelancer হিসাবে account তৈরি করে অনলাইনে কাজ খুঁজে সেকাজ গুলো করে টাকা আয় করতে পারবেন।
আবার, আপনি একজন client হিসাবে এখানে account তৈরি করে freelancers দের দ্বারা টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিতে পারবেন।
সহজ ভাবে বললে, Freelancer ওয়েবসাইট হলো এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি নতুন নতুন স্কিল, আইডিয়, ট্যালেন্ট নিয়ে কাজ কার মানুষদের পাবেন।
আসলে এই অনলাইন মার্কেটপ্লেস এ বিভিন্ন talent, skills, ideas নিয়ে কাজ করা freelancers এবং কাজ করানোর জন্য আগ্রহী ক্লায়েন্ট (clients) দের মধ্য সংযোগ স্থাপন হয়।
Freelancer.com ওয়েবসাইটটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে যেখানে আপনি এই ওয়েবসাইটের উপর সম্পর্ন বিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া এই ফ্রিল্যন্সার মার্কেটপ্লেস প্রায় ৬ বছরের ও বেশি সময় সক্রিয় রয়েছে।
কেন আমি ফ্রিল্যন্সার একাউন্ট বানাবো?
আসলে কেন একটি ফ্রীল্যান্সার একাউন্ট বানাবো সেই প্রশ্নের উত্তর কিন্ত আপনি আগেই জেনে গেছেন। আপনার মধ্যে যদি কোনো বিশেষ skills, talent থাকে তাহালে সেগুলো ব্যবহার করে আপনি অন্য মানুষদের কাজ গুলো করতে পারবেন।
এজন্য আপনার অবশ্যই একটি freelancer account খুলে সেখানে কাজ খুজা প্রয়োজন। এতে আপনি নিজের কাজ গুলো করে ঘরে বসে টাকা আয় করতে পারবেন। তবে, এই কাজ আপনি ফুল-টাইম বা পার্ট-টাইম যেকোনো মাধ্যমে করে পারবেন।
freelancer website এ সারা বিশ্বের অসংখ্য মানুষরা তাদের বিভিন্ন ধরনের কাজ গুলো করানোর উদ্দেশ্যে আসেন। তাই আপনার মধ্যে যে skills বা knowledge গুলো রয়েছে সেগুলো কাজে লাগিয়ে প্রচুর পরিমানে কাজ পাওয়ার সম্ভবনা রয়েছে।
ফ্রিল্যন্সার মার্কেটপ্লেসে কি কি কাজ পাওয়া যাবে?
আসলে এই অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যাবে যেগুলো সম্পর্নভাবে বলা সম্ভব না। কারণ আমি আগেই বলেছি সারা বিশ্ব থেকে মানুষরা এখানে কাজ করানোর উদ্দেশ্যে freelancers দের খুঁজে থাকে।
এজন্য সেই আলদা আলদা মানুষের আলদা আলদা রকমের কাজ নিয়ে এই মার্কেটপ্লেসে আসে। তবে, আমি এই প্লাটফর্ম এর অধিক করানো কাজ এবং জনপ্রিয় কাজ গুলো হলো –
- Graphic design
- Logo design
- Digital marketing
- WordPress
- Content writing
- Web development
- App development
- Android development
- HTML, Java, CSS
- Video editing
- Branding
- Web design
- Server management
- Professional video creation
উপরের কাজ গুলো ছাড়াও আরো হাজার হাজার রকমের কাজ রয়েছে এই freelancer.com মার্কেটপ্লেস ওয়েবসাইটে।
কিভাবে ফ্রিল্যান্সার একাউন্ট খুলবো?
তাহালে চলুন নিচে থেকে জেনে আসি ফ্রিল্যন্সার ওয়েবসাইটে গিয়ে কিভাবে নিজের জন্য একটি ফ্রিল্যান্সিং একাউন্ট খুলবো।
এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে freelancer.com এই ওয়েবসাইটে। সেখানে গিয়ে নিচের দেওয়া ধাপ গুলো অনুসারন করে আপনি ফ্রি ফ্রিল্যান্সার একাউন্ট তৈরি করতে পারবেন।
ধাপ- ১ঃ Freelancer.com ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি প্রথম পেজে Earn money freelancing নামে একটি লিংক দেখতে পাবেন। এই লিংকে ক্লিক করার পরে একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য ফর্ম পাবেন।
ধাপ- ২ঃ এবার আপনি একটি sign up পেজ দেখতে পাবেন। সেখানে দুইটি ভাবে ফ্রিল্যান্সার একাউন্ট তৈরি করতে পারবেন।
- নিজের Facebook account ব্যবহার করে।
- নিজর Email id ব্যবহার করে।
তবে, আমি আপনাকে পরামর্শ দিবো নিজের ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট তৈরি করার জন্য। এজন্য আপনাকে যা করতে হবে –
- প্রথমে বক্সে গিয়ে নিজের ইমেইল আইডি লিখুন।
- দ্বিতীয় বক্সে গিয়ে পাসওয়ার্ড দিবেন।
- এবার আপনি I agree to Freelancer user agreement and privacy policy অপশনে ক্লিক করুন।
- শেষে নিচে থেকে Join Freelancer অপশনে ক্লিক করুন।
ধাপ- ৩ঃ এবার আপনাকে username দিতে বলা হবে। নাম দেওয়ার পরে Suggestions এ আপনাকে কিছু username দেখাবে, আপনি চাইলে সেখান থেকে একটা সিলেক্ট করতে পারবেন। সঠিক ভাবে username সিলেক্ট করে নিচে থাকা Next বাটুনে ক্লিক করুন।
ধাপ- ৪ঃ এবার আপনাকে একাউন্টের প্রকার বেছে নিতে হবে। আপনি যদি টাকা আয় করার জন্য freelancer account তৈরি করতে চান তাহালে I want to work অপশনে ক্লিক করুন।
আর যদি অন্য freelancers দের দিয়ে টাকার বিনিময়ে কাজ করানোর উদ্দেশ্যে account তৈরি করতে চান তাহালে I want to hire অপশনে ক্লিক করুন। আপনি যেহেতু কাজ করতে চান সেহেতু I want to hire অপশনে ক্লিক করুন।
ধাপ- ৫ঃ আপনার একাউন্ট সাইন আপ করার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এবার আপনাকে একটি পেজ দেখাবে যেখানে আপনি নিজের স্কিল (skills) গুলো সিলেক্ট করতে পারবেন।
মানে আপনি কি কি কাজ জানেন এবং কি কি কাজ করে টাকা আয় করতে চান, সেই কাজ গুলো সিলেক্ট করুন। মনে রাখবেন এখানে আপনি যে কাজ গুলো সিলেক্ট করবেন সেই হিসাবে ফ্রিল্যান্সার এর তরফ থেকে প্রজেক্ট (projects) গুলো দেখানো হবে।
আপনি নিজে যে সকল কাজ গুলো জানেন সেই কাজ গুলো সিলেক্ট করে নিচে থাকা Next Step অপশনে ক্লিক করুন।
ধাপ- ৬ঃ এবার আপনাকে একটি পেজ দেখানো হবে, সেখানে আপনার profile এর সাথে জড়িত সকল details দিতে বলা হবে যেমন –
- প্রথমে আপনাকে একটি প্রোফাইল পিকচার আপলোড করতে হবে।
- এবার আপনার সম্পর্ন নাম দিতে হবে।
- এরপরে আপনি কি কি ভাষা জানেন সেই ভাষা গুলো সিলেক্ট করতে হবে।
- শেষে আপনাকে কাজের experience বিষয়ে বলে দিতে হবে।
- সব শেষে নিচে থাকা Next Step বাটুনে ক্লিক করন।
ধাপ- ৭ঃ এবার আপনাকে payment method যুক্ত করে সেটাকে verify করার জন্য বলা হবে। এখানে আপনি Credit / debit card বা PayPal account ব্যবহার করার জন্য বলা হবে। তবে, এই কাজ গুলো আপনি পরেও করতে পারবেন। এজন্য নিচে থাকা Skip for now বাটুনে ক্লিক করুন।
ধাপ- ৮ঃ এবার আপনাকে একটি Promotion পেজ দেখানো হবে। মানে কিছু টাকা দিয়ে freelancer ওয়েবসাইটের তরফ থেকে plus membership নিয়ে থাকে। কিন্ত আপনি যেহেতু নতুন সেহেতু নেওয়ার প্রয়োজন মনে করছি না। এজন্য skip for now অপশনে ক্লিক করুন।
আপনার freelancer account তৈরি করা সম্পর্ন হয়ে গেছে। আমি আশাকরি কিভাবে ফ্রিল্যান্সার একাউন্ট খুলবো এই প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছেন। এবার আপনাকে যে প্রজেক্ট বা কাজ গুলো করতে চান সেগুলোতে ক্লিক করে বিড (bid) করতে হবে।
একাউন্ট তৈরি করার পরে কি কি হবে?
Freelancer account তৈরি করার পরে আপনাকে নিচের কাজ গুলো অবশ্যই করতে হবে। যে কাজ গুলো না করলে আপনি কোনো ধরণের প্রজেক্ট (project) এ বিড দিতে পারবেন না।
- প্রথমে ইমেইল আইডি দিয়ে একাউন্টটি ভেরিফাই করতে হবে। আপনি যে মেইল দিয়ে freelancer account খুলছিলেন, সেই মেইল ইনবক্স এ আসা লিংক দিয়ে ভেরিফাই করে নিন।
- আপনার নিজের মোবাইল নংবার দিয়ে একাউন্ট verify করে নিন।
- এবার নিজের প্রোফাইলের মধ্যে গিয়ে পূর্ণ ঠিকানা যুক্ত করুন।
- এখন আপনার ফ্রিল্যান্সার একাউন্টটি সম্পর্ন ভাবে এক্টিভ (active) হয়েছে।
এবার আপনি নিজের freelancer account dashboard থেকে যেকোনো project এ বিড (bid) করতে পারবেন।
Project bid / biding মানে কি?
freelancer ওয়েবসাইটে আপনার একাউন্ট খোলার পরে আপনি freelancer dashboard এ গিয়ে বিভিন্ন ধরনের কাজের প্রজেক্ট দেখতে পাবেন। এই সকল projects গুলো কোনো কোম্পানি বা ব্যাক্তি পাবলিশ করেছে।
এবার যারা যারা কাজটি করতে চাই তারা তারা কাজটি করার জন্য apply করবে। আর projects গুলোতে এপ্লায় (apply) করার জন্য আপনাকে নিচের কাজ গুলো করতে হবে। আর সেটাই হলো projects bidding.
- আপনি যে প্রজেক্ট করার জন্য আগ্রহী সেটাতে ক্লিক করুন।
- project গুলোতে ক্লিক করার পরে project সম্পর্কে সমস্ত বিষয় দেখিয়ে দিবে।
- project সম্পর্কে আপনার কি কি অভিজ্ঞতা, জ্ঞান, দক্ষতা রয়েছে সেই বিষয়ে পুরোটা লিখে দিতে হবে।
- কাজটি করার জন্য আপনি কত টাকা নিবেন এবং কত দিনের মধ্যে কাজটি জমা দিবেন, সেই বিষয়ে ও আপনাকে লিখে দিতে হবে।
সব গুলো সঠিক ভাবে লিখে দেওয়ার পরে নিচে থাকা place bid অপশনে ক্লিক করুন। এবার আবেদনটি তার কাছে চলে যাবে যিনি প্রজেক্ট পাবলিশ করেছিলেন। আর এই প্রক্রিয়াকে বলে প্রজেক্ট বিডিং (project bidding)
অন্য অন্য ফ্রিল্যান্সাররা ও একই ভাবে একি project এর উপরে bidding করবে। তাই, project publish করা ব্যাক্তির কাছে যে সেরা ফ্রিল্যান্সার মনে হবে তাকে তিনি কাজটি করার জন্য বলবেন। আশাকরি প্রজেক্ট বিড সম্পর্কে সহজে বুঝতে পারছেন।
ফ্রিল্যান্সিং একাউন্ট কিভাবে খুলবো ভিডিও দেখুন
ফ্রিল্যান্সিং এর টাকা কিভাবে তুলতে হয়
ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার পরে সেই টাকা কিভাবে তুলতে হবে সেটা আপনাকে জানতে হবে। ফ্রিল্যান্সিং এর টাকা আপনি কয়েক ভাবে তুলতে পারেন।
আপনি সরাসরি ব্যাংক একাউন্টে আনতে পারবেন। পেপাল, পেওনিয়ার সহ আরো বিভিন্ন মাধ্যমে টাকা তুলতে পারবেন।
তবে, মনে রাখবেন একেক একাউন্ট থেকে টাকা তুলার নিয়ম একই নিয়ম। আজকে আমি freelancer.com সাইট থেকে টাকা তুলার বিষয়ে জানাবো।
ফ্রিল্যান্সার একাউন্ট থেকে টাকা তুলতে হলে একাউন্টে ১০০ ডলার থাকতে হবে। তবে, অনেক একাউন্ট রয়েছে যেখানে ১০ ডলার ও তোলা যায়।
ফ্রিল্যান্সিং টাকা তুলার জন্য আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড ব্যবহার করতে হবে। যেমন – ব্যাংক একাউন্ট, পেপাল একাউন্ট, পেওনিয়ার একাউন্ট সহ অন্যান্য একাউন্টের মাধ্যমে সহজে টাকা তুলতে পারবেন।
আপনার ফ্রিল্যান্সিং একাউন্টের সাথে যে পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা তুলতে চান সেটা সেট করতে হবে। যদি ব্যাংক একাউন্ট যুক্ত করেন তাহলে অবশ্যই সুইফট কোড যুক্ত করবেন।
বাংলাদেশের অধিকাংশ ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং এর টাকা তুলার জন্য পেওনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করে। পেপাল বাংলাদেশে চালু না হওয়ার কারণে বেশিভাগ পেওনিয়ার কার্ডে পেমেন্ট নেয়।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে একটি ফ্রিল্যান্সার একাউন্ট তৈরি করতে হয়। (How to create a freelancer account in bangla). এখন আপনি যদি মনে করেন মোবাইল থেকে একাউন্ট তৈরি করবেন তাহালে প্রক্রিয়া একই।
আমার লেখা আর্টিকেল freelancer.com একাউন্ট তৈরির নিয়ম যদি আপনার কাছে ভালো লাগে তাহালে সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তাছাড়া এই আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্টে জানান।
আমার টাকা ইনকাম করতে হবে
ji try korun 100% parben
ধন্যবাদ। আপনার গোছানো লেখাটি পড়ে উপকৃত হলাম।
Thanks
Md Rayhan
md9182730@gmail.com
Pass:01727621021
Mobil:01727621021
ji bolun
ami aro janta chi
কী জানতে চান বলুন?
Assalamualaikum Kemon acen asa kori balo acen, paypal account theke paywoner account e kemne taka transfer kora jay etar upor ekta video ba kicu likle khub balo hoy asa kori Bishoy ta gurutto diben 💗💗💗🎈
Thanks 🎆🎆💗💗💗
আমি একটি ফিনান্সিং একাউন্ট খুলতে চাই
ok i help me
ফিল্যানসিং এর কাজ গুলো দখ্তা আছে।কিন্তু এই কাজ গুলো মোবাইলের মাধ্যমে সহজ ভাবে করার উপায় বলে দিবেন।আশা করি
ok
আপনাদের এই গবেষণা টি আমার কাছে অনেক ভালো লাগলো,,আমি এই ওয়েবসাইট এ কাজ করতে চাই
ok
আসালামু আলাইকুম স্যার
আমি ফিল্যান্সিং কাজ করতে চাই
assa
gd
Thanks
I want to Work
ok
আমিও কাজ করে টাকা ইনকাম করতে চাই। প্লিজ কিভাবে অ্যাকাউন্ট খুলবো হেল্প করেন প্লিজ
ok
আমি একদম নতুন |অনুগ্রহ করে ,মোবাইল দিয়ে করা যায় এরকম ভালো এবং সহজ কাজের নাম বলে দেবেন |সে কাজগুলো সম্পর্কে যদি কোনো ভিডিও থাকেেে তা দিলে উপকৃত হব |
assa
acount টা কি ভাবে খুলবো যদি link টা দিতেন
ok
সুন্দর টিউটোরিয়াল।
thanks