আপনার নিজের অনেক গুলো Google account রয়েছে। আপনি চাচ্ছেন এই অপ্রয়োজনীয় গুগল একাউন্ট ডিলিট করতে তাহালে চিন্তা করবেন না। কারণ, আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের বলবো, গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম বা উপায় সম্পর্কে।
আমাদের মনে রাখতে হবে Gmail কিন্ত Google এর একটি সার্ভিস। তাই আপনি যদি একটি জিমেইল একাউন্ট ডিলিট করার কথা চিন্তা করেন তাহালে এই একই প্রক্রিয়া অনুসারণ করতে পারেন।
আপনি যখন google account বন্ধ করার প্রক্রিয়াটি সম্পর্ন করবেন, তখন আপনার একাউন্টের সাথে সম্পর্ন জিমেইল আইডি ডিলিট হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যখন নিজের Google account delete করবেন,
তখন গুগল একাউন্টের সাথে জড়িত সকল সার্ভিস গুলো যেমন, Gmail, YouTube account, YouTube channel, Play services, Google play store ইত্যাদি সার্ভিস গুলো ডিলিট হয়ে যাবে।
আপনার ডিলিট হওয়া গুগল আইডির সাথে জড়িত সকল ধরনের সার্ভিস গুলো আপনি আর ফিরে পাবেন না। আপনি চাইলে account delete করার আগে প্রয়োজনীয় data, file গুলো ডাউনলোড করে নিতে পারেন।
Account Delete করার জন্য কি কি লাগবে?
- একটি স্মার্টমোবাইল / কম্পিউটার
- ইন্টারনেট সংযোগ
- গুগল একাউন্ট এবং পাসওয়ার্ড
গুগল একাউন্ট ডিলিট করলে কি কি হবে?
নিজের একাউন্ট ডিলিট করলে নিচে দেওয়া বিষয় গুলো আপনি হারিয়ে ফেলবেন। তাই একাউন্ট বন্ধ করার আগে অবশ্যই একবার দেখে নিন।
- Google account এর সাথে জড়িত সকল সার্ভিস বা ডাটা গুলো ডিলিট হয়ে যাবে। যেমন- ইমেইল ফাইল, ক্যালেন্ডার, ফটো ইত্যাদি।
- একাউন্ট ডিলিট করার পর ভবিষ্যতে গুগলের অন্যান্য সার্ভিস গুলো যেমন- Google drive, Google play, Gmail ইত্যাদি গুলো আর ব্যবহার করতে পারবেন না।
- আপনি ঔ একাউন্ট ব্যবহার করে যদি কোনো পেইড সর্ভিস সাবস্ক্রইব করেছেন, যেমন- apps, music, games, movies ইত্যাদি।
- ডিলিট করা একাউন্ট থেকে Google play store থেকে apps update বা download করা যাবে না।
- ডিলিট করা একাউন্টে সেভ করা কন্টাক্ট নম্বার গুলোও ডিলিট হয়ে যাবে।
- ঔ একাউন্টের গুগল ড্রইভে ব্যবহার করতে পারবেন না।
- গুগল ক্রোম ব্রাউজারে যদি কোনো chrome apps / extensions ব্যবহার করেন তাহালে সেগুলো রিমুভ হয় যাবে।
গুগল একাউন্ট ডিলিট করার নিয়ম বা উপায়
তাহালে, চলুন নিচে থেকে জেনে আসি কিভাবে আপনার গুগল একাউন্ট পারমানেন্টলি ডিলিট করবেন। আমি কম্পিউটার থেকে একাউন্ট ডিলিট করার প্রক্রিয়াটি দেখাচ্ছি।
তবে, আপনারা যদি নিজের মোবাইল দিয়ে গুগল আইডি ডিলিট করতে চান, তাহালে এই একই প্রক্রিয়া অনুসারণ করুন।
নিজের মোবাইলে থাকা Chrome browser ওপেন করে Desktop site অপশনে ক্লিক করলে কম্পিউটার এর মতো কাজ করতে পারবেন।
ধাপ – ১ঃ গুগল একাউন্টে লগইন করুন
প্রথমে আপনার এই Google my account এই পেজে গিয়ে যে একাউন্ট ডিলিট করতে চান সেটা Email এবং Password দিয়ে লগইন করতে হবে।
ধাপ- ২ঃ Data & personalization অপশনে যান

এবার Google account dashboard থেকে Data & personalization অপশনে ক্লিক করুন। আপনি এই অপশনটি বাম দিকে দেখতে পারবেন।
ধাপ- ৩ঃ Download, delete or make a plan for your data

আপনি Data & personalization পেজের একেবারে নিচে Download, delete or make a plan for your data লেখাটি দেখতে পাবেন। এবং এই লেখার নিচে Delete a service or your account অপশনে ক্লিক করবেন।
ধাপ- ৪ঃ Delete your Google Account

এবার আপনি Delete your Google Account অপশন থেকে Delete your account অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে password দেওয়ার জন্য বলা হবে। আপনি সঠিক পাসওয়ার্ড দিয়ে Next অপশনে ক্লিক করুন।
ধাপ- ৫ঃ ডিলিট সার্ভিস গুলো দেখানো হবে

এবার আপনাকে Google service এর সেই সকল অবশন গুলো দেখানো হবে যেগুলো google account এর সাথে ডিলিট হয়ে যাবে। আপনি ভালো করে দেখে নিচের ছোট ছোট বক্স দুইটিতে টিক মার্ক দিয়ে DELETE ACCOUNT অপশনে ক্লিক করুন।
ধাপ- ৬ঃ Google account delete হয়ে গেছে

আপনার Google account delete সম্পর্ন ভাবে ডিলিট হয়ে গেছে। আপনি যদি গুগল একাউন্টটি আবার রিকভারি করে ফিরিয়ে আনতে চান, তাহালে account support লিংকে করুন এবং ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
আজকে আমরা কি শিখলাম
তাহালে, বন্ধুরা আজকে আমরা শিখলাম গুগল একাউন্ট ডিলিট / জিমেইল একাউন্ট ডিলিট করার নিয়ম বা উপায় এর ব্যাপারে। আপনার কাছে যদি অপ্রয়োজনীয় Google ID থাকে তাহালে সেগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে delete করতে পারবেন।
মনে রাখবেন, আপনার একাউন্টের সাথে জড়িত সকল গুগল সার্ভিস এবং অন্যান্য ডাটা গুলো সম্পর্ন ভাবে ডিলেট হয়ে যাবে। আমার লেখা how to delete google account আর্টিকেলটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।