বন্ধুরা এর আগে আমি বলেছি Fiverr কি? এবং কিভাবে ফাইভার থেকে টাকা আয় করতে হয়। আর আজকে বলবো কিভাকে ফাইভার একাউন্ট খুলবেন। এমনিতে ফাইভার একাউন্ট তৈরি করা অনেক সহজ। (ফাইভার টিউটোরিয়াল)
তাহালে চলুন আর কথা না বাড়িয়ে Fiverr account খোলার নিয়ম জেনে আসি। এবং কিভাবে ফাইভার একাউন্ট ভেরিফাই করবেন। চলুন শুরু করা যাক। মনে রাখবেন অনলাইনে প্রডাক্ট সেল করার সেরা হলো ফাইভার মার্কেটপ্লেস। (How to create fiverr account bangla tutorial 2022)
কিভাবে ফাইভার একাউন্ট খুলবেন? (Fiverr Account Bangla Tutorial 2022)
ফাইবার একাউন্ট খোলার জন্য প্রথমে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আর যদি এন্ড্রয়েড ফোন থেকে ফাইভার একাউন্ট তৈরি করতে চান তাহালে Chrome Browser ওপেন করে Desktop Site করে নিবেন। তাহালে কম্পিউটার বা ল্যাপটপের মতো কাজ করতে পারবেন।
অবশ্যই পড়ুন – ফাইভার কি? Fiverr থেকে টাকা আয় করার উপায়

এবার আপনি Google এ গিয়ে fiverr.com লিখে সার্চ করবেন। তাহালে নিচের উপরের ছবির মতো একটি হোমপেজ দেখতে পাবেন। সেখানে উপরে ডানদিকে Join খেলা বাটুনে ক্লিক করবেন।

এবার উপরের ছবির মতো একটি পেজ দেখতে পাবেন। এবার আপনি Enter your email নামে একটি বক্স দেখতে পাবেন। এ বক্সে ইমেইল একাউন্ট লিখে Continue বাটুনে ক্লিক করুন।

পরের পেজে আপনাকে Choose a Username এবং Choose a Password দিয়ে Join বাটুনে ক্লিক করুন। মনে রাখবেন Username লেখার শেষে কয়টা (123) এমন সংখ্যা দিবেন। এবং password দেওয়ার সময় 8 Digit এর নাম সহ সংখ্যা দিবেন। তাহালে পাসওয়ার্ডটি শক্তিশালী হবে।
যেমন,
Username = sofolfreelancer247
Password = SOFol@247

এবার আপনাকে Fiverr Desbord এর হোমপেজ নিয়ে যাওয়া হবে। উপরে ছবিতে যেমন দেখতে পাচ্ছেন। সেখানে আপনাকে বলা হচ্ছে Mail থেকে একাউন্টটি কনফার্ম করতে।

আপনি ফাইভার একাউন্ট তৈরি করার সময় যে ইমেইলটি দিয়ে ছিলেন সেই মেইলের ইনবক্স চেক করুন দেখবেন Fiverr থেকে একটি কনফার্ম মেইল দেওয়া হয়েছে। আপনি মেইলটি ওপেন করে Activated Your Account বাটুনে ক্লিক করবেন।

এবার আপনাকে ফাইভার একাউন্টের ড্যাশবোড এ নিয়ে যাওয়া হবে। সেখানে বাম পাশে আপনাকে Sellers project গুলো ঠিক করে নেওয়ার জন্য বলা হবে। মানে আপনি যে প্রডাক্ট নিয়ে কাজ করেন সেই ক্যাটাগরি গুলো সিলেক্ট করে বিস্তারিত ভাবে উল্লেখ্য করতে হবে। এবং ডানপাশে উপরে ক্লিক করে Profile অপশনে গিয়ে নিজের ছবি এবং I’m a freelancer সহ সকল ক্যাটাগরি গুলো সম্পর্ন করতে হবে।
এভাবে সকল কাজ গুলো সম্পর্ন করে Fiverr Account এর কাজ শেষ করবেন।
আজকে আমরা কি শিখলাম
বন্ধুরা আজকে আমরা শিখলাম ফাইভার একাউন্ট তৈরি করার সম্পর্ন গাইডলাইন। ফাইবার সম্পর্কে আরো বিস্তারিত ভাবে জানতে আমার আগের আর্টিকেলটি পড়ুন। তাছাড়া ফাইভার একাউন্ট সম্পর্কে কোনো বিয়ষে প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান। আর আমার কন্টেন্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদান্তে সফল ফ্রিল্যান্সার।
pink
encompassing
Thanks
শরিফ
hmm bloul
ভাই ফাইভার একাউন্ট মোবাইল দিয়া খোলা যায় না
jaba
খুব সুন্দর ভাবে আপনি ফাইবার নিয়ে আলোচনা করেছেন। তবে আমি ও ফাইবার একাউন্ট তৈরী করার আগে আমাদের কি কি জানার প্রয়োজন বা কি কি না জানলে আমাদের ফাইবার একাউন্ট ব্যান হতে পারে সেই সম্পর্কিত একটি আর্টিকেল লিখেছি।
Good