HTML কি? এইচটিএমএল (HTML) কিভাবে শিখব

বন্ধুরা আজকের এই আর্টিকেল থেকে আমরা জানবো HTML কি (What is HTML in bangla)? আরো জানবো এইচটিএমএল (HTML) কিভাবে শিখব সেই সম্পর্কে।

বর্তমানে ইন্টারনেট থেকে ইনকাম করার অনেক গুলো উপায় আমাদের কাছে রয়েছে। আর ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার সেরা এবং জনপ্রিয় উপায় হলো ব্লগিং (Blogging). এই ব্লগিং করার জন্য আমাদের প্রয়োজন হয় একটি blog site বা website এর।

আর সেই ব্লগ সাইট বা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের জানতে হয় HTML. এইচটিএমএল হলো এক ধরনের computer language. এই computer language ব্যবহার করে বিভিন্ন ধররের webpage বা website তৈরি এবং ডিজাইন করা হয়।

আপনি যদি একটি blog বা website বানানোর কথা চিন্তা করছেন তাহালে অবশ্যই এইচটিএমএল (html) এর জ্ঞান থাকতে হবে।

তবে, বর্তমানে অনেক ধরনের CMS Software রয়েছে যেমন, WordPress বা joomla এগুলো ব্যবহার করে html এর জ্ঞান ছাড়া সুন্দর এবং আকর্ষনীয় একটি web page বা website তৈরি করতে পারবেন।

আর আপনি যদি নিজেকে একজন প্রফোসানাল ওয়েব ডিজাইনার (professional web designer) হিসাবে নিজেকে তৈরি করতে চান তাহালে, HTML কি? এবং এইচটিএমএল (HTML) কিভাবে শিখব সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

মনে রাখবেন, HTML কে মূলত তৈরি করা হয়েছে website বা webpage তৈরি করার জন্য। আর এটাই তার মূল কাজ। তাহালে চলুন আমরা জেনে নেই HTML কি বা কাকে বলে?

HTML কি? (What is HTML in bangla)

এবার চলুন আমরা জেনে আসি html কাকে বলে? html হলো একটি short from যার পূর্ণরূপ হলো hypertext markup language. আমি আগেও বলেছি html হলো কম্পিউটারের একটি ভাষা। যেটা দিয়ে webpage বা website তৈরি করা হয়।

আর webpage কে রং রূপ দেওয়ার জন্য CSS ব্যবহার করা হয়। নানা ধরনের আলদা আলদা webpage বা web document তৈরি করার জন্য আলদা আলদা HTML Tags ব্যবহার করা হয়। 

আমি নিচে কিছু জনপ্রিয় কম্পিউটার ল্যাঙ্গুয়েজ এর নাম উল্লেখ করছি,

  • Java
  • Python
  • C++
  • C

তবে, উপরের ঔ গুলোর তুলনায় HTML অনেক সহজ। আপনারা মন দিয়ে শিখলে কিছু দিনের মধ্যে এই HTML language শিখে নিতে পারবেন। এইচটিএমএল এর মাধ্যমে একটি webpage তৈরি করার পরে সেই ওয়েব ডকুমেন্ট আমরা ইন্টারনেটে দেখতে পারি।

১৯৮০ সালে প্রথম HTML এর খোঁজ হয়েছিল physicist tim berners-lee এর দ্বারা। শেষে এইচটিএমএল মানে platform independent language. আশাকরি সহজে বুঝতে পারছেন HTML কি এবং HTML কাকে বলে (About of HTML in bangla).

(HTML) Hypertext markup language

আমি উপরে এইচটিএমএল এর পূর্ণরূপ বলেছি Hypertext markup language. এখন অনেকের মনে প্রশ্ন হলো এই সম্পর্ন শব্দ গুলোর মানে কি? এখানে Hypertext, markup, language এই ৩ টি শব্দের আলদা আলদা মানে রয়েছে। তাহালে চলুন নিচে থেকে জেনে আসি।

Hypertext কি?

আসলে Hypertext সেই মাধ্যমটিকে বলা হয় যার মাধ্যমে সম্পর্ন website বা web কে অনুসন্ধান করা যায়। হাইপারটেক্সট হলো এমন একটি টেক্স (text) যেটা যেকোনো ইলেক্টনিক ডিভাইস যেমন, মোবাইল বা কম্পিউটার ইত্যাদিতে দেখা যায়।

এই ধরবের টেক্স গুলোতে বিশেষ একটি বিষয় রয়েছে। হাইপারটেক্সট এর মধ্যে এমন কিছু অন্যান্য টেক্স ডকুমেন্ট গুলোর রেফারেন্স দেওয়া থাকে যেগুলোতে mouse এর মাধ্যমে ক্লিক (click) করলে সক্রিয় করা যেতে পারে।

Hypertext document গুলোকে hyperlink এর মাধ্যমে যুক্ত করা হয়। HTML এর anchor tags (<a>) ব্যবহার করে যেকোনো text কে hyperlink লিংক হিসাবে রূপান্তর করা হয়। তাছাড়া যেকোনো image, video ইত্যাদি গুলোকে hyperlink হিসাকে ব্যবহার করা যেতে পারে।

আর এই ধরনের লিংক ডাটা গুলোকে hypermedia বলা হয়। তাহালে, আশাকরি সহজে বুঝতে পারছেন হাইপারটেক্সট কি। 

Markup কি?

আমি আগেই বলেছি HTML tag ব্যবহার করে আমরা এইচটিএমএল ওয়েব ডকুমেন্ট বা পেজ তৈরি করি। এবং একটি HTML Tag এর মধ্যে আলদা আলদা symbols ও character ব্যবহার হয়।

এই symbols এবং character গুলো ব্যবহারের ফলে ওয়েবপেজে থাকা টেক্সট গুলোর আকার, রং, ফন্ট, ডিজাইন, ফন্ট স্টইল ইত্যাদি নির্ধারণ করা সম্ভব। এবার যদি প্রশ্ন করা হয় মার্কআপ কি তাহালে সহজ উত্তর হবে,

একটি ওয়েব পেজের মধ্যে থাকা টেক্সট গুলোকে কিভাবে দেখানো হবে এবং সেই টেক্সট গুলোর মাঝে ব্যবহার করা বিভিন্ন symbols ও characters গুলো সঠিক ক্রম গুলোকে markup বলা হয়।

Language কি?

HTML হলো একটি ভাষা যেটা Tags হিসাবে web document বা webpage তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর এজন্য আমরা html কে একটি ল্যাঙ্গুয়েজ (language) বলি।

HTML এর ভার্সন গুলো

বর্তমান সময়ের সাথে সাথে HTML এর ভার্সন আরো উন্নত ও আধুনিক হচ্ছে। তাছাড়া প্রতিটি এইচটিএমএল এর ভার্সনের আলদা আলদা বিশেষ কিছু গুণ রয়েছে। বর্তমানে HTML এর ৭ টি আলদা আলদা ভার্সন হলো,

  • HTML 1.0
  • HTML 2.0
  • HTML 3.0
  • HTML 3.2
  • HTML 4.0
  • HTML
  • HTML 5

এইচটিএমএল ট্যাগ কি? (HTML Tag)

HTML Tag হলো এমন একটি লুকিয়ে থাকা কীওয়ার্ড (keyword), যেগুলো আপনার ওয়েবপেজে থাকা কনটেন্ট গুলো কিভাবে ওয়েব ব্রাউজারে ডিসপ্লে হবে সেটা নির্ধারণ করে। ওয়েব পেজের জন্য উপযুক্ত HTML command তৈরি করার জন্য ব্যবহার করা set of characters গুলোকে HTML Tag বলা হয়।

এইচটিএমএল ট্যাগ গুলো ২ ধরনের হয়ে ব্যবহার করা হয় যেমন,

  • Opening HTML Tag
  • Closing HTML Tag

একটি HTML command সম্পর্ন করার জন্য opening html tag এর ব্যবহার করার সাথে সাথে closing html tag ব্যবজার করা গুরুত্বপূর্ণ।

কোথায় HTML এর ব্যবহার করা হয়?

অনেকে প্রশ্ন করেন HTML কোথায় ব্যবহার করা হয়। আমরা উপরে জেনেছি এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ বা ওয়েব ডকুমেন্ট তৈরি করার ক্ষেএে ব্যবহার করা হয়। কি তাই তো?

তবে, শুধু web page তৈরি করার জন্য HTML ব্যবহার করা হয় না। এছাড়া আরো অনেক কাছে HTML ব্যবহার করা হয়। যেমন,

  • Game development
  • Web page development
  • Internet navigation
  • Web document creation
  • Responsive design

উপরের এই গুলোতে HTML ব্যবহার করা হয়ে থাকে।

HTML কিভাবে শিখব?

আপনারা যদি HTML শিখে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে চান তাহালে HTML শেখার অনেক গুলো মাধ্যম রয়েছে। মাএ ৫ থেকে ৬ মাসের মধ্যে HTML শিখতে পারবেন। তবে, কতটা দ্রুত আপনি শিখতে পারবেন সেটা সম্পর্ন ভাবে নির্ভর করবে আপনার উপর।

নিচে দেওয়া মাধ্যম গুলো ব্যবহার করে সহজে এইচটিএমএল শিখতে পারবেন।

  • ইউটিউব এর মাধ্যমে শিখুন
  • অনলাইনে ইন্টারনেটের সাহায্যে
  • ওয়েব ডিজাইনস কোর্স করুন
  • এইচটিএমএল টিউটোরিয়াল
  • Udemy মাধ্যমে অনলাইনে শিখুন
  • এইচটিএমএল শেখার বই এর মাধ্যমে

আপনারা সহজে YouTube বা বিভিন্ন অনলাইন ওয়েবসাইট এর মাধ্যমে HTML বা web design সম্পর্ন ভাবে শিখতে পারবেন। তাছাড়া বর্তমানে ইউন্টারনেট থেকে যেকোনো বিষয়ে জ্ঞান নেওয়া অনেক সহজ হয়ে গেছে।

আর যদি প্রফোসানাল ভাবে সার্টিফিকেট সহ HTML কোর্স করতে চান তাহালে ভালো একটি web design institute থেকে কোর্স করার পরামর্শ দিবো। মনে রাখেন HTML language অনেক সহজ যা সহজে শেখা যেতে পারে।

অনলাইনে HTML শেখার ওয়েবসাইট

আপনারা যদি অনলাইনের মাধ্যমে ঘরে বসে HTML শিখতে চান তাহালে কিছু ওয়েবসাইটের মাধ্যমে সম্পর্ন ফ্রীতে HTML শিখতে পারবেন। এই ওয়েবসাইট গুলো সম্পর্ন ফ্রি।

  • W3Schools.com
  • html.com
  • htmldog.com
  • codecdemy.com
  • javapoint.com
  • learn-html.org
  • Udemy HTML Courses

উপরের ঔ ওয়েবসাইট গুলো থেকে ঘরে বসে এইচটিএমএল সম্পর্ন বিষয়ে শিখতে পারবেন।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম HTML কি বা এইচটিএমএল কাকে বলে? (About of HTML in bangla) এইচটিএমএল ট্যাগ কাকে বলে এবং কিভাবে HTML শিখব সেই সকল বিষয়ে।

আসলে HTML এর বিষয়ে সম্পর্ন ভাবে বলাটা এই আর্টিকেলে সম্ভব না। তারপরে যতটুকু প্রয়োজন বলেছি। আমি এইচটিএমএল শেখার জন্য W3Schools ওয়েবসাইটের নাম বলেছি এখান থেকে সম্পর্ন বিষয়ে শিখতে পারবেন।

আমার লেখা আর্টিকেল সম্পর্কে যদি কোনো পরামর্শ, প্রশ্ন থাকে তাহালে নিচে কমেন্টে জানিয়ে দিবেন। আর আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহালে অবশ্যই শেয়ার (share) করবেন।

1 thought on “HTML কি? এইচটিএমএল (HTML) কিভাবে শিখব”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap