Image এসইও : কিভাবে ব্লগ পোষ্টে image optimization করব

বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো কিভাবে ব্লগ পোষ্টে image optimization করব।  কারণ অনেক ব্লগার বা ইউটিউবাররা আমার কাছে প্রশ্ন করেন কিভাবে image এসইও করবো? তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি এই আর্টিকেলটি লিখেছি।

আমি কিভাবে আমার ব্লগের পোষ্টে image optimization করি সেই প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করবো। এজন্য সম্পর্ন আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

সার্চ ইঞ্জিনে যখন কোনো একটি ওয়েবসাইট বা ব্লগ index করা হয় তখন শুধুমাএ ব্লগের কনন্টেন গুলো খোঁজে সার্চ রেংকিং নির্ধারণ করে না। এর সাথে সাথে সেই ব্লগের আর্টিকেল যাচাই করার পাশাপাশি পোষ্টের মধ্যে সকল ছবি, ভিডিও সহ অন্যান্য বিষয় গুলো ও খুজে থাকে।

সার্চ ইঞ্জিন গুলো বিশেষ করে #google, yahoo, bing এর ব্লগের কন্টেন্ট দেখার পাশাপাশি ব্লগের সকল দিক গুলো অর্থাৎ ব্লগের কোথায় কি আছে সেটা যাচাই বাছায় করে দেখে। এজন্য আমরা যদি ব্লগের মধ্যে ব্যবহার করা image সঠিক ভাবে optimize করতে পারি তাহালে সার্চ ইঞ্জিন থেকে অধিক ভিজিটর্স পাওয়া সম্ভবনা থাকে।

মনে রাখবেন, ব্লগের ক্ষেএে image হলো একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ, ব্লগে ইমেজ পোষ্ট করে যে কোনো বিষয়টিকে সু-স্পষ্ট ভাবে বুঝানো যায়। তাছাড়া এমন কিছু পোষ্ট থাকে যেখানে image ব্যবহার করলে পাঠকদের পোষ্ট সম্পর্কে ধারণা দেওয়া যায় না।

তাছাড়া সার্চ ইঞ্জিন গুলোও আপনার ব্লগের সকল image গুলোকে আলদা ভাবে সার্চ ইঞ্জিনে নিয়ে আসে। আপনি যখন সার্চ ইঞ্জিনে কোনো বিষয়ে সার্চ করবেন তখন দেখতে পাবেন সার্চ রেজাল্টে Image নামে একটি অপশন থাকে। আপনি যদি সেখানে ক্লিক করেন তাহালে ঔ সার্চ ফ্রেন্ডলি ছবি গুলো দেখতে পাবেন। যার ফলে বেশি ভিজিটর্স পাওয়ার সম্ভবনা থাকে।

এজন্য প্রতিটি ব্লগ পোষ্টে image যুক্ত করার আগে অবশ্যই সুুন্দর ভাবে image optimize করে নিবেন। যাকে অনেক ব্লগাররা বলে image seo (এসইও)

Image এসইও : Image optimize কিভাবে করব?

ব্লগ পোষ্টের জন্য Image optimize করা আসলে অনেক সহজ একটি কাজ। আমাদের মধ্যে অনেকে আছেন যারা এই বিষয়ে গুরুত্ব না বোঝার জন্য বিষয়টা এড়িয়ে চলি। অথচ গুগল সার্চ ইঞ্জিন ব্লগ পোষ্টের সাথে মিল রেখে পোষ্টের মধ্যে image ব্যবহার করার পরামর্শ নিজে দিয়েছেন।

আমরা সাধারন কয়েকটি ধাপ অনুসারন করে খুব সহজে ব্লগ বা ওয়েবসাইটের জন্য Image optimize করতে পারি। এজন্য নিচের প্রক্রিয়া গুলো অনুসারন করুন।

১. সঠিক image বাছায় করা

অনেক নতুন ব্লগার আছেন যারা ব্লগের জন্য image বাছায় করার সময় অন্যের ব্লগ থেকে বা গুগল থেকে ইমেজ সার্চ করে সেটা ডাউনলোড করে নিজের ব্লগে ব্যবহার করেন। যার ফলে ব্যবহার করা ইমেজটি কপিরাইট (copyright) হিসাবে সনাক্ত করা হয়।

এজন্য গুগল সার্চ ইঞ্জিন থেকে রেংক করতে পারে না। আপনি সব সময় চেষ্টা করবেন কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করার জন্য। আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর কাজ জানেন তাহালে ব্লগ পোষ্ট হিসাবে একটি ইমেজ তৈরি করে নিবেন।

তবে, আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর কাজ না জানেন তাহালে ইন্টারনেটে free image download করার জন্য অনেক গুলো ওয়েবসাইট রয়েছে সেখানে থেকে ইমেজ সংগ্রহ করে ব্লগের পোষ্টে ব্যবহার করতে পারবেন।

ইন্টারনেটে ফ্রি ইমেজ ডাউনলোড করার ওয়েবসাইট গুলোর মধ্যে সেরা এবং জনপ্রিয় হলো pixabay. আপনি চাইলে এখান থেকে ছবি সংগ্রহ করে ব্লগে ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইট গুলো থেকে ইমেজ গুলো ব্যবহার করলে কোনো কপিরাইট সনাক্ত করা হবে না।

আর আপনি যদি কোনো মাধ্যমে ছবি সংগ্রহ না করতে পারেন তাহালে গুগল সার্চ থেকে ছবি সংগ্রহ করে ফটো এডিটিং সফটওয়্যার দিয়ে একটি এডিট করে ব্লগে ব্যবহার করলে কোনো রকম কপিরাইট ধরা হবে না।

২. পোষ্ট রিলিটেড ইমেজ ব্যবহার

আপনি যে ধরনের আর্টিকেল লিখছেন সেই বিষয়ের সাথে মিল রেখে বা ইমেজ দ্বারা সেই বিষয়ের বিষয় বস্তু বুঝানো যায় এমন ছবি ব্যবহার করুন। মনে করুন আপনি ফ্রিল্যান্সিং নিয়ে একটি পোষ্ট করেছেন এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝানো যায় এমন ছবি ব্যবহার করুন।

মনে রাখবেন, পোষ্টের বিষয় এক ধরনের আর image যেন আর এক ধরনের না হয়। সব সময় পোষ্টের সাথে related image ব্যবহার করবেন।

৩. ইমেজ সাইট অপটিমাইজ

আপনি সব সময় চেষ্টা করবেন image size ছোট করে রাখার জন্য। কারণ বড় সাইজের ইমেজ গুলো সার্চ ইঞ্জিনে crawl করতে সমস্য হয়। যার ফলে ওয়েব পেজ লোডিং নিতে বেশি সময় নেয়। ছবির সাইজ যতো ছোট হবে ততো দ্রুত সময়ে পেজটি লোড হবে।

এজন্য আপনি কিছু অনলাইন টুল ব্যবহার করে নিজের ইচ্ছা মতো ইমেজ অপটিমাইজ করে নিতে পারবেন। তবে, ইমেজ অপটিমাইজ করার সময় নজর দিবেন যাতে ছবি যেন পরিস্কার থাকে। ছবি অপটিমাইজ করার জন্য এই অনলাইন টুলটি ব্যবহার করুন – https://compressnow.com

৪. সঠিক ইমেজ নাম ব্যবহার

আপনি ব্লগের জন্য যে image ব্যবহার করবেন সেটা আগে থেকে পোষ্টের নামের সাথে মিল রেখে ইমেজে rename লিখে দিবেন। অধিঅংশ ব্লগারা ছবির কোনো নাম না দিয়ে ছবি পোষ্টের সাথে আপলোড করেন।

কিন্ত Image name ছবি অপটিমাইজ করার না করার ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলে। এজন্য আপনার কাঙ্খিত ইমেজ এর নাম করণ করবেন পোষ্টের সাথে মিল রেখে। ইমেজ নাম লেখার সময় অবশ্যই small letter সহ প্রতিটা ওয়ার্ড এর পরে একটি করে হাইপেন (-) ব্যবহার করবেন।

৫. ইমেজ Alt Tags যুক্ত করা

আপনি যখন ব্লগে ছবি পাবলিশ করবেন তখন অবশ্যই image alt tags ব্যবহার করবেন। alt tag এ পোষ্টের টাইটেল দিয়ে দিবেন। এতে সুন্দর ভাবে Image এসইও বা ইমেজ অপটিমাইজ করা হয়। যার ফলে গুগল সার্চ ইঞ্জিন খুব সহজে বুঝতে পারে ইমেজটি কি বিষয়ে।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম কিভাবে image optimization করতে হয় এবং image এসইও করার উপায়। আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহালে অবশ্যই image alt tags ব্যবহার করবেন। এতে অনেক দ্রুত ছবি গুলো গুগল সার্চ ইঞ্জিনের image অপশনে চলে আসবে এবং বেশ ভিজিটর্স পাবার সম্ভবনা থেক যাবে।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap