গুগল ছবি সার্চ (image search google): আমরা সবাই প্রতদিন কোনো না কোনো বিষয়ে গুগলে সার্চ করি। কিন্ত আপনি কি জানেন গুগলে ছবি দিয়ে সার্চ করা যায়? আপনি চাইলে সহজে যে কোনো ছবি দিয়ে গুগলে সার্চ করতে পারবেন।
তবে, মনে রাখবেন যে ছবি দিয়ে আপনি গুগলে সার্চ করবেন সেই ছবির তথ্য গুগলে থাকতে হবে। তাহালে গুগল আপনাকে ছবির বিষয়ে সকল তথ্য দিতে পারবে।
একটা উদাহরণ দেয়, আপনি যদি google এ কোনো বিখ্যাত একটা জিনিসের নাম লিখে সার্চ করেন যেমন Messi, তাহালে গুগল সেই ছবিটির সকল তথ্য দিতে পারবে। কারণ গুগল জানে মেসি কি রকম এবং তার সকল তথ্য গুগলের কাছে জমা রয়েছে।
- কিভাবে গুগলে ছবি আপলোড করবো (Google photo upload)
- কিভাবে গুগল এডসেন্স (Google AdSense) ইনকাম বাড়াবেন (৫০% বেশি আয়)
এখন আপনি যদি কোনো ছবি ব্যবহার করে গুগল সার্চ ইঞ্জিনে তথ্য বের করতে চান, তাহালে সেটা খুব সহজে পারবেন। আজকের এই আর্টিকেল আমি বলে দিবো কিভাবে ইমেজ দিয়ে গুগল সার্চ করবেন সেই সম্পর্কে।
কিভাবে গুগলে ছবি দিয়ে সার্চ করবেন (image search google)
নিচে আমি image google search করার প্রক্রিয়া বলবো। সেটা আপনি কম্পিউটার বা মোবাইলে ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন কম্পিউটার ও মোবাইলের প্রক্রিয়া একই। এন্ড্রয়েড মোবাইলের জন্য অনেকে image.google android লিখে সার্চ দেয়। কিন্ত এটা লেখার প্রয়োজন নেই।
কারণ, আপনি মোবাইল বা কম্পিউটার থেকে সরাসরি যেকোনো ছবির তথ্য জানতে সোজা image.google.com লিখে তাদের ওয়েবসাইটে চলে যান।

উপরের ছবির মতো আপনি google image search পেজে একটি ক্যামেরা আইকন দেখতে পারছেন। আপনি সেই ক্যামেরা আইকনে ক্লিক করুন।

এবার আপনি উপরের ছবির মতো ছবি আপলোড করার জন্য Paste image URL এবং Upload an image দুইটা অপসন দেখতে পাবেন। আপনি Upload an image অপসনে ক্লিক করুন এবং নিচে থাকা Choose File অপসনে ক্লিক করে যে ছবির তথ্য জানতে চান সেই ছবি আপলোড করুন।
- গুগল থেকে টাকা আয় করার ৩ টি উপায় (Earn from google)
- গুগল রেংক পাওয়ার জন্য যে বিষয় গুলো করা যাবে না
- Google Logo Design এ চারটি রং ব্যবহার করা হয়েছে কেন (Google logo history)
এবার Computer বা Mobile থেকে গুগল সার্চে ছবি আপলোড করার পরে আপনি দেখতে পাবেন, আপনার আপলোড করা ছবির সাথে জড়িত সকল তথ্য গুলো গুগল আপনাকে দেখিয়ে দিচ্ছে।
তাহালে ভাবুন বর্তমানে গুগল সার্চ কতটা উন্নত এবং আধুনিক হয়েছে। যেকোনো ছবি থেকে তার সকল তথ্য বের করে দিচ্ছে এটা কিন্ত কম কিছু নয়।
আজকে আমরা কি শিখলাম
তাহালে বন্ধুরা আপনাদের প্রশ্ন ছিলো কিভাবে ছবি দিয়ে গুগলে সার্চ করবেন? এই প্রশ্নের উত্তর আমি বুঝাতে পারছি। এভাবে সহজে আপনি google image search করতে পারবেন। এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানান এবং আমার লেখাটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।