ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing bangla tutorial): বর্তমানে অনেকে নতুন নতুন ব্যবসা করার কথা চিন্তা করছেন। আর প্রতিটা ব্যবসা, প্রডাক্ট বা সার্ভিস এর প্রচার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বিসনেস (business) এর মার্কেটিং (marketing) না করেন তাহালে কখনো প্রডাক্ট এর বিষয়ে মানুষরা জানতে পারবে না।
আর যখন আপনার প্রডাক্ট সম্পর্কে মানুষরা জানতে পারছে না তাহালে কিভাবে সেই product বিক্রি বা জনপ্রিয় হবে। এজন্য প্রতিটা ব্যবসার মার্কেটিং করার জন্য আপনাকে এমন একটি মাধ্যম বেচে নিতে হবে যেখানে বিসনেস বা প্রডাক্ট এর উপর মানুষের রুচি থাকবে।
তাই, যেকোনো ব্যবসার জন্য আমরা সহজে গ্রাহক পেয়ে যায় Facebook, Twitter, Instagram এর মতো অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুগলো থেকে। দিনে দিনে ইন্টারনেট এর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ও বৃদ্ধি পাচ্ছে।
তার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ইনসস্টাগ্রাম এর মতো জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর ব্যবহারকারীর সংখ্যা। আর এই সুযোগ গ্রহন করে আপনি ইনস্টাগ্রাম (Instagram) এর লক্ষ লক্ষ ইউজারদের কাছে সার্ভিস বা প্রডাক্ট এর প্রচার মার্কেটিং করতে পারবেন। আর এটাই হলো মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing)।
আপনি ইনস্টাগ্রাম এর মাধ্যমে ব্যবসা প্রচার করার প্রক্রিয়াকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর মনে রাখবেন social media marketing এর আর একটি প্রক্রিয়াকে বলা হয় ডিজিটাল মার্কেটিং। তাহালে চলুন এবার জেনে আসি ইন্সটাগ্রাম কি?
ইনস্টাগ্রাম কি? (What is Instagram in bangla)
মূলত ইনস্টাগ্রাম হলো একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। এটা অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন, ফেসবুক, টুইটার ইত্যাদির মতো অনলাইন সার্ভিস। এখানে আপনি নিজের ছবি, ভিডিও, টেক্স শেয়ার করতে পারবেন Instagram users দের সাথে।
আসলে Instagram শব্দটি দুইটি শব্দের মিশ্রণ হিসাবে ধরা হয়। যেগুলো হলো, instant camera এবং telegram এই দুইটির শব্দের মিশ্রনে Instagram শব্দটি তৈরি হয়েছে। ২০১০ সালে Kevin Systrom ও Mike Krieger এই দুইজন ব্যাক্তির দ্বারা তৈরি হয়েছে।
দিনের পর দিন Instagram এর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ব্যাপক ভাবে।
- ২০১৭ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৫৯৩.৭ মিলিয়ান।
- ২০১৮ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৭০৬.৫ মিলিয়ান।
- ২০১৯ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৭৬৬.৪ মিলিয়ান।
- ২০২০ সালে ইনস্টাগ্রাম এর ইউজার ছিলো মোট ৮৫৪.৫ মিলিয়ান।