LED কি? এর কাজ কি?

LED কি? LED এর কাজ কি: আজকের আর্টিকেলে আমরা এলইডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আপনার চারিপাশে LED শব্দটি প্রায় শুনতে পান।

এক কথায় বলা যায় আমরা এলইডি এর সাথে কম বেশি সবাই পরিচিত। এটা হতে পারে LED বাল্ব থেকে শুরু করে LED টিভি।

কিন্ত, আমাদের মধ্যে এখনো অনেকে জানে না এলএডি মানে কি বা তার কাজ কি? আপনারা যদি না জেনে থাকেন তাহলে চিন্তা করবেন না। কারণ আজকের আর্টিকেলে LED সম্পর্কে বিস্তারিত ধারণা দিবো

LED কি? (What is LED in bengali)

এলইডি হলো এক ধরনের সেসিকন্ডাক্টর যার মধ্যে দিয়ে বিদ্যুৎ শক্তি প্রবাহিত করলে আলোর নিঃসরণ হয়। সেসিকন্ডাক্টর এর মধ্যে অবস্থিতি ইলেকট্রন গুলো ইলেক্ট্রন হোল্স এর সাথে পুনমিলিত হওয়ার ফলে যে ফোটন উৎপন্ন হয় যা আলোর উৎস হিসেবে কাজ করে।

এল ই ডি সস্তা ও দীর্ঘমেয়াদি হওয়ার ফলে রাস্তার আলো থেকে শুরু করে ল্যাপটপ, টিভি, কম্পিউটার, মোবাইলে ব্যাপক ভাবে led ব্যবহার করা হচ্ছে। এটা একটি বিদ্যুৎতিক উপাদান যা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয়।

এল ই ডি অন্যান্য আলোর তুলনায় কম শক্তি ব্যবহার করে এবং এটা দীর্ঘকাল স্থায়ী হয়।

সহজ ভাষায় LED কাকে বলে?

LED হলো এমন একটি যন্ত্রাংশ, যা বিভিন্ন বিদ্যুৎতিক যন্ত্র গুলোতে আলোক সৃষ্টিকারী উৎস হিসেবে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়।

যদিও LED শব্দটা ছোট কিন্তু এর একটি সম্পূর্ণ নাম রয়েছে। চলুন নিচে থেকে LED এর পুরো নাম জেনে আসি।

LED এর পুরো নাম কি? | LED এর পূর্ণরূপ কি?

LED এর পুরো নাম হলো Light Emitting Diode. আর বাংলাতে বাংলাতে এল ই ডি এর পূর্ণরূপ হলো লাইট এমিটিং ডায়োড। বাংলা ভাষায় একে আবার আলোক নিঃসারী ডায়োড বলা হয়।

LED এর অন্যান্য ফুল ফর্ম গুলো হলো

  • Low energy detector – লো এনার্জি ডিটেক্টর।
  • Low energy demand – লো এনার্জি ডিমান্ড। 
  • Local economic development – লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট। 
  • Look examine and do – লুক এক্সামিনে এন্ড ডু।
  • Laptop entry disc – ল্যাপটপ এন্ট্রি ডিস্ক।
  • Light evacuated device – লাইট এভাকুয়েটেড ডিভাইস।
  • Live electronic dance – লাইভ ইলেক্ট্রনিক ডান্স।
  • Laser erasing dise – লেসার ইরেসিং ডিস্ক।
  • Lamp enhanced display – ল্যাম্প এনহ্যান্সড ডিসপ্লে।
  • Laser equpped dise – লেসার একুইপেড ডিস্ক।

এল ই ডি (LED) এর কাজ কি?

এলইডি সিস্টেম ইলেক্ট্রোলুমিনেন্স পদ্ধতিতে কাজ করে। এই ইলেক্ট্রোলুমিনেন্স হলো এমন একটি অপটিক্যাল যেখানে একটি উপাদানের মধ্যে দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক তরঙ্গের প্রতিক্রিয়ার সেখান থেকে আলো তৈরি হয়।

এলইডি এমন একটি অর্ধপরিবাহী যন্ত্রাংশ যার মাধ্যমে আলোর বিকিরণ করে। এটা সাধারণত বিভিন্ন রঙের হয়ে থাকে। প্রায় প্রত্যেকটি যন্ত্রে এর ব্যবহার লক্ষ্য করা যায়।

আপনার হাতে থাকা মোবাইলের কীপ্যাড জ্বলে উঠাও এই led এর অবদান। এলইডি তে খুবই কম তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়। 

বর্তমানে আপনারা রাস্তায় যে বড় বড় স্কিনের টিভি দেখতে পান সেটাও অসংখ্য এলইডি এর সমস্বয়। এগুলো একটি সাতটি রং পর্যন্ত প্রদর্শন করতে পারে।

LED আবিষ্কারের ইতিহাস

বর্তমান আমরা যে এলইডি গুলো ব্যবহার করি আবিষ্কার করতে প্রায় ১০০ বছর লেগেছে। ১৯০৭ সাল থেকে এটা আবিষ্কার করার জন্য কার্যক্রম শুরু হয়েছে। 

এরপর ১৯৬২ সালে nick holonyak jr সর্বপ্রথম একটি led আবিষ্কার করেন। যা থেকে দৃশ্যমান আলোর আলোক রশ্মি নির্গত হয়। এটার রং ছিরো মূলত লাল।

এরপর M. George craford ১৯৭২ সালে হলুদ রঙের এলইডি আবিষ্কার করেন। তারপর ১৯৭৯ সালে নীল রঙের led আবিষ্কার করেন shuji nakamura.

LED লাইটের সুবিধা

  1. এলইডি লাইট কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আলোক উৎপাদন করতে পারে এবং কম ভোল্টেজে ভালো কাজ করে।
  2. এলইডি আলো এক রঙের (মনোক্রোম্যাটিক) হয়ে থাকে। 
  3. এটা দীর্ঘদিন কাজ করে এবং অনেক টেকসই হয়।
  4. LED কোনো সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যে জ্বলে যায়

শেষ কথা 

আজকের আর্টিকেলে আমরা জানলাম এল ই ডি লাইট কি, LED পুরো নাম কি? LED কাকে বলে এই সম্পর্কে আমার লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে জানাতে ভুলবেন না।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap