আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে 2022?

বন্ধুরা আপনি কি জানেন, আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে 2022? যদি না জানেন তাহালে আজকের আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকে আমি বলবো সিম রেজিস্ট্রেশন চেক করার উপায় গুলো সম্পর্কে। (সিম কার নামে নিবন্ধন)

আপনি যে সিমের গ্রহক হয়ে থাকেন না কেন, সকল sim registration গুলো দেখতে পারবেন। আপনি একটি এনআইডি (nid) কার্ড দিয়ে ১৫ টির বেশি সিম রেজিস্ট্রেশন করতে পারবেন না।

যদি আপনার nid কার্ড দিয়ে যদি ১৫ টির বেশি sim registration হয়ে থাকে তাহালে ২৬ এপ্রিল ২০১৯ এর পর থেকে বন্ধ করে দেওয়া হবে। বাড়তি সিম গুলো কাস্টমার কেয়ারে গিয়ে বন্ধ করে দেওয়া যাবে।

তাছাড়া আপনি চাইলে বাড়তি সিম গুলো মালিকানা পরিবর্তন করতে পারবেন। যার নামে মালিকানা করতে চান তাকেও NID কার্ড বা জাতীয়া পরিচয়পএ সহ যে সিমের মালিকানা পরিবর্তন করতে চান সেই কাস্টমার কেয়ারে নিয়ে যেতে হবে। (সিম কার নামে নিবন্ধন)

বর্তমানে যেকোনো গ্রহক তার জাতীয় পরিচয়পএ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসসেন্স / জন্ম নিবন্ধন সনদরের বিপরীতে কয়টি সিম নিবন্ধন হয়েছে সেটা সহজে যাচাই করার সুযোগ করে দিয়েছে বিটিআরসি।

nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে 2022? | সিম রেজিস্ট্রেশন দেখার নিয়ম

ইউএসএসডি এর মাধ্যমে *16001# নম্বারে ডায়াল করে ফিরতি রিপ্লাইয়ে জাতীয় পরিচয়পএ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসসেন্স / জন্ম নিবন্ধন এর শেষের ৪ ডিজিট লিখে পাঠাতে হবে।

তাছাড়া, আপনি যদি এসএমএস (SMS) এর মাধ্যমে সিম নিবন্ধন যাচাই করতে চান তাহালে জাতীয় পরিচয়পএ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসসেন্স / জন্ম নিবন্ধন এর শেষের ৪ ডিজিট লিখে এসএমএস (SMS) পাঠাতে হবে 16001 নম্বারে। 

গ্রামীণফোনঃ গ্রামীণফোন থেকে info লিখে send করুন 4949 নম্বারে। অথবা গ্রামীণফোন থেকে Reg 17 Digit NID numbers লিখে send করুন 4949 নম্বারে।

বাংলালিংকঃ বাংলালিংক থেকে ডায়াল করুন *16001# নম্বারে।

রবিঃ রবি থেকে ডায়াল করুন  *16001# নম্বারে।

টেলিটকঃ টেলিকম থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন info লিখে send করুন 1600 নম্বারে।

এয়ারটেলঃ এয়ারটেল থেকে ডায়াল করুন *16001# নম্বারে।

আজকে আমরা কি শিখলাম

তাহালে বন্ধুরা আজকে আমরা শিখলাম আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে / সিম কার নামে নিবন্ধন হয়েছে সেটা চেক করা বা দেখার নিয়ম। এই বিষয়ে আরো বিস্তরিত ভাবে জানতে বিটিআরসি (BTRC) এই ওয়েবসাইট ভিজিট করুন। আর আমার লেখা সিম কার নামে রেজিস্ট্রেশন করা আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করুন।

16 thoughts on “আপনার nid দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে 2022?”

  1. ভাই আমার আগের আইডি নম্বর মনে নেই স্মার্ট আইডি কার্ড দিয়ে কি ভাবে জানতে পারবো।

    Reply
  2. ভাইয়া আমার আইডি কার্ডে কইটা সিম রেজিস্টার আছে কি করে জানব?
    আপনি যেভাবে দিয়েছে সেটা শুধু আমার সিম টা দেখাচ্ছে।
    আমার আইডি কার্ডে কইটা নাম্বার রেজিস্টার করা আছে সেটা জানতে চাচ্ছি।

    Reply
  3. ভাই, আমার nid দিয়ে একটা অন্য কেউ সিম চালাচ্ছে কিন্তু পুরো নাম্বার দেখাচ্ছে না। আমি কি করে পুরো নাম্বার পাব?

    Reply
  4. ভাই এখন কি এই সার্ভিসটা বন্ধ আছে নাকি আসছে না কেনো

    Reply

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap