OnePlus কোন দেশের কোম্পানি এবং এর ইতিহাস সম্পর্কে জানুন

OnePlus কোন দেশের কোম্পানি : ওয়ানপ্লাস ফোনের নাম আপনারাদের মধ্যে অনেকে শুনছেন, আবার অনেকে ব্যবহার করছেন।

যারা ব্যবহার করছেন তাদের মধ্যে আবার অনেকে জানে না ওয়ানপ্লাস কোন দেশের কোম্পানি। 

বর্তমানে ওয়ানপ্লাস কোম্পানির স্মার্টফোন গুলো চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। এর প্রধান কারণ তারা কম দামে ভালো ফিচারস যুক্ত করে।

Oneplus বর্তমান সময়ে স্মার্টফোন গুলোর  গুলোর মধ্যে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত লাভ করেছে। এটা অন্যান্য বড় মোবাইল  কোম্পানি গুলোর মতো সুনাম অর্জন করেছে। 

আপনারা যদি কম দামে ভালো ফিচারস যুক্ত স্মার্টফোন কিনতে চান তাহলে এই ওয়ানপ্লাস কোম্পানির স্মার্টফোন কিনতে পারেন। 

জানুন huawei কোন দেশের কোম্পানি এবং এর মালিক সম্পর্কে

কিন্তু, কোনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যে স্মার্টফোন কিনছেন সেটা কোন দেশের কোম্পানির।

তাহলে চলুন নিচে থেকে ওয়াইনপ্লাস কোন দেশের কোম্পানি এবং এর ইতিহাস ঐতিহ্য সহ আরো বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে আসি। 

OnePlus কোন দেশের কোম্পানি?

OnePlus হলো একটি চীনা কোম্পানি, যার সদরদপ্তর চীনের শেনজেন, গুয়াংডং এ অবস্থিত।

যদিও ওয়ানপ্লাস চীনের কোম্পানি কিন্তু এশিয়া, ইউরোপ সহ আরো বিভিন্ন দেশে এর চাহিদা রয়েছে প্রচুর পরিমানে। এর অন্যতম কারণ অন্যান্য কোম্পানির তুলনায় এর ফিচারস বেশি এবং দাম কম।

OnePlus কোম্পানির সদরদপ্তর কোথায় অবস্থিত?

ওয়ানপ্লাস একটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। যার সদরদপ্তর বা প্রধান কার্যালয় চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত। 

২০১৩ সালে ডিসেম্বর মাসে পিট লাউ এবং কার্ল পেই এই OnePlus কোম্পানি প্রতিষ্ঠিত করেন।

OnePlus কোম্পানির মালিক কে?

ওয়ানপ্লাস কোম্পানির মালিক হলেন পিট লাউ (pete lau) এবং কার্ল পেই (Carl pei). তারা দুজন oppo স্মার্টফোন কোম্পানিতে কর্মরত ছিলেন। 

পরে তারা oppo কোম্পানি ছেড়ে ২০১৩ সালের ১৬ ডিসেম্বর oneplus কোম্পানি প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তাদের কোম্পানি জনপ্রিয়তা এতটা বৃদ্ধি পেয়েছে যে BBK কোম্পানির অধিনে অন্তর্ভুক্ত হয়েছে। 

OnePlus কোম্পানির ইতিহাস ঐতিহ্য

ওয়ানপ্লাস কোম্পানি এখান থেকে কয়েক বছর আগে যাত্রা শুরু করেছে। তবে, তারা খুব অল্প সময়ের মধ্যে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

পিট লাউ এবং কার্ল পেই দুজন oppo স্মার্টফোন মোবাইল কোম্পানিতে কাজ করতো। এরপর তারা ২০১৩ সালে ১৬ ডিসেম্বর OnePlus মোবাইল কোম্পানি প্রতিষ্ঠিত করেন।

ধীরে ধীরে তাদের এই মোবাইল কোম্পানি সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করতে শুরু করেন। এর অন্যতম কারণ স্বল্প মূল্যে তাদের ফোন গুলো সরবরাহ করতো।

২০১৪ সালের ২৩ এপ্রিল OnePlus কোম্পানির প্রথম মোবাইল ইন্ডিয়াতে প্রবেশ করে। তাদের প্রথম স্মার্টফোন এর নাম ছিলো OnePlus A0001.

এটাই ছিলো তাদের প্রথম কম দামের 4G স্মার্টফোন। যা মানুষের কাছে অনেক চাহিদা ছিলো। বর্তমানে OnePlus কোম্পানি BBK এর আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান।

ওয়ানপ্লাস কোম্পানির সেরা কিছু স্মার্টফোন –

  • OnePlus Nord 2T
  • OnePlus 10T
  • OnePlus Nord 2
  • OnePlus 10R
  • OnePlus 10Pro

শেষ কথা 

আজকে আমরা জানলাম OnePlus কোন দেশের কোম্পানি এবং ওয়ানপ্লাস কোম্পানির মালিক ও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। 

ওয়ানপ্লাস স্মার্টফোন সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। দ্রুত সময়ের মধ্যে উত্তর দিবো।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap