PayPal একাউন্ট খোলার নিয়ম জানুন

বন্ধুরা আজকে আমি বলবো PayPal একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। আপনি যদি একজন ফ্রিল্যন্সার হয়ে থাকেন তাহালে, বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করে তাদের কাছ থেকে পেমেন্ট পেতে অনেক সমস্য হচ্ছে। তাই আপনার একটি পেপাল একাউন্ট থাকা জরুরি।

তাহালে চলুন নিচে থেকে জেনে আসি পেপাল কি সেই সম্পর্কে বিস্তরিত। কারণ, একটি পেপাল একাউন্ট খেলার আগে আমাদের জানতে হবে PayPal কি

Paypal কি? (What is PayPal)

পেপাল হলো এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আমরা অনেক সহজে পেমেন্ট গ্রহন করতে পারবেন বা প্রদান করতে পারবেন। আর এই সম্পর্ন প্রক্রিয়াটি হবে অনলাইনের মাধ্যমে।

এই অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করে আপনারা ব্যবসার কাজে এবং নিজের ব্যাক্তিগত কাজে টাকা লেনদেন করতে পারবেন। মূলত পেপাল বেশি ব্যবহার করা হয় দেশের বাহিরে আন্তর্জাতিক ভাবে টাকা পাঠানো এবং দেশের বাহিরে থেকে টাকা গ্রহণ করার জন্য।

আপনি যখন পেপাল এর মাধ্যমে টাকা বা ডলার লেনদেন করবেন তখন অবশ্যই আপনাকে ব্যাংক একাউন্ট বা ব্যাংক ডেভিট কার্ড এর তথ্য দিতে হবে। যার ফলে আপনি ব্যাংক একাউন্ট থেকে PayPal এর মাধ্যমে যেকোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনলাইনে টাকা পাঠাতে পারবেন।

একই ভাবে অন্যরা আপনার পেপাল একাউন্ট এ টাকা পাঠাতে পারবে। এবং সেই টাকা আপনি সহজে নিজের ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। এখানে পেমেন্ট গ্রহন করার জন্য পেমেন্ট এড্রেস হিসাবে পেপাল এর ইমেইল এড্রেস ব্যবহার করা হয়।

আপনি পেপাল একাউন্ট খোলার সময় যে ইমেইল এড্রেস ব্যবহার করেছিলেন সেটা আপনার PayPal account number হিসাবে কাজ করবে। এক কথায় বলা যায় PayPal হলো টাকা আদান প্রদান করার একটি অনলাইন সার্ভিস।

আশাকরি, সহজে বুঝতে পারছেন PayPal কি বা PayPal কাকে বলে এবং PayPal একাউন্ট খোলার নিয়ম এই ব্যাপারে। এবার জানবো পেপাল কত প্রকার ও কি কি সেই সম্পর্কে।

PayPal একাউন্ট কত প্রকার ও কি কি?

পেপাল একাউন্ট সাধারণত তিন (৩) প্রকার। মানে একটি পেপাল একাউন্ট খোলার জন্য আপনার কাছে তিন প্রকার অপশন থাকে।

  1. Personal Account
  2. Business Account
  3. Premier Account

পেপাল (PayPal) একাউন্ট খোলার জন্য কি কি লাগবে?

  • আপনাদের একটি পেপাল একাউন্ট খোলার জন্য অবশ্যই কিছু ডকুমেন্ট থাকতে হবে। এই ডকুমেন্ট গুলো হলো-
  • আপনার পার্সোনাল একটি ইমেইল এড্রেস থাকতে হবে। এই ইমেইল এড্রেস ব্যবহার করে টাকা গ্রহন এবং পাঠাতে পারবেন।
  • আপনার একটি ডেভিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকতে হবে। কারণ, পেপাল একাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে গেলে কার্ডের প্রয়োজন।
  • PayPal একাউন্টে টাকা গ্রহন করার জন্য একটি ব্যাংক একাউন্ট হবে। যায় ফলে আপনার গ্রহণ করা টাকা ব্যাংকে পাঠাতে পারবেন।
  • আপনি যদি ভারত থেকে একাউন্ট খোলার কথা ভাবেন তাহালে অবশ্যই PAN number প্রয়োজন হবে।

PayPal একাউন্ট খোলার নিয়ম

অনকে চিন্তা করেন পেপাল একাউন্ট কিভাবে খুলবো? তাদেরকে বলছি আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ এটা কোনো কঠিন কাজ না। আমি আনাদের প্রতিটি ধাপে ধাপে বলে দিবো পেপাল একাউন্ট খোলার নিয়ম।

PayPal একাউন্ট খোলার নিয়ম এই বিষয়ে জানার আগে বলতে চাই PayPal account তৈরি করার জন্য আপনারা Android app ব্যবহার করতে পারেন। Google Play store এ আপনারা PayPal app পেয়ে যাবেন।

আমি আপনাদের কম্পিউটার এর মাধ্যমে পেপাল একাউন্ট খোলার নিয়ম বলে দিচ্ছি। তবে, আপনি যদি মোবাইল দিয়ে একাউন্ট খুলতে চান, তাহালে Google Chrome ব্রাউজার থেকে Desktop site করে নিন।

ধাপ- ১

যেকোনো একটি ব্রাউজার ওপেন করে PayPal লিখে সার্চ করে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যান বা সরাসরি পেপাল এর ওয়েবসাইটে যেতে https://www.paypal.com/ এই লিংকে যান। এবং উপরে ডান পাশে থাকা Sing Up অপশনে ক্লিক করুন।

ধাপ- ২

এবার আপনি দুই ভাবে পেপাল একাউন্ট খুলতে পারবেন। যথা-

  • Personnel Account
  • Business Account

আপনি যদি নিজের জন্য একাউন্ট খুলেন তাহালে Personnel Account অপশনে ক্লিক করুন। আর যদি ব্যবসার বা কোম্পনির নামে একাউন্ট খুলতে চান তাহালে Business Account অপশনে ক্লিক করুন।

আমি যেহেতু নিজের ব্যাক্তিগত কাজের জন্য পেপাল একাউন্ট তৈরি করছি, সেহেতু Personnel Account অপশনে ক্লিক করে Next অপশনে ক্লিক করছি।

ধাপ- ৩

এবার আপনি নিজের দেশ সিলেক্ট করে মোবাইল নম্বার দিয়ে ভেরিফিকোশন করে Next অপশনে ক্লিক করুন।

ধাপ- ৪

এবার আপনাকে Email address এবং Password সেট করতে হবে। মনে রাখবেন এই ইমেইল এড্রেস হলো আপনার পেপাল এর মাধ্যমে টাকা গ্রহণ করার কাজে আসবে।

তাই, আপনি Email address, Password এবং Confirm Your password দিয়ে Next অপশনে ক্লিক করুন।

ধাপ- ৫

পরের অপশনে আপনার পার্সোনাল ডকুমেন্ট গুলো দিতে হবে। যেমন-

  • Nationality – আপনি কোন দেশের নাগরিক।
  • First name – আপনার প্রথম নামের অংশ।
  • Last name – আপনার নামের শেষের অংশ।
  • Address – আপনার পূর্ন ঠিকানা দিবেন।
  • Town/ City – কোন শহরে বসাসব করেন দিবেন।
  • Country / State – আপনি কোন দেশ বা রাজ্যে বসবাস করছেন সেটা দিবেন।
  • Pin code –  বসবাস স্থানের পিন কোড দিতে হবে।
  • Mobile number – আপনার সঠিক মোবাইল নম্বার দিবেন।

সব গুলো অপশন সঠিক ভাবে পূরণ করার পরে নিচে ৩ টি অপশন দেখতে পাবেন। সেই অপশন গুলোতে ঠিক চিহ্ন দিয়ে Agree and Create Account অপশনে ক্লিক করুন।

ধাপ- ৬

এবার আপনাকে debit card বা credit card এর তথ্য দিয়ে পেপাল একাউন্টের সাথে লিংক করতে হবে। আপনি যদি এখানে কার্ড লিংক না করেন তাহালে পেপাল একাউন্ট থেকে পেমেন্ট করতে পারবেন না।

আশাকরি সহজে বুঝতে পারছেন কিভাবে পেপাল একাউন্ট খুলতে হয়। (How to create PayPal account in bangla) 

পেপাল (PayPal) একাউন্ট এর লাভ ও সুবিধা

  • PayPal account এর মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে টাকা আদান প্রদান করতে পারবেন।
  • অনলাইনে অন্যান্য পেমেন্ট সার্ভিস গুলোর তুলনায় পেপাল অনেক সুরক্ষিত এবং জনপ্রিয়।
  • এখানে আপনি একাধিক debit card এবং credit card যুক্ত করতে পারবেন এবং পেমেন্ট করতে পারবেন।
  • নিজের পেপাল একাউন্টে গ্রহণ করা টাকা সহজে ব্যাংক একাউন্টে পাঠাতে পারবেন।
  • আপনি যদি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহালে বাহিরের ক্লায়েন্টের সাথে কাজ করে সহজে টাকা গ্রহণ করতে পারবেন।
  • Blogger রা PayPal এর মাধ্যমে সহজে ডোমেইন, হোস্টিং, প্লাগিন এবং থিম সহজে কিনতে পারবেন।
  • আপন ঘরে বসে পেপাল এর মাধ্যমে শপিং করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে অফার পেয়ে যাবেন।

পেপাল (PayPal) একাউন্ট কেন ব্যবহার করা হয়?

  • কোনো প্রকার ঝামেলা ছাড়া একটি মাত্র ইমেইল এড্রেসের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব।
  • আন্তর্জাকিক ভাবে অনেক সহজে পেমেন্ট করা যায়।
  • আন্তর্জাকিক ভাবে অনেক সহজে পেমেন্ট গ্রহণ করা যায়।
  • অনলাইনে পেপাল এর মাধ্যমে লেনদেন করাটা অনেক সুরক্ষিত।
  • দেশ বিদেশের বিভিন্ন দেশ থেকে ঘরে বসে সহজে শপিং করতে পারবেন।
  • একটি PayPal account এ আপনি অনেক গুলো কার্ড যুক্ত করতে পারবেন।
  • অন্যান্য অনলাইন পেমেন্ট সিস্টেম গুলোতে আপনাকে টাকা চার্জ দিতে হয় কিন্ত পেপাল সম্পর্ন ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
  • খুব সহজে নিজের মোবাইলে PayPal app ব্যবহার করতে পারবেন।

আশাকরি সহজে বুঝে গেছেন পেপাল একাউন্ট কেন ব্যবহার করতে হবে।

পেপাল থেকে বিকাশ এ টাকা তোলার উপায়?

অনেক ফ্রিল্যান্সাররা জানতে চেয়েছেন কিভাবে পেপাল থেকে বিকাশ এ কিভাবে টাকা তুলবো। আসলে পেপাল থেকে বিকাশে টাকা তোলা একটু কষ্টকর ব্যাপার। তবে, আমি আপনাকে ট্রান্সলেট সোর্স দিবো, যার মাধ্যমে সহজে পেপাল থেকে বিকাশে টাকা তুলতে পারবেন।

বর্তমানে অনলাইনে ডলার কেনা বেচা করার অনেক গুলো গুরুপ রয়েছে। যার মধ্যে অনেক গুরুপ থেকে মানুষরা প্রতরণার শিকার হচ্ছে। তাই আমি পরামর্শ দিবো ভালো করে জেনে তারপরে ডলার সেল করুন।

আপনারা যারা পেপাল থেকে বিকাশ এ টাকা তুলতে চান তারা এই sofolfreelancer.net@gmail.com ইমেইল এ যোগাযোগ করুন। অথবা নিচে কমেন্টে জানান আপনি কত ডলার সেল করবেন?

আমি এই আর্টিকেলটি তৈরি লিখেছি ভারতের পেপাল খোলার নিয়মে। কারণ বাংলাদেশে পেপাল সার্পোট করে না। কিন্ত আমাদের দেশের মানুষরা অনেকে পেপাল ব্যবহার করে এবং তারা বিকাশে টাকা তুলতে চাই। বাংলাদেশে পেপাল আসলে আর্টিকেলটি নতুন করে আপডেট করা হবে।

আজকে আমরা কি শিখলাম

তাহালে, বন্ধুরা আজকে আমরা শিখলাম PayPal কি? PayPal একাউন্ট খোলার নিয়ম এবং পেপাল থেকে বিকাশ এ কিভাবে টাকা তুলবেন সেই সম্পর্কে। আমার লেখা What is PayPal & how to create PayPal account আর্টিকেলটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট জানাবেন।

8 thoughts on “PayPal একাউন্ট খোলার নিয়ম জানুন”

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap