sir এর পূর্ণরূপ কি | what is sir in bangla

sir এর পূর্ণরূপ কি – বন্ধুরা স্যার শব্দটি মূলত ব্যবহার করা হয় সম্মানিত ব্যক্তিদের সাথে কথা বলার সময়। স্যার এটার বাংলা শব্দের অর্থ হলো জনাব বা মহোদয়।

আবার sir শব্দটি ইংরেজি শব্দ কিন্ত আমাদের দেশে এই শব্দটি আমাদের দেশে অধিক পরিচালিত। আমরা কিছু কিছু ইংরেজি শব্দ বাংলা শব্দের চেয়ে অনেক বেশি পরিমানে ব্যবহার করে থাকি।

sir এর পূর্ণরূপ কি?

sir একটি ইংরেজি শব্দ। sir শব্দটি এসেছে প্রাচীন শব্দ sire থেকে। আমাদের দেশে অনেক প্রাচীন যুগ থেকে স্যার শব্দটি ব্যবহৃত হয়ে আসতেছে। আর সেই প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত এই শব্দটি খুব গুরুত্ব বহন করছে।

বর্তমানে এই শব্দটি সর্বাধিক হচ্ছে। স্কুল কলেজ, অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে স্যার শব্দটি বহুল ব্যবহৃত হচ্ছে।

sir একটি পুরুষবাচক শব্দ মানে পুংলিঙ্গ। এর স্ত্রীলিঙ্গ হলো ম্যাডেম (madam), যার বাংলা অর্থ হলো জনাবা। আমরা সম্মানিত মহিলাদের ম্যাডাম বলে সম্বোধন করে থাকি।

sir এর পূর্ণরূপ হলো slave i remain. sir শব্দের পূর্ণরূপ সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত ভাবে জানতে চান, তাহালে আপনাকে ইতিহাস সম্পর্কে জানতে হবে।

স্যার শব্দটা একটি সম্মানসূচক শব্দ যা একজন মানুষকে সম্বোধন করার জন্য ব্যবহার করা হয়। যখন sir হাতের লেখার জন্য বড় হাতের অক্ষর “S” দিয়ে লেখা আরম্ভ করা হয়,

তখন এটা কোনো নাইট (বীরব্রতী) বা ব্যারনেটের স্বতন্ত্র শিরোনাম হিসাবে ব্যবহার করা হয়। sire শব্দের দ্বারা প্রত্নতাত্ত্বিক হিসাবে বিবেচনা করে হয়।  তবে, এর দ্বারা কোনো গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বুঝানো হয়।

ইংল্যান্ডের রাণী দ্বারা নাইট বিবেচিত হয়ে যাওয়া বিখ্যাত ব্যাক্তিদের স্যার এর সম্মান উপাধিতে ভূষিত করা হয়।

আজকে আমরা কি শিখলাম

তাহালে, বন্ধুরা আজকে আমরা শিখলাম sir এর পূর্ণরূপ কি সেই সম্পর্কে। আশাকরি আমার লেখা আর্টিকেলটি আপনাদের কাছে ভালো লাগছে। আর যদি কোনো বিষয় বুঝতে সমস্যা থাকে তাহালে নিচে কমেন্টে জানাবেন।

Leave a Comment

Share via
Copy link
Powered by Social Snap